নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েক দিনের ভ্রমণ শেষে আমার আমি ফিরে এসেছি ঢাকায়। প্লান ছিলো ঢাকা থেকে রওনা হয়ে প্রথমে চলে যাবো পঞ্চগড়-তেঁতুলিয়া, সেখান থেকে দিনাজপুর হয়ে ভ্রমণ শেষ হবে বিরামপুরে। কিন্তু ট্রেনে বসে অর্ধরজনীতে সিদ্ধান্ত নেই পঞ্চগড় নয়, প্রথম যাবো বিরামপুর। তাই পুরো প্লানটাই চলে উল্টোপথে।
কথা ছিলো প্রতিদিন ভ্রমণ শেষে রাতে সামুতে কোনো পোস্ট না করলেও ঢু দিবো। সেই মতে আমার গ্রামীণ সিমে ৭ দিনের জন্য ৮ জিবি নেটও কিনে নেই। কিন্তু হায় প্রথম দিন রাতেই চেষ্টা করে দেখলাম সামুতে ঢুকা যাচ্ছে না। সম্ভবতো গ্রামীণ সিম থেকে সামুতে ঢুকা যায় না।
যাইহোক, ভ্রমণের প্রায় সবটা শেষ করে ভালো ভাবেই ফিরে এসেছি বাড়িতে আজ সকাল ১০টায়। এবার থেকে আবার আছি প্রতিদিন আপনাদের সাথে।
০৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ তপনদা। ভাবছি কাল থেকেই ভ্রমণ সিরিজ লেখা শুরু করে দিবো।
২| ০৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:২২
মনিরা সুলতানা বলেছেন: বাহ ! ওয়েলকাম ব্যাক ভাই।
০৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মনিরা সুলতানা আপু।
৩| ০৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৫
শায়মা বলেছেন: বাপরে! বন্দুক পিস্তল নিয়ে ফিরলে নাকি ভাইয়া!!!
যাইহোক ঘুরে দেখো কি কি বদলে গেলো তোমার এ কদিনের অনুপস্তিতিতে।
০৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩৮
মরুভূমির জলদস্যু বলেছেন: ছবি তুলে ম্যামরি কার্ড ভরিয়ে ফেলেছি।
সেকি কথা!!! বদলাবে কেনো!!! নিশ্চই সব একই আছে, শুধু ক্যালেন্ডারে কয়েকটা দিন কাটা গেছে মাত্র।
০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৫৭
মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথমে কিছু টের পাইনি। এক দিনের মধ্যে টের পেলাম চাঁদগাজী আর রাজীব নুর ব্লগে নেই।
নিষিদ্ধা নাকি জেনারেল করা হয়েছে?
৪| ০৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪১
শায়মা বলেছেন: তাই নাকি!
এক এক মুহুর্তেও কোনো কিছুই একই থাকে না ভাইয়া।
তুমি আর একটু বুড়া হও। আর একটু চুল পাকে তোমার আর একটু বুদ্ধিমান হও আর একটু ক্ষিধা পায় আর একটু টায়ার্ড হও সোাজা কথা প্রতিমুহুর্তেই কিছু না কিছু বদলে যায়।
০৭ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০২
মরুভূমির জলদস্যু বলেছেন: কথা সত্যি, একটু একটু করে সময়ের অগোচরে সবটাই বদলায়।
৫| ০৭ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০৩
ঈশান মাহমুদ বলেছেন: ওয়েল্কামব্যাক।
০৭ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
৬| ০৭ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:০৩
অপু তানভীর বলেছেন: এখন কেবল গ্রামীন সিম দিয়ে সামুতে ঢোকা যায় না । অন্য সব সিম দিয়েই প্রবেশ করা যায় । টেলিটক বাংলালিংক দিয়ে কোন ঝামেলা ছাড়াই সামুতে প্রবেশ করা যায় । কিন্তু মোবাইল নেট ব্যবহারের জন্য জিপি নেট সব থেকে ভাল । আর এটাতেই এখনও আটকা ।
যাই হোক ফিরে এসেছেন এটাই জরূরী ব্যাপার । আমিও ঘুরে এসেছি কদিন আগে । আপনার মত লম্বা ট্যুর নয় যদিও ।
০৭ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন: সেইটাই মনে হয়।
শীতের দিন বলে এতো অল্প সময়ে এতো বেশী বেরানো গেলো। গরমের সময় সম্ভব না। তবে শীতও ছিলো প্রচন্ড।
৭| ০৭ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫৪
জুল ভার্ন বলেছেন: শুভ প্রত্যাবর্তন।
০৭ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
৮| ০৭ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১৬
সভ্য বলেছেন: আপনি এসেছেন, এতেই ভাল লাগছে, শুভ হউক নতুন বছর।
০৭ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ ভাইজান।
৯| ০৭ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫১
সেলিম আনোয়ার বলেছেন: শুভ কামনা রইলো । হ্যাপী ব্লগিং।
০৭ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
১০| ০৭ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৮
সোবুজ বলেছেন: এবার আস্তে আস্তে বিস্তারিত লিখুন ভ্রমন বিত্তান্ত।
০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন: লিখা শুরু করবো শিগ্রই।
১১| ০৭ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫৬
সাজিদ! বলেছেন: ভ্রমন অভিজ্ঞতা নিয়ে আমাদের জানাবেন।
০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন: অবশ্যই জানাবো।
১২| ০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:৫০
চাঁদগাজীর সমর্থকগোষ্ঠী বলেছেন:
ভ্রমণের আলোকে একটি পোস্ট আশা করছিলাম।
০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:৫৪
মরুভূমির জলদস্যু বলেছেন: একটি পোস্টতো ভ্রমণের আগেই দিয়েছি। এবার ভ্রমণের উপরে সিরিজ চালু হবে।
ভালো কথা, চাঁদগাজী কি আবার জেনারেলের টুপি পরেছেন?
১৩| ০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৩৫
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: এই শীতে প্রিয় উত্তর অঞ্চলে?
ভ্রমণে দুঃসাহসিক আপনি !
০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন: অস্বিকার করা যাবে না, শীতে কিছুটা কাবু করে ফেলে ছিলো। আবার এটাও সত্যি ঠান্ডার কারণেই আমরা কেউ ক্লান্ত হইনি ভ্রমণে।
১৪| ০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ৩:৫৬
নেওয়াজ আলি বলেছেন: সুস্থ এবং ভালোভাবে ফিরেছেন শুভেচ্ছা ।
০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৮
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১৫| ০৮ ই জানুয়ারি, ২০২২ ভোর ৫:০৩
ডঃ এম এ আলী বলেছেন:
ভ্রমন অভিজ্ঞতা নিয়ে ছবি ব্লগ কামনা করছি ।
শুভেচ্ছা রইল
০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৯
মরুভূমির জলদস্যু বলেছেন: শিঘ্রই ভ্রমণ সিরিজ আশবে।
ধন্যবাদ আপনাকে।
১৬| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৮:২৭
সাদা মনের মানুষ বলেছেন: বিরামপুরটা কোথায়? হাতে বন্ধুক নিয়ে ফিরে এলেন কেনো??
০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:১২
মরুভূমির জলদস্যু বলেছেন: বিরামপুর হচ্ছে হিলি আর ফুলবাড়ির ঠিক মাঝামাঝি যায়গা।
আমি এইভাবেই ফিরে আসি।
১৭| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৮:৫৭
বিটপি বলেছেন: গ্রামীণফোন সব জায়গায় ভালো হলেও উত্তরবঙ্গ (রাজশাহী, রংপুর বিভাগ) এবং দক্ষিণবঙ্গ (চট্টগ্রাম বিভাগে) ভালো কাজ করেনা। এই দুই অঞ্চলে যথাক্রমে বাংলালিংক এবং রবি ভালো নেট স্পীড দেয়। ট্রাই করে দেখতে পারেন।
০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন: আর ট্রাইয়ের দরকার নেই। আমি এখন বাসায় বসে আছে।
১৮| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:২৮
সোহানী বলেছেন: এর রণসাজে কেন? যুদ্ধ জয় করে ফিরেছেন কি?
০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:১৬
মরুভূমির জলদস্যু বলেছেন: আই এম ব্যাক
টরমিনেটর-২ এর একটি বিখ্যাত উক্তি
১৯| ০৮ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৭
স্প্যানকড বলেছেন: আসতা লা ভিসতা !
০৮ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন: সাব্বা খায়ের
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:১০
শেরজা তপন বলেছেন: ফের আমাদের মাঝে স্বমহিমায় ফিরে আসায় আমরা দারুন আপ্লুত
ওয়েলকাম ব্যাক