নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজা শান্তনু ও সত্যবতীর সাক্ষাত
রাজা শান্তনু একদিন যমুনাতীরবতী বনে বেড়াতে বেড়াতে নাকে তীব্র সুগন্ধ পেলেন। তিনি সেই সুগন্ধের অনুসরণ করে অপরূপযৌবনবতী এক কন্যানে দেখতে পেলেন। মেয়েটির রূপে মুগ্ধ রাজা তাঁর নাম পরিচয় জানতে চাইলেন। তখন মেয়েটি জানালো তার নাম সত্যবতী, সে দাস (ধীবর / জেলে) রাজার কন্যা। পিতার নির্দেশে সে যমুনায় নৌকা চালিয়ে মাছ ধরছে।
রাজা শান্তনু দাসরাজের কাছে গিয়ে তাঁর কন্যা সত্যবতীকে চাইলেন। কিন্তু দাসরাজ বললেন তাঁর মেয়ে সত্যবতীকে ধর্মপত্নী করতে হবে এবং সত্যবতীর গর্ভজাত পুত্রকেই পরবর্তী রাজা হিসেবে ঘোষণা দিলেই সে কন্যাদান করবে।
শান্তনু এই শর্ত মেনে নিতে পারলেন না, কারণ আগেই তিনি দেবব্রতকে যুবরাজ হিসেবে অভিষিক্ত করেছেন। তিনি রূপবতী কন্যা সত্যবতীকে ভাবতে ভাবতে রাজধানীতে ফিরে গেলেন। কিন্তু কোনো কাজেই আর তার মন লাগেনা।
দেবব্রতের ঘটকালি
পিতাকে চিন্তাকুল ও মনমরা দেখে দেবব্রত কারণ জানতে চাইলো।
তখন রাজা শান্তনু বললেন - "পুত্র, আমার মহান বংশে তুমিই একমাত্র সন্তান। কিন্তু মানুষ নশ্বর, মরনশীল। তােমার কিছু ঘটে গেলে আমার বংশলােপ পাবে। তুমি শতপুত্রেরও অধিক, সেজন্য আমি বংশ রক্ষার জন্য আবার বিবাহ করতে চাইনা। তােমার মঙ্গল হক এই কামনাই করি। কিন্তু গুণীজনে বলেন- পুত্র না থাকা আর একটিমাত্র পুত্র থাকা একই কথা। তোমার অবর্তমানে আমার বংশের কি হবে এই চিন্তাই আমার দুঃখের কারণ।"
দেবব্রত তখন মন্ত্রীদের কাছ থেকে জিজ্ঞাসা করে তাঁর পিতার দাসকন্যাকে বিবাহ করতে চাওয়ার বিয়ষটি জানতে পারলো। তাই দেবব্রত মন্ত্রীদের সঙ্গে নিয়ে দাসরাজের কাছে গেলেন এবং পিতার জন্য কন্যা প্রার্থনা করলেন।
দাসরাজা জানালো এই বিয়েতে তার অমত নেই। কিন্তু সমস্যা হচ্ছে ভবিষ্যতে রাজ্যের রাজা হবে দেবব্রত, আর সত্যবতীর সন্তানেরা হবে সৎ ভাই দেবব্রতের হুকুমের গোলাম। তাই দাসরাজ তার কন্যাকে রাজার সাথে বিয়ে দিতে রাজি হয়নি।
দাসরাজের বক্তব্য শুনে দেবব্রত তাঁকে কথা দিলো সত্যবতীর গর্ভে যে পুত্র হবে সেই রাজত্ব পাবে।
দেবব্রতের এই প্রতিজ্ঞা শুনেও দাসরাজ সন্তুষ্ট হতে পারল না। কারণ দেবব্রত রাজত্ব দাবি না করলেও ভবিষ্যতে তাঁর সন্তানেরা রাজত্ব দাবি করতে পারে।
দাসরাজের এই কথা শুনে দেবব্রত রাজত্ব ত্যাগ করার সাথে সাথে আরো প্রতিজ্ঞা করে যে সে ব্রহ্মচারী হবে, কখনই বিয়ে করবেনা, ফলে তার কোনো পুত্রও হবে না।
দেবব্রতের প্রতিজ্ঞা শুনে এবার দাসরাজ সন্তুষ্ট হয়ে নিজের কন্য সত্যবতীকে রাজা শান্তনুর সঙ্গে বিয়ে দিতে রাজি হল। ঠিক তখন আকাশ থেকে অপ্সরা ও দেবতারা পুষ্পবৃষ্টি করে বললেন; এর নাম ভীষ্ম হল।
এবার ভীষ্ম সত্যবতীকে রথে চড়িয়ে হস্তিনাপুরে নিয়ে এলো। ভীষ্ম তার পিতাকে সমস্ত বত্তান্ত জানাল। পুত্রের জাকে খুশী হয়ে শান্তনু পত্রকে বর দিলেন- "তুমি যতদিন বাঁচতে ইচ্ছা করবে তত দিন তােমার মত্যু হবে না, তােমার ইচ্ছানুসারেই মত্যু হবে।"
====================================================================
বিশেষ ঘোষণা : হিন্দুদের ধর্মীয় সাহিত্যের মহাকাব্য মহাভারতের কথা আমরা সকলেই জানি। আমি এটিকে পড়ছি একটি কল্পকাহিনীর সাহিত্য হিসেবে, ধর্মগ্রন্থ হিসেবে নয়। আমি মনে করি "যার যার বিশ্বাস তার তার কাছে। অন্যের বিশ্বাস বা ধর্মানুভূতিতে খোঁচা দেয়ার কোনো ইচ্ছে আমার নেই।" এই গ্রন্থে প্রচুর কল্পকাহিনী রয়েছে। সেগুলিই আমি এই সিরিজে পেশ করবো। যারা মহাভারত পড়েননি তারা এখান থেকে ধারাবাহিক ভাবে সেগুলি জেনে যাবেন। মনে রাখতে হবে আমার এই পোস্ট কোনো ভাবেই ধর্মীয় পোস্ট নয়।
লেখার সূত্র : কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত মহাভারত : অনুবাদক - রাজশেখর বসু।
ছবির সূত্র : এই সিরিজে ব্যবহৃত সকল ছবি বিভিন্ন সাইট থেকে সংগৃহীত।
====================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
মহাভারতের গপ্পো - ০০১, মহাভারতের গপ্পো - ০০২, মহাভারতের গপ্পো - ০০৩, মহাভারতের গপ্পো - ০০৪
মহাভারতের গপ্পো - ০০৫, মহাভারতের গপ্পো - ০০৬, মহাভারতের গপ্পো - ০০৭, মহাভারতের গপ্পো - ০০৮
মহাভারতের গপ্পো - ০০৯, মহাভারতের গপ্পো - ০১০, মহাভারতের গপ্পো - ০১১, মহাভারতের গপ্পো - ০১২
মহাভারতের গপ্পো - ০১৩, মহাভারতের গপ্পো - ০১৪, মহাভারতের গপ্পো - ০১৫
====================================================================
০৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন: আগে দেখেন, পরে পড়েন।
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৫৯
চাঁদগাজী বলেছেন:
আনন্দের ধর্ম
০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪৮
মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিকতো!!!
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৫৯
এইচ তালুকদার বলেছেন: মহাভারত পড়বার ইচ্ছা আছে ভবিষ্যতে পড়ে দেখবো,
শুনেছি মহাভারতে বাংলাদেশ নিয়ে কিছু লেখা আছে আশা করবো সেগুলো নিয়েও কিছু লিখবেন
০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫০
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
মহাভারতে বাংলাদেশ নিয়ে কিছু লেখা আছে কিনা জানা নাই আমার।
আমি একটু একটু করে পড়ছি আর লিখছি। মহাভারতে লেখা থাকলে অবশ্যই সেটি আমার এই সিরিজে একসময় উঠে আসবে।
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪১
হাবিব বলেছেন: মহাভারতের পোস্টগুলোর ছবি দেখে যাচ্ছি শুধু
০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন: শুধু ছবি দেখলে হবে!!
অল্পো অল্পো করে লিখছি, অল্পো অল্পো করে পড়েন।
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৩
এস এম মামুন অর রশীদ বলেছেন: ছবি দেখে মনে হচ্ছে সবগুলো রাজা রবি ভার্মার আঁকা। যেহেতু লেখার একটি বড় অংশই ছবি, চিত্রশিল্পীর নাম আলাদা উল্লেখ করাই ভালো।
০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৮
মরুভূমির জলদস্যু বলেছেন: সম্ভবতো রবি ভার্মার আঁকা ছবি আছে দুটি।
ধন্যবাদ আপনাকে পরামর্শের জন্য।
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৪
এস এম মামুন অর রশীদ বলেছেন: কার্টুন ছবিটা ছাড়া...
০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১২
মরুভূমির জলদস্যু বলেছেন: সম্ভবতো প্রথম ছবিটাও অন্যকারো আঁকা।
৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১২
রাজীব নুর বলেছেন: ছবি গুলো মুগ্ধ হয়ে দেখলাম।
০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন: শুধ ছবি দেখলেই হবে!!
৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:৪০
বিটপি বলেছেন: দাসরাজ নিজে নিগ্রো, তার বউ ছেলে সবাই নিগ্রো, কিন্তু মেয়ে সত্যবতী কিভাবে হোয়াইট হল? দ্বিতীয় ছবিটা দেখে মনে হচ্ছে সত্যবতী ধর্ষণের শিকার।
০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২২
মরুভূমির জলদস্যু বলেছেন: ছবি এইভাবে বিশ্লেষণ না করলেও চলে।
ছবিগুলি শিল্পিরা নিজেরা যা বুঝেছেন তা নিজেদের মন মতো এঁকেছেন। আমি বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন শিল্পির আঁকা ছবি ব্যবহার করছি বলে ছবিগুলির মধ্যে হেরফের লক্ষ্য করা যেতে পারে।
যাইহোক - আপনি বিটপি বলেছেন: দাসরাজ নিজে নিগ্রো, তার বউ ছেলে সবাই নিগ্রো, কিন্তু মেয়ে সত্যবতী কিভাবে হোয়াইট হল?
এই প্রশ্নের উত্তর পাবেন মহাভারতের গপ্পো - ০১০ তম পর্বের মাঝামাঝিতে।
৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: রাজীব নুরকে সতর্ক করতে ভুলে গিয়েছিলাম। ফলে উনি এসে ছবিগুলি শুধু দেখে গেছেন, আমার মত। তবে বাঁচা গেছে যে, উনি মুগ্ধ হয়েছেন। আমার অনুভুতি আবার মিশ্র, ঠিক বোঝাতে পারছি না।
০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২৩
মরুভূমির জলদস্যু বলেছেন: হা হা হা
যাক, আপনারা দুজন না পড়লেও অন্ত ছবি দেখে মন্তব্য করে যাচ্ছে, সেটাই অনেক বড় পাওয়া।
১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৫৩
শায়মা বলেছেন: এই রাজা এমনই প্রেমিক যে মেছুনীর প্রেমেও পড়ে গেলো!!!!
এই জন্যই বলে প্রেম জাঁত পাত কূল বেকূল মানে না। আহা আহা বাহা!!!!!
০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন: সত্যবতী জেলেরাজার মেয়ে হিসেবে লালিত-পালিতো হলেও সে আসলে অপ্সরা গর্ভে জন্ম নেয়া এক রাজার কন্যা। তাছাড়া তাঁর রূপে মুগ্ধ হয়ে এর আগেও একজন মুনি সত্যবতীর সাথে মিট করেছিলো। সেই মিলনের ফলে সত্যবতীর গর্ভে কৃষ্ণদ্বৈপায়নের জন্ম হয়। মহাভারতের গপ্পো - ০১০ তম পর্বে সেই কাহিনী আছে।
১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৫৪
শায়মা বলেছেন: বিটপিভাইয়া হা হা হা হা হা হা হা হা হা হাসতে হাসতে মরে গেছি!!!!!!!
০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন: সাড়ে চুয়াত্তর আর রাজীব নুর সাহেবের মতো বিটপি ভাইজানও ছবির দিকে বেশী নজর দিয়েছিলেন।
০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন: সাড়ে চুয়াত্তর বলেছেন: বেশী নজর না পূর্ণ নজর দিয়েছিলাম। শায়মা আপুকে বলে দিয়েন।
১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:০৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: বেশী নজর না পূর্ণ নজর দিয়েছিলাম। শায়মা আপুকে বলে দিয়েন।
০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন: বলে দিচ্ছি ভাইজান।
১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৯
শায়মা বলেছেন: লেখক বলেছেন: সত্যবতী জেলেরাজার মেয়ে হিসেবে লালিত-পালিতো হলেও সে আসলে অপ্সরা গর্ভে জন্ম নেয়া এক রাজার কন্যা। তাছাড়া তাঁর রূপে মুগ্ধ হয়ে এর আগেও একজন মুনি সত্যবতীর সাথে মিট করেছিলো। সেই মিলনের ফলে সত্যবতীর গর্ভে কৃষ্ণদ্বৈপায়নের জন্ম হয়। মহাভারতের গপ্পো - ০১০ তম পর্বে সেই কাহিনী আছে।
হায়হায় আবার অপ্সরার গর্ভে!!!!!!!! গেছি
০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন: সেই অপ্সরাও আবার বহ্ম্যার অভিশাপে মাছ হয়ে যমুনাতে বাস করতো। রাজার বীর্য রাণীর কাছে নিয়ে যাচ্ছিলো একটি পাখি। পাখিটি সেই বীর্য নদীতে ফেলে দিলে, সেটি গ্রহণ করে মাছরূপী অপ্সরা গর্ভবতী হয়ে সত্যবতীর জন্ম হয়। সাথে অবশ্য তার আরেকটি ভাই ছিলো।
১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০১
সাড়ে চুয়াত্তর বলেছেন: সত্যবতির মা তাহলে অপ্সরা। এইবার বুঝেছি।
০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন: হে,
সত্যবতীর মা বহ্ম্যার অভিশাপে মাছ হয়ে যমুনাতে বাস করতো। রাজার বীর্য রাণীর কাছে নিয়ে যাচ্ছিলো একটি পাখি। পাখিটি সেই বীর্য নদীতে ফেলে দিলে, সেটি গ্রহণ করে মাছরূপী অপ্সরা গর্ভবতী হয়ে সত্যবতীর জন্ম হয়। সাথে অবশ্য তার আরেকটি ভাই ছিলো।
১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪৬
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: প্রাচীন মহাকাব্যগুলোতে শৃঙ্গাররসের প্রাধান্য দেখা যায়। সেজন্য সেখানে যৌনতার আধিক্য দেখা যায়। এই শান্তনু রাজা যদি মোহগ্রস্ত না হতেন তাহলে হয়তো মহাভারতের কাহিনি অন্যরকম হতে পারতো।
০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:১০
মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক বলেছেন আপনি।
বিশেষ করে মহাভারতে যৌনাচারটা যাচ্ছেতাই রকম ভাবে হয়েছে।
কামুক রাজা কামের বসবতী হয়ে যৌনাচার করছে সেটা সমস্যা না। কিন্তু মুনি-সন্যাসীরাও কামের কাছে নিজেদের সমর্পন করছেন। তারচেয়ে বড় বিষয় হচ্ছে কিছু কিছু যৌনাচার অস্বাভিক ভাবে হচ্ছে।
যাইহক, কাহিনীর জন্য এই যৌনাচারেরও দরকার ছিলো।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
১৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:২১
বিটপি বলেছেন: ভাগ্যিস এই যুগে বীর্য পানিতে পড়লে কোন কুমারী কন্যার জন্ম হয়না। তাহলে এখন কুমারী কন্যাদের দাপটে দুনিয়াতে টিকে থাকাই দায় হোত।
০৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো বলেছেন।
তবে কিনা সেই যুগের মতো কথায় কথায় অভিশাপের বিষয়টাও এই যুগে নাই। এইটাই বাঁচোয়া।
©somewhere in net ltd.
১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:২৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: দেখব না পড়বো বুঝতে পারছি না।