নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখতে যা চাই
তা সর্বদাই থেকে যায় ধরাছোঁয়ার বাইরে,
আমি দেখি পূর্বাকাশে পূর্ণিমার চাঁদ উঠে
গর্ভবতী নারীর তুল্য ভারি হয়ে।
আমার হাতে তখন অমাবস্যার হাতছানি!
সমূদ্র ফুলে ফেপে উঠে
গর্ভবতী চাঁদের টানে নদীতে বান ডাকে,
নদী ছুটে যায় নিজো মোহনায় সাগর সঙ্গমে
মরা খালেও আসে অন্তিম জোয়ার।
আমি তখন ঘরের কোণে কবিতার খপ্পরে!
উৎসর্গ : দুই মেরুর দুই কবিকে
প্রিয় কাজী ফাতেমা ছবি আপুকে তার সহজ-সরল স্বাবলীল কবিতা রচনার জন্য।
আর
প্রিয় রাজীব নুর ভাইকে তার কবিতা লেখার প্রয়াসের জন্য।
১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ ভুলটি দেখিয়ে দেয়ার জন্য।
২| ১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:০৩
রাজীব নুর বলেছেন: ইসিয়াক সাহেবের চেয়ে আপনার কবিতা ভালো হয়েছে।
আসলেই ভালো হয়েছে। কিছুটা গভীরতা আছে। ভাষা সুন্দর। চাঁদ এবং গর্ভবতী নারী উপমাটা দারুন হয়েছে।
এবং আমাকে উতসর্গ করে আপনি মহানুভবতার পরিচয় দিয়েছেন। গ্রেট।
১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:১৯
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি কবি নয় তাই গভীরতা-টভীরতা বুঝি না।
এই কবিতায় কোনো ছন্দ নেই, কোনো মর্ম নেই।
৩| ১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:১৯
নেওয়াজ আলি বলেছেন: ছবি তোলার কারিকর দেখছি কবিতা লিখার কারিকরও
১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:২০
মরুভূমির জলদস্যু বলেছেন: এই কবিতায় কোনো ছন্দ নেই, কোনো মর্ম নেই, আমি কবি নই, এমনকি আমি কবিতা খুবই কম পড়ি।
৪| ১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:২৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: উনি আমার প্রিয় একজন, আপনিও।
১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন: জেনে খুশী হলাম, এটা আমার সৌভাগ্য, উনারও।
৫| ১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৩২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি ভাগ্যবান।
আপনার ছবি আমার খুব ভালো লাগে।
আপনার নামে চিন্তার খোরাক আছে।
১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৩৮
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার ছবি ভালো লাগে জেনে আনন্দিত হলাম, যদিও তেমন ভালো ছবি আমি তুলতে পারি না।
জ্বী, আমার নামে আসলেই চিন্তার খোরাক আছে।
চমৎকার একটি ব্যাখ্যা আছে এই নামের। আমার নিজের ব্যাখ্যা।
৬| ১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৩৫
কাছের-মানুষ বলেছেন: গর্ভবতী চাদের টানে নদীতে বান ডাকে। - খাইছে আমারে।
কবিতা ভাল হয়েছে।
১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন: কাবিতা আমি ভালো বুঝি না।
অল্প কয়েকটি শব্দে অনেক কিছু কি করে তুলে ধরে সেটাই আমার মাথায় ঢুকে না।
ভাল হয়েছে বলছেন? তাহলে ভালই।
৭| ১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৫০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি শুরু থেকেই আপনার নাম নিয়ে আমি চিন্তা করি। very attractive and full of curiosity
১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে আবারও।
৮| ১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৫০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভাল লেগেছে দুই মেরুর দুই কবিকে লিখাটা।একজন আল্লাভরসা আরেক জন নিজেই নিজের ভরসা।
১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৫৭
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি কিন্তু ভাই তাদের কবিতার মেরুকরণের হিসাব করেছিলাম, আপনার মেরুকরণটাও যথাযথ হয়েছে।
৯| ১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৫৬
রাজীব নুর বলেছেন: নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভাল লেগেছে দুই মেরুর দুই কবিকে লিখাটা।একজন আল্লাভরসা আরেক জন নিজেই নিজের ভরসা।
সুন্দর এবং মজার মন্তব্য।
১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৫৮
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি কিন্তু ভাই ঐভাবে ভাবি নাই।
১০| ১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১:৩০
মেহেদি_হাসান. বলেছেন: আপনার কবিতা সুন্দর হয়েছে
১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।
১১| ১৬ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:১২
ইসিয়াক বলেছেন:
কবিতা ভালো লেগেছে। কিছু টাইপো আছে। ঠিক করে দেবেন প্লিজ।
লিখতে থাকুন।
১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১১:১১
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি বার বার চেক করার পরে পোস্ট করেছিলাম।
পরে দেখা গেলো রাজীব বানান ভুল লিখেছি।
আপনি বলার পরে আবার চেক করলাম, খুঁজে পেলাম খালে ভুল করেছি।
আরো কি কি ভুল আছে কে জানে।
অশেষ ধন্যবাদ আপনাকে
১২| ১৬ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:৪৬
রূপক বিধৌত সাধু বলেছেন: "আমার আকাশ আঁধার কালো,
তোমার তখন রাত পোহালো।
তুমি এলে অরুণ আলো
তখনও আমার মন রাঙে নি।
তুমি যখন এসেছিলে
তখনও আমার ঘুম ভাঙে নি।
মালা যখন চেয়েছিলে
তখনও বনে ফুল জাগে নি।"
১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১১:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ নজরুলের এই চমৎকার কবিতাটি শেয়ার করার জন্য।
১৩| ১৬ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:৪৮
বিটপি বলেছেন: মহা ভারত লেখে কি ছেড়েই দিলেন নাকি?
১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১১:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন: না, গতকাল রাতে অনেকটুকু এগিয়ে রেখেছি পরের পর্বের কাজ। আজ রাতে পোস্ট না হলে আরো দুদিন পিছিয়ে যাবে।
১৪| ১৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ সোহেন ভাইয়া অনেক সুন্দর হয়েছে কবিতা। প্লিজ মাঝে মাঝে লিখবেন। উৎসর্গের জন্য জাজাকাল্লাহ খাইরান কৃতজ্ঞতা রইলো। আল্লাহ আপনাকে আর আপনার পরিবারকে নেক হায়াত দান করুন।
#জি নুরুল ভাই.... আমি আল্লাহ ভরসাতে জীবন চালাই। আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ।
#রাজীব নুর ভাই। আপনি কবিতার মন্তব্য করেন, ভালো মন্দ বলেন সমস্যা নাই। কিন্তু অন্যজনকে টানেন কেন ভাই। আপনার সমস্যা কী। যে যার মত লিখে। আপনি যে লিখেন আপনার লিখা কী ভালো হয় অনেক? ইসিয়াক ভাইয়ের কবিতা গল্প সুন্দর হয় এবং তিনি তার নিজের মতন লিখেন। আপনার মনে বিরাট হিংসা। এসব ত্যাগ করেন।
১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১১:১৬
মরুভূমির জলদস্যু বলেছেন: মাঝে মাঝে লেখা হবে না, কবিতা আমার আসে না। কবিতার প্রতি টান আমার কম।
তবে এটা ভালো হয়েছে জেনে তৃপ্ত হলাম।
১৫| ১৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:২৬
জুল ভার্ন বলেছেন: বহুমুখী প্রতিভার স্বাক্ষর! আহুভ কামনা।
১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১১:১৯
মরুভূমির জলদস্যু বলেছেন: হঠাত একদিন রান্না করতে গেলে সেই রান্না যদি উপাদেয় হলেও তবুও সে কিন্তু ভালো রাধুনী হয় না।
১৬| ১৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:০৬
খায়রুল আহসান বলেছেন: ব্লগে আপনার অনেক লেখা দেখি, কিছু কিছু পড়িও। পোস্ট পড়া ছাড়াও, অনেক পোস্টের ছবিগুলো দেখার মত হয়, কোন কোনটা থেকে চোখ সরানো দায় হয়ে যায়। কয়েকটা লেখাতে মাত্র মন্তব্য করেছি, বাকিগুলো পরে মন দিয়ে পড়ব বলে রেখে দেই, আর পড়া হয় না। মাঝে মাঝে আপনি ভিন্নধর্মী কিছু পোস্ট লিখে আমাকে রীতিমত চমকে দেন। যেমন দিলেন এই চমৎকার কবিতাটি লিখে। কিছুদিন আগেও আপনার আরেকটা ভিন্নধর্মী পোস্ট পড়ে মন্তব্য করেছি।
কবিতার উপমাটি চমৎকার হয়েছে। সাধারণতঃ কবিতা লিখেন না, এমন কারো কাছ থেকে এমন কবিতা বের হয়ে আসাটা বিস্ময়কর বটে! আপনার বহুমুখি প্রতিভার পরিচয় পেয়ে রীতিমত বিস্মিত হচ্ছি!
ভালো থাকুন, ক্রমাগত লিখে চলুন! শুভকামনা---
১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৫০
মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে প্রসংশা করে মন্তব্য করার জন্য। যদিও আমি তেমন কিছু নই যে এই প্রসংশা পেতে পারে।
কবিতাটি হুট করে লেখা, প্রতিভার কিছু না।
আবারও ধন্যবাদ আপনাকে আমার লেখাগুলি পড়ার জন্য।
১৭| ১৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:০৯
খায়রুল আহসান বলেছেন: পুনশ্চঃ দুই মেরুর দুই কবিকে এমন চমৎকার একটি কবিতা উৎসর্গ করাটা খুব ভালো লেগেছে। কবিতার শিরোনামটাও ভালো লেগেছে।
১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৫৩
মরুভূমির জলদস্যু বলেছেন: আমার কাছে মনে হয় ছবি আপু কবিতা লিখেন খুব সহজ সরল করে, আর রাজীব ভাই গদ্যকে ভেঙ্গে পদ্যের রুপ দিতে চাইছেন। তাই এই ভাবে লেখা। আর শিরনামটা দিয়েছি নিজের উপলব্ধি থেকে। এই কবিতার খপ্পরে দুই দিন ছিলাম! মানে দুই দিন লেগেছে লিখতে।
১৮| ১৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:২৭
প্রত্যাবর্তন@ বলেছেন: মন্দ নয় ।
১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৫৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য।
১৯| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৪৯
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৫০
মরুভূমির জলদস্যু বলেছেন: কি মনে হলো?
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:০০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: রাজীন নুর (হয়তো রাজীব নুর হবে?)