নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজি পূর্ণিমা রাতে জাগিছে চন্দ্রমা,
বকুলকুঞ্জ দক্ষিণবাতাসে দুলিছে কাঁপিছে
থরোথরো মৃদু মর্মরি।
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৫/১১/২০১৬ ইং
লুকোচুরি
সবাই দেখি চাঁদ আর মেঘের লুকোচুরির চমৎকার সব ছবি তোলে। ক্যামেরার সেটিং যে কি হবে সেটাই জানিনা আমি। একদিন সন্ধ্যায় তার ব্যর্থ চেষ্টার নমুনা।
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১২/১১/২০১৯ ইং
ঘর খুলিয়া বাহির হইয়া জোছনা ধরতে যাই;
হাত ভর্তি চান্দের আলো ধরতে গেলে নাই।
----- হুমায়ূন আহমেদ -----
ছবি তোলার স্থান : কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৯/২০২০ ইং
ভুলে যেয়ো, ভুলে যেয়ো সেদিন যদি পড়ে আমায় মনে
যবে চৈতী বাতাস উদাস হয়ে ফিরবে বকুল বনে।।
তোমার মুখের জোছনা নিয়ে
উঠবে যে চাঁদ ঝিলমিলিয়ে,
হেনার সুবাস ফেলবে নিশাস তোমার বাতায়নে।।
----- কাজী নজরুল ইসলাম -----
ছবি তোলার স্থান : কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৯/২০২০ ইং
পূর্ণচাঁদের মায়ায় আজি ভাবনা আমার পথ ভোলে,
যেন সিন্ধুপারের পাখি তারা, যা য় যা য় যায় চলে॥
আলোছায়ার সুরে অনেক কালের সে কোন্ দূরে
ডাকে আ য় আ য় আয় বলে॥
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৭/০৯/২০১৫ ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
চন্দ্রবিলাস - ০১
চন্দ্রবিলাস - ০২
চন্দ্রবিলাস - ০৩
=================================================================
১২ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৩৮
মরুভূমির জলদস্যু বলেছেন: চাঁদগাজী সাহেব অনেক আগে জানিয়েছেন চাঁদগাজী একটি স্থানে নাম।
তার নিকের সাথে চাঁদের কোনো সম্পর্ক নেই সেটা সহজেই বলা যেতে পারে।
এবার বলি চাঁদ নিয়ে আমি যা শেয়ার করেছি তার চেয়ে অনেক বেশী শেয়ার করেছি গাছ-ফুল-প্রকৃতি নিয়ে। সেই হিসেবে আমার নিকটা অন্য কিছু হওয়া উচিত।
আমি আমার মরুভূমির জলদস্যু নিকটাতেই যথেষ্ট সন্তুষ্ট। নতুন আরেকটি নিক তৈরি ইচ্ছে আছে। তবে সেটি কবে হবে বলা যায় না।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২৫
হাবিব বলেছেন: মনোরম সব ছবি
১২ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫৭
রাজীব নুর বলেছেন: ভালো লেন্সের অভাবে আমি কখনও চাঁদের ছবি তুলতে পারি নি।
১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২০
মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও কোনো রকমে এই সব তুলেছি। কাট-সাট করে একটা পজিশনে আনার চেষ্টা শুধু।
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৩৩
জুল ভার্ন বলেছেন: ছবি ব্লগ ভালো লেগেছে।
১৩ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৫১
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২০
এ আর ১৫ বলেছেন: আপনার চন্দ্রপ্রীতি দেখে মনে হয় আপনার নিক টা হওয়া উচিৎ ছিল চাঁদগাজী কিন্তু এই নামে সত্তাধিকার আরেক জন বিখ্যাত ব্লগার দখল করে নিয়েছে , সেটা মোটেও গ্রহন যোগ্য নহে । ওনার লিখার মধ্য চাঁদের প্রতি ভালোবাসা, অনুরাগ, প্রীতির কোন নমুনাই আমরা পাই না । এই নিক টা কেবল আপনারই প্রাপ্য ।
যদি চাঁদগাজী নিক টা উদ্ধার করতে ব্যর্থ হোন তাহোলে ২ টা অপশন আছে নিক বানানোর
১) চাঁদমামা
২) চাঁদাবাজ
দেখেন ভাই তাড়াতাড়ি ১ নাম্বারটা নিয়ে নেন , তানা হোলে ২ নাম্বারটা নিতে হবে ।