নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

তোমাদের এই নগরে – হুমায়ূন আহমেদ (কাহিনী সংক্ষেপ)

০১ লা নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪০

বইয়ের নাম : তোমাদের এই নগরে
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : হিমু বিষয়ক উপন্যাস
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০০০
প্রকাশক : অনন্যা
পৃষ্ঠা সংখ্যা : ৯৫ টি



সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট


কাহিনী সংক্ষেপ :
হিমুর পাশের রুমের বোডার জয়নাল সাহেব গভীর রাতে হিমুর ঘরে ঢুকে বিস্কুট খায়, সিগারেট খায়, কারণ তার অনিদ্রা রোগ আছে। রাতে ঘোমানোর জন্য নানান ধরনের চিকিৎসা করেছেন, টোটকা, কবিরাজি, বোনাজি, এ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কোন কাজ হয়নি। ২১ বছর ধরে তিনি রাতে ঘুমান না।

ফরিদা খালা হিমুকে ডেকে পাঠিয়েছেন। তার এক আত্মিয়ের মেয়ে আশা, বিদেশ থেকে এসেছে। বাংলাদেশে ঘুরে ঘুরে ছবি তুলবে। বিদেশে ফিরে গিয়ে একটি বই লিখবে বলে। হিমুকে সেই মেয়েকে নিয়ে ঘুরতে হবে। প্রথম দিন হিমু আশাকে নিয়ে গুলিস্থান যায়। পরে নিয়ে যায় এক খোড়া ভিক্ষুকের কাছে। হিমুর অদ্ভূত আচরণ আর বিচিত্র কথায় মেয়েটি কিছুটা বিভ্রান্ত হয়ে পরে।

পরদিন আশা হিমুর জন্য অপেক্ষা করে থাকে কিন্তু হিমু আর যায় না, সে তাঁর স্বভাব মত ডুব দেয়। এরমধ্যে মেসের ম্যানেজারকে পুলিশে ধরে নিয়ে যায় মালিকের শালার ২ লাখ টাকা চুরি করেছে অভিযোগে। জয়নালের কাছে এই খবর শুনে হিমু যায় ম্যানেজারকে ছাড়িয়ে আনতে, কিন্তু হিমুর উদ্ভুট আচরণের কারণে পুলিশ তাকেও হাজতে ভরে দেয়। পরে অবশ্য ফরিদা খালার ভাই, যে পুলিশে বড় অফিসার তাঁর ফোনের কারণে হিমুদের ছেড়ে দেয়। ছাড়া পেয়ে ম্যানেজার জানায় সেই টাকাটা চুরি করেছে।

আশাকে হিমু বলেছিলো দুদিন পরে বৃষ্টি হবে তখন তাকে শহর দেখাতে নিবে। দুদিন পরে ঠিকই বৃষ্টি হয়। হিমু বৃষ্টিতে ভিজে আশার কাছে উপস্থিত হয়। তখন জ্বর গায়ে নিয়ে আশাও হিমুর সাথে বৃষ্টিতে নামে। অনেকটা সময় বৃষ্টিতে ভিজে আশা অসুস্থ হয়ে বাড়িতে ফিরে।

এদিকে মেসে এসে দেখে জয়নাল অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে নিয়ে গেলে দেখা যায় তাঁর বড় একটা হাট এটাকে হয়েছে, বাঁচার সম্ভবনা খুব কম। জয়নাল জানায় অনেক বছর আগে তার স্ত্রী তাকে মিথ্যে অভিযোগে জেল খাটায়। জেল থেকে ফিরে দেখে তার স্ত্রী অন্য এক লোকের সাথে তাঁর একমাত্র মেয়েটিকে নিয়ে বিদেশে চলে গেছে। তারপর থেকে আজও সেই মেয়েটিকে তিনি দেখতে পাননি। তিনি হিমুর কাছে আবদার করেন মেয়েটিকে দেখার ব্যবস্থা করে দিতে।

হিমু আশাকে বিষয়টি বুঝিয়ে বলে। জয়নালের হারিয়ে যাওয়া মেয়ে হিসেবে অভিনয় করার অনুরোধ করে। আশা হাসপাতালে গিয়ে অসুস্থ জয়নালের পাশে বসে। আর হিমু ম্যানেজারকে নিয়ে হাজির হয় থানায়। ম্যানেজার চুরি করা টাকাটা থানায় জমা দিয়ে হাজতে ঢুকে যায়।

----- সমাপ্ত -----


=======================================================================

আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ

আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়


তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ

ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০২১ রাত ৯:৪৮

রাজীব নুর বলেছেন: বইটা আমার খুবই প্রিয়। অন্তত ৫০ বার পড়েছি।

০১ লা নভেম্বর, ২০২১ রাত ১১:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌এতো বার!!!
আমি হয়তো ২ বা ৩ বার পড়েছি।

২| ০১ লা নভেম্বর, ২০২১ রাত ১১:১৯

উদারত১২৪ বলেছেন: ভালো লাগলো

যে তাফসীরে কিতাব লেখার জন্য সাইয়্যিদ কুতুব (রহ:) কে ফাঁসি দেয়া হয়েছিল

০১ লা নভেম্বর, ২০২১ রাত ১১:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩| ০২ রা নভেম্বর, ২০২১ রাত ১২:১৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: হুমায়ূনের অনেক বইয়ে কুসংস্কারের প্রচার আছে।এই বইটিতে আছে বেশি।

০২ রা নভেম্বর, ২০২১ রাত ১২:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: এই কথা অস্বীকার করা যাবে না।

৪| ০২ রা নভেম্বর, ২০২১ ভোর ৬:০৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: দুদিন পরে বৃষ্টি হবার কখা বলা এবং সত্যি সত্যি বৃষ্টি হওয়া এটাই কুসংস্কার।

০২ রা নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: অবশ্যই এটা কুসংস্কার।

৫| ০২ রা নভেম্বর, ২০২১ সকাল ৭:২২

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা লিখতে জানে না, হুমায়ুন আহমেদ মোটামুটি লিখতে জানতেন।

০২ রা নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: হুমায়ুন আহমেদ সম্পর্কে আপনার ধারনা কিছুটা পালটিয়েছে বুঝতে পেরে আনন্দিত হলাম।

অনেকদিন পরে আপনাকে আবার সামুতে মুক্ত দেখে আরো বেশী আনন্দিত হলাম।
গতকালই আপনার কথা জানতে চেয়েছিলাম। তখন জানতে পেরেছি খুব শিগ্রই আপনি মুক্তি পাচ্ছেন।
পুনরায় স্বাগতম আপনাকে।

৬| ০২ রা নভেম্বর, ২০২১ সকাল ১১:০৬

জুল ভার্ন বলেছেন: বইটা আমার পড়া। আপনার রিভিউ খুব সুন্দর হয়েছে।

ধন্যবাদ।

০২ রা নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে।

৭| ০২ রা নভেম্বর, ২০২১ সকাল ১১:১৯

অপু তানভীর বলেছেন: হিমু মানেই আমার পছন্দের সিরিজ ! এই বইটা আমি পড়েছিলাম স্থানীয় লাইব্রেরী থেকে নিয়ে । শুরুর সময় জানতাম না বইটা হিমুর । পড়তে গিয়ে যখন দেখি হিমু সিরিজের তখন খুব আনন্দ হয়েছিলো ।

০২ রা নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: হিমু আমারও পছন্দের, তারচেয়েও বেশী পছন্দের মিসির আলী
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৮| ০২ রা নভেম্বর, ২০২১ দুপুর ২:০৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: হুমায়ুন আহমেদের প্রায় সকল বই ই পড়া হয়েছে, এটা পড়া হয়নি ।

দেখি - সময় সুযোগে পড়ে ফেলব ভাইজান।

০২ রা নভেম্বর, ২০২১ দুপুর ২:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: পড়ে ফেলেন, খারাপ লাগবে না।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৯| ০৩ রা নভেম্বর, ২০২১ রাত ১২:২৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ‌এতো বার!!!
আমি হয়তো ২ বা ৩ বার পড়েছি।

আসলে অনেকদিন নতুন বই কিনি না। তাই পড়েয়া বইই বারবার করে পড়ছি।

০৩ রা নভেম্বর, ২০২১ রাত ৩:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: এক সময় আমিও পুরনো বই পড়তাম বারবার করে, এখন আর হয়ে উঠেনা, পড়তে নিলেই ঘুমিয়ে পরি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.