নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের পাখির তালিকায় মোট ৭৪৪টি পাখি অন্তর্ভুক্ত করা হয়েছে। পাখিদের ছবি তোলার মতো উপযুক্ত যন্ত্রপাতি আমার নাই। তবুও মাঝে মাঝে অতি কমন কিছু পাখির ছবি তোলার সুযোগ হয়। তাদের ৫টি ছবি রইলো....
১। সাদা ময়ূর
অন্যান্য ও আঞ্চলিক নাম : শ্বেত ময়ূর, ভারতীয় ময়ূর, দেশি ময়ূর
সংস্কৃত নাম : কলাপী, কেকা, কেকী, শিখী, শিখণ্ডী, বর্হী, বর্হিণ
Common Name : Indian peafowl, common peafowl, White peacock, White Peafowl.
Binomial name : Pavo cristatus
ছবি তোলার স্থান : বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৩/০৩/২০১৯ ইং
২। ময়ূর
অন্যান্য ও আঞ্চলিক নাম : ভারতীয় ময়ূর, দেশি ময়ূর
সংস্কৃত নাম : কলাপী, কেকা, কেকী, শিখী, শিখণ্ডী, বর্হী, বর্হিণ
Common Name : Indian peafowl, common peafowl, blue peafowl
Binomial name : Pavo cristatus
ছবি তোলার স্থান : বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৩/০৩/২০১৯ ইং
৩। রাজহাঁস
অন্যান্য ও আঞ্চলিক নাম : রাজহংস
ছবি তোলার স্থান : বাগেরহাট, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৪/১১/২০১৪ ইং
৪। কবুতর
অন্যান্য ও আঞ্চলিক নাম : পায়রা, কৈতর
Common Name : Domestic pigeon
Binomial name : Columba domestica
ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০২/১২/২০১৬ ইং
৪। কাক
অন্যান্য ও আঞ্চলিক নাম : পাতিকাক, কাউয়া
Common Name : Crow, House Crow
Binomial name : Corvus splendens
ছবি তোলার স্থান : টেকনাফ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/১০/২০২০ ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
পাক-পাখালি - ০১
পাক-পাখালি - ০২
পাক-পাখালি - ০৩
পাক-পাখালি - ০৪
পাক-পাখালি - ০৫ : পায়রা
পাক-পাখালি - ০৬
পাক-পাখালি - ০৭ : চড়াই
পাক-পাখালি - ০৮ : ফিঙ্গে
পাক-পাখালি - ০৯ : সবুজ বাঁশপাতি
পাক-পাখালি - ১০ : চড়াই
পাক-পাখালি - ১১ : বন বাটান
পাক-পাখালি - ১২
পাক-পাখালি - ১৩
পাক-পাখালি - ১৪
পাক-পাখালি - ১৫ : পায়রা
পাক-পাখালি - ১৬ : চড়াই
পাক-পাখালি - ১৭ : গাংচিল
পাক-পাখালি - ১৮ : সাদা ময়ূর
পাক-পাখালি - ১৯
পাক-পাখালি - ২০ : কাক
পাক-পাখালি - ২১
=================================================================
১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৩৫
মরুভূমির জলদস্যু বলেছেন: কাঠময়ূর নামে এক ধরনের ময়ূর আছে বাংলাদেশের নিজস্ব পাখি। যদিও সংখ্যায় একেবারে কমে গেছে।
নীল ময়ূর বা সাদা ময়ূর বাংলাদের প্রকৃতিতে নেই।
২| ১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর ছবি মাশাআল্লাহ
১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৪৮
মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া ছবিআপু।
৩| ১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৪১
অপু তানভীর বলেছেন: রাজহাঁস ভালা ভাই !
১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৪৯
মরুভূমির জলদস্যু বলেছেন: অবশ্যই ভালো।
ঐদিন অনলাইন থেকে আনিয়ে খেলাম, চমৎকার হয়েছিলো।
৪| ১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৫৫
অপু তানভীর বলেছেন: ইস ! কী চমৎকার একটা প্রাণী রাজহাঁস !
আপনি কেটে কুটে খেয়ে ফেললেন !
১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:০০
মরুভূমির জলদস্যু বলেছেন: এরাই কেঁটে-কুটে পরিষ্কার করে দিয়েছিলো।
আমরা শুধু পিস পিস করে রান্না করেছিলাম।
৫| ১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৫৬
সাহাদাত উদরাজী বলেছেন: লাভ লাভ লাভ।
১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:০০
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ
৬| ১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:০৭
রাজীব নুর বলেছেন: ১। ভালো লেন্স হলে ছবি তোলে মজা আছে।
২। আমাদের পাশের বাসায় ছাদে এক ছেলে চার টা রাজ হাঁস পালছে। হাসগুলো যখন তখন ডেকে উঠে। আমার ছোট কন্যার ঘুমের সমস্যা করে।
৩। ২ নং ছবিটার ফ্রেমিংটা ভালো হয়নি।
১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১২
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য এবং মতামরে জন্য।
ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্য যে যন্ত্রপাতি দরকার আমার সেগুলি নেই। তাতে আক্ষেপ আছে, আহা যদি কিনতে পেতাম!
৭| ১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:০৭
জুল ভার্ন বলেছেন: চমৎকার ছবি ব্লগ।
১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১২
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ জুলভান দা।
৮| ১২ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৩৪
শায়মা বলেছেন: শ্বেতময়ুর আর রঙ্গিন ময়ুর দুইটাই কি সুন্দর!!!
১২ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৪২
মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বী, সুন্দর পাখিদের মধ্যে উপরের দিকে আছে এরা।
৯| ১২ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৬
চাঁদগাজী বলেছেন:
সাফারীতে ময়ুরেরা জোড়ায় জোড়ায় আছে, নাকি একটা করে আছে?
১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩০
মরুভূমির জলদস্যু বলেছেন: গাজীপুরের সাফারীতে বেশ বড় খাঁচায় প্রচুর ময়ূর এক সাথে খোলামেলা অবস্থায় আছে।
১০| ১৩ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫৪
নেওয়াজ আলি বলেছেন: ১৯৯৩-৯৪ সালে মনে হয় চিটাং ফয়েজ লেক-এ সাদা ময়ুর দেখে ছিলাম
১৩ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫৮
মরুভূমির জলদস্যু বলেছেন: মিরপুর চিড়িয়াখানাতেও ছিলো মনে হয়।
১১| ১৩ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০৯
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
১৩ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন: কি মনে হলো?
১২| ১৩ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৩৬
বিটপি বলেছেন: কোনটা খেতে কি রকম - সে ব্যাপারেও যদি একটু বলতেন!
১৩ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ময়ূর খাওয়ার সুযোগ হয়নি, তাই বলতে পারলামনা খেতে কেমন।
রাজহাঁস আর কবুতর খেয়েছি। রাধতে পারলে অতিউপাদেয় হয়।
কাক খাওয়ার ইচ্ছে এখনো হয়নি।
১৩| ১৩ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪৬
তারেক ফাহিম বলেছেন: আমার পাঁচটি রাজহাঁস আছে।
যখন তখন ডেকে উঠে!
১৩ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১৭
মরুভূমির জলদস্যু বলেছেন: বাহ!!
আমারও রাজহাঁস পালার ইচ্ছে আছে।
©somewhere in net ltd.
১| ১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৩৩
চাঁদগাজী বলেছেন:
সাফারীর বাইরে, বাংলাদেশের জংগলে ময়ুর আছে?