নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা আছে। মাঝে মাঝে আমি কোনো কারণ ছাড়াই বেশ আনন্দ ও আগ্রহ নিয়ে এগুলি পড়ি। ছাত্র অবস্থাতেও পড়তাম, কোনো নম্বর পাওয়ার আশা না করেই পড়তাম। হঠাত করেই অন্ধ নিয়ে এমন অনেকগুলি চোখে পড়ে গেলো। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি।
যদিও এদের অনেকগুলি আবার একই রকম, একই অর্থ বহনকারী। শুধু এক বা একাধিক শব্দের ভিন্নতা আছে।
০১। অন্ধের কিবা রাত্রি কিবা দিন।
০২। অন্ধের দিন রাত্রি নাই।
০৩। অন্ধের দিন রাত্রি সমান।
০৪। অন্ধ জাগরে! কিবা রাত্রি কিবা দিন।
০৫। অন্ধের নড়ি, কৃপণের কড়ি।
০৬। অন্ধের দর্পণ।
০৭। অন্ধকে দর্পণ দেখানো।
০৮। অন্ধের দেশে একনেত্র পুরুষ রাজা।
০৯। অন্ধের দেশে কানা রাজা।
১০। অন্ধ দেখিতে অক্ষম বলিয়া আকাশের নীলবর্ণ কম হয় না।
১১। অন্ধ হলেই কি প্রলয় বন্ধ থাকে?
১২। অন্ধ দেখিতে পায় না, কাঙ্গাল দেখিতে চায় না।
১৩। অন্ধ দেখিতে পায় না, দাম্ভিক দেখিতে চায় না।
১৪। অন্ধের যষ্টি।
১৫। অন্ধকে পথ দেখানো সহজ নয়।
১৬। অন্ধ পথ দেখাচ্ছে কানাকে।
১৭। অন্ধ ছেলের নাম পদ্মলোচন।
১৮। অন্ধের দোকানে কালা খরিদ্দার।
১৯। অন্ধের মত চলা।
২০। অন্ধের মত চলো না।
২১। অন্ধের হাতি দর্শন।
একদিন ছয় অন্ধ লোক গেলো হাতি দেখতে। তো তাঁরা সকলেই হাতির শরীরের বিভিন্ন অংশ স্পর্শ করে হাতি সম্পর্কে ধারনা নিলো হাতি দেখতে কেমন হতে পারে।
১ম অন্ধ হাতির পেট ধরে বলল “ হাতি হচ্ছে ভাঙ্গা দেয়ালের মতো যা যে কোন সময় ভেঙ্গে যেতে পারে।”
২য় অন্ধ হাতির দাঁত ধরে বলল “হাতি হচ্ছে মসৃণ এবং ধনুকের মতো বাঁকা।”
৩য় অন্ধ হাতির শুঁড় ধরে বলল “হাতি হচ্ছে অজগর সাপের মতো।”
৪র্থ অন্ধ হাতির একটি পা ধরে বলল "হাতি একটি গোল খাম্বার মতো।"
৫ম অন্ধ হাতির একটি কান ধরে বলল “হাতি একটি কুলোর মতো।”
=================================================================
বাংলা ভাষার সৌন্দর্য
ব্যাসবাক্য সহ কতিপয় সমাস
আধুনিক বাক্য সংকোচন
নতুন শব্দার্থ
নতুন বিপরীত শব্দার্থ
অ তে অজগর, A for Apple
প পদ্য.....
পরিচিত শব্দের ভিন্ন রকম অর্থ - ১
পরিচিত শব্দের ভিন্ন রকম অর্থ - ২
প্রবাদ-প্রবচনে "অতি"
এ-পলাশ সে-পলাশ নহে
বিবাহ বিভ্রাট
বিবাহ বিভ্রাট - ২
বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনে চাঁদ
শুক্তিবাক্য
বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনে তাল
হট্টবিলাসিনী (১৮+)
ঢাকাবাসীকে ডেকে কই, নাক-মুখ ঢাকা কই!!!
দেখা-দেখি
=================================================================
২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:২০
মরুভূমির জলদস্যু বলেছেন: সকলে বলি আমিন!!
২| ২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:২২
ডঃ এম এ আলী বলেছেন:
অন্ধ নিয়ে প্রবাদ -প্রবচনের বেশ সমৃদ্ধ একটি সংকলন ।
সংগ্রহে রাখর মত , প্রিয়তে তুলে রাখলাম ।
শুভেচ্ছা রইল
২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪১
মরুভূমির জলদস্যু বলেছেন: এই সামান্য পোস্টটি প্রিয়তে রাখার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে প্রিয় ডঃ এম এ আলী ভাই।
৩| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি তো দেখি চোখ থাকতেও অন্ধ! বললেন ২০টার কথা, লিখলেন ২১টা!! মনে মনে দুটার কথা ভাবছিলাম, অন্ধের যষ্ঠি, আর অন্ধ ছেলের নাম পদ্মলোচন। তো, ও দুটো বহাল তবিয়তেই লিস্টে আছে।
অন্ধের মতো পথ চলিও না- এটা কি লিস্টে আছে?
হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ!
২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ইহাকেই বলে চোখ থাকিতে অন্ধ।
২০ নাম্বারেই লিখিয়াছি অন্ধের মতো পথ না চলিবার কথা। আপনি ২১টা দেখিলেন ২০ নাম্বারটা বাদ দিয়া। আর আমি ২১ নাম্বার মিস করিয়া গেলাম।
হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ!
৪| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪১
রাজীব নুর বলেছেন: অন্ধ মানুষের হাহাকার আমি জানি।
আমার দাদাজান ৩৫ বছর বয়সে একদিন হঠাত অন্ধ হয়ে যান।
সব মিলিয়ে পোষ্ট টি সুন্দর হয়েছে।
২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন: আমার কয়েক সেকেন্ডের জন্য অন্ধ হওয়ার অভিজ্ঞতা আছে।
এক দিন রাতে ঘরে একা বসে আছি। হঠাত করে দুই হাতের তালু দিয়ে দুই চোখ রগড়াতে শুরু করলাম। কয়েক সেকেন্ড রগরানোর পরে চোখ খুলে দেখি আমি কিছুই দেখতে পাচ্ছি না। পিচগোলা অন্ধকারে ডুবে আছি। আত্মারাম খাঁচা ছাড়ার জোগাড়!! আঁখি পাখি কি উড়ে গেলো? আমি কি অন্ধ হয়ে গেলাম.........?
গল্পটা অনেক বছর আগের। তখন খুব লোডশেডিং হতো। তো ঠিক ঐমূহুর্তে লোডশেডিং শুরু হয়েছিলো। বুঝুন অবস্থা।
৫| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫৫
চাঁদগাজী বলেছেন:
অন্ধজনকে অন্ধ বলে সম্বোধন করবেন না।
২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫৭
মরুভূমির জলদস্যু বলেছেন: এইটা জানা ছিলো, তালিকাতে বাদ পড়েছে।
৬| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ২:২৯
নেওয়াজ আলি বলেছেন: অন্ধ, ফকির আর ল্যাংড়ার একটা গল্প আছে।
২৬ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন: কোনটা? ঐযে লাথি দিয়ে লঞ্চ থেকে ফেলে দেয়ারটা নাকি?
৭| ২৪ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫২
শেরজা তপন বলেছেন: দারুন কিছু সংগ্রহ করেছেন ভ্রাতা! ভাল লাগল
২৬ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:০৮
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৮| ২৪ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: অন্ধকে কানাও বলে। কানা নিয়ে প্রবাদ- প্রবচন হোল
'কানা ছেলের নাম পদ্মলোচন',
'নাই মামার চেয়ে কানা মামাই ভালো',
'কানা গরুর ভিন্ন পথ'
২৬ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১০
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার এই শেয়ারের জন্য মন্তব্যে + রইলো।
৯| ২৪ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:২৬
জুল ভার্ন বলেছেন: জন্মান্ধদের সাহিত্য সম্ভার নিয়ে চমৎকার একটা আর্টিকেল পড়েছিলাম। আপনার এই পোস্ট পড়ে অনুপ্রাণিত হয়ে সেই লেখার বাংলা ভাবানুবাদ করার ইচ্ছে হলো.....
আপনার লেখা বরাবরের মতোই সুখপাঠ্য।
২৬ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১২
মরুভূমির জলদস্যু বলেছেন: বিষয়টি জানতে পারে শুখী হলাম।
আর অপেক্ষায় রইলাম আপনার অনুবাদটি দেখতে পাওয়ার।
১০| ২৪ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:০৭
সেডরিক বলেছেন: ভালো সংগ্রহ
২৬ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
১১| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৪১
কাছের-মানুষ বলেছেন: অনেকগুলোই জানা ছিল না, প্রথম শুনলাম। "কানাকে কানা, অন্ধকে অন্ধ বলতে নেই উহারা মনে কস্ট পায়।"
২৬ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৮
সোবুজ বলেছেন: অনেকে জন্ম থেকেই অন্ধ।এটা আল্লাহপাকের এক বিশেষ দান।আল্লাহপাকের হুকুম ছাড়া কিছুই হয় না।আল্লাহপাক অসীম দয়াবান এটা তার একটা নিদর্শন।