নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
০০
হেমেন্দ্রনাথ মজুমদার ১৮৯৪ সালের ১৯ সেপ্টেম্বর বর্তমান বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার গচিহাটা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন বাঙালি চিত্রশিল্পী। তিনি হেমেন মজুমদার বা এইচ. মজুমদার নামেও পরিচিত ছিলেন। পাশ্চাত্য রীতির ছবি এঁকে তিনি খ্যাতি লাভ করেন। সিক্তবসনা সুন্দরী নারীর ছবি আঁকায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। তিনি ভারতের বিভিন্ন চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করে ভূয়সী প্রসংশা অর্জন করেন এবং পুরস্কৃত হন।
১৯২১ সালে বোম্বে আর্ট একজিবিশনে "স্মৃতি" চিত্রটি প্রথম পুরস্কারস্বরূপ স্বর্ণপদক অর্জন করে।
১৯২১ সালে কলকাতার সোসাইটি অব ফাইন আর্টসে "পল্লীপ্রাণ" চিত্রটি প্রদর্শনীতে পুরস্কৃত হয়।
১৯২২ সালে মাদ্রাজ প্রদর্শনীতে "ঝঙ্কার" চিত্রটি পুরস্কৃত হয়।
১৯২৩ সালে বোম্বাই (মুম্বাই) প্রদর্শনীতে "কর্দমে" চিত্রটি পুরস্কৃত হয়।
তার আঁকা বিখ্যাত ছবির মধ্যে আরো আছে- মানসকমল, পরিণাম, অনন্তের সুর, সাকী, কমল না কন্টক ইত্যাদি।
১৯৪৮ সালের ২২ জুলাই তাঁর মৃত্যু হয়।
০১
০২
যেহেতু ৩ থেকে ১৯ পর্যন্ত ছবিগুলি অনেকাংশেই নগ্ন চিত্র, সেহেতু ঐ ছবিগুলি সরাসরি সামুতে প্রকাশ না করে ছবির লিংক দেয়া হলো।
চিত্র নং ০৩, চিত্র নং ০৪, চিত্র নং ০৫, চিত্র নং ০৬, চিত্র নং ০৭, চিত্র নং ০৮, চিত্র নং ০৯, চিত্র নং ১০ , চিত্র নং ১১, চিত্র নং ১২, চিত্র নং ১৩, চিত্র নং ১৪, চিত্র নং ১৫, চিত্র নং ১৬, চিত্র নং ১৭, চিত্র নং ১৮, চিত্র নং ১৯
তথ্য সূত্র : উইকিপিডিয়া ও বাংলাপিডিয়া
ছবি : গুগলের সাহায্যে বিভিন্ন সাইট থেকে সংগৃহীত।
হেমেন্দ্রনাথ মজুমদারের আঁকা কিঞ্চিত ১৮+ দশটি চিত্রকর্ম - ১
হেমেন্দ্রনাথ মজুমদারের আঁকা কিঞ্চিত ১৮+ দশটি চিত্রকর্ম - ২
হেমেন্দ্রনাথ মজুমদারের আঁকা কিঞ্চিত ১৮+ দশটি চিত্রকর্ম - ৩
হেমেন্দ্রনাথ মজুমদারের আঁকা কিঞ্চিত ১৮+ দশটি চিত্রকর্ম - ৪
হেমেন্দ্রনাথ মজুমদারের আঁকা কিঞ্চিত ১৮+ দশটি চিত্রকর্ম - ৫
হেমেন্দ্রনাথ মজুমদারের আঁকা কিঞ্চিত ১৮+ দশটি চিত্রকর্ম - ৬
২৭ শে নভেম্বর, ২০২১ রাত ৮:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন: উনি ছবি আকার জন্য খুব একটা মডেল ব্যবহার করতেন না শুনেছি।
২| ২৭ শে নভেম্বর, ২০২১ রাত ৮:১৪
চাঁদগাজী বলেছেন:
তাই, এসব শুধু কল্পনা?
২৭ শে নভেম্বর, ২০২১ রাত ৮:২০
মরুভূমির জলদস্যু বলেছেন: হতে পারে, আবার নাও হতে পারে
৩| ২৭ শে নভেম্বর, ২০২১ রাত ৮:১৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আজকের পোষ্ট খুব সংক্ষিপ্ত।সর্ব সাকুল্যে তিনটি ছবি দেখতে পেলাম।অনেক যায়গায় টিপা টিপি করলাম ফলাফল শুন্য।ইউরোপিয়ানরা দেবতাদের নেংটা ছবি একেই তাদের ইমেজ নষ্ট করে দেয়।তাই মৌলবাদীরা এসব ছবির বিরোধিতা করে।
২৭ শে নভেম্বর, ২০২১ রাত ৮:২২
মরুভূমির জলদস্যু বলেছেন: টিপা টিপির পরে ছবি দেখদে না পাওয়ার কারণ বুঝতে পারলাম না।
অন্যকেউ কি দেখতে পাচ্ছেন?
৪| ২৭ শে নভেম্বর, ২০২১ রাত ৮:২৩
মিরোরডডল বলেছেন:
পাগলা এই পেইন্টিং গুলো কেমন লাগলো ?
আমার বোনের আঁকা ।
ব্ল্যাক এন্ড হোয়াইট তার মাঝে মাথার লাল ফুল কপালে লাল সিঁদুর আর পায়ে লাল আলতা ।
মোবাইল থেকে ছবি তুলেছি তাই কেটে গেছে পুরোটা আসেনি ।
২৭ শে নভেম্বর, ২০২১ রাত ৮:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন: আমার কাছে প্রথম ছবিটা বেশ লাগলো।
৫| ২৭ শে নভেম্বর, ২০২১ রাত ৮:৩২
মিরোরডডল বলেছেন:
থ্যাংকস পাগলা লিংকের ছবিগুলো পোষ্টে না দেয়ার জন্য ।
অনেস্টলী যে কয়টা দেখলাম, একটা ন্যুড পেইন্টিংও সুন্দর লাগেনি
আগের পোষ্টের ছবিগুলোই সুন্দর ছিলো ।
২৭ শে নভেম্বর, ২০২১ রাত ৮:৪৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য।
৬| ২৭ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৪৬
জুল ভার্ন বলেছেন: ছবিগুলো সুন্দর।
একই বিষয় টুকরো টুকরো পোস্ট দিয়ে কলেবর বৃদ্ধি না করে আরও বড়সড় পোস্টে ২/৩ পর্বেই শেষ করা যেতো।
২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৪৯
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
ইচ্ছে করলে এক বা দুই পর্বেও দেয়া যেতো।
কেউ কেউ বড় বড় পোস্ট দিতে পছন্দ করে। আমি করি ছোট পোস্ট।
৭| ২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১১:১৩
অপু তানভীর বলেছেন: লিংকে দেওয়া ছবি গুলো একটু বেশিই খোলামেলা !
২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১১:২২
মরুভূমির জলদস্যু বলেছেন: বেশী খোলামেলা বলেই সরাসরি ছবি শেয়ার করিনি।
৮| ২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৪৩
রাজীব নুর বলেছেন: ২নং ছবিটা সুন্দর।
২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।
৯| ২৮ শে নভেম্বর, ২০২১ ভোর ৪:২৭
নেওয়াজ আলি বলেছেন: এইবার অন্য কোন জগত বিখ্যাত চিত্রকরের চিত্র দেখবো
২৮ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:২১
মরুভূমির জলদস্যু বলেছেন: আগামীতে হয়তো হবে আবার
১০| ২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ৮:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হেমেন বাবুর স্কিল দেখে মুগ্ধ হয়েছি। তবে ১+ ছবিই কি তিনি বেশি আঁকতেন (যেগুলো ১ বছরের অধিক বয়সী বাচ্চাদের জন্যও ইরোটিক) ?
২৮ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:২৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
ইরোটিক বিষয়টি নানান জনের কাছে নানান দৃষ্টিভঙ্গির হবে এটাই স্বাভাবিক।
১১| ২৮ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:০০
রানার ব্লগ বলেছেন: দিলেন তো রাতের গুম হারাম করে ।
২৮ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২২
মরুভূমির জলদস্যু বলেছেন: এ....!!!
১২| ২৮ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩২
প্রামানিক বলেছেন: ছবির তুলনা হয় না।
২৮ শে নভেম্বর, ২০২১ রাত ৮:১৯
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
১৩| ২৮ শে নভেম্বর, ২০২১ রাত ১১:১৪
ডঃ এম এ আলী বলেছেন:
সুন্দর সুন্দর ছবির সমাহার ।
শুভেচ্ছা রইল
২৮ শে নভেম্বর, ২০২১ রাত ১১:২২
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
১৪| ৩০ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:২৪
ইসিয়াক বলেছেন: ভালো । লিংকের ছবিগুলোও ভালো লাগলো।
৩০ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৪২
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
১৫| ০১ লা ডিসেম্বর, ২০২১ রাত ১১:২৮
শোভন শামস বলেছেন: সুন্দর ছবি । শুভেচ্ছা রইল
০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ২:১৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
১৬| ০৬ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৫২
নগরবালক বলেছেন: ছবি আকা আসলেই একটি স্কিল। সবার এই গুন থাকেনা হেমচন্দ্র বাবু সুন্দর ছবি আঁকতেন।
আপনার কি মনে হয় বর্তমানে ছবি আকার আবেদন কমেছে। এখন কি হাতে আঁকা আর্টিস্টদের কদর আছে?
বর্তমান যুগের হাই ক্লাশ মহিলারা কি তাদের নিজেরদের নগ্ন ছবি আর্টিস্টদের দ্বারা আঁকাবেন? বা আঁকান?
০৬ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
কঠিক কঠিন সব প্রশ্ন করেছেন। তামি ছবির বোদ্ধা নই। তবুও আমার মনে হয়-
ছবি আকার আবেদন কমেনি।
আর্টিস্টদের কদর আছে।
শেষ প্রশ্নের উত্তরটা হবে - সম্ভবতো আগের চেয়ে অনেক কমে গেছে।
©somewhere in net ltd.
১| ২৭ শে নভেম্বর, ২০২১ রাত ৮:০৫
চাঁদগাজী বলেছেন:
বাবুর মডেল ছিলো কলিকাতার সব সুন্দরী নারীরা।