নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

মহাভারতের গপ্পো - ০১৭ : চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য এবং কাশীরাজের তিন রাজকন্যা

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২১



সত্যবতীর গর্ভে চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য নামে শান্তনুর দুই ছেল জন্ম নিল। ছোট ছেলে বিচিত্রবীর্য যৌবনলাভ করার আগেই শান্তনু মারা গেলেন। সত্যবতীর মত নিয়ে ভীষ্ম চিত্রাঙ্গদকে রাজা হিসেবে ঘোষণা করলেন। চিত্রাঙ্গদ ছিলো প্রচন্ড শক্তিশালী এবং অহংকারী। সে মানুষ, দেবতা, অসুর, গর্ন্ধব সকলেই নিকৃষ্ট মনে করতো।

এদিকে গর্ন্ধবরাজের নামও ছিল চিত্রাঙ্গদ। একদিন গর্ন্ধবরাজ চিত্রাঙ্গদ সত্যবতীর পুত্র চিত্রাঙ্গদকে তাঁর নাম পরিবর্তন করতে বললেন, আর নাম পরিবর্তন না করলে তাঁর সাথে লড়াইয়ে নামতে বললেন।



কুরুক্ষেত্রে হিরন্মতী নদীর তীরে দুজনের মধ্যে প্রচন্ড লড়াই শুরু হল। লড়াইয়ে সত্যবতীর পুত্র চিত্রাঙ্গদ নিহত হল। চিত্রাঙ্গদের মৃত্যর পরে ভীষ্ম অপ্রাপ্তবয়স্ক বিচিত্রবীর্যকে রাজপদে বসালেন

বিচিত্রবীর্য যৌবনলাভ করার পরে ভীষ্ম তাঁকে বিয়ে করানোর কথা ভাবলেন। কাশীরাজার তিন পরমা সুন্দরীর রাজকন্যার একসঙ্গে স্বয়ংবর হবে শুনে ভীষ্ম তাঁর সৎ মা সত্যবতীর অনুমতি নিয়ে একাই রথা নিয়ে বারাণসীতে সেই স্বয়ংবরে পৌছে গেলেন। নানা দেশ থেকে অনেক রাজারা স্বয়ংবরসভায় উপস্থিত হয়েছিলেন। যখন রাজকন্যাদের সঙ্গে সমস্ত রাজাদের পরিচয় করিয়ে দেয়া হচ্ছিলো তখন রাজকন্যারা ভীষ্মকে বৃদ্ধ ও একাকী দেখে তাঁর কাছ থেকে সরে গেলো। সভায় উপস্থিত অন্যান্য সকল রাজারা নানান কথায় ভীষ্মকে উপহাস করতে লাগলো।

এই সব কারণে ভীষ্ম ক্রুদ্ধ হয়ে তিন রাজকন্যাকেই নিজের রথে তুলে নিলেন এবং উপস্থিত রাজাদের উদ্দেশ্যে বললেন- "বিবাহের নানান পদ্ধতি প্রচলিত আছে, কিন্তু স্বয়ংবরসভায় বিপক্ষদের পরাজিত করে কন্যা হরণ করাই ক্ষত্রিয়ের পক্ষে শ্রেষ্ঠ পদ্ধতি। তাই আমি এই কন্যাদের হরণ নিয়ে যাচ্ছি, তোমাদের শক্তি থাকলে আমাকে আটকাও।"



ভীষ্মের কথা শুনে অন্যান্য রাজারাও রেগে গেলো, তারা তাদের অলংকার খুলে রেখে লড়াইয়ের জন্য তৈরি হল। রাজারা নিজ নিজ রথে উঠে ভীষ্মকে আক্রমণ করলো। কিন্তু ভীষ্মের সঙ্গে লড়াইয়ে রাজারা পরাজিত হল। সকলে পরাজয় মেনে নিলেও শাল্বরাজা ভীষ্মের পিছু ধাওয়া করতে লাগলো। কিন্তু শেষ পর্যন্ত ভীষ্মের শরাঘাতে শাল্বরাজার সারথি ও ঘোড়া মারা পরলে তিনিও লড়াই ছেড়ে নিজ রাজ্যে ফিরে গেলেন। ভীষ্ম তিন রাজকন্যাকে নিজের সাথে যত্নসহকারে হস্তিনাপুরে নিয়ে গেলেন।



হস্তিনাপুরে পৌছে ভীষ্ম বিচিত্রবীর্যের সাথে তিন রাজকন্যার বিবাহের প্রস্তুতি নিতে শুরু করলে কাশীরাজের বড় কন্যা অম্বা ভীষ্মকে জানালো যে সে স্বয়ংবরে শাল্বরাজকেই স্বামী হিবেসে পছন্দ করেছিল এবং শাল্বরাজাও তাকে স্ত্রী হিসেবে পছন্দ করেছিলেন। অম্বার কথা শুনে ভীষ্ম অম্বাকে শাল্বরাজার কাছে পাঠিয়ে দিলেন, এবং কাশীরাজের বাকি দুই কন্যা অম্বিকা ও অম্বালিকার সঙ্গে বিচিত্রবীর্যের বিবাহ দিলেন।



বিচিত্রবীর্য দুইটি পরমা সুন্দরী যুবতী পত্নী পেয়ে কামাসক্ত হয়ে পড়লো। সাত বৎসর পরে বিচিত্রবীর্য যক্ষারোগে আকান্ত হল। চিকিৎসকদের বহু চেষ্টাতেও বিচিত্রবীর্যকে বাঁচানো গেলো না।



====================================================================

বিশেষ ঘোষণা : হিন্দুদের ধর্মীয় সাহিত্যের মহাকাব্য মহাভারতের কথা আমরা সকলেই জানি। আমি এটিকে পড়ছি একটি কল্পকাহিনীর সাহিত্য হিসেবে, ধর্মগ্রন্থ হিসেবে নয়। আমি মনে করি "যার যার বিশ্বাস তার তার কাছে। অন্যের বিশ্বাস বা ধর্মানুভূতিতে খোঁচা দেয়ার কোনো ইচ্ছে আমার নেই।" এই গ্রন্থে প্রচুর কল্পকাহিনী রয়েছে। সেগুলিই আমি এই সিরিজে পেশ করবো। যারা মহাভারত পড়েননি তারা এখান থেকে ধারাবাহিক ভাবে সেগুলি জেনে যাবেন। মনে রাখতে হবে আমার এই পোস্ট কোনো ভাবেই ধর্মীয় পোস্ট নয়।

লেখার সূত্র : কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত মহাভারত : অনুবাদক - রাজশেখর বসু।
ছবির সূত্র : এই সিরিজে ব্যবহৃত সকল ছবি বিভিন্ন সাইট থেকে সংগৃহীত।


====================================================================

সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
মহাভারতের গপ্পো - ০০১, মহাভারতের গপ্পো - ০০২, মহাভারতের গপ্পো - ০০৩, মহাভারতের গপ্পো - ০০৪
মহাভারতের গপ্পো - ০০৫, মহাভারতের গপ্পো - ০০৬, মহাভারতের গপ্পো - ০০৭, মহাভারতের গপ্পো - ০০৮
মহাভারতের গপ্পো - ০০৯, মহাভারতের গপ্পো - ০১০, মহাভারতের গপ্পো - ০১১, মহাভারতের গপ্পো - ০১২
মহাভারতের গপ্পো - ০১৩, মহাভারতের গপ্পো - ০১৪, মহাভারতের গপ্পো - ০১৫, মহাভারতের গপ্পো - ০১৬


====================================================================

মন্তব্য ৩৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার মহাভারত সিরিজে বীর্য শব্দটা কয়বার আসছে? এটা কি সব পোস্টের একটা কমন শব্দ?

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: বীর্য শব্দটি খবই কম সংখ্যক বার এসেছে। তবে গুনে দেখিনি।
এই পোস্টের বীর্য একজন ব্যাক্তির নামের (বিচিত্রবীর্য) শেষাংশ, তাই বেশ কয়েকবার এসেছে।
এখানে বিচিত্রবীর্য নামের ক্ষেত্রে বিচি আর বীর্যকে আলাদা আলাদা ভাবে হিসাব করলে হবেনা ভাইজান।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪২

সাড়ে চুয়াত্তর বলেছেন: তিন কন্যার বিবাহই বিচিত্রবীর্যের সাথে দেয়া উচিত ছিল। ভীষ্ম বহু কষ্ট করে যুদ্ধ করে তাদের ছিনিয়ে এনেছিলেন। পুনরায় স্বয়ম্বর প্রথা চালু করা উচিত। ছেলেরা নিজেদের মধ্যে মারামারি, পিটাপিটি করে সুন্দরী উর্বশীদের পাণি গ্রহণ করতে পারতো।

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বয়ংবর প্রথার সাথে সাথে পুরোনো সব প্রথাই যদি চালু হয়ে যায় তাহলে কেমন হবে?
এই নাম থাকার কারণে যুদ্ধ?
কথায় কথায় অভিশাপ?
চাইলেই হাজার বছর জীবিত থাকা?
মুনি- ঋষি হয়েও ইয়ে করার সুযোগ?
কেমন হয়?

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: দোষ মুনি ঋষিদের না, দোষ ঐ সুন্দরী উর্বশীদের। এদের পায়ের আওয়াজ পেলেও মুনি ঋষিদেরও ধ্যান ভেঙ্গে যেত। আপনার দেয়া ছবিগুলি দেখলেই বোঝা যায় মুনি ঋষিদের কোন দোষ নাই। যে সব পাতলা জামাকাপড় পড়ে, কোন পুরুষের মাথা ঠিক থাকবে বলেন। এরা অনেক ছলনাও করে। আপনার কোন একটা পোস্টে দেখলাম যে কোন অপ্সরা গিয়ে এক ঋষির উরুর উপর বসে পড়েছে। এগুলি কি ঠিক বলেন।

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিতো মনে মনে চিন্তা করি আমার উরুর উপর এসে কোনো অপ্সরা বসে পড়েছে না কেন!
তবে এখন মুনি ঋষি হতে হলে নির্জন স্থান খুঁজে পাওয়া ভিশন কষ্টের বিষয় হইতো।
কোন একটা যায়গা নির্বাচন করে ধ্যান শুরু করলে কয়দিন পরেই ফেসবুকার আর ইউটিউবাররা সেই যায়গাটারে ভাইরাল করে দিতো, আর তারপরেই হাজার হাজার টুরিস্ট ছুটে যেতো সেখানে। অপ্সরাদের আসার সুযোগই হতো না।
আপনার কি মত?

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:১৬

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাইগো ভাই, শুধু মজাই মজা।দেবতা বা রাজা হলে অনেক কিছুই আলৌকিক কিংবা অপ্রত্যাশিত পাওয়ার সম্ভাবনা থাকে বা জোর :P করেও কিছু-মিছু অর্জন করা যায় যা আমজনতার জন্য শুধু দীর্ঘশ্বাসের কারন ।

কি আর করা । আমিও আপনার মত ভাবি, দেশে এত এত সুন্দরী ললনা থাকার পরেও কেউ কেন আমার উপর পরেনা :(( (মানে ধাককা খেয়ে ধামাকা - জিং জিং খেলা ;) শুরু আরকি)।কি আর করা - সংযম সাধনা করি (না পাইলে আংগুর ফল টক) আরকি।

কাহিনী ভালই এগুচছে।মহাভারত পড়িনি তবে আপনার সাথে থাকতে থাকতে পড়ে ফেলতে পারব আশা করি।

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো বলেছেন।

রাজশেখর বসু অনুবাদ করা মহাভারত আমি শেয়ার করছি, কোনো কিছু বাদ দিচ্ছিনা।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৩৭

ইন্দ্রনীলা বলেছেন: চিত্রাঙ্গদা নামে রবিঠাকুরের নৃত্যনট্যের মহা ভক্ত আমি চিত্রাঙ্গদ আজই শুনলাম।
বহু আগে মহাভারতও পড়েছিলাম।

ভুলে গেছি।

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: রবিঠাকুরের চিত্রাঙ্গদার কথা আমারও জানা ছিলো।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫৬

শেরজা তপন বলেছেন: চিত্রাঙ্গদ ও চিত্রাঙ্গদা সম্ভবত ভিন্ন দু'জন হবেন

আরেকখানা কি নামরে বাবা 'বিচিত্রবীর্য' ~বিচিত্র-ই বটে!
গত পর্বে মন্তব্য করা হয়নি - এ পর্ব সংক্ষিপ্ত হলেও ভালই এগুচ্ছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
এই পর্বটা ছোট হয়েছে সত্যি। আগামী পর্বে কাহিনী এই পর্বের সাথে জুড়ে আছে। চাইলে এখানেই দিয়ে দেয়া যেতো। তবে ঐ কাহিনীর সাথে আবার ছোট ঝোট অন্য দুটি কাহিনীও জড়িতো। তাতে করে এই পর্ব বিশাল আকার ধারন করতো।
যাইহোক, আগামী পর্ব বড় হবে।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:



হিন্দু মেয়েরা এজন্যই কম বয়ষেই ভালোবাসে

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: কি জন্যে?

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:২১

জুন বলেছেন: বড় জটিল মহাভারতের কাহিনী, তাই বার বার আগের লেখায় ফিরে যেতে হয় জলদস্যু ;)
অনেক ভালো লাগা রইলো। +

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: মহাভারতের কাহিনী প্রথম দিকে ছাড়া ছাড়া মনে হয়। পরে দেখা যায় প্রায় প্রতিটিতেই লিংক আছে।
ধন্যবাদ মন্তব্য ও + এর জন্য।

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫৭

রাজীব নুর বলেছেন: শিক্ষনীয় গল্প।

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: কোনটা শিক্ষনীয়?

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: আজ বিচিত্রবীর্যের বিবাহ ও প্রয়াণ পাঠ করলাম। মহাভারতের মাঝে মাঝে কিছু পর্ব বড্ড একঘেয়েমি বিরক্তিকর লাগে। তবে এই পর্বটি ইন্টারেস্টিং।

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আগামী পর্ব একঘেমেমি লাগার চান্স কম।

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: বয়স কম থাকলে বলতাম যে আমি এই ধরণের উর্বশীদের পাওয়ার জন্য যে কোন কঠিন তপস্যার জন্য তৈরি। কিন্তু এখন বিছানায় একা ঘুমানোর উপায় নাই। পরিস্থিতি বদলে গেছে। কড়া নজরদারির উপর সব সময় থাকতে হয়। মাঝে মাঝে বিছানার বদলে ড্রয়িং রুমের সোফাতেও কাটাতে হয়, বিচিত্র কারণে। তাই এখন আর কোন তপস্যায় কাজ হবে না। তাই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো আপনার এই মহাভারতের উপাখ্যান পড়া ছাড়া আর কোন রাস্তা খোলা নাই।

বীর্য কোন খারাপ শব্দ না। বীর্য বলতে যা আমাদের মাথায় প্রথমে আসে সেটা ছাড়াও বীর্য মানে বীরত্ব, তেজ, পরাক্রম।

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য অশেষ ধনবাদ আপনাকে।
বয়স কারোই বসে নেইভাইজান, সময়ের সাথে সাথে অনেক কিছু সাদা এবং কালো হয়ে যাচ্ছে। তাই বলে জীবন থেকে রং হারাতে দিতে রাজি নই। অপ্সরাদের দেখা পাই না পাই, কল্পনার ঘোড়াকে কখনোই লাগম দিবো না।

বীর্য কোন খারাপ শব্দ না, এই বিষয়ে আমারও কোনো দ্বিমত নেই।

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২২

হাবিব বলেছেন: মহাভারতে বরাবরের মতো না পড়েই মন্তব্য করে গেলুম

০৯ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: হায় হায়!!!
আপনার এই মন্তব্য কোন ফাঁকে প্রতি উত্তররে বাদ পরে গেছে লক্ষ্য করি নাই ভাইজান।

১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২৭

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: আজকের পর্বটি ছোট হলেও এর ফলাফল গভীর ও সুদূরপ্রসারী। এই পর্বে ভীষ্মের কাজের ফলাফল সে বহুবছর পরে লাভ করবে। কাশীরাজের জ্যেষ্ঠ কন্যা অম্বাই ভীষ্মের মৃত্যুর কারণ হবে।( স্পয়লার দিয়েছি বলে রাগ করবেন না। স্পয়লারের ঘটনা আসতে আসতে হয়তো আরো হাজার পর্ব চলে আসবে।ততদিনে অনেকেরই মনে থাকবে না। :D )

০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
হে, ঐ কাহিনী কবে আসবে বলা মুসকিল।
স্পয়লারে কোনো সমস্যা নাই।

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মহাভারত এখনো পড়ার সৌভাগ্য হয়নি । সংগ্রহেও নাই। আশাকরি একদিন শেষ করবো। আপাতত আপনার লেখা পড়তে চাই ।

০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ২:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস এর লেখা মহাভারতের অনুবাদ যেটা রাজশেখর বসু করেছেন সেটা ধারাবাহিক ভাবে শেয়ার করছি।

১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ২:৫৪

নেওয়াজ আলি বলেছেন: লিখতে থাকুন ধারাবাহিকভাবে সময় করে পড়ে নিবো

০৯ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি যতটুকু সম্ভব ছোট করে লিখছি, পড়ার সুবিধার জন্য।
ছবির কারণে পোস্ট বড় মনে হয় যদিও।

১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৩:৪৩

হাবিব বলেছেন: ধুর মিয়া, আমারে একটা ধন্যবাদও দিলেন না।

০৯ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: হায় হায়!!!
আপনার ঐ মন্তব্য কোন ফাঁকে প্রতি উত্তররে বাদ পরে গেছে লক্ষ্য করি নাই ভাইজান।
সরি।

১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৩:৪৭

কামাল১৮ বলেছেন: মন্তব্যে অনেকের চরিত্র সুন্দর ভাবে ফুটে উঠছে।

০৯ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: এই সিরিজে শুধু মাত্র মহাভারতের চরিত্ররাই প্রাধান্য পাবে।

১৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:২৭

বিটপি বলেছেন: @ কামাল১৮, নবী রাসূলের কাহিনী বললে যেভাবে আপনাদের চরিত্র ফুটে ওঠে - সেভাবে।

১৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪২

*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: পড়লাম

০৯ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.