নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রায় সকল পাখিই আমার কাছে সুন্দর মনে হয়। তবে সবচেয়ে বেশী সুন্দর পাখিদের তালিকা করলে সেখানে অবশ্যই ময়ূর স্থান পাবে। সচারাচর চিরিয়াখানায় আমরা যে নীল রঙের ময়ূর দেখি সেটি হচ্ছে ভারতীয় ময়ূর বা দেশি ময়ূর। এর বৈজ্ঞানিক নাম Pavo cristatus আর ইংরেজি নাম Indian peafowl, common peafowl,blue peafowl ইত্যাদি। কলাপী, কেকা, কেকী, শিখী, শিখণ্ডী, বর্হী, বর্হিণ এইগুলি ময়ূরের সংস্কৃত নাম।
এই নীল ময়ূর ছাড়াও ধবধবে সাদা রঙের আরেকটি ময়ূর আছে। এই সাদা ময়ূর দেখতে বেশ চমৎকার। অন্যান্য ময়ূরের মতো সাধারণত এদের বনে বাস করতে দেখা যায় না।
বেশ কিছুদিন আগে গিয়েছিলাম গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। অনেকটা সময় চারপাশ ঘুরে বেরিয়ে যখন ময়ূরের খাঁচার সামনে পৌছেছি ততোক্ষণে সেই খাঁচায় ঢুকার সময় শেষ হয়ে গেছে। কিন্তু আমি দূর থেকে দেখতে পেলাম একটি সাদা ময়ূর পেখম তুলেছে। আমি খাঁচার বাইরে অনেক দূর থেকে কোনো রকমে টপাটপ কয়েকটি ছবি তুলে নিলাম। দূরত্বের কারণে ছবি গুলি খুব একটা ভালো আসেনি।
ওরে বনের ময়ূর কোথায় পেলি এমন চিত্রপাখা
তোর পাখাতে হরির স্মৃতি পাখার শ্রী কি আঁকা॥
তারই মতন হেলে দুলে
নাচিস রে তুই পেখম খুলে
তনুতে তোর ওরে শ্যামের আঁখির নীলাঞ্জন মাখা॥
হারিয়ে নব কিশোরে, দিবা-নিশি ঘুরি
তাই কি শ্যামের বিভূতি তুই আনলি করে চুরি।
সান্ত্বনা কি দিতে মোরে
শ্যামল রেখে গেছে তোরে
তাইতো তোরে হেরি ওরে যায় না কাঁদন রাখা॥
----- কাজী নজরুল ইসলাম -----
রাজসিক এই ময়ূর মানুষের কাছাকাছি খুব একটা আসতে চায় না, তবে যেসব ময়ূর মানুষ দেখে অভ্যস্ত হয়ে যায় তারা মানূষকে ভয় পায়না মোটেও। একারণেই আমরা চিরিয়াখানায় ময়ূরকে নিশ্চিন্তে ঘুরে বেরাতে দেখি, দেখি পেখম তুলতে।
হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতো নাচে রে।
শত বরনের ভাব-উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ,
আকুল পরান আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচে রে॥
-----রবীন্দ্রনাথ ঠাকুর -----
শুনতে পাই আকাশে মেঘ ডাকলেই নাকি ময়ূর পেখম তুলে নাচে। পেখম তুলে নাচতে থাকা ময়ূর দেখতে বেশ লাগে। অনেক সময় দেখেছি লোকজন ময়ূরের খাঁচার সামনে দাঁড়িয়ে হাত তালি দিতে থাকে ময়ূরের পেখম তোলা দেখতে।
ময়ূরের মূল আকর্ষণ তার পেখম। মূলত পেখম থাকে পুরুষ ময়ূরের। স্ত্রী ময়ূরকে (ময়ূরীকে) আকৃষ্ট করার জন্য পুরুষ ময়ূর পেখম তোলে নাচে। স্ত্রী ময়ূরেরও পেখম থাকে, তবে তা আকারে অনেক ছোট এবং পুরুষ ময়ূরের মতো এতো বর্ণময় সুন্দর নয়। অন্য প্রাণিদের বা শত্রুকে ভয় দেখাবার জন্য স্ত্রী ময়ূর তার পেখম তোলে। ভারতীয় নীল ময়ূরের মত সাদা ময়ূরের পেখমে নীল রংয়ের বড় ফোঁটা নেই। সাদা ময়ূরের সকল অংশই সাদা, এমনকি পেখমও সম্পূর্ণ সাদা। এরাই সাদা ময়ূর বা শ্বেত ময়ূর ইংরেজিতে White peacock বা White Peafowl.
রবীন্দ্রনাথ ঠাকুর একটি ছড়ায়া লিখেছিলেন -
টুনটুনি কহিলেন, রে ময়ূর, তোকে
দেখে করুণায় মোর জল আসে চোখে।
ময়ূর কহিল, বটে! কেন, কহ শুনি,
ওগো মহাশয় পক্ষী, ওগো টুনটুনি।
টুনটুনি কহে, এ যে দেখিতে বেআড়া,
দেহ তব যত বড়ো পুচ্ছ তারে বাড়া।
আমি দেখো লঘুভারে ফিরি দিনরাত,
তোমার পশ্চাতে পুচ্ছ বিষম উৎপাত।
ময়ূর কহিল, শোক করিয়ো না মিছে,
জেনো ভাই, ভার থাকে গৌরবের পিছে।
অন্য পাখিদের তুলানায় অনেক কম হলেও ময়ূর কিন্তু উড়তে পারে। দেহের তুলনায় বিশাল পেখম নিয়ে এক গাছ থেক অন্য গাছে ঠিকই উড়ে যেতে পারে সে। ময়ূরের পেখম ৬ ফুট পর্যন্ত লম্বা হতে দেখা যায়।
সাদা ময়ূর হল ভারতীয় নীল ময়ূরের একটি প্রজাজাতী। সত্যি বলতে এগুলি লিউসিস্টিক (Leucistic) এর প্রভাবে নীল না হয়ে সাদা রঙের পালক নিয়ে জন্মায়। এটি এমন একটি অবস্থা যা পশু-পাখির চামড়া বা পালককে প্রভাবিত করে এবং তাদের চামড়া বা পালক থেকে সমস্ত রং সরিয়ে দেয়। ফলে সেই সব পশু-পাখির চামড়া বা পালক সাদা বা ফেকাসে দেখায়। কয়েক বছর আগে চট্টগ্রাম চিড়িয়াখানায় একটি সাদা বাঘ জন্ম নিয়েছিলো।
খুব বেশী উড়তে পারেনা বলেই হয়তো মাটিতেই বাসা বাঁধে ময়ূরেরা। এরা সাধারনত ৬ থেকে ৮টি ডিম পারে। বাসায় ডিম পেরে ডিমে তা দিয়ে বাচ্চা ফুটায়। সাধারণত ২৮ দিনে ডিম ফুটে বাঁচ্চা বের হয়। বাঁচ্চাগুলি মুরগির বাঁচ্চার মতই মায়ের সাথে ঘুরে ঘুরে খাবার খায়। ময়ূর কিন্তু জন্ম থেকেই এমন সুন্দর পেখম পায় না। ছোট অবস্থায় ময়ূর এবং ময়ূরী দেখতে একই রকম থাকে। তাদের বয়স যখন ৬ মাস হয় তখন তাদের পালকের রং বদলাতে থাকে। পুরুষ ময়ূরের বয়স যখন প্রায় ৩ বছর হয় তখন তার পেখম জন্মায়। প্রতি বছর প্রজনন শেষে ময়ূর তাঁদের পেখম বদলায়। তাঁদের লেজের বর্ণিল পাখাগুলো দেহ থেকে ঝরে পড়ে। ঝরেপরা সেই পালকগুলিই সংগ্রহ করে বিক্রি করা হয়। পুরুষ ময়ূর দেখতে খুব সুন্দর হলেও এদের ডাক কিন্তু কর্কশ।
রিম ঝিম ঘন ঘন রে বরষে।
গগনে ঘনঘটা, শিহরে তরুলতা–
ময়ূর ময়ূরী নাচিছে হরষে।
দিশি দিশি সচকিত, দামিনী চমকিত–
চমকি উঠিছে হরিণী তরাসে।।
-----রবীন্দ্রনাথ ঠাকুর -----
নীল ময়ূর ভারতের জাতীয় পাখি, ১৯৬৩ সালে ময়ূরকে ভারতের জাতীয় পাখি হিসাবে ঘোষণা করা হয়। একসময় সমগ্র ভারতীয় উপমহাদেশে এদের দেখতে পাওয়া যেতো । তবে বর্তমানে বাংলাদেশের বনে ময়ূর বিলুপ্ত হয়ে গেছে। কাঠ ময়ূর নামে একপ্রকার ময়ূর এখনো বনে পাওয়া যায় অল্প সংখ্যক । তাই বাংলাদেশের ১৯৭৪ ও ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে ময়ূর সংরক্ষিত হিসেবে ঘোষণা করা হয়েছে।
কথিত আছে প্রাচীন যুগে একসময় ময়ূরের পেখম রং হীন নিষ্প্রভ ছিল। রাবন এবং ইন্দ্রের যুদ্ধের সময় ময়ূর তার পেখম মেলে দেবরাজ ইন্দ্র লুকাতে সাহায্য করেছিলো। এরপর থেকে ময়ূরের পেখমে বর্ণিল কারুকাজ দেখা দেয় এবং তার পেখমের পালককে মঙ্গলময় মানা হয়। ভগবান কৃষ্ণকে তার মুকুটে ময়ূরের পালক ধারণ করতে দেখা যায়।
নাচত নন্দদুলাল
শ্যামল সুন্দর মদন মনোহর
নওল কিশোর কানাইয়া গোপাল।
নাচত গিরিধারী ময়ূর মুকুট পরি
দিকে দিকে ছন্দ আনন্দ পড়িছে ঝরি
নাচে গোপী সখা বংশীওয়ালা হরি
রুনুঝুনু বাজওত ঘুঙ্গুর তাল।
----- কাজী নজরুল ইসলাম -----
গগনে কৃষ্ণ মেঘ দোলে – কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে।
থির সৌদামিনী রাধিকা দোলে নবীন ঘনশ্যাম সনে;
দোলে রাধা শ্যাম ঝুলন-দোলায় দোলে আজি শাওনে।।
পরি’ ধানি রঙ ঘাঘরি, মেঘ রঙ ওড়না
গাহে গান, দেয় দোল গোপীকা চল-চরণা,
ময়ূর নাচে পেখম খুলি’ বন-ভবনে।।
----- কাজী নজরুল ইসলাম -----
ময়ূর সর্বভূক পাখি। চারা গাছের কচি পাতা-ডগা, কীটপতঙ্গ, বীজ, বীজের খোসা, ফুলের পাপড়ি, ছোট ছোট অমেরুদণ্ডী প্রাণি, এই সবই তার খাদ্য তালিকায় আছে।
দুলিবি কে আয় মেঘের দোলায়।
কুসুম দোলে পাতার কোলে পুবালি হাওয়ায়।।
অলকা-পরী অলক খু’লে
কাজরি নাচে গগন-কূলে,
বলাকা-মালার ঝুলন ঝুলায়।।
দাদুরি বোলে, ডাহুকী ডাকে
ময়ূরী নাচে তমাল শাখে,
ময়ূর দোলে কদম-তলায়।।
তটিনী দুলে ঢেউয়ের তালে,
নিবিড় আঁধার ঝাউয়ের ডালে,
বেণুর ছায়া ঘনায় মায়া পরান ভোলায়।।
----- কাজী নজরুল ইসলাম -----
ছবি তোলার স্থান : বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৩/০৩/২০১৯ ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
পাক-পাখালি - ০১
পাক-পাখালি - ০২
পাক-পাখালি - ০৩
পাক-পাখালি - ০৪
পাক-পাখালি - ০৫ : পায়রা
পাক-পাখালি - ০৬
পাক-পাখালি - ০৭ : চড়াই
পাক-পাখালি - ০৮ : ফিঙ্গে
পাক-পাখালি - ০৯ : সবুজ বাঁশপাতি
পাক-পাখালি - ১০ : চড়াই
পাক-পাখালি - ১১ : বন বাটান
পাক-পাখালি - ১২
পাক-পাখালি - ১৩
পাক-পাখালি - ১৪
পাক-পাখালি - ১৫ : পায়রা
পাক-পাখালি - ১৬ : চড়াই
পাক-পাখালি - ১৭ : গাংচিল
পাক-পাখালি - ১৮ : সাদা ময়ূর
পাক-পাখালি - ১৯
পাক-পাখালি - ২০ : কাক
পাক-পাখালি - ২১
=================================================================
০২ রা অক্টোবর, ২০২১ রাত ৮:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন: সঠিক বলেছেন।
প্রকৃতিতে প্রায় সকল পুরুষ প্রাণীই নারী প্রাণীর তুলনায় দেখতে সুদর্শন, এবং সুকন্ঠের অধিকারী।
এবং অবশ্যই মানুষের বেলায় সেইটা সত্যি না।
২| ০২ রা অক্টোবর, ২০২১ রাত ৯:৩৩
অর্ক বলেছেন: পশ্চিম বাংলার আলিপুর চিড়িয়াখানায় সাদা ময়ূর দেখেছিলাম! বিস্ময় আনন্দে বিমোহিত হয়েছিলাম। অপূর্ব সুন্দর সৃষ্টি প্রকৃতি, ঈশ্বরের! জীবনে প্রথম ওরকম ময়ূর দেখেছিলাম বলে খানিকটা বেশিই স্পেশাল লেগেছিল। আরও সৌভাগ্য যে, সেদিন বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে। সে রেশে, বিরাট সাদা পেখম মেলে মহাসুখে খাচার ভিতর চলাফেরা করছিল ময়ূরটা। অল্প দূরত্বে দাঁড়িয়ে দেখেছিলাম। এর আগে দেখা তো দূর, কখনও শুনিওনি যে, ময়ূর সাদাও হয়! সে আনন্দ সত্যি অতুলনীয়।
দারুণ লাগলো পোস্টটি। শুভেচ্ছা রইলো।
০২ রা অক্টোবর, ২০২১ রাত ৯:৪৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর স্মৃতিচারণমূল মন্তব্যের জন্য।
আলিপুর চিড়িয়াখানায় সাদা ময়ূর দেখেছি আমিও।
ঢাকার মিরপুর চিরিয়াখানাতেও দেখেছি মনে পরে।
৩| ০২ রা অক্টোবর, ২০২১ রাত ১১:০২
ঠাকুরমাহমুদ বলেছেন:
ময়ূর নিয়ে দেবরাজ ইন্দ্র ও রাবনের ইতিহাস জানা ছিলো না। আগ্রহ পাচ্ছি ইতিহাস খোঁজে পড়বো অবশ্যই। রাজহাঁস নিয়ে কি আপনার কোনো পোস্ট আছে?
০২ রা অক্টোবর, ২০২১ রাত ১১:১১
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
রাজহাঁস নিয়ে আমার কোনো পোস্ট নেই।
৪| ০৩ রা অক্টোবর, ২০২১ ভোর ৪:১৯
নেওয়াজ আলি বলেছেন: ময়ুর দেখেছি চিটাং ফয়েজ লেক ১৯৯৩ সালে। তবে সাদা ময়ুর দেখেনি এখনো
০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ১০:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ফয়েজ লেকের পাশের চিড়িয়াখায়নায় ময়ূর সম্ভবতো আমিও দেখেছি।
৫| ০৩ রা অক্টোবর, ২০২১ দুপুর ১২:৩২
মনিরা সুলতানা বলেছেন: বাহ অনেক তথ্যবহুল লেখা।
০৩ রা অক্টোবর, ২০২১ দুপুর ১:৫২
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
৬| ০৩ রা অক্টোবর, ২০২১ দুপুর ২:২৮
হাবিব বলেছেন: ছবিগুলো কি পুরুষ নাকি নারী ময়ূরের?
০৩ রা অক্টোবর, ২০২১ বিকাল ৩:৫৭
মরুভূমির জলদস্যু বলেছেন: পোস্টে লেখা আছে -
ময়ূরের মূল আকর্ষণ তার পেখম। মূলত পেখম থাকে পুরুষ ময়ূরের। স্ত্রী ময়ূরকে (ময়ূরীকে) আকৃষ্ট করার জন্য পুরুষ ময়ূর পেখম তোলে নাচে। স্ত্রী ময়ূরেরও পেখম থাকে, তবে তা আকারে অনেক ছোট এবং পুরুষ ময়ূরের মতো এতো বর্ণময় সুন্দর নয়। অন্য প্রাণিদের বা শত্রুকে ভয় দেখাবার জন্য স্ত্রী ময়ূর তার পেখম তোলে।
৭| ০৩ রা অক্টোবর, ২০২১ বিকাল ৩:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: সাদা থেকে রঙিন ময়ূরের পাখা বেশ দৃষ্টিনন্দন।
০৩ রা অক্টোবর, ২০২১ বিকাল ৩:৫৮
মরুভূমির জলদস্যু বলেছেন: কথা সত্য, তবে সাদারও একটা আলাদা সৌন্দর্য আছে।
৮| ০৩ রা অক্টোবর, ২০২১ রাত ১০:৫৩
রাজীব নুর বলেছেন: চিড়িয়াখানায় ময়ূর দেখেছি। আরেক দেখেছি এক মন্ত্রীর গ্রামের বাড়িতে। মিনি চিড়িয়াখানা। সেখানে সাদা ময়ূর দেখেছি।
০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ১২:০১
মরুভূমির জলদস্যু বলেছেন: বেঁচে বর্তে থাকলে আল্লাহচাহেতো আমিও একটা মিনি চিড়িয়াখানা করবো।
©somewhere in net ltd.
১| ০২ রা অক্টোবর, ২০২১ বিকাল ৫:৩৯
জুল ভার্ন বলেছেন: ময়ুর আসলেই সুন্দর। তবে ময়ুরের কেকাধ্বনি এবং পা খুব কুতসিত! অন্যদিকে ময়ুরী দেখতে অসুন্দর। +