নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোতল ব্রাশ
অন্যান্য ও আঞ্চলিক নাম : বতল ব্রাশ
Common Name : Weeping Bottlebrush; Creek Bottlebrush; Drooping Bottlebrush; Red Bottlebrush.
Scientific Name : Melaleuca viminalis / Callistemon viminalis
ডালের আগায় ফুলের ঝুলন্ত ছোট ছোট লাল ছড়া দেখতে বাচ্চাদের দুধের বোতল পরিষ্কার করার ব্রাশের মত বলে এর নাম “বোতল ব্রাশ” ফুল। এতো চমৎকার একটি ফুলের আর কোনো সুন্দর বাংলা নাম নেই। থাকলেও আমার জানা নেই। অথচ বাংলায় প্রতি ফুলেরই একাধিক নামের প্রচলন রয়েছে।
অস্ট্রেলিয়ার অসাধারন এই চীর সবুজ ঝোপাকৃতির গাছটি ৪০ থেকে ১৫০ বছর পর্যন্ত দীর্ঘায়ু পায়। এই দীর্ঘায়ু পেয়েও বোতল ব্রাশ গাছ লম্বায় ১৫ থেকে ২০ ফুট পর্যন্ত উচু হতে পারে মাত্র। তাছাড়া এর বৃদ্ধির গতি খুবই মন্থর। গাছ বাংলাদেশে মূলত শৌখিন বৃক্ষ হিসেবেই এর পরিচিতি।
বোতল ব্রাশ গাছের সরু ডালের আগায় গুচ্ছবদ্ধ ভাবে ফুল ফুটে। এটি নিখুঁত ফুল, অর্থাৎ প্রতিটি একক ফুলে পুরুষ ও মহিলা অংশ থাকে। এ গাছের ফুল, পাতায় হালকা মিষ্টি একটা গন্ধ রয়েছে।
সারা বছরে কয়েকবার ফুল ফোটে। তবে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে সবচেয়ে বেশী ফুল ফোটে। সাধারনত ফুলের রং হয় লাল। সাদাও হতে দেখেছি আমি। ফুল ফুটলে ছোট পাখি এবং মৌমাছি আকর্ষিত হয়।
ফুল শেষে ছোট ছোট ফল হয়। ফলে অসংখ্য বীজ থাকে। বীজ বা কলম থেকে চারা হয়। বন্যপ্রাণীরা এই ফল খায়।
এর কোনো ঔষধী গুণ আছে কিনা আমার জানা নেই। তবে ফুলের রেণু বাতাসের মাধ্যমে নাকের ভেতর গিয়ে অ্যাজমা রোগীদের হাঁচি–কাশির উদ্রেক বাড়িয়ে দেয়। ফলে এটি ক্ষতিকর গাছ বলেও অনেকে মনে করেন।
ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার স্থান : রমনা পার্ক, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২০১৭ ও ২০১৮ সাল।
=================================================================
আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অলকানন্দা, আকন্দ, আমরুল,
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার, কন্টকলতা
গাঁদা, গামারি, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া,
ঘোড়া চক্কর
জ্যাকারান্ডা,
ঝুমকোলতা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা,
পপী, পুন্নাগ
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বাদুড় ফুল, বাগানবিলাস, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট
ভাট ফুল
মাধবীলতা, মধুমঞ্জরি
রঙ্গন, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধাচূড়া, রাণীচূড়া
লতা পারুল
শাপলা (সাদা), শিউলি, শিবজটা, সুলতান চাঁপা
জবা - ১, জবা - ২, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, গোলাপী জবা
=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩, রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩
অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অলকানন্দা (বেগুনী)-২, অলকানন্দা (বেগুনী)-৩, আমরুল-২,
কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কর্ণফ্লাওয়ার-২,
গাঁদা-২, গ্লুকাস ক্যাসিয়া-২, গোলাপি আমরুল-২,
ঝুমকোলতা-২
ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪,
তারাঝরা- ২, দাদমর্দন-২
নাগলিঙ্গম-২, নাগলিঙ্গম-৩
পপী-২, পপী-৩, পপী-৪,
বাগানবিলাস-২, বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩,
রাধাচূড়া-২, রাধাচূড়া-৩, লতা পারুল-২
গামারির হলুদ বন্যা, আরো কিছু গামারি, শিমুল গাছে আগুন, কদম ফুলের ১০টি ছবি, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভোমড়, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল
মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, চাঁপা নিয়ে চাপাবাজি, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি
=================================================================
২১ শে অক্টোবর, ২০২১ রাত ১০:৪১
মরুভূমির জলদস্যু বলেছেন: এই কথা অস্বীকার করার কোনো উপায় নাই।
২| ২১ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৪৮
রাজীব নুর বলেছেন: কি অদ্ভুত নাম!!!!
বোতল ব্রাশ।
২২ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৪৯
মরুভূমির জলদস্যু বলেছেন: ফুলের বাহ্যিক আকারের কারণেই এমন নাম।
৩| ২২ শে অক্টোবর, ২০২১ রাত ১২:১১
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: নাম অদ্ভূত হলেও ফুলটা দেখতে সুন্দর।
২২ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৫০
মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বী ফুলটি দেখতে আসলেই সুন্দর, সেই সাথে ফুলের গাছটি দেখতেও অসাধারন। বিশেষ করে বর্ষায় বৃষ্টির সময় এবং বৃষ্টির পরে।
৪| ২২ শে অক্টোবর, ২০২১ রাত ১:৫৮
নেওয়াজ আলি বলেছেন: জানলাম আজ
২২ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৫০
মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে।
৫| ২২ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৪৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: খুব সুন্দর নামকরণ।
২২ শে অক্টোবর, ২০২১ রাত ১০:৪৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক বলেছেন।
৬| ২২ শে অক্টোবর, ২০২১ রাত ১১:২৯
রাজীব নুর বলেছেন: আপনি গাছপালা ফুল ফল ভালোই চিনেন।
২৩ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:০১
মরুভূমির জলদস্যু বলেছেন: খুব ভালো চিনি বলা যাবে না, মোটামুটি চিনি।
৭| ২৩ শে অক্টোবর, ২০২১ সকাল ৮:৩১
Abida-আবিদা বলেছেন: প্রকৃতির অপরূপ সৃষ্টি ফুল। বোতল ব্রাশ- নামটা প্রথম পড়লাম।
২৩ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:০৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ফুলের আকর্ষণ প্রকৃতিতে সব সময়ই অনন্য।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৮| ২৩ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৪৭
জুল ভার্ন বলেছেন: বোতল ব্রাশ নামটা স্বার্থক। +
২৩ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:০৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৯| ২৫ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৩১
মিরোরডডল বলেছেন:
এটা কি রিপোষ্ট ?
মনে হচ্ছে Bottle Brush পোষ্টে কমেন্ট করেছিলাম ।
এখানে সিজনে এই ফুলটা রাস্তার দুপাশ লাল করে রাখে ।
সুন্দর !
২৫ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৩৫
মরুভূমির জলদস্যু বলেছেন: লেখা গুলি রিপোস্ট বলতে হবে। তবে ছবি গুলি নতুন।
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০২১ রাত ১০:৩৬
শায়মা বলেছেন: ভাইয়া নামাকরণের সার্থকতা যদি কোনো ফুলের থাকে তো এইটাই সেই ফুল।