নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

জাতীয় স্মৃতিসৌধ

১৬ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৩১

ঢাকা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে নবীনগরে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত।
১৯৭২ খ্রিস্টাব্দের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর উন্মচন করেন।


১৯৭৮ খ্রিষ্টাব্দে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিসৌধটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করে নকশা আহবান করেন।
১৯৭৮ খ্রিষ্টাব্দের জুন মাসে প্রাপ্ত ৫৭টি নকশার মধ্যে স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের নকশাটি গৃহীত হয়।
১৯৭৯ খ্রিষ্টাব্দে মূল স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় এবং ১৯৮২ খ্রিষ্টাব্দে বিজয় দিবসের অল্প পূর্বে সমাপ্ত হয়।
স্মৃতিসৌধের মিনার ব্যতীত প্রকল্পটির মহা-পরিকল্পনা ও নৈসর্গিক পরিকল্পনাসহ অন্য সকল নির্মাণ কাজের স্থাপত্য নকশা প্রণয়ন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থাপত্য অধিদপ্তর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ধীন গণপূর্ত অধিদপ্তর সমগ্র নির্মাণকাজ সম্পন্ন করে।




স্মৃতিসৌধ প্রাঙ্গণের সর্বমোট আয়তন ৮৪ একর। স্মৃতিসৌধটির উচ্চতা ১৫০ ফুট। সৌধটি সাত জোড়া ত্রিভুজাকৃতির দেয়াল নিয়ে গঠিত। দেয়ালগুলো ছোট থেকে ক্রমশ বড়ক্রমে সাজানো হয়েছে। এই সাত জোড়া দেয়াল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সাতটি ধারাবাহিক পর্যায়কে নির্দেশ করে।
১৯৫২-র ভাষা আন্দোলন,
১৯৫৪ যুক্তফ্রন্ট নির্বাচন,
১৯৫৬ শাসনতন্ত্র আন্দোলন,
১৯৬২ শিক্ষা আন্দোলন,
১৯৬৬ ছয় দফা আন্দোলন,
১৯৬৯ এর গণ-অভ্যূত্থান,
১৯৭১ এর মুক্তিযুদ্ধ
এই সাতটি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসাবে বিবেচনা করে সৌধটি নির্মিত হয়েছে।

১৯৭১ সালের ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিজয়ের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে। এই যুদ্ধে প্রায় ত্রিশ লক্ষ মানুষের প্রাণহানি হয়। জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা, নিহত বেসামরিক বাঙ্গালী ও অবাঙ্গালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা।

বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশ সফরে এলে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন এবং নিজ হাতে এখানে স্মারক বৃক্ষরোপণ করে থাকেন।


সবকটা জানালা খুলে দাওনা
আমি গাইব গাইব বিজয়েরই গান
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
ভালোবেসে দিয়ে গেছে প্রাণ......
----- নজরুল ইসলাম বাবু -----


ছবি তোলার স্থান : জাতীয় স্মৃতিসৌধ, সাভার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/০১/২০১৯ ইং








তথ্যসূত্র : উইকিপিডিয়া

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৫৬

ইসিয়াক বলেছেন: বিজয়ের শুভেচ্ছা রইলো ভাই।

১৬ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনাকেও শুভেচ্ছা জানাই।

২| ১৬ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৩৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: স্মৃতিসৌধের বিস্তারিত তথ্যের জন্য এবং বিজয়ের ৫০ তম বর্ষপূর্তি উপলক্ষে শুভেচছা ভাইজান।

১৬ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার জন্যও রইলো আন্তরিক শুভেচ্ছা।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:



স্মৃতিশোধের পাশ দিয়ে বাস যাতায়াত করে? মতিঝিল থেকে কতদুরে?

১৬ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি কি ঢাকায় এসেছেন কখনো?

৪| ১৬ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:



আমি মতিঝিলে বাংলাদেশ বিমানের অফিস চিনি।

১৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: বাহ!!! আপনি বাংলাদেশের কোথায় কোথায় গিয়েছেন এবং চিনেন জানতে আগ্রহ জন্মালো।
যাইহক, পোস্টে প্রথমে লাইনেই লেখা আছে-
ঢাকা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে নবীনগরে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত।
ভালো কথা বাংলাদেশের জিরোপয়েন্ট বা কেন্দ্র কোনটা আপনি জানেন?

৫| ১৬ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৮

জ্যাকেল বলেছেন: আমার গর্বের বাংলাদেশকে আজ যারা পর্যদুস্ত করতেছে তাদের দৌরাত্ম বন্ধ হোক। জেগে ওঠুক সোনার বাংলা।

১৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ তাদের আমি ভালো আছি মনোভাব না বদলাবে ততোদিন দেশের সত্যিকারের ভালো হবে বলে মনে হয় না।

৬| ১৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩২

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: স্বপ্ন বঙ্গবন্ধুর বাস্তবায়ন জিয়ার !
একেই বলে বোঝাপড়া ।

(দুঃক্ষিত এই মতামত না দিয়ে থাকতে পারলাম না )

১৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আমাদের বর্তমান নেতারা যদি এই বিষয়টা এতো সহজে বুঝতে পারতো।
ধন্যবাদ আপনাকে।

৭| ১৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:০৪

বিটপি বলেছেন: স্মৃতি সৌধ নিঃসন্দেহে বাংলাদেশের শ্রেষ্ঠ পূরাকীর্তি। যতবারই আমি এটির দিকে তাকাই, বিস্ময়ে বিমূড় হয়ে যাই। সত্যি মইনুল হোসেন একজন ট্যালেন্ট। এত সুন্দরভাবে তিনি বাংলাদেশের আকাশ ছোঁয়ার স্বপ্নকে তুলে ধরেছেন, বিস্ময়কর! এই সৌধকে একেক দিক থেকে একেক রকম লাগে। নির্বাচকমন্ডলীকেও ধন্যবাদ কোন অর্থহীন কদর্য মূর্তির পরিবর্তে এরকম অনুপম নকশাদার একটি ডিজাইনকে স্মৃতিসৌধ হিসেবে বেছে নেবার জন্য।

১৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: খুব ভালো বলেছেন আপনি।
মইনুল হোসেনের না মনে হয় দেশের ৯০% লোক জানেন না। অথচো তার এই সৃষ্টি সকলের চেনা।
আমাদের সৌন্দর্যবোদ মনে হয় সময়ের নাথে নিম্নমুখী হয়ে গেছে।

৮| ১৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪৬

নেওয়াজ আলি বলেছেন: বিজয়ের শুভেচ্ছা

১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনাকেও শুভেচ্ছা জানাই।

৯| ১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:০৯

স্প্যানকড বলেছেন: অথচ এই স্থপতি কে সেই সম্মান দেয়া হয়নি । এমন কি উদ্ভোধনের দিন তিনি দূর থেকে দাঁড়িয়ে দেখেছেন। শেষ জীবনে খুব একলা কাটিয়ে গেছেন। উনার উপর একবার আমি ব্লগে লিখেছিলাম অনেক আগে। ভালো থাকবেন সব সময়। জয় বাংলা।

১৭ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: বাঙ্গালীকে বলা চলে অকৃতজ্ঞ জাতী। আমরা গুণীর কদরও করতে জানি না।

১০| ১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:২৬

রাজীব নুর বলেছেন: প্রতিটা ছবিতে আকাশ সঠিক ভাবে আসে নি।

১৭ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার মূলবান মতামতের জন্য অশেষ ধন্যবাদ রাজীব ভাই।

১১| ১৭ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৪৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি ১৯৮৩ সালে প্রথম যাই জাতীয় সৃতিসৌধে। উদ্বোধন হলেও কিছু কাজ মনে হয় বাকি ছিল। সৃতি সৌধের গায়ে বাশ লাগিয়ে কি কাজ যেন করছিল।

১৭ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি খুব বেশী দিন হয়নি যে গিয়েছি, ১২ বছর আগে গেছি হয়তো প্রথম বার।

১২| ১৭ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০৩

অপু তানভীর বলেছেন: একদম ছোট বেলাতে যখন দাদাবাড়িতে যাওয়ার জন্য ঢাকায় আসতাম তখন সাভার এলেই ঐ দিকে তাকিয়ে থাকতাম কখন স্মৃতিসৌধ দেখা যায় । বইয়ের পাতায় এবং টিভিতে দেখা স্মৃতিসৌধটা বাস্তবে দেখতে অন্য রকম লাগতো !
ঢাকায় আসার পরে বাসায় আসা যাওয়ার পথেও তাকিয়ে দেখতাম দুর থেকে, বাসের জানালা দিয়ে । ক্যাম্পাসের বন্ধুরা মিলে তারপর গিয়ে হাজির হলাম সেখানে । সরাসরি দেখার অনুভূতি অন্য রকম ছিল ।

আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা !

১৭ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও অনেক অনেক বার দেখেছি চলতি পথে বাসের জানলা থেকে। আমিও খুব আগ্রহ নিয়ে তাকিয়ে থাকতাম কখন দেখা যাবে। লখ্য করতাম প্রায় সকল যাত্রীই প্রায় একই রকম আগ্রহ নিয়ে অপেক্ষা করতো।

১৩| ১৭ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার মূলবান মতামতের জন্য অশেষ ধন্যবাদ রাজীব ভাই।

আমি নিজে ছবি তুললে আকাশ সঠিক ভাবে ধরতে পারি না।

১৭ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌আমি যখন আকাশের ছবি তুলি তখন ফোকাস ঠিক থাকে।
অন্য সময় আকাশের দিকে লখ্য রাখিনা, আমি আসলে ফটোগ্রাফার নই। ফ্রেমিং-ট্রেমিং এর দিকে আমার নজর থাকে না।

১৪| ১৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৮

জুল ভার্ন বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা।
চমৎকার পোস্ট।

১৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনাকেও শুভেচ্ছা জানাই

১৫| ১৮ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০১

জ্যাকেল বলেছেন: উনার নাম কিন্তু মাঈনুল/মাইনুল হোসেন

১৮ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: সৈয়দ নেই বলছেন?

১৬| ১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:২৫

জ্যাকেল বলেছেন: হ্যা সৈয়দ মাইনুল হোসেন হবে। ৭ এর উত্তরে আপনার রিপ্লাই দেখে বুজেছিলাম আপনি উনার নাম ঠিক জানেন না। তবে আপনার ছবিতে দেওয়া ঠিক আছে।

১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে। ঐটি টাইপিং মিস্টেক ছিলো, আগে লখ্য করিনি।
পোস্টের অপ্রথম অংশেই উনার নাম লেখা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.