নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

হারাম কাজের প্রস্তুতি নিচ্ছি!!!

৩১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:০৮



আজ সন্ধ্যার পর থেকেই আতশ বাজী পোড়ানো, ফানুস উড়ানো শুরু করবো।
জানি ইহা মন্দকাজ, পাপ কাজ, আপনি বলবেন ইসলামে হারাম কাজ।
আমি এই হারাম কাজ করার জন্যই প্রস্তিতি নিচ্ছি।
এই সম্পর্কে মেলা ওয়াজ নসিহত শুনেছি।
আজকেও মসজিদের খতিব সাহেব বয়ান করেছেন এই সব না করার জন্য।




আমার দাড়ি আছে, কিছু নামাজও পড়ি। তবে এখনো পরাপুরি সহিপথে আসা হয়ে উঠেনাই। শয়তান চলে আমার সাথে সাথে। শয়তানের ধোকায় পরে আজকে বাজী ফুটাবো বিষয়টাতা নায়। বছরের যেকোনো দিন ফাটালে যে আনন্দ পেতাম তারচেয়ে কিন্চিত বেশী পাওয়া যাবে কারণ আজ রাতে চারপাশে বাজী ফুটবে তাই। অনো কোনো বিষয় নাই, নতুন বছরের আগমন বা পুরানের বিদায় নয়। শুধুই আনন্দের জন্য এই বাজী ফাটানো।

হে বাজীর শব্দে আপনার কিছুটা ডিস্টার্ব হবে সত্যি। একটা দিন এতোটুকু মেনেনেন কষ্ট করে।














ছবি তোলার স্থান : নিজবাড়ি, উত্তর বাড্ডা, ঢাকা।
ছবি তোলার তারিখ : ৩১/১২/২০২১ ইং

ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা রইলো।

মন্তব্য ৬২ টি রেটিং +১/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৪৯

প্রতিদিন বাংলা বলেছেন: চমৎকার -
[[আমার দাড়ি আছে, কিছু নামাজও পড়ি। তবে এখনো পরাপুরি সহিপথে আসা হয়ে উঠেনাই। শয়তান চলে আমার সাথে সাথে। শয়তানের ধোকায় পরে আজকে বাজী ফুটাবো বিষয়টাতা নায়। বছরের যেকো...]]
আসল কথা হলো,মানে আমার মনে হয় (আল্লাহ ভালো জানেন ) - আল্লাহর আদেশ পালনে অনিয়মিত হলেও ,আল্লাহর নিষেধ পালনে বদ্ধ পরিকর হলেই ,অনেক জুব্বা মুছলিমের চে উত্তম

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: মুসলিমের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তার হাত এবং মুখ থেকে অন্যেরা নিরাপদ থাকবে।
আমার হাত এবং মুখ থেকে অন্যেরা নিরাপদ থাকে।

২| ৩১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমাদের অন্তর আমাদেরকে বিভ্রান্ত করে।


আপনি চিন্তা করতে পারছেন, আল্লাহ চাইলে ধীরে ধীরে আত্মশুদ্ধি হবে।

আপনার সার্বিক সফলতা কামনা করি।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিন

৩| ৩১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১৭

জুল ভার্ন বলেছেন: যে দেশের ৯০% মানুষের জীবনে নতুন বছর আসবে আরও দুঃখ কষ্ট শোক তাপ যন্ত্রণা নিয়ে- তাই আনন্দের কিছু নাই।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: কে বললো আনন্দের কিছু নাই!!!
প্রতিটা দিন নতুন সম্ভবনা নিয়ে উদয় হয়। এটাই আনন্দের।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:



হ্যাপি নিউ-ইয়ার।
নতুন বছর সব সময় সুদিনের আশা বহন করে আনে, বেশীরভাগ মানুষ উৎফুল্ল হয়।
বজ্রপাত কিন্তু বাজি ফুটানোর সমান, ইহা বর্যার আনন্দ

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: হ্যাপি নিউ-ইয়ার

৫| ৩১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: মানুষ সাধারণত বিপদে আল্লাহকে স্মরণ করলেও আনন্দের সময় আল্লাহর কথা মনে করে না। কারণ একটা খারাপ জীন প্রত্যেক মানুষের সাথে আছে।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: সেই মিষ্টার আজাজিল খুব প্রকাট ভাবেই আছে আমার সাথে।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৬

নূর আলম হিরণ বলেছেন: ভালো তবে আশেপাশে অসুস্থ ও দুর্বল হার্টের মানুষের বেশ সমস্যা হয় এতে।হ্যাপি নিউ ইয়ার।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: হ্যাপি নিউ ইয়ার
৬ তালা ছাদের উপরে গিয়ে ফাটাই, ঘর বন্ধ থাকলে খুব একটা শব্দ যায় না।

৭| ৩১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৬

সোবুজ বলেছেন: আগুন নিয়ে সাবধান হবেন।আনন্দে ভরে উঠুক নতুন বর্ষ।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি সাবধান থাকি।
আজ বাতাস ছিলো বলে ২টি ফানুস উড়িয়েই বুঝেছি কাজটা ঠিক হবে না। তাই বাকি ১৮টি আর উড়াইনি।

৮| ৩১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৫

জ্যাকেল বলেছেন: সাবধানে কাজটা কইরেন ভাইসাহেব। অনেক ধরণের অনাকাংখিত ঘটনা ঘটে বাজি ফুটানোর সময়। দোয়া করি যেন আপনি সুস্থ থাকেন, সুখি হোন। আর অবশ্যই সুপথ প্রাপ্ত হোন।

আপনার হেডলাইন আমার কাছে ভাল লাগে নি। হারাম শব্দের মানে হয়ত আপনি জানেনই না। আল্লাহ খুব কম জিনিস মানুষের জন্য হারাম করেছেন তার মধ্যে বাজি ফুটানো আছে বলে জানা নাই। অনুরোধ থাকবে হেডলাইনটা এইরকম যেন হয়- অপচয় করার প্রস্তুতি নিচ্ছি।

অপচয় ইসলামে নিরুৎসাহিত করা হইয়াছে। অতএব আমি আপনার এ কাজের সাথেও আসলে সেইভাবে একমত না। কিন্তু অন্যের আনন্দে আমি কেন বাধা হতে যাব। আপনার যা ভাল লাগে তাই করবেন, একজন মানুষ হিসাবে আমার ভাল না লাগলে আমি সেটা জাস্ট এভয়েড করব। এটাই শান্তির পথ, ইসলামের পথ।
ভাল থাকবেন।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি মোটামুটি সাবধানী লোক। এই ব্যাপারে আরো বেশী সাবধানে থাকি।
সর্বচ্চো সুপথ প্রাপ্ত হোন হওয়ার চান্স খুব কম।
সম্ভবতো হারাম শব্দের মানে অন্য অনেকের চেয়ে আমি কিছুটা ভালো জানি।
তবে আপনি সম্ভবতো ! এই চিহ্নটির ব্যবহার সম্পর্কে কম জানেন। শিরনামে ৩টি ব্যবহার করেছি আমি,সেটি আপনি হয়তো লক্ষ্য করেননি।

৯| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৫০

সিগনেচার নসিব বলেছেন: চমৎকার আয়োজন :)
আনন্দে কাটুক নতুন বছর

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আনন্দে কেটেছে।
আপনারটুকুও আনন্দময় হকো।

১০| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:২১

ইসিয়াক বলেছেন:



নববর্ষের শুভেচ্ছা রইলো।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: হ্যাপি নিউ ইয়ার

১১| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৪৮

মিরোরডডল বলেছেন:




আতশ বাজীতেও হালাল হারাম ???
কি যে সব বলে না !

গো উইদ ইউর হার্ট এন্ড এঞ্জয় উইদ ইউর কিডস ।
শুধু মনে রাখবে, এমন জায়গায় করবে যেনো প্রকট শব্দে অন্য কারো ক্ষতি না হয় ।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ।
আছে আছে। ইউটিউবে খুজলেই পেয়ে যাবেন।
আরো বিষয় আছে। আমাদের সরকার ১৬ তারিখে নিজে ধুমায়া এই জিনিস ফাটায়। তার ঠিক ১৫ দিন পরে পাবলিক যেনো না ফাটাইতে পারে তার ব্যবস্থা নেয়।

১২| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৫০

শেরজা তপন বলেছেন: হারাম হালাল বুঝিনা। ফুর্তিটা বিপদজনক!
বাচ্চাদের দূরে রাখবেন। হ্যাপি নিউ ইয়ার

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: হ্যাপি নিউ ইয়ার
বাচ্চার আনন্দ আর সাবধানতার সাথে পাশে ছিলো। ওদের জন্যই আয়োজন। ফানুস ছাড়া বাকি কোনোটাই বিপদজনক নয়।

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:০০

কলাবাগান১ বলেছেন: বায়ু দুষন......বাড়াবে কিন্তু মজা টা উপভোগ করা দরকার বিশেষ করে বাচ্চাদের মননে..

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: বায়ু দুষণের সাথে সাথে শব্দ দুষণও হয় প্রচুর।

১৪| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:০২

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: কারো বাড়িঘর দালানকোঠা উড়িয়ে দেবার প্রস্তুতি চলছে নাকি ??
এত্তো বাজী পটকা !!

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: শ্বশুরেরটা উড়ানোর ইচ্ছে ছিলো।

১৫| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১:৪৬

নেওয়াজ আলি বলেছেন:
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা রইলো।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: হ্যাপি নিউ ইয়ার

১৬| ০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৮:৩২

বিটপি বলেছেন: নিজে আনন্দের জন্য হারাম কাজ করছেন, বন্ধুদের সাথে করেন, ছোট্ট মেয়েটাকে হারামের আনন্দ দিতে চান কেন? এতটুকু মেয়ে তো কিছু বুঝবেনা, সে ভাববে, বাবা করছে, তাই কজটা খারাপ না।

আপনার যদি অপচয় গায়ে না লাগে, তাহলে বাসায় পার্টি দেন, বাচ্চাটা তার বন্ধুদের নিয়ে হৈ হুল্লোড় করুক - কিন্তু স্রোতে ভেসে যাচ্ছেন কেন? বাচ্চাটাকে শিখান - অন্যায় কাজ সবাই করলেও আমরা করব না। আজকালকার বাচ্চাদের জন্য এই শিক্ষাটা বাবা মা থেকে পাওয়া সবচেয়ে জরুরি।

০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: এই কাজটি আমি অপকর্ম বা অন্যায় মনে করছি না। হারামও মনে করছি না। শিরনামের শেষে ৩ !!! চিহ্ন আছে সেটি আপনার নজরে আসেনি। কোনো অন্যায়া কাজের শিক্ষা আমি বাচ্চাদের দিই না। আমার বাচ্চারা অন্য যেকোনো বাচ্চাদের তুলনায় অবশ্যই ভদ্র আছে আলহামদুলিল্লালাহ, ভদ্র থাকবে ইনশাআল্লাহ।

১৭| ০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: জ্বী ধন্যবাদ। আনন্দ শুভ হোক। আমার দাড়ি নেই , নামাজও পড়ি না।

০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ।
তাতে কিছু যায় আসেনা।

১৮| ০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ১০:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এনিওয়ে ,
আল্লাহ না করুক। ধরুন আজ আপনার মেয়ে ভীষণ অসুস্থ থাকতো তাহলে কি আপনি ছাদে গিয়ে এই হারাম কাজ (!) করতে পারতেন ? নাকি বাইরে যখন প্রচন্ড শব্দ হবে তখন আপনি মেয়ের হাত ধরে বসে থাকবেন। নাকি মনে মনে বলবেন , আমিও তো করেছি এমন। সমস্যা কি ?

০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: যদি আপনার সন্তান থেকে থাকে তাহলে এই পরিস্থিতিতে আপনি কি করতেন?
বাচ্চা ছাদে গিয়ে দেখতে চাইলে অবশ্যই ছাদে নিয়ে যেতাম। চাইলে বাজীও কিনে দিতাম।
আর যদি শব্দে সমস্যঅর কথা বলেন তাহলে, বেশির ভাগ মানুষেরই ঘরের দরজা জানাল বন্ধ থাকলে শব্দটা অতি নগন্য হয়ে যায়। এতোটুকু বুঝার ক্ষমতা যাদের নেই তাদেরই সমস্যা।

১৯| ০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: ধন্যবাদ। এমন সকল উৎসাহী জনগনের অবদানেই বহু মানুষ গতকাল কষ্টে রাত কাটিয়েছে। অবশ্য রাজধানীর কয়েক জায়গায় মানুষ গরম গরম ভাব নিয়ে রাত কাটাতে পারছে; কারণ তাদের আশে পাশেই আগুন লাগার ঘটনা ঘটেছে।

ধন্যবাদ; আপনাদের বিবেচক কাজ কর্মের জন্য।

০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনাদের শব্দটি বাদ দেন। সরাসরি আপনি বলেন।
ঢাকায় গতকাল রাতের ১২টায় আকাশের দিকে তাকিয়ে আতসবাজী আর ফানুস দেখে নাই এমন মানুষের সংখ্যা অতি নগন্য।

২০| ০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ১১:৫৩

নতুন বলেছেন: কিছু মানুষ কেন যে এই রকমের হয়ে যাচ্ছে বুঝতে পারছিনা।

বর্যবরনের আনন্দের মাঝেও হারাম হালাল খুজতে থাকে।

যদিও ফানুষ থেকে আগুন লাগার সম্ভবনা আছে তাই সেটা বাদ দেওয়া দরকার। বাকিটা ঠিক আছে।

০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ১১:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: গতকাল বাতাস ছিলো, তাই ফানুসটা বেশ বিপদজন ছিলো। তাই আমি প্রথম ২টি উড়ানোর পরে যখন দেখেছি সেগুলি দুলছে, তাই বাকি গুলি আর উড়াইনি।

২১| ০১ লা জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন: যদি আপনার সন্তান থেকে থাকে তাহলে এই পরিস্থিতিতে আপনি কি করতেন?
বাচ্চা ছাদে গিয়ে দেখতে চাইলে অবশ্যই ছাদে নিয়ে যেতাম। চাইলে বাজীও কিনে দিতাম।
আর যদি শব্দে সমস্যঅর কথা বলেন তাহলে, বেশির ভাগ মানুষেরই ঘরের দরজা জানাল বন্ধ থাকলে শব্দটা অতি নগন্য হয়ে যায়। এতোটুকু বুঝার ক্ষমতা যাদের নেই তাদেরই সমস্যা।


ঈশপের ব্যাঙ আর বালকের গল্পের কথা মনে পরে গেল। এই আধুনিক সময়ে।
-------------------------------------
ধরুন আজ আপনার মেয়ে ভীষণ অসুস্থ থাকতো তাহলে কি আপনি ছাদে গিয়ে এই হারাম কাজ (!) করতে পারতেন ? নাকি বাইরে যখন প্রচন্ড শব্দ হবে তখন আপনি মেয়ের হাত ধরে বসে থাকবেন। নাকি মনে মনে বলবেন , আমিও তো করেছি এমন। সমস্যা কি ? ---- উত্তর পাইনি।

০১ লা জানুয়ারি, ২০২২ বিকাল ৩:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: উত্তর পরিষ্কার দিয়েছে, আপনার চোখ এড়িয়ে গেলো কেনো ?

ধরুন আজ আপনার মেয়ে ভীষণ অসুস্থ থাকতো তাহলে কি আপনি ছাদে গিয়ে এই হারাম কাজ (!) করতে পারতেন ?
বাচ্চা ছাদে গিয়ে দেখতে চাইলে অবশ্যই ছাদে নিয়ে যেতাম। চাইলে বাজীও কিনে দিতাম।

বাইরে যখন প্রচন্ড শব্দ হবে
আর যদি শব্দে সমস্যঅর কথা বলেন তাহলে, বেশির ভাগ মানুষেরই ঘরের দরজা জানাল বন্ধ থাকলে শব্দটা অতি নগন্য হয়ে যায়।



তখন আপনি মেয়ের হাত ধরে বসে থাকবেন। নাকি মনে মনে বলবেন , আমিও তো করেছি এমন। সমস্যা কি ?
আমি মনে মনে কি বলবো সেটিও আপনিই বলে দিবেন?

২২| ০১ লা জানুয়ারি, ২০২২ বিকাল ৫:০৬

কালো যাদুকর বলেছেন: হ্যাপি নিউ ইয়ার।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: হ্যাপি নিউ ইয়ার।

২৩| ০১ লা জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভাই আপনি মনে হয় ড্যাম বাজি ফুটিছেন। ফুশশশ করে শব্দ হয়েই থেকে গেছে।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: বাজী সম্পর্কে আপনার খুব ভালো ধারনা আছে মনে হয়।

২৪| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৭

রাজীব নুর বলেছেন: ভাইসাহেব আল্লাহপাকের দোহাই লাগে বোমাবাজি করবেন না। বিকট শব্দ হয় তাদের বয়স্ক এবং শিশুদের সমস্যা হয়। খুব সমস্যা হয়। তারাবাজি জ্বালান। সমস্যা নাই। ফানুস উড়ান সমস্যা নাই। কিন্তু ফানুস উড়ানোর সময় সাবধান থাকবেন। যেন ফানিস থেকে অন্য কোথাও আগুন না লাগে।

আনি নিজে চারটা ফানুস কিনেছি। কিন্তু উড়াতে পারি নাই। কিভাবে উড়াতে হয় জানি না।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ইউটিউবে সার্চ দিলেই শিখে যেতেন।

২৫| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৩

জ্যাকেল বলেছেন: লেখক বলেছেন:
সর্বচ্চো সুপথ প্রাপ্ত হোন হওয়ার চান্স খুব কম।
আমি সর্বোচ্চ বলিনি। আমরা দিনে একশোবার আল্লাহর কাছে কি চাই? সিরাতাল মুস্তাকিম। মানে সহজ সরল পথ, সুপথ। আমিও আপনার জন্য ইহাই চাচ্ছিলাম।

সম্ভবতো হারাম শব্দের মানে অন্য অনেকের চেয়ে আমি কিছুটা ভালো জানি।
খুব ভাল ব্যাপার।

তবে আপনি সম্ভবতো ! এই চিহ্নটির ব্যবহার সম্পর্কে কম জানেন। শিরনামে ৩টি ব্যবহার করেছি আমি,সেটি আপনি হয়তো লক্ষ্য করেননি।
নিজের অপারগতা স্বীকার করছি ভাইসাহেব। আমার কাছে ইহার মিনিং হইয়াছিল এইরকম-

কার কি করার আছে আমি হারাম কাজ করবই!!!

!!! দিয়ে জোর বুঝেছিলাম।

আল্লাহ মাফ করুক, আমি আপনার কাছেও ক্ষমা চাই।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার কাছে ক্ষমা চাওয়ার মতো কিছু হয়নি ভাইজান।
ভালো থাকবেন।

২৬| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন: বাজী সম্পর্কে আপনার খুব ভালো ধারনা আছে মনে হয়।


জ্বী ভাই। কাল যেভাবে বিকট শব্দে পুরো এলাকা কেঁপে উঠছে ছিল , ঐ গুলো বাজিই ছিল।
যাইহোক ভালো থাকবেন। ছেলের হার্টের একটা পরীক্ষা করে আসলাম। দোয়া করবেন।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: জানি না আপনার ছেলের হার্টে কি সমস্যা। দোয়া করি দ্রুত সুস্থ হয়ে উঠুক।
আমার ছোট মেয়ের (যার ছবি দেয়া আছে) হার্টে কয়েকটি ফুটো ছিলো। প্রথমে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এখন সম্পূর্ণ সুস্থ আছে।
আপনার ও আপনার ছেলের জন্য শুভকামনা রইলো।

২৭| ০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ৭:০৩

কালো যাদুকর বলেছেন:
এই হল বাজির ছবি। অনেকদিন পরএকসাথে ছাদে নতুন বছরের বাজিদেখলাম। বেশ এঞ্জয় করলাম।

মাশাআল্লাহ আপনার কন্যা টি অনেক কিউট।

০২ রা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: এবার সারা ঢাকায় প্রচুর বাজি ফুটেছে।
আমি বাজি ফুটানোর তালে অন্যের বাজি দেখার সুযোগ কম পেয়েছি।

২৮| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩৫

সোহানী বলেছেন: ধর্ম বা অন্য কিছুর বিশ্বাস আমার মাঝে কাজ করে না। আমি শুধু ভাবি সাধারন মানুষের কথা, স্বপ্নবাজ সৌরভ এর বাচ্চাটির কথা। আমার আনন্দে যদি অন্য কেউ কষ্ট পায় তাহলে তা আমি করবো না অবশ্যই।

শব্দ ছাড়াও আমরা অনেকভাবে আনন্দ করতে পারি।

হ্যাপি নিউ ইয়ার। ভালো থাকুন আর আপনার মেয়েটির জন্য অনেক অনেক আদর।

০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার জন্যও নতুন বছরের শুভেচ্ছা।

২৯| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: আতশবাজির বিকট শব্দে ভীত হয়ে এক বাচ্চা মারা গেল। বয়স্করাও ভয় পায়। ফানুশের আগুন লেগে অনেক ঘরবাড়ি পুড়লো।

০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: কথা সত্য

৩০| ০৯ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: একটা শিশু মারা গেছে। পোষ্ট দিয়েছিলাম । মুছে ফেলেছি।
বেঁচে থাকলে এইবার বিকট শব্দে বাজি ফুটাবো।

০৯ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ

৩১| ১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:২৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আশা করি নিউ ইয়ারে আতশবাজি ভালো ফুটেছে।

১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো ফুটেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.