নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

গাছ-গাছালি; লতা-পাতা - ০৮

০২ রা নভেম্বর, ২০২১ বিকাল ৫:৩৩

প্রকৃতির প্রতি আলাদা একটা টান রয়েছে আমার। ভিন্ন সময় বিভিন্ন যায়গায় বেড়াতে গিয়ে নানান হাবিজাবি ছবি আমি তুলি। তাদের মধ্যে থেকে ৫টি গাছ-গাছালি লতা-পাতার ছবি রইলো এখানে।


তাল গাছ

Common Name : Doub palm, palmyra palm, tala palm, toddy palm, wine palm, ice apple.
Scientific Name : Borassus flabellifer
ছবি তোলার স্থান : ইছাপুরা, নারায়াণগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৭/১২/২০১২ ইং




আমার ছাদে কলার মোচা

ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৬/০৮/২০১৮ ইং




পিটুলি

অন্যান্য ও আঞ্চলিক নাম : মেড্ডা, লাটিম, লাড্ডু, মেড়াগোটা, মেড়া, গোটাগামার, পিটালি।
Common Name : False White Teak
Scientific Name : Trewia nudiflora
ছবি তোলার স্থান : তেঁতুলিয়া, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৭/০৭/২০১২ ইং




শিমুল গাছের কাঁটা

ছবি তোলার স্থান : রাজবাড়ি, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৯/১১/২০১৮ ইং




খেঁজুর গাছ

Common Name : Date Palm
Scientific Name : Phoenix dactylifera
ছবি তোলার স্থান : রাজবাড়ি, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৯/১১/২০১৮ ইং






=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
গাছ-গাছালি; লতা-পাতা - ০১, গাছ-গাছালি; লতা-পাতা - ০২, গাছ-গাছালি; লতা-পাতা - ০৩, গাছ-গাছালি; লতা-পাতা - ০৪
গাছ-গাছালি; লতা-পাতা - ০৫, গাছ-গাছালি; লতা-পাতা - ০৬, গাছ-গাছালি; লতা-পাতা - ০৭, গাছ-গাছালি; লতা-পাতা - ০৮
গাছ-গাছালি; লতা-পাতা - ০৯, গাছ-গাছালি; লতা-পাতা - ১০

=================================================================

মন্তব্য ৩৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪০

চাঁদগাজী বলেছেন:




আপনি কি শহরের বাংগালীদের গাছের সাথে পরিচয় করানোর চেষ্টা করছেন?

০২ রা নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: না,
আমি আমার তোলা আলতু-ফালতু ছবিগুলি সামুতে শেয়ার করছি মাত্র।

২| ০২ রা নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: আচ্ছা, শিমুল গাছকেই কি মান্দার গাছ বলে?

০২ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বীনা, শিমুল আর মান্দার সম্পূর্ণ আলাদা দুটি গাছ।

শিমুল
অন্যান্য ও আঞ্চলিক নাম : রক্তশিমুল, লালশিমুল ।
সংস্কৃত নাম : শাল্মলী, তুলিনী, মোচা, কুকুটী, রক্তপুম্পিক, কণ্টকাঢ্যা, স্থূলফলা, পিচ্ছিলা, চিরজীবিনী।
Common Name : Silk Cotton
Scientific Name : Bombax ceiba

অন্যদিকে

মান্দার
অন্যান্য ও আঞ্চলিক নাম : পারিজাত, কটকিংশুক, কণ্টকী, নিম্ববৃক্ষ, পারিভদ্র, পালতেমাদার, পালদেমাদার, পালিধামাদার, প্রভদ্রক, বুনো পলাশ, মন্দার, মাদার, মান্দর, রক্তপুষ্প ইত্যাদি।
Common Name : Tiger's Claw, Indian Coral Tree, Coral Tree, Sunshine Tree, Lenten tree ইত্যাদি।
Scientific Name : Erythrina variegata, Erithrina Indica.

৩| ০২ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৫

নাহল তরকারি বলেছেন: আপনি তো ভালই ছবি তুলেন দেখছি।

০২ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।

৪| ০২ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:




২ নং মন্তব্য দেখেন, শহরে বাংগালী পেয়ে গেছেন! এমন বাংগালীও কি বাংলাদেশে থাকার কথা, যিনি শিমুল তুলা ও মান্দার কাঁটার গাছ চিনেন না?

০২ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: সকলেই সব গাছ চিনবেন এমনটা না। আমি নিজেই খুব অল্প কিছু গাছই চিনি শুধু।
আমি অনেক লোককে দেখেছি যারা পলাশ আর মান্দার কে আলাদা করতে পারেন না। অনেকে শিমুলকেও এর সাথে গুলিয়ে ফেলে।
আমার মনে হয় শতকরা ৮০ জনেরও বেশী লোক শ্বেত কাঞ্চন, রক্ত কাঞ্চন ও দেব কাঞ্চনকে ঠিক মতো চিনতে পারে না। আমার নিজেরও ভুল হয়।

৫| ০২ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩২

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: আহা, কতকাল পরে লাটিম দেখলাম।

০২ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: ছোট বেলার খেলার অনুসংঙ্গ।

৬| ০২ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: গাছ গাছালি এখন অনেক কমে গেছ।আমাদের বাড়ীর কাছে যে জংগল ছিল তেমন জংগল এখন আর দেখা যায় না।বহু বেলি ফুল জংগলে ফুটে থাকতে দেখেছি।গরু ছাগল জংগলে হারিয়ে যেতো।ছোট বেলায় আমাদের ভয় দেখাতো ঐ জংগলে যেও না ওখানে বাঘ আছে।

০২ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌আহা, গ্রামের ঐ চিত্র এখন পাওয়ার চাঞ্জ খুব কম।
আমার পরিবেশ এমনটা ছিলোনা কখনোই, তবে কিছু বাঁশঝার ছিলো, কবরের আশপাশে কিছু বোনো জংলামতো ছিলো। এখন তার কিছুই নেই।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৭| ০২ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১২

জুল ভার্ন বলেছেন: আপনার এমন লেখালেখির মাধ্যমে আমাদের অনেক কিছু শেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ।

০২ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখা লেখি কই!!! এতো শুধু ছবি শেয়ার করা।

৮| ০২ রা নভেম্বর, ২০২১ রাত ৮:০৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার দেয়া ছবিগুলি বেশ সুন্দর। এই ধরণের পরিবেশে সব সময় থাকতে পারলে ভালো হত।

০২ রা নভেম্বর, ২০২১ রাত ১০:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌আমি ঢাকার বাসিন্দা, কোনো গ্রামের বাড়ি নাই, তাই জয়দেবপুরে জমি কিনেছি গ্রামের বাড়ি তৈরি করতে, সেখানে থাকবে অনেক অনেক গাছ।

৯| ০২ রা নভেম্বর, ২০২১ রাত ১০:১১

কালো যাদুকর বলেছেন: তাহলে মরুভূমিতে এই গাছগুলোর একটাও বাড়ার কোন সম্ভাবনা নেই তাই তো?

এই কলা গাছ অনেক পছন্দ কিন্তু এখানে হয় না।

ছবিগুলো সুন্দর হায়ছে -আগের সব ছবির মতই।

পিটুলি গাছের অন্য নাম আছে? মনে হচ্ছে বেশ শক্ত গাছ।

০২ রা নভেম্বর, ২০২১ রাত ১০:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: তাল, খেঁজুর তো মরুভূিতে বেশ ভালোই হওয়ার কথা।
আমার ছাদে বড় সাইজের একটি বালতিতে এই কলা গাছটি হয়েছে। কলার মোটা এসেছে। যত্ন যারা নিচ্ছে তার ছাদেও কালা পাচ্ছে। আপনিও চেষ্টা করতে পারেন।

পিটুলির অনেকগুলি নাম আছে- মেড্ডা, লাটিম, লাড্ডু, মেড়াগোটা, মেড়া, গোটাগামার, পিটালি
যতদূর জানি এর কাঠ জ্বালানী ছাড়া অন্য কোনো কাজে তেমন একটা লাগে না। কাঠ বেশ নরম।

১০| ০৩ রা নভেম্বর, ২০২১ রাত ১২:১৮

রাজীব নুর বলেছেন: পিটূলির ছবিটা দূর্দান্ত হয়েছে।

০৩ রা নভেম্বর, ২০২১ রাত ৩:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।

১১| ০৩ রা নভেম্বর, ২০২১ রাত ২:৪৮

নূর আলম হিরণ বলেছেন: এই সাইন্টিফিক নাম গুলোর জন্য কি আপনি নেটের সাহায্য নেন নাকি আপনার মুখস্থ? সাইন্টিফিক নাম গুলো মনে রাখা খুবই দুরূহ কাজ। উদ্ভিদবিদরা কিভাবে এগুলো মনে রাখে!

০৩ রা নভেম্বর, ২০২১ রাত ৩:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি একটা গাছেরও সাইন্টিফিক নাম মনে রাখি না। আমার স্মরণশক্তির অবস্থা খুব বাজে। আমি খুব অল্পকিছু গাছের ইংরেজী নাম জানি। আর জানি বাংলা নাম। বাংলা নাম জানা থাকলে বাকি গুলি গুগল করে বের করে নিতে পারি। সাইন্টিফিক নাম মনে নাম কি করে মানুষ মনে রাখে সেইটা আমারও মাথায় আসে না।

১২| ০৩ রা নভেম্বর, ২০২১ ভোর ৪:২৪

নেওয়াজ আলি বলেছেন: আমার নানার বাড়ির তালগাছটা আমার দেখা লম্বা গাছ। (সরি ভুল হয়েছে । ডিলিট করে দিন আগের মন্তব্য । )

০৩ রা নভেম্বর, ২০২১ ভোর ৪:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আগের মন্তব্য মুছে দিলাম।

১৩| ০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ৭:৫৬

শেরজা তপন বলেছেন: অনেকদিন বাদে শিমুল গাছ দেখলাম।

পিটুলি ফল কি মাটিতে ওভাবে পড়ে আছে?

০৩ রা নভেম্বর, ২০২১ দুপুর ১:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: পিটুল ফল এভাবেই মাটিতে পারে থাকে। কোনো প্রাণীই সম্ভবতো এই ফল খায় না। বাচ্চাদের খেলার উপকরন হিসেবেই ব্যবহৃত হয়।

১৪| ০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ৯:৫৩

*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: ইন্টারনেটের কৃত্তিম ভার্চুয়াল জগতে সবুজ প্রাকৃতিক উদ্ভিদ তুলে এনে ব্লগারদের মানসিক শান্তিতে অবদান রাখছেন। ভালো কাজ।

০৩ রা নভেম্বর, ২০২১ দুপুর ১:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

১৫| ০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ১১:১১

জুল ভার্ন বলেছেন: প্রথম ছবিটাই আমার প্রিয় তালগাছের। তালগাছের মধ্যে একটা চিরউন্নত মম শির- ভাব আছে, যা আমাকে প্রেরণা যোগায় ।

০৩ রা নভেম্বর, ২০২১ দুপুর ১:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: তালগাছ মানে আমার কাছে এক পায়ে দাড়িয়ে.....
আমার নিজের একটা বড় তালগাছ আছে, দুরুষ তালগাছ, ফল হয় না, কোনো কাজেও লাগে না।

এবছর ৫টি তালগাছ ভাড়া নিয়েছি ১ বছরের জন্য। তুটি তাল গাছে বাঁশের মাচা করবো, দুটিতে দুলনা বাধবো।

১৬| ০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ১১:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: চেনা গাছপালা
ভালো লাগলো পোস্ট

০৩ রা নভেম্বর, ২০২১ দুপুর ১:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

১৭| ০৩ রা নভেম্বর, ২০২১ দুপুর ১:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: মেন্ডা দিয়ে আমিও ছোটবেলায় খেলেছি। সুন্দর।+++

০৩ রা নভেম্বর, ২০২১ বিকাল ৫:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আমরা এটি দিয়ে লাটিম বানাতাম মাঝবরাবর কাঠি লাগিয়ে।

১৮| ০৩ রা নভেম্বর, ২০২১ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।

আমি কিন্তু মন্দ লোক নই।

০৩ রা নভেম্বর, ২০২১ বিকাল ৫:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি জানি আপনি তা নন। এবং আমি কখনোই আপনাকে মন্দ লোক বলিনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.