নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর.....
বাংলার আসল রূপ দেখতে হলে যেতে হবে গ্রামের কোলে। সেখানেই ছড়িয়ে ছিটিয়ে আছে প্রকৃত বাংলার চিরায়ত চিত্র।
চলছি উধাও, বল্গাহারা,- ঝড়ের বেগে ছুটি!
শিকল কে সে বাঁধছে পায়ে!
কোন্ সে ডাকাত ধরছে চেপে টুটি!
-আঁধার আলোর সাগর-শেষে
প্রেতের মতো আসছে ভেসে!
----- জীবনানন্দ দাশ -----
ছবি তোলার স্থান : ইছাপুরা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৭/১২/২০১২ ইং
পথের ধারের ডোবা
ছবি তোলার স্থান : বাগেরহাট, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৪/১১/২০১৪ ইং
লোকে বলে বলেরে, ঘর-বাড়ি ভালা নাই আমার
লোকে বলে বলেরে, ঘর-বাড়ি ভালা নাই আমার
কি ঘর বানাইমু আমি
কি ঘর বানাইমু আমি, শূণ্যেরও মাঝার।।
লোকে বলে বলেরে, ঘর-বাড়ি ভালা নাই আমার
----- হাসন রাজা -----
ছবি তোলার স্থান : বাগেরহাট, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৪/১১/২০১৪ ইং
পুকুর পাড়ের নোয়ানো গাছ
চিনতো একটা ছটফটে মাছ
যখন তখন মাছটা খেলতো
গাছটা দেখতো, গাছটা হেলতো
----- কবির সুমন -----
ছবি তোলার স্থান : বাগেরহাট, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৪/১১/২০১৪ ইং
এটিকে আপনার এলাকায় কি বলে?
ছবি তোলার স্থান : বাগেরহাট, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৪/১১/২০১৪ ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
চিরায়ত বাংলার চিত্র - ০১, চিরায়ত বাংলার চিত্র - ০২, চিরায়ত বাংলার চিত্র - ০৩, চিরায়ত বাংলার চিত্র - ০৪
চিরায়ত বাংলার চিত্র - ০৫, চিরায়ত বাংলার চিত্র - ০৬, চিরায়ত বাংলার চিত্র - ০৭, চিরায়ত বাংলার চিত্র - ০৮
চিরায়ত বাংলার চিত্র - ০৯, চিরায়ত বাংলার চিত্র - ১০, চিরায়ত বাংলার চিত্র - ১১, চিরায়ত বাংলার চিত্র - ১২
চিরায়ত বাংলার চিত্র - ১৩
=================================================================
০৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৫১
মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে মন্তব্যে ঘুটের নামটি জানানোর জন্য।
আমাদের এলাকায় (বাড্ডা, ঢাকা) এটিকে গহি বলা হতো। ঠিক এটিকে বললে বলাটা ঠিক হবে না। মূলত গরুর গোবর থেকে তৈরি সমস্ত জ্বালানিকেই গহি বলা হতো।
২| ০৭ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৫২
রাজীব নুর বলেছেন: ছবি গুলো দেখলাম। চোখে লাগার মতো কিছু না। মনে ধাক্কা দেওয়ার মতো না। অতি সাধারণ ছবি। সাধারন ফ্রেমিং।
০৮ ই নভেম্বর, ২০২১ রাত ১২:০৯
মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্য ও মূল্যবান মতামতের জন্য।
আমি অতিসাধারন ক্লিকবাজ, ফটোগ্রাফার নই। তাই আমার ছবিতে আহামরি কিছু থাকার কথাও না।
৩| ০৮ ই নভেম্বর, ২০২১ রাত ১২:১০
চাঁদগাজী বলেছেন:
বাংলার সাথে অনেক দেশের প্রাকৃতিক অনেক মিল আছে; কিন্তু বাংলা পেছনে পড়ে আছে; অন্যদের মুখ দেখারও দরকার আছে।
০৮ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার সাথে আমি ১০০% সহমত পোষণ করছি।
৪| ০৮ ই নভেম্বর, ২০২১ সকাল ৮:২০
জ্যাকেল বলেছেন: সুন্দর চিত্র
০৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৫৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
৫| ০৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:০৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: ১ নং সবচেয়ে সুন্দর, শেষেরটাকে বলে গোবরের গৈডা।
০৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে মন্তব্যে গৈডা নামটি জানানোর জন্য।
৬| ০৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:২০
জুল ভার্ন বলেছেন: গোবর দিয়ে জ্বালানী তৈরীর প্রচলন আবহমান বাংলার প্রতিটি গ্রামে একসময় খুব বেশী ছিলো। সড়ক পথে বেনাপোল হয়ে কলকাতা যেতে ইন্ডিয়ার অংশে সড়কের পাশে সব গাছের গায়ে গোববের নান্দনিক দৃশ্ব্য দেখা যায়। ওদের রান্নায় এখনও গোবর জ্বালানীর অন্যতম উতস।
০৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:৫৭
মরুভূমির জলদস্যু বলেছেন: সঠিক বলেছেন জুল ভার্ন দা।
আগে আমাদের এলাকার পিছনেই দেখতাম এই গো-গোবরের জ্বালানী তৈরী করতে। এখন সেই সব যায়গাঁ ১০ তলা দালান।
বেনাপোলের পরে গাছের গায়ে গোববের ঘুটের উপস্থিতি আমিও লখ্য করেছি।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
৭| ০৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৫৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্য ও মূল্যবান মতামতের জন্য।
আমি অতিসাধারন ক্লিকবাজ, ফটোগ্রাফার নই। তাই আমার ছবিতে আহামরি কিছু থাকার কথাও না।
আপনি ছবি ভালো তোলেন। একথা বলতে লজ্জা নেই- আপনি আমার চেয়েও ভালো ছবি তোলেন। তাই আপনার কাছে আমি ভালো ভালো ছবি আশা করি।
০৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:০১
মরুভূমির জলদস্যু বলেছেন: রাজীব নুর ভাই আপনি জানের ছবি তোলায় আমি প্রফেসনাল কেউ নই। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাও আমার নেই।
আমি ভালো-বন্দ মিলিয়েই ছবি দেই। আমার নিজের ছবির মূল্যায়ন করতে বললে আমি বলবো এই পোস্টের প্রথম ছবিটি প্রায় সব দিক থেকেই ভালো হয়েছে। বাকি গুলি এভারেজের চেয়েও নিচে।
আগামীকে আরো ভালো ছবি দেয়ার চেষ্টা থাকবে।
৮| ২১ শে নভেম্বর, ২০২১ রাত ১১:১৩
প্রত্যাবর্তন@ বলেছেন: মন কাড়া ছবি
২১ শে নভেম্বর, ২০২১ রাত ১১:১৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৩০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: শেষ ছবিটি ঘুটের।ঘুরে পোড়ে গোবর হাসে।