নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক বছর আগের কথা, ২০১৪ সাল। গিয়েছিলাম ভারতের আগ্রায় দ্বিতীয় বারের মতো তাজমহল দেখতে। তাজমহল প্রাঙ্গণে ঢুকার পরে হঠাত চোখে পড়লো- একজন বিদেশিনী ঠিক তার সামনেই একটি কাঠবিড়ালিকে দেখে হঠাত করেই থেমে গেলেন। তারপর নিচু হয়ে কাঠবিড়ালিটির দিকে হাত বাড়ালেন। প্রথম কাঠবিড়ালিটি কিছুটা ইতস্ততো করতে লাগলো। কিছুটা সময় পরেই কাঠবিড়ালিটি বুঝে নিলো বাদেশিনীর তরফ থেকে ভয়ের কোনো কারণ নেই।
বিদেশীনীর অনুমতি না নিয়েই আমি প্রথম থেকেই গোটা পাঁচেক ছবি তুলে নিয়েছিলাম।
ছবি তোলার স্থান : তাজমহল, আগ্রা, ভারত।
ছবি তোলার তারিখ : ১২/০৩/২০১৪ ইং
১১ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫৮
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে, ঠিক করে নিয়েছি।
২| ১১ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ১৯১৪ সালে আপনার জন্ম হইছিল নি ভাই
কিন্তু তার অনুমতি নেয়া্ উচিত ছিল পরবর্তীতে
বলা উচিত ছিল নেটে কিন্তু আপনের ছবি ছাড়মু
১১ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক বলেছেন, তখন আমার কেনো, আমার বাবারও জন্ম হয়নি।
যাইহোক ২০১৪ লিখতে গিয়ে ভুল করে ১৯১৪ লিখে ছিলাম, আবশ্য পোস্টের শেষঅংশে তারিখটা ঠিক ছিলো।
আপনার পোস্টে ব্যবহৃত সমস্ত ছবির ক্ষেত্রে আপনি নিশ্চই এই অনুমতি নিয়েন নেন!
শুভকামনা আপনার জন্য।
৩| ১১ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রকৃতির ছবি তুলতে অনুমতি নিতে হয় না । কিন্তু মানুষের ছবি তুলে পোস্ট করতে চাইলে অনুমতি নিতে হয় আমি সেটাই জানি।
আর অনুমতির প্রয়োজন পড়লে আমিও নেই ভাইজান
এখানে হারজিতের কোনো কথা বলিনি।
১১ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন: এখানে হারজিতের কথা কোথায় আসলো আপু!!
আমি নিজেই বলেছি ছবি তোলার অনুমতি আমি নেই নি।
কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রকৃতির ছবি তুলতে অনুমতি নিতে হয় না । কিন্তু মানুষের ছবি তুলে পোস্ট করতে চাইলে অনুমতি নিতে হয় আমি সেটাই জানি।
আপনার ছবি ব্লগগুলিতে চোখ বুলালেই দেখতে পাবেন প্রকৃতি ছাড়াও আপনি মানুষের ছবি তুলেছেন এবং সেগুলি প্রকাশ করেছেন। আপনার বক্তব্য অনুযাই আপনি সেই সব লোকেদের কাছে ছবি তোলার অনুমতি নিয়ে ছবি তুলেছেন, এবং তাদের অনুমতি নিয়েই সেগুলি ব্লগে প্রকাশ করেছেন!!!
আমার প্রায়শত ভাগ লোকের ছবিতেই অনুমতি নেয়া হয় না।
৪| ১১ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:০৬
মোহামমদ কামরুজজামান বলেছেন: অবলা প্রাণীও বুঝে কার কাছ থেকে বিপদের সম্ভাবনা আছে কি নেই তবে মানুষরাই বুঝতে পারেনা যে কখন কার থেকে বিপদ আসবে।
ছবি ব্যাপোক সৌন্দর্য হয়েছে ভাইজান । লুকিয়ে লুকিয়ে এখন পর্যন্ত কতবার দেকেছেন এই চবি জানবার মুনচায়?
১১ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪৬
মরুভূমির জলদস্যু বলেছেন: অবলা প্রাণীদের মানুষকে জাজ করার আলাদা একটা ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছেন।
লুকিয়ে এই ছবি কখনো দেখি নাই। আপনার মন্তব্য পড়ে আরো একবার চোখবুলিয়েও লুকিয়ে দেখার মতো কিছু পাইনি আমি।
৫| ১১ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:১৫
খায়রুল আহসান বলেছেন: অতি চমৎকার! + +
শেষের ছবিটা সবচেয়ে সুন্দর!
১১ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪৮
মরুভূমির জলদস্যু বলেছেন: বুনো কাঠবিড়ালিকে এতো কাছে আসতে দেখিনি আমি আগে কখনো।
অবশ্য ঐ কাঠবিড়ালিগুলি মানুষ দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে।
ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।
৬| ১১ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৬
চাঁদগাজী বলেছেন:
আপনি চাকুরী বাকুৈি করেন না?
১১ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৪৫
মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বী না কখনোই চাকুরি করি নাই। ব্যবসা করার চেষ্টা করেছিলাম, ফেল মেরেছি।
৭| ১১ ই নভেম্বর, ২০২১ রাত ৯:১১
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর ছবি। নারী এবং কাঠবিড়ালী দুইটাই অপরূপ
১১ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৪৯
মরুভূমির জলদস্যু বলেছেন: নারীর তো চেহারাই দেখা যাচ্ছে না!!
৮| ১১ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৪৭
রাজীব নুর বলেছেন: দারুন।
১১ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৫০
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
৯| ১২ ই নভেম্বর, ২০২১ রাত ১২:২৪
চাঁদগাজী বলেছেন:
এখন কি ব্লগিংই পেশা?
১২ ই নভেম্বর, ২০২১ রাত ১:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন: উইকি বলছে -
পেশা (ইংরেজি: Profession) হচ্ছে কোন ব্যক্তির নির্দিষ্ট বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ পরবর্তী জীবন-জীবিকা নির্বাহের জন্য চাকুরী বা অন্য কোন বৃত্তিবিশেষ। এর মাধ্যমে তিনি অর্থ উপার্জন করেন বা জীবিকা নির্বাহ করেন।
তাহলে বলতে হচ্ছে - ব্লগিং আমার পেশা না। ব্লগিং করে আমি এক পয়সাও ইনকাম করি নাই, করার ইচ্ছাও নাই।
আপনি যদি জানতে চান আমার সংসার কিভাবে চলে তাহলে বলতে হবে- অন্যের ইনকাম করা টাকায় আমার সংসার চলে। অন্যেরা যা ইনকাম করে তার একটা আংশ আমার বাড়িতে থাকার বিনিময়ে মাস শেষে আমাকে দিয়ে দেয়। ঢাকার স্থানীয়দের এই এক সুবিধা আছে, বাড়িওয়ালা সুবিধা। আমি বাড়িওয়ালা।
১০| ১২ ই নভেম্বর, ২০২১ রাত ১:৫০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: @নতুন নকিব,আপনার অনেক গুরুত্বপূর্ণ পোষ্টে কমেন্ট করতে পারছিনা।আপনি হয়তো ভুলে আমাকে ব্লক করে রেখেছেন।
১২ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:২২
মরুভূমির জলদস্যু বলেছেন: নতুন নকিব ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করা হলো।
১১| ১২ ই নভেম্বর, ২০২১ রাত ২:০৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: স্থানীয় ছাড়াও যারা ভুরংঙ্গমারী থেকে আসছে তাদেরও কারো কারো ঢাকায় আট দশটা বাড়ী আছে।বাড়ীভাড়া দিয়ে খাওয়া খুব একটা গর্বের কিছু না।এটা সামন্তবাদের একটা অবশেষ।এটা এক ধরনের শোষণ।প্রতিটা ভাড়াটিয়া বাড়ীওয়ালাকে শোষক মনে করে।তাছাড়া অনেক বাড়ীওয়ালাই মানবিক না।
১২ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৩৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ঢাকার স্থানীয়দের বাড়ি সংখ্যা কম। আমার এলাকায় বাড়ির সংখ্যা ১৫০+, যার মধ্যে স্থানীয়দের বাড়ি হবে ৫০ এর কম।
কি করে খাওয়া গর্বের ভাইজান? চাকুরি? নাকি ব্যবসা?
চাকুরি মানে অন্যের অধিনে জীবনপাত করা। ব্যবসাটাই উত্তম।
ভাড়িভাড়াটাও ব্যবসা, কি পরিমান অর্থ ইনভেস্ট করতে হয় একটি বাড়ি করতে সেটা জানার পরেও অনেকের এটিকে ব্যবসা মনে করতে কষ্ট হয়।
যাইহক এটি সামন্তবাদ হোক আর খুব খারাপই হোক করার কিছু নাই। এইটাই আপাততো আমার আয়ের একমাত্র পথ।
প্রতিটা ভাড়াটিয়া বাড়ীওয়ালাকে শোষক মনে করে। তাছাড়া অনেক বাড়ীওয়ালাই মানবিক না।
এইটা সত্যি বলেছেন। তবে আমার ভাড়াটিয়ারা দরিদ্র, তাই চাইলেও পুরাপুরি অমানবিক হওয়া যায় না।
১২| ১২ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৩৬
রাজীব নুর বলেছেন: বিদেশীনী কাঠবিড়ালীকে ধরলো। অথচ সে পালিয়ে গেলো না। অবাক ব্যাপার!!!!
১২ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৪৪
মরুভূমির জলদস্যু বলেছেন: হে অবাক করা ব্যাপারই বটে।
কাঠবিড়ালিগুলি মানুষ দেখে অভ্যস্ত হলেও নির্ভিক নয়।
বিদেশিনী কি মায়ায় ওকে আটকেছে ওই ভালো জানে।
১৩| ১২ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:০২
জাহিদ হাসান বলেছেন: আমি ডাক দিলে আমার কাছেও বিড়াল, কুকুর, কাঠবিড়ালি আসে। ওরা চিনে, কোন মানুষটা ওদের আদর করবে আর কে ওদের মারবে।
১২ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন: বাহ!! চমৎকার, জেনে খুশী হলাম।
১৪| ১২ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:০৬
জাহিদ হাসান বলেছেন: এই দেখুন গতকাল এক অচেনা বিড়ালছানার সাথে কেমন ভাব হলো
১২ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:২০
মরুভূমির জলদস্যু বলেছেন: বাহ! বেশ!!
আমার পাশের বাসসার এক ভাবি আছেন। উনাকে দেখলেএই রাস্তার কুকুর গুলি পিছু নেয়, খাবার আর আদরের লোভে।
১৫| ১২ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৯
মিরোরডডল বলেছেন:
বাহ ! কি কিউট......
১২ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪১
মরুভূমির জলদস্যু বলেছেন: কি মায়ায় জড়িয়েছে কে জানে!
১৬| ১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১০:২৬
রাহাত আরা স্বর্ণা বলেছেন: এরপর কাঠবিড়ালি দেখলে ভাব করার একটা চেষ্টা করতে হবে
১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ফলাফল আমাদের জানিয়েন।
©somewhere in net ltd.
১| ১১ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫৫
নতুন নকিব বলেছেন:
ভাই,
সালের একটি জায়গায় ১৯১৪ চলে এসেছে। বুঝতে পেরেছি, টাইপিং মিস্টেক। ২০১৪ লিখে ঠিক করে দিলে ভালো হবে।