নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

হেমেন্দ্রনাথ মজুমদারের আঁকা কিঞ্চিত ১৮+ দশটি চিত্রকর্ম - ২

১৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫২

০১

স্মৃতি

হেমেন্দ্রনাথ মজুমদার ১৮৯৪ সালের ১৯ সেপ্টেম্বর বর্তমান বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার গচিহাটা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন বাঙালি চিত্রশিল্পী। তিনি হেমেন মজুমদার বা এইচ. মজুমদার নামেও পরিচিত ছিলেন। পাশ্চাত্য রীতির ছবি এঁকে তিনি খ্যাতি লাভ করেন। সিক্তবসনা সুন্দরী নারীর ছবি আঁকায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। তিনি ভারতের বিভিন্ন চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করে ভূয়সী প্রসংশা অর্জন করেন এবং পুরস্কৃত হন।

১৯২১ সালে বোম্বে আর্ট একজিবিশনে "স্মৃতি" চিত্রটি প্রথম পুরস্কারস্বরূপ স্বর্ণপদক অর্জন করে।
১৯২১ সালে কলকাতার সোসাইটি অব ফাইন আর্টসে "পল্লীপ্রাণ" চিত্রটি প্রদর্শনীতে পুরস্কৃত হয়।
১৯২২ সালে মাদ্রাজ প্রদর্শনীতে "ঝঙ্কার" চিত্রটি পুরস্কৃত হয়।
১৯২৩ সালে বোম্বাই (মুম্বাই) প্রদর্শনীতে "কর্দমে" চিত্রটি পুরস্কৃত হয়।

তার আঁকা বিখ্যাত ছবির মধ্যে আরো আছে- মানসকমল, পরিণাম, অনন্তের সুর, সাকী, কমল না কন্টক ইত্যাদি।

১৯৪৮ সালের ২২ জুলাই তাঁর মৃত্যু হয়।


০২

স্মৃতি



০৩




০৪




০৫




০৬




০৭

বর্ষা



০৮

বর্ষা



০৯

After Bath



১০



তথ্য সূত্র : উইকিপিডিয়া ও বাংলাপিডিয়া
ছবি : গুগলের সাহায্যে বিভিন্ন সাইট থেকে সংগৃহীত।


হেমেন্দ্রনাথ মজুমদারের আঁকা কিঞ্চিত ১৮+ দশটি চিত্রকর্ম - ১

মন্তব্য ৩৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসতাগফিরুল্লাহ

১৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিন

২| ১৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:০৩

জুল ভার্ন বলেছেন: প্রথম ছবিটা এতোটাই ন্যাচারাল হয়েছে-অংকণ শিল্প মনে হয়না।

১৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি শুধু ভাবি কেমন করে এমন ছবি আঁকা সম্ভব!!

৩| ১৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৫৮

বিটপি বলেছেন: আপনি লিখেছেন ১৮+ ছবি দেবেন। দিয়েছেন মাত্র ১০টা। কেমন হল বলুন তো?

১৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: এ!!! এই রকম গাণিতিক ভুল কেমনে হইলো!!!! :((
মনে লয় আগের পর্বের ১০টারেও কাউন্ট করছি!!! ;)

৪| ১৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:০১

স্প্যানকড বলেছেন: " বর্ষা " সেইরকম হইছে। আসলে সবগুলি সুন্দর। আমি চিন্তা করি এমন নিখুঁত এক্সপ্রেশন কেমনে ধরে রাখে তুলি রঙে ? ভালো থাকবেন সব সময়।

১৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার বাসায় একটা ছবি আছে, অনেক আগে থেকে আছে।
বিয়ের করার আগে (পরেও) ওটি আমার বেড রুমে ছিলো।
আমি মাঝে মাঝেই ভাবতাম ছবিটি আঁকার সময় শিল্পীর মনে কি খেলা চলছিলো।
ছবিটি এখন আমার ড্রইং রুমে আছে। ওটিযে ছবি, সেটিই অনেকে মানতে চায় না।

৫| ১৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:৪৯

আলমগীর সরকার লিটন বলেছেন: সত্যই চমৎকার চিত্রাঙ্কন মেয়েটার খুব কাছে গিয়ে ছবি এঁকেছেন মনে হয় জীবন্ত ছবি

১৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: যতদূর জানি উনি ছবি আঁকতে খুব একটা মডেল ব্যবহার করতেন না।

৬| ১৫ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:১২

রাজীব নুর বলেছেন: সুন্দর সব ছবি।

তবে উনি কি দরিদ্র অসহায় মেয়েদের কোনো ছবি আকেন নি?

১৫ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: একেছেন কিনা জানা নাই আমার।
আমার যে ছবিগুলি খুঁজে পেয়েছি সেখানে নেই।

৭| ১৫ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:০৪

রানার ব্লগ বলেছেন: আসাধারন !!!!

প্রথম জনের প্রেমে পরে গেছি !!!!

১৫ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ বেশ।
প্রস্তাব পাঠানোর কোনো উপায় কি আছে!!

৮| ১৫ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:০৬

চাঁদগাজী বলেছেন:


উনার আঁকা চিত্রের সংখ্যা কি পরিমাণ?

১৫ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: এই তথ্যটা আমার জানা নাই।

৯| ১৫ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:১০

মিরোরডডল বলেছেন:



কাজী ফাতেমা ছবি বলেছেন: আসতাগফিরুল্লাহ

হা হা হা...... ছবিপু অনেক মজার মানুষ :)

পাগলাকে থ্যাংকস এতো চমৎকার কিছু চিত্রকর্ম সামনে নিয়ে আসার জন্য ।
সেকেন্ড ওয়ান স্মৃতি নাইস ওয়ার্ক । লাস্টের ছবিটা বেশী ভালো লেগেছে ।



১৫ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি চেষ্টা করছি প্রথম ছবিটা একটু ভদ্রগোছের দিতে। :)
শিরনামে লিখেও দিয়েছি সতর্কবাণী। /:)
তাতেও কাজ হয় নাই।
অবশ্য ইসলামে যেকোনো প্রাণীর ছবিই হারাম। আমরা সেটা ভুলে যাই। B-)

শুধু দৃষ্টিভঙ্গিটা উলটে না গেলে আরো ভালো ভালো ছবি আছে।

১০| ১৫ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৩২

মিরোরডডল বলেছেন:



আমার অনেক মজা লাগে । ছবিপু আল্লাহ্‌র নাম নিয়েই আবার দেখতে আসেও ।
সি ক্যান্ট স্টপ হারসেল্ফ, একটু উকি দিয়ে যায়, হা হা হা হা হা ......
এতো সুইট আর কিউট আপুটা :)
I love her


শুধু দৃষ্টিভঙ্গিটা উলটে না গেলে আরো ভালো ভালো ছবি আছে।

ওগুলোও দেখতে চাই ।

১৫ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আসবে খুব শীঘ্রই।

ছবি আপুকে আমিও পছন্দ করি, উনিও আমাকে অপছন্দ করেন না।

১১| ১৫ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৬

হাসান মাহবুব বলেছেন: নাউজুবিল্লাহ।

১৫ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিন

১২| ১৫ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: হাতের বাজুতে যে অলঙ্কার পরাআছে এখন আর পরতে দেখি না।

১৫ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ভারতের কিছু কিছু রাজ্যে এখনো মনে হয় এর চল আছে। বাংলাদেশ থেকে উঠে গেছে।

১৩| ১৫ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: একেই বলে অ সা ধা র ণ

১৫ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

১৪| ১৫ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৩৫

প্রামানিক বলেছেন: ছবি দেখে মনেই হয়না এসব ছবি হাতে আঁকা। যাকে বলে অসাধারণ

১৫ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ প্রামানিক দা মন্তব্যের জন্য।

১৫| ১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:০১

নেওয়াজ আলি বলেছেন: উনি কী পুরষ মানুষের ছবি আঁকেন নাই ;)

১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: আঁকছেন, কৃষ্ণের ছবি।

১৬| ১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:১৩

রাজীব নুর বলেছেন: হেমেন্দ্রনাথ কে নিয়ে লেখা কোনো বই টই আছে?

১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক বলতে পারলাম ভাইজান।

১৭| ১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: কোন ছবিতে ব্লাউজ নাই কেন? ব্লাউজ পরা মেয়ে উনি মনে হয় দেখেন নাই।

১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ব্লাউজ পরা ছবিও আছে, আগামীতে দেখতে পাবেন।

১৮| ১৬ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৩৭

তারেক ফাহিম বলেছেন: হাতে আঁকা ছবি মনেই হয় না।

আমার একটা ছবি এক ছোট ভাই শুধু পেন্সিল স্কেচ করলো।
হাতে আঁকা ছবি মনেই হয় না।

আমার একটা ছবি এক ছোট ভাই শুধু পেন্সিল স্কেচ করলো।

১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ছবিটি চমৎকার হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.