নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

টাকায় প্রাচীন, ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ

১৪ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:২৫



বাংলাদেশের কাগুজে নোট গুলি ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা, ৫০০ টাকা ও ১০০০ টাকা, এই দশটি মূল্যমানের নোট হিসেবে ইস্যু হয়েছে। এই প্রতিটি নোটেরই রি-প্রিন্টের সময় একাধীক বার পরিবর্তন করা হয়েছে। আমাদের কাগুজে নোটগুলির মধ্যে দেশের প্রাচীন, ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলির ছবি ব্যবহার করা হয়েছে নানান সময়। এই পোস্টে আমি সেইসব নোট গুলিকে দেখানোর চেষ্টা করবো যেগুলিতে সেই সব স্থাপনা গুলির ছবি আছে।


০১ : দুই টাকার নোট

স্থাপনা : কেন্দ্রীয় শহীদ মিনার
প্রথম ইস্যু : ২৯ ডিসেম্বর ১৯৮৮


০২-১ : দুই টাকার নোট

স্থাপনা : জাতীয় স্মৃতিসৌধ
প্রথম ইস্যু : ৯ আগস্ট ২০১১


০২-২: দুই টাকার নোট

স্থাপনা : কেন্দ্রীয় শহীদ মিনার
প্রথম ইস্যু : ৯ আগস্ট ২০১১


০৩ : পাঁচ টাকার নোট

স্থাপনা : আদমজী জুট মিল (সম্ভবতো)
প্রথম ইস্যু : ১৫ সেপ্টেম্বর ১৯৭২



০৪-১ : পাঁচ টাকার নোট

স্থাপনা : তাঁরা মসজিদ
প্রথম ইস্যু : ১১ অক্টোবর ১৯৭৬



০৪-২ : পাঁচ টাকার নোট

স্থাপনা : আদমজী জুট মিল (সম্ভবতো)
প্রথম ইস্যু : ১১ অক্টোবর ১৯৭৬



০৫-১ : পাঁচ টাকার নোট

স্থাপনা : কুসুম্বা মসজিদের প্রবেশ তোরণ
প্রথম ইস্যু : ৮ অক্টোবর ২০০৬



০৫-২ : পাঁচ টাকার নোট

স্থাপনা : আদমজী জুট মিল (সম্ভবতো)
প্রথম ইস্যু : ৮ অক্টোবর ২০০৬



০৬ : পাঁচ টাকার নোট

স্থাপনা : কুসুম্বা মসজিদ
প্রথম ইস্যু : ৯ আগস্ট ২০১১


০৭ : দশ টাকার নোট

স্থাপনা : তারা মসজিদ
প্রথম ইস্যু : ১১ অক্টোবর ১৯৭৬


০৮ : দশ টাকার নোট

স্থাপনা : আতিয়া মসজিদ
প্রথম ইস্যু : ৩ আগস্ট ১৯৭৮


০৯-১ : দশ টাকার নোট

স্থাপনা : আতিয়া মসজিদ
প্রথম ইস্যু : ৩ সেপ্টেম্বর ১৯৮২



০৯-২ : দশ টাকার নোট

স্থাপনা : কর্ণফুলি জলবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ে
প্রথম ইস্যু : ৩ সেপ্টেম্বর ১৯৮২


১০ : দশ টাকার নোট

স্থাপনা : লালবাগ কেল্লা মসজিদ
প্রথম ইস্যু : ১১ ডিসেম্বার ১৯৯৭



১১-১ : দশ টাকার নোট (পলিমার নোট)

স্থাপনা : বায়তুল মোকাররম মসজিদ
প্রথম ইস্যু : ১৪ ডিসেম্বার ২০০০



১১-২ : দশ টাকার নোট (পলিমার নোট)

স্থাপনা : জাতীয় সংসদ ভবন
প্রথম ইস্যু : ১৪ ডিসেম্বার ২০০০





১২-১ : দশ টাকার নোট

স্থাপনা : বায়তুল মোকাররম মসজিদ
প্রথম ইস্যু : ৭ জানুয়ারী ২০০২



১২-২ : দশ টাকার নোট

স্থাপনা : জাতীয় সংসদ ভবন
প্রথম ইস্যু : ৭ জানুয়ারী ২০০২



১৩ : দশ টাকার নোট

স্থাপনা : বায়তুল মোকাররম মসজিদ
প্রথম ইস্যু : ৭ মার্চ ২০১২



১৪ : বিশ টাকার নোট

স্থাপনা : ছোট সোনা মসজিদ
প্রথম ইস্যু : ২০ আগষ্ট ১৯৭৯




১৫ : বিশ টাকার নোট

স্থাপনা : ছোট সোনা মসজিদ
প্রথম ইস্যু : ২০ জুলাই ১৯৮৪


১৬ : বিশ টাকার নোট

স্থাপনা : ষাট গম্বুজ মসজিদ
প্রথম ইস্যু : মার্চ ২০১২


১৭ : পঞ্চাশ টাকার নোট

স্থাপনা : তারা মসজিদ
প্রথম ইস্যু : ১ মার্চ ১৯৭৬




১৮ : পঞ্চাশ টাকার নোট

স্থাপনা : সাত মসজিদ
প্রথম ইস্যু : ৪ জুন ১৯৭৯



১৯-১ : পঞ্চাশ টাকার নোট

স্থাপনা : জাতীয় স্মৃতিসৌধ
প্রথম ইস্যু : ৩০ জনুয়ারি ১৯৮৮



১৯-২ : পঞ্চাশ টাকার নোট

স্থাপনা : জাতীয় সংসদ ভবন
প্রথম ইস্যু : ৩০ জনুয়ারি ১৯৮৮




২০-১ : পঞ্চাশ টাকার নোট

স্থাপনা : জাতীয় সংসদ ভবন
প্রথম ইস্যু : ২২ আগষ্ট ১৯৯৯



২০-২ : পঞ্চাশ টাকার নোট

স্থাপনা : বাঘা মসজিদ
প্রথম ইস্যু : ২২ আগষ্ট ১৯৯৯



২১-১ : একশত টাকার নোট

স্থাপনা : তারা মসজিদ
প্রথম ইস্যু : ১৫ ডিসেম্বর ১৯৭৭



২১-২ : একশত টাকার নোট

স্থাপনা : লালবাগ কেল্লা
প্রথম ইস্যু : ১৫ ডিসেম্বর ১৯৭৭



২২-১ : একশত টাকার নোট

স্থাপনা : জাতীয় স্মৃতিসৌধ ও ষাট গম্বুজ মসজিদ
প্রথম ইস্যু : ৫ জুন ২০০২



২২-২ : একশত টাকার নোট

স্থাপনা : যমুনা সেতু
প্রথম ইস্যু : ৫ জুন ২০০২



২৩ : একশত টাকার নোট

স্থাপনা : তারা মসজিদ
প্রথম ইস্যু : ১১ আগষ্ট ২০১১



২৪-১ : পাঁচশত টাকার নোট

স্থাপনা : তারা মসজিদ
প্রথম ইস্যু : ১৯৮২




২৪-২ : পাঁচশত টাকার নোট

স্থাপনা : সুপ্রীম কোর্ট ভবন
প্রথম ইস্যু : ১৯৮২



২৫-১ : পাঁচশত টাকার নোট

স্থাপনা : জাতীয় স্মৃতিসৌধ
প্রথম ইস্যু : ২ জুলাই ১৯৯৮




২৫-২ : পাঁচশত টাকার নোট

স্থাপনা : সুপ্রীম কোর্ট ভবন
প্রথম ইস্যু : ২ জুলাই ১৯৯৮




২৬-১ : পাঁচশত টাকার নোট

স্থাপনা : সাত মসজিদ
প্রথম ইস্যু : ১০ আগষ্ট ২০০০




২৬-২ : পাঁচশত টাকার নোট

স্থাপনা : সুপ্রীম কোর্ট ভবন
প্রথম ইস্যু : ১০ আগষ্ট ২০০০




২৭ : পাঁচশত টাকার নোট

স্থাপনা : সাত মসজিদ ও জাতীয় স্মৃতিসৌধ
প্রথম ইস্যু : ১৭ জুলাই ২০০২




২৮-১ : এক হাজার টাকার নোট

স্থাপনা : কেন্দ্রীয় শহীদ মিনার
প্রথম ইস্যু : ২৭ অক্টোবর ২০০৮




২৮-২ : এক হাজার টাকার নোট

স্থাপনা : কার্জন হল
প্রথম ইস্যু : ২৭ অক্টোবর ২০০৮




২৯ : এক হাজার টাকার নোট

স্থাপনা : জাতীয় স্মৃতিসৌধ
প্রথম ইস্যু : ১১ আগষ্ট ২০১১











এই নোটগুলি ছাড়াও আরো বেশ কিছু স্মারক নোট চালু আছে আমাদের দেশে। সেই সব স্মারক নোটেও ব্যবহার করা হয়েছে দেশের প্রাচীন, ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলির ছবি। এবার সেগুলিও দেখি-


১-১ : পঁচিশ টাকার স্মারক নোট

স্থাপনা : জাতীয় স্মৃতিসৌধ
প্রথম ইস্যু : ২৬ জানুয়ারি ২০১৩
দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের রজত জয়ন্তী উপলক্ষে ইসু করা হয়


১-২ : পঁচিশ টাকার স্মারক নোট

স্থাপনা : দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড ভবন
প্রথম ইস্যু : ২৬ জানুয়ারি ২০১৩
দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের রজত জয়ন্তী উপলক্ষে ইসু করা হয়



২-১ : চল্লিশ টাকার স্মারক নোট

স্থাপনা : জাতীয় স্মৃতিসৌধ
প্রথম ইস্যু : ২১ ডিসেম্বর ২০১১
বাংলাদেশের বিজয়ের চল্লিশ বছর উপলক্ষে ইসু করা হয়



২-২ : চল্লিশ টাকার স্মারক নোট

স্থাপনা : জাতীয় স্মৃতিসৌধ
প্রথম ইস্যু : ২১ ডিসেম্বর ২০১১
বাংলাদেশের বিজয়ের চল্লিশ বছর উপলক্ষে ইসু করা হয়


৩-১ : ষাট টাকার স্মারক নোট

স্থাপনা : কেন্দ্রীয় শহীদ মিনার
প্রথম ইস্যু : ১৫ ফেব্রুয়ারি ২০১২
ভাষা আন্দলনের ষাট বছর উপলক্ষে ইসু করা হয়


৩-২ : চল্লিশ টাকার স্মারক নোট

স্থাপনা : ভাষা আন্দলনের প্রথম শহীদ মিনার
প্রথম ইস্যু : ১৫ ফেব্রুয়ারি ২০১২
ভাষা আন্দলনের ষাট বছর উপলক্ষে ইসু করা হয়




৪-১ : একশত টাকার স্মারক নোট

স্থাপনা : বাংলাদেশ জাতীয় জাদুঘর
প্রথম ইস্যু : ২০১৩
বাংলাদেশ জাতীয় জাদুঘরের একশত বছর উপলক্ষে ইসু করা হয়



ছবি : সংগৃহীত
তথ্য : https://www.bb.org.bd/currency/note.php
উইকি পিডিয়া

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুন পোস্ট।++++

১৪ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ১৪ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:০৭

চাঁদগাজী বলেছেন:



এসব নোট নকল হয় কেমন?

১৪ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: নানান টেকনিক করে নকলবাজরা সাধারন প্রিন্টারে টাকাগুলি ছাপিয়ে ফেলে।

৩| ১৪ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫১

মনিরা সুলতানা বলেছেন: তথ্য ও জানলাম আর টাকা গুলো ও দেখলাম!
ভালোলাগছে।

১৪ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৪| ১৪ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৫৬

কামাল১৮ বলেছেন: ৭৫এর পর মসজিদের ব্যবহার বেশি।কোন মন্দিরের ছবি নাই।অন্য ধর্মের উপাসনালয়ের কথা বাদই দিলাম।

১৪ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: সংখ্যাগরিষ্ঠ মুসলীমদের দেশে অন্য ধর্মের উপাসনালয়ের ছবি টাকায় ব্যহারের সাহস কেউ দেখায়নি। যদিও মানুষ ও প্রাণীর ছবি ছাপাতে কোনো সমস্যার দেখা মেলেনি।

৫| ১৫ ই অক্টোবর, ২০২১ রাত ১২:৫৪

রাজীব নুর বলেছেন: ভালো একটা পোষ্ট দিয়েছেন।

১৭ ই অক্টোবর, ২০২১ রাত ২:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৬| ১৫ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৩৭

জুল ভার্ন বলেছেন: আপনি টাকার দর্শনীয় বিষয়ও এতো সুক্ষ্মভাবে লক্ষ্য করেন! আমি যতসামান্য আয় ব্যয় যা-ই করি- কখনো টাকার উল্লেখিত মান ছাড়া আর কোনো কিছুই লক্ষ্য করিনা।

১৭ ই অক্টোবর, ২০২১ রাত ২:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আয়া-ব্যয়ের সময় আমিও টাকার মূল মানের চেয়ে বেশী কিছু দেখি না।

৭| ১৫ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:০১

নগরবালক বলেছেন: এইসব ক্যাতক্যাতে নোংরা নোট হাত দিয়ে ধরতে ইচ্ছা করে না, আর এখন সব নোটেই বন্ধুর ছবি দেয়া, এইটাও বিরক্তিকর।
চকচকে নোট সব দিলকুশার ফুটপাথে।
পোস্ট ভাল লেগেছে

১৭ ই অক্টোবর, ২০২১ রাত ২:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৮| ২১ শে অক্টোবর, ২০২১ রাত ১০:২৭

শায়মা বলেছেন: এই পোস্ট প্রিয়তে নিলাম।

২১ শে অক্টোবর, ২০২১ রাত ১০:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: পোস্টটি প্রিয়তে নেয়ার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.