নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

রবি বর্মার ১৮টি চিত্রকর্ম

২৬ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪২

রাজা রবি বর্মা বিখ্যাত ভারতীয় চিত্রশিল্পী ছিলেন। ১৮৪৮ সালের ২৯শে এপ্রিল রাজা রবি বর্মা ভারতের কেরালা রাজ্যের ‘কিলিমানুর’ রাজপ্রাসাদে জন্মগ্রহণ করেন। তাকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ চিত্রশিল্পী হিসেবে গণ্য করা হয়।



মাত্র ৭ বছর বয়স থেকেই তার ছবি আঁকার নেশা তাকে সবার কাছে পরিচিত করে তোলে। তাদের বাড়ির দেয়াল ভরে ওঠতো তার আঁকা পশুপাখির ছবিতে, হাটবাজারে, পথেঘাটে বহমান নিত্যদিনের জীবনযাত্রার দৃশ্যে। ১৪ বছর বয়সে রাজা রবি বর্মা জলরঙ্গে ছবি আঁকতে শেখেন এবং পরে তিনি তেলরঙ্গে ছবি আঁকায় পারদর্শী হয়ে উঠেন।

ভারতীয় ঐতিহ্য ধরে রেখে ইউরোপীয় ধাঁচে ছবি এঁকে ভারতীয় চিত্রশিল্প জগতে এক অভূতপূর্ব পরিবর্তন এনেছিলেন রবি বর্মা।

তিনি তার চিত্রকলার বিষয়ের সন্ধানে ভারতজুড়ে ভ্রমণ করেছিলেন। তিনি প্রায়ই হিন্দু দেবী বা ভারতীয় মহিলাদের তাঁর ক্যানভাসে তুলে এনেছেন। তিনি ভারতীয় পৌরাণিক মহাকাব্যের চরিত্রগুলিকে তার কল্পনার নতুন জীবন দেন। বিশেষত মহাভারতের দুষ্মন্ত ও শকুন্তলার কাহিনী এবং দময়ন্তী গল্পের চরিত্র গুলির সৃষ্টিকর্মগুলি তাকে বিখ্যাত করে তোলে।

১৮৭৩ সালে মাদ্রাস চিত্রকর্ম প্রদর্শনীতে প্রথম পুরষ্কার লাভ করেন রাজা রবি বর্মা।
একই বছরে ভিয়েনা প্রদর্শনীতেও প্রথম পুরষ্কার পেয়ে তার খ্যাতি পৌছে যায় বিদেশে।
শিকাগো কলাম্বিয়ান প্রদর্শনীতে তিনটি স্বর্ণপদক পান তিনি।
১৯০৪ সালে লর্ড কার্জন, রাজা রবি বর্মাকে ‘কায়সার-ই-হিন্দ’ স্বর্ণপদকে ভূষিত করেন।

সাধারন মানুষের কাছে নিজের আঁকা ছবি পৌঁছে দিতে তাই ১৮৯৪ সালে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। সেখানে নিজের ছবিগুলোর প্রতিলিপি তৈরি করে সারা ভারতে সেগুলি ছড়িয়ে দেন। বাংলাসহ পুরো ভারতে জনপ্রিয় হয় তাঁর ছবিগুলো।

৫৮ বছর বয়সে রাজা রবি বর্মা ত্রাভানকোরের কিলিমানুর গ্রামে মৃত্যুবরণ করেন। কেরালা সরকার তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে ‘রাজা রবি বর্মা পুরষ্কারম’ প্রবর্তন করেছে।

রাজা রবি বর্মা হিন্দু দেব-দেবী ও ভারতীয় পৌরাণিক মহাকাব্যের চরিত্রগুলিকে ফুটিয়ে তুলেছিলেন তার তুলিতে। সেইখান থেকে কিছু ছবি রইলো আজকে।



২।




৩।




৪।




৫।




৬।




৭।




৮।




৯।




১০।




১১।




১২।




১৩।



১৪।




১৫।



১৬।




১৭।




১৮।




=================================================================
চিত্রশিল্প নিয়ে আমার পোস্ট গুলি

হেমেন্দ্রনাথ মজুমদারের আঁকা কিঞ্চিত ১৮+ দশটি চিত্রকর্ম - ১
হেমেন্দ্রনাথ মজুমদারের আঁকা কিঞ্চিত ১৮+ দশটি চিত্রকর্ম - ২
হেমেন্দ্রনাথ মজুমদারের আঁকা কিঞ্চিত ১৮+ দশটি চিত্রকর্ম - ৩
হেমেন্দ্রনাথ মজুমদারের আঁকা কিঞ্চিত ১৮+ দশটি চিত্রকর্ম - ৪
হেমেন্দ্রনাথ মজুমদারের আঁকা কিঞ্চিত ১৮+ দশটি চিত্রকর্ম - ৫
হেমেন্দ্রনাথ মজুমদারের আঁকা কিঞ্চিত ১৮+ দশটি চিত্রকর্ম - ৬
হেমেন্দ্রনাথ মজুমদারের আঁকা কিঞ্চিত ১৮+ দশটি চিত্রকর্ম - ৭
যামিনী রায়ের আঁকা কিছু নারীচিত্র
রবি বর্মার কয়েকটি চিত্রকর্মের রিক্রিয়েশন
রবি বর্মার ১৭টি চিত্রকর্ম
রবি বর্মার ১৫টি চিত্রকর্ম

=================================================================

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৩৩

ইসিয়াক বলেছেন: চমৎকার

২৬ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

২| ২৬ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:




চতুর্ভুজাদের চিত্রগুলো মনে দাগ কেটেছে।

২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ৪ নাম্বারে কালীও কিন্তু চতুর্ভুজা রূপেই আছে।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩০

জুল ভার্ন বলেছেন: চমৎকার ছবি!

২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৪| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:০০

সোবুজ বলেছেন: ৫নাম্বার মনে হয় আমাদের রাজা মহাসয়।
ছোট বেলায় কালীর ছবি দেখে ভয় পেয়ে ছিলাম।পরে অনেক বার গেছি ,দেখি নাই হয়ে গেছে।ঘটনাটি দীঘিরপাড় বাজারের।
হাত বেড়েছে পা বাড়ে নাই।কি আচানক কারবার।

২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৫| ২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৪৮

রাজীব নুর বলেছেন: ছবি গুলো সন্ধ্যায় চায়ের দোকানে বসে দেখেছি। কিন্তু মন্তব্য করতে পারি নি। কারন মোবাইলে ঝামেলা লাগে।
কক্সবাজার থেকে আসার পর আর কোথাও বেড়াতে যান নি?

২৭ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: মোবাইলেই আসলেই ঝামেলা।
কক্সবাজার থেকে আসার পর আর কোথাও বেড়াতে যাইনি। আর্থিক সংকটে আছি। বাচ্চাদের স্কুল ৬ তারিখ পর্যন্ত বন্ধ আছে। এর মধ্যে যাওয়ার ইচ্ছে ছিলো। বিরামপুর-দিনাজপুর-তেঁতুলিয়া অথবা বরিশাল-কুয়াকাটা অথবা নাটর-পুটিয়া-রাজশাহী, এই তিনটির যে কোনো একটি হতে পারে।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ২:১০

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার ছবি

২৭ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ।

৭| ২৭ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৪:২৭

ডঃ এম এ আলী বলেছেন:
সুন্দর সুন্দর চিত্র কর্ম সমাহার

শুভেচ্ছা রইল

২৭ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.