নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

যামিনী রায়ের আঁকা কিছু নারীচিত্র

০৮ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৪



যামিনী রায় উনিশ শতকের শেষ ও বিশ শতকের মধ্যভাগে বাংলার আধুনিক চিত্রকলা ইতিহাসের একজন শিল্পী। তিনি ছিলেন একজন বাঙ্গালী চিত্রশিল্পী। তিনি বাংলার বিখ্যাত লোকচিত্র কালীঘাট পটচিত্র শিল্পকে বিশ্বনন্দিত করে তোলেন। যামিনী রায় ১৮৮৭ সালের ১১ এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার বেলিয়াতোড় গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রামতরণ রায়, মাতার নাম নগেন্দ্রবালা দেবী।




১৯০৬ সালে ১৬ বছর বয়সেই কলকাতা গভর্নমেন্ট আর্ট স্কুলে ভর্তি হন এবং সেখান থেকেই ১৯১৪ সালে ফাইন আর্টে ডিপ্লোমা করেন। বিদেশি ভাবধারায় প্রথম দিকে ছবি আঁকলেও পরবর্তীতে সম্পূর্ণ দেশীয় তথা গ্রামবাংলার প্রতিরূপ তার ছবিতে ফুটে উঠেছে। নিজস্ব বৈশিষ্ট্য ও স্বকীয়তার লক্ষ্যে তিনি লোক ও নৃগোষ্ঠীদের সংস্কৃতি বেছে নেন। তাঁর শৌখিন শিল্পী পিতা অবসর জীবন গ্রামে কাটান, যেখানে বেশ কয়েক ঘর কুমারের বাস ছিল। শিল্পীমনা পিতা এবং স্বীয় গ্রামের কুমোর পাড়ার প্রভাব যামিনী রায়ের শিল্পী জীবন অন্বেষায় পরোক্ষ ভূমিকা রাখে। বাংলার লোকজ পুতুল, শিশু, গ্রাম বাংলার সরল মানুষের দৈনন্দিন জীবনের সুখ-দুঃখর চিত্র, ধর্মাশ্রয়ী কাহিনী যেমন- রামায়ণ, শ্রীচৈতন্য, রাধা-কৃষ্ণ ও যীশু। এছাড়া বেলিয়াতোড় গ্রামের আশেপাশের গ্রামগুলির সাঁওতালদের জীবনের চিত্ররূপ ‘সাঁওতাল জননী ও শিশু’,‘মাদলবাদনরত সাঁওতাল’, ‘নৃত্যরত সাঁওতাল’ ইত্যাদি। বর্ণাঢ্য রঙ ওছন্দোময় রেখার ঐকতানের মাধ্যমে তিনি তাঁর চিত্রে এক নিজস্ব ভাবের উন্মেষ ঘটান।

ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মভূষণ পদক পান ১৯৫৪ সালে।
ললিতকলা একাডেমি পুরস্কার পান ১৯৫৫ সালে। এটি চারু শিল্পের সর্বশ্রেষ্ঠ সম্মাননা পুরুস্কার।

১৯৭২ সালের ২৪ এপ্রিল তিনি মারা যান।


তথ্য সূত্র : উইকিপিডিয়া, বাংলাপিডিয়া
যামিনী রায়ের আঁকা কিছু নারীচিত্র রইলো এখানে। ছবিগুলি গুগল ব্যবহার করে বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করা হয়েছে।




























































































মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০০

জুল ভার্ন বলেছেন: যামিনী রায় ছিলেন একজন বাঙালি চিত্রশিল্পী। তিনি বাংলার বিখ্যাত লোকচিত্র কালীঘাট পটচিত্র শিল্পকে বিশ্বনন্দিত করে তোলেন। তিনি নিজে পটুয়া না হলেও নিজেকে পটুয়া হিসেবে পরিচয় দিতেই তিনি পছন্দ করতেন। তাঁর অনেক ছবি আমার পছন্দের।

০৮ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: উনার আঁকার ধরন এবং আঁকার উপকরণের ব্যবহার আমার পছন্দের। উনি চিত্রগুলিকে লোকের নাগালে নিয়ে আসার চেষ্টা করছেন।

২| ০৮ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৫৯

রানার ব্লগ বলেছেন: বিশিষ্ঠ পটচিত্র শিল্পি !!
বেশ কিছুদিন আগে আমি বাংলাদেশের পটশিল্প নিয়ে খুদ্র কাজকরেছি । বাংলাদেশের পটশিল্প কেবল লক্ষির পটে সিমাবদ্ধ্য।

০৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: এই শিল্প সম্পর্কে আমারে বা আমাদের অনেকেরই তেমন কোনো ধারনা নেই। সহজ সরল করে কিছু লিখলে আগ্রহ মিটানো যেতো।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৪৭

রানার ব্লগ বলেছেন:

০৮ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার

৪| ০৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৫০

রানার ব্লগ বলেছেন:

০৮ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার

৫| ০৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১১

অগ্নিবেশ বলেছেন: ইসলামে থেকে এগুলো নিয়ে চর্চা করা যায় না, নকিব ভাই রেগে আপনাকে ব্লক করে দেবে, সাবধান।

০৮ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: মনে হয় না আমাকে ব্লগ করবেন।

৬| ০৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১৩

অপু তানভীর বলেছেন: শিল্পীদের কে আমার কাছে জাদুকর মনে হয় । স্কুল জীবনে রকি নামের এক বন্ধু ছিল । কী চমৎকার যে ছবি আঁকতো ! আমার কয়েকজন স্টুডেন্ট খুব ভাল ছবি আঁকতে পারে।

সেই সময়ে ইলাস্ট্রেটর ছিল না । তবে ছবি গুলো দেখে মনে হবে যে ইলাস্ট্রেটর দিয়ে আঁকা।

০৮ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও অবাক হই অন্যের আঁকা দেখলে। ভাবি কি করে সম্ভব এমনকরে আঁকা!!

৭| ০৮ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: একটা নারীর গায়েও ব্লাউজ দেখলাম না!!!!

০৮ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি যখন আঁকবেন তখন ব্লাউজ সহ চেষ্টা করবেন।
আপনার ছবি আঁকা কি এখন বন্ধ হয়ে গেছে?

৮| ০৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৫৫

ডঃ এম এ আলী বলেছেন:



পট চিত্রকলা ভারতবর্ষের এ অঞ্চলের চিত্রকলার একটি স্বতন্ত্র ঘরানার চিত্রকলা ।
হিন্দু দেবদেবী ও অন্যান্য পৌরাণিক চরিত্র ও সমসাময়িক নানা ঘটনার ছবিই ছিল
এই পটচিত্রকলার বৈশিষ্ট্য। পটে চিত্র অঙ্কন গ্রামবাংলার প্রাচীন লোকশিল্প।
এর কিছু নিদর্শন এখনো বেঁচে আছে কালীঘাট পটচিত্র গুলির মধ্যে।

শিল্পী যামিনী রায় প্রাশ্চাত্যের অঙ্কনরীতিতে পারঙ্গম হয়েও পটশিল্পকে নিজের অভিব্যক্তির
মাধ্যম হিসাবে তুলে নিয়ে পটশিল্পকে প্রাশ্চাত্যের কাছে বিখ্যাত করেন। তবে যামিনী রায়
পটুয়া নন। পটুয়ারা একটি পেশাভিত্তিক লোকগোষ্ঠী যাদের প্রধান পেশা বংশানুক্রমে
নিজেদের বিশেষ রীতিতে পট অঙ্কন ও প্রদর্শন বা বিক্রয় করা।

বাংলার লোকজ পুতুল, শিশু, গ্রাম বাংলার সরল মানুষের দৈনন্দিন জীবনের সুখ-দুঃখর
চিত্র ইত্যাদি তিনি তার ছবির ‘ফর্ম’ হিসেবে গ্রহণ করেছেন । এখানে এই পোষ্টে থাকা
সাঁওতাল জননী ও শিশু, নৃত্যরত সাঁওতাল, মা ও শিশু, তারি সাক্ষ্য বহন করে ।
নিজস্ব বাঙালি সংস্কৃতি ও ভাবধারার জন্য তিনি গর্বিত ছিলেন। তিনি বহুবার বিদেশ
থেকে আমন্ত্রণ পেলেও কখনও বিদেশে যাননি। তিনি বলেছেন
“আমরা গরিব দেশের মানুষ, এত পয়সা খরচ করে ওদের দেশে যাব কেন?
ওদের অনেক পয়সা, ওরা এসে আমাদেরটা দেখে যাক।”

আপনার পোষ্টের সুবাদে এই গুণী শিল্পীর প্রতি রইল শ্রদ্ধাঞ্জলী ।

পোষ্টটি প্রিয়তে তুলে রাখলাম।

আপনার প্রতি রইল শুভেচ্ছা

ছবি ও তথ্য সুত্র : উইকিপিডিয়া

০৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার তথ্যবহুল এই লেখাটুকুর জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।

“আমরা গরিব দেশের মানুষ, এত পয়সা খরচ করে ওদের দেশে যাব কেন?
ওদের অনেক পয়সা, ওরা এসে আমাদেরটা দেখে যাক।”

শিল্পীর এই মন্তব্যটি আমার আগে পড়া ছিলো। শুধু ভেবেছি একজন মানুষ কতটা আত্মপ্রত্যয়ী হলে এমন একটি কথা বলতে পারেন।

পটের গান নিয়ে একটা লেখা তৈরি করার ইচ্ছে ছিলো, হয়ে উঠেনি।
ভালো থাকবেন, শুভকামনা রইলো।

৯| ০৯ ই ডিসেম্বর, ২০২১ রাত ২:৫২

নেওয়াজ আলি বলেছেন: আহ,নারী ! ছবি আকার চেষ্টা করতে হবে

০৯ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ফলাফল আমাদের দেখায়েন ভাইজান।

১০| ০৯ ই ডিসেম্বর, ২০২১ রাত ৩:৩৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ছবিগুলো দেখে ভালোলাগলো এই যা।এর থেকে বেশি কিছু বলার ক্ষমতা নাই।

০৯ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার অবস্থাও একই রকম।

১১| ০৯ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১৭

স্প্যানকড বলেছেন: ছবি গুলি সুন্দর । প্রশ্ন ছিল পুরুষরা যেমন নারীর শরীর ক্যানভাসে নিয়ে আসে তেমন করে কোন নারী চিত্রকর কি পুরুষ শরীর নিয়ে কাজ করেছেন ? ভালো থাকবেন ।

০৯ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
কিছু দিন আগে সামুতে একটি পোস্ট এসেছিলো, সেখানে নারী চিত্রকরদের আঁকা পুরুষদের ছবি স্থান পেয়েছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.