নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

মসজিদ দর্শন : ০৫ : নয় গম্বুজ মসজিদ

১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫৬



বাংলাদেশের বাগেরহাট জেলার সদর উপজেলার ঠাকুর দিঘী বা খাঞ্জেলী দিঘীর পশ্চিম পাড়ে নয়গম্বুজ মসজিদটির অবস্থান। এটি বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। নয় গম্বুজ মসজিদটি ১৫ শতাব্দীতে নির্মিত হয়েছিল। বর্তমানে মসজিদটি বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভাগের অধীনে পুরাকীর্তি হিসেবে সংরক্ষিত।







মসজিদটির দৈর্ঘ্য ১৫.২৪ মিটার এবং প্রস্থ ১৫.২৪ মিটার, আর মসজিদের দেয়াল ২.৫৯ মিটার পুরু।
মসজিদের অভ্যন্তরে অষ্টভুজাকৃতির দুই সারি পাথরের পিলার দিয়ে মোট নয়টি চারকোনা খণ্ডে বিভক্ত করা হয়েছে। এই নয়টি খণ্ডের উপর তিন সারিতে মসজিদের নয়টি গম্বুজ অবস্থিত। গম্বুজ গুলো পরস্পর থেকে সমান দূরত্বে অবস্থিত। এই নয়টি গম্বুজের কারণেই মসজিদের নামকরণ হয়েছে নয় গম্বুজ মসজিদ।




মসজিদের পশ্চিম দেয়ালে নির্দিষ্ট দূরত্বে তিনটি মেহরাব রয়েছে। মিহিরাবের চারপাশে ফুলের নকশার টেরাকোটা দেখা যায়। মেহরাবগুলির দেয়াল বাইরের দিকে বর্ধীত।



মসজিদটির চার কোণায় চারটি মিনার বা বুরুজ রয়েছে। মিনার বা বুরুজ খান জাহানী রীতিতে গঠিত গোলাকৃতির। এরা মসজিদটির চার কোণকে মজবুত করেছে। মিনার বা বুরুজগুলি ছাদ সমান উঁচু। ছাদের কার্নিশগুলি সামঞ্জস্যপূর্ণভাবে সামান্য বাঁকানো। কার্নিশের বক্রতা ভবনটিকে একটি দৃষ্টিনন্দন অভিব্যক্তি এনে দিয়েছে।







মসজিদের ভেতরে এবং বাইরে পুরো মসজিদের গায়ে ইটের নকশা ও পোড়ামাটির কারুকাজ খচিত রয়েছে।

মসজিদে প্রবেশের জন্য সামনের অংশে একটি প্রধান ও সমদূরত্বে দুটি পার্শ্ব দরজা আছে। মাঝের প্রধান খিলানযুক্ত দরজাটি একটি আয়তাকার কাঠামোয় সন্নিবেশিত এবং পার্শ্ববর্তী দরজাগুলি অপেক্ষা বড়।



স্থানীয় জনশ্রুতি থেকে জানা যায়, খান জাহানের কোন এক কর্মকর্তা মসজিদটি নির্মাণ করেছিলেন এবং তার বাসগৃহও ঐ একই এলাকার ঠাকুরদিঘির পাড়ে অবস্থিত ছিল।



ছবি তোলার তারিখ : ২৪/১১/২০১৪ইং
অবস্থান : বাগেরহাট, খুলনা, বাংলাদেশ।
GPS coordinates : 22°39'30.6"N 89°45'19.6"E

তথ্য সূত্র : অন্তর্জাল



=================================================================
মসজিদ দর্শন : ০১ : মহজমপুর শাহী মসজিদ
মসজিদ দর্শন : ০২ : ষাট গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৩ : বিবি বেগনী মসজিদ
মসজিদ দর্শন : ০৪ : চুনাখোলা মসজিদ
মসজিদ দর্শন : ০৫ : নয় গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৬ : জিন্দা পীর মসজিদ
মসজিদ দর্শন : ০৭ : সিঙ্গাইর মসজিদ
=================================================================

আরো দেখুন -
আমার দেখা প্রচীন মসজিদ – ১ম পর্ব
আমার দেখা প্রচীন মসজিদ – ২য় পর্ব
আমার দেখা প্রচীন মসজিদ – ৩য় পর্ব


বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০১
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০২
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৩
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৪
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৫
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৬


বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০১
বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০২


আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০১
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০২
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০৩


=================================================================

মন্তব্য ২৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:০৯

শূন্য সারমর্ম বলেছেন:

বাগেরহাটের সব মসজিদের গম্বুজ যোগ করলে কত হবে?

২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: গুনে দেখি নাই এখনো।

২| ২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:২০

রাজীব নুর বলেছেন: সমাজে বেশির ভাগ মানুষ ধর্মের জন্য পাগল। কিন্তু জ্ঞানের জন্য পাগল খুঁজে পাওয়া যায় না।
সব অঞ্চলে মসজিদ পাবেন। কিন্তু লাইব্রেরী পাবেন না।

২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: কথা মিথ্যে বলেন নাই।

৩| ২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৮:৩২

জুল ভার্ন বলেছেন: ষাট গম্বুজ মসজিদ এবং সংলগ্ন দীঘি একাধিক বার দেখেছি। আপনার ছবি এবং লেখা খুব ভালো হয়েছে।

২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি প্রথম দেখেছি সেই ছোট বেলায়। মানত পূরন করার জন্য আব্বা নিয়ে গিয়েছিলেন খানজাহান আলীর মাজারে। তখন ষাট গম্বুজ মসজিদ দেখে ছিলাম কিনা মনে করতে পারি না। পরে আর ২বার গিয়েছি।

৪| ২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৩৯

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।

২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো লাগা জানানোর জন্য ধন্যবাদ।

৫| ২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৪৪

চাঁদগাজী বলেছেন:



সেখানে ানুষ নামাজ পড়ে, নাকি পরিত্যক্ত?

২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: সম্ভবতো নামাজ পড়ে।
পোস্ট সংশ্লিষ্ট প্রশ্ন করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

৬| ২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অতটা দৃষ্টিনন্দন নয় মনে হচ্ছে।

২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: খানহাজান আমলের তার এলার মসজিদগুলি আসাধারণতো এমনই হয়।

৭| ২০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৫৮

রাজীব নুর বলেছেন: আমি একটা লাইব্রেরী করবো।

২০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ব্যক্তিগত নাকি উন্মুক্ত?

৮| ২০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৪

অপু তানভীর বলেছেন: এই যে কর্ণারের ছবিটা দিয়েছেন, ওখানে তোলা আমার একটা ছবি আছে । ২০১৩ সালে তোলা সম্ভবত ।

২০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি কতো যায়গায় গেলাম, মানে অল্পবিস্তর যেখানেই গেলাম, নিজের ছবি খুব একটাই।

৯| ২০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
দারুন আরেক সিরিজ শুরু করেছেন!
অনেকদিন এপাড়ায় অনুপস্থিত থাকায় চোখেই পড়েনি !

চলুক।
আপনার চোখে আমাদেরো দেখা হয়ে যাবে
+++

২০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ইনশাআল্লাহ অন্ততো শখানে মসজিদের কথা লিখবো এই সিরিজে এমন ইচ্ছে আছে।
মাঝে মাঝে নজর বুলিয়ে যাবেন।

১০| ২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:২১

মেহবুবা বলেছেন: ষাট গম্বুজ মসজিদ দেখতে গিয়েছিলাম, এটা মিস করেছি। আফসোস।

২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: ঐ এলাকায় অনেক গুলি পুরনো মসজিদ আছে। সেগুলির মধ্যে ৩টি আমি উপস্থাপন করেছি। আরো ২টি আমি দেখাবো আগামীতে।

১১| ২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫১

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! আমার অবশ্য দেখা হয় নাই।
ধন্যবাদ শেয়ারের জন্য।

২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।
সময় সুযোগ হলে দেখেনিবেন কখনো।
শুভকামনা রইলো।

১২| ২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: অবশ্যই উন্মুক্ত।
অতি মনোরম পরিবেশ থাকবে। চা খাওয়ার ব্যবস্থা থাকবে। এবং সবাই বিনামূল্যে বই পড়বে। বই নিয়ে প্রতি সপ্তাহে আলোচনার অনুষ্ঠান হবে।

২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি কল্পনা বিলাসী মানুষ, এই লাইব্রেরিও কল্পনাতেই করবেন, বাস্তবে রূপ পাবেনা।
যদি কখনো আপনি এমন উন্মুক্ত লাইব্রেরি করতে পারেন, জানাবেন। আমি প্রথমদিন সেখানে হাজির থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.