নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

তিথির নীল তোয়ালে – হুমায়ূন আহমেদ (কাহিনী সংক্ষেপ)

০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০৭

বইয়ের নাম : তিথির নীল তোয়ালে
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : উপন্যাস
প্রথম প্রকাশ : অক্টোবর ১৯৯৩
প্রকাশক : সময় প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা : ১১২ টি



সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট


কাহিনী সংক্ষেপ :
জাফর সাহেব তিথির বাবা, খুবই বদরাগী মানুষ। এই রাগের কারণে ঝগড়া করে তিথির মা চলে গেছেন তিথির বড় মামার বাড়িতে, সাথে নিয়ে গেছেন তিথির ছোট দুই বোনকেও। বড় মেয়ে তিথি শুধু আছে তার বাবার সাথে। তিথি বিশ্ববিদ্যালয়ে পড়ে। শান্ত চুপচাপ ভালো মেয়ে। সে পছন্দ করে মারুফকে। মারুফ তিথিকে জানিয়েছে মারুফের বাবা একজন গণিতের প্রফেসর, গ্রামে থাকেন। মারুফ একটি স্কলারশিপ নিয়ে ফ্রান্সে যাচ্ছে পি এইচ ডি করতে। আসলে এর সবই মিথ্যা কথা।

নুরুজ্জামান জাফর সাহেবের গ্রামের বাড়ি থেকে ঢাকায় এসেছে। জাফর সাহেবের বাবার একটি চিঠি নিয়ে এসেছে সাথে করে। বাবা চিঠিতে জানিয়েছেন নুরুজ্জামানকে সাহায্য করতে হবে। নুরুজ্জামান বি.এ. পাশ করেছে। গ্রামে তাঁর যায়গায় একটি মেয়েদের স্কুল করতে চাচ্ছে। সে ঢাকায় এসেছে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করে স্কুলের জন্য অনুদান ও অনুমোতি যোগার করতে। বোকাসোকা নুরুজ্জামান জানে না একজন মন্ত্রীর সাথে চাইলেই দেখা করা যায় না।

এদিকে তিথির মা তার দুই মেয়েকে নিয়ে চলে যান সিলেটে, তাঁর ছোট ভাইয়ের চা বাগানে। তিথি তার বাবাকে মারুফকে পছন্দের কথা জানায়। তিথির বারা তাদের সম্পর্ক মেনে নেন। তিথিকে পাঠান তার মাকে নিয়ে আসতে। তিথি তার মাকে নিয়ে আসে, আর মাও মারুফকে দেখে পছন্দ করে।

মারুফ আর তিথির বিয়ের তারিখ ঠিক হয়ে যায়, কার্ড ছাপা হয়। শেষ মুহুর্তে তিথির মামা মারুফের মিথ্যে পরিচয়ের কথা জেনে ফেলেন, বিয়ে বন্ধ হয়ে যায়।

এদিকে নুরুজ্জামান মন্ত্রীর পিএর স্ত্রীকে ধরে মন্ত্রীর সাথে দেখা করে ফেলে। মন্ত্রী সহজসরল নুরুজ্জামানকে তার স্কুলের জন্য সাহায্য করার কথা দেন। নুরুজ্জামান গ্রামে ফিরে যাওয়ার আগে মারুফকে নিয়ে আসে তিথিদের বাড়িতে। মারুফ তিথিকে সত্যিই ভালোবাসতো, বিষয়টা সবাই বুঝতে পারে, এবং মেনে নেয়।

----- সমাপ্ত -----


=======================================================================

আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ

আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়


তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ

ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:১৪

অপু তানভীর বলেছেন: নাম দেখে কাহিনী মনে করার চেষ্টা করলাম আগে । পরে ভেতরে ঢুকে মিলিয়ে দেখলাম । কাহিনীটা মনে আছে দেখা যাচ্ছে ।

০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি পুরাই ভুলে গেছি বলা চলে।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৮

রাজীব নুর বলেছেন: আমার খুবই প্রিয় একটা উপন্যাস। অসংখ্যবার পড়া। দূর্দান্ত প্রেমের উপন্যাস।
একজন পরিচালক এই উপন্যাস নিয়ে সিনেমা বানিয়েছেন। যা অতি অখাদ্য হয়েছে।

০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: সিনেমা দেখিনি।
দেখার ইচ্ছেও নাই।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হুমায়ুন স্যারের এই উপন্যাস টা আমার কাছে কেন জানি ওভাররেটেড মনে হয়েছে কেন জানি।
আপনার কাহিনী সংক্ষেপ গুলো ভালো লাগে। তারা তিনজন - পোষ্ট পড়েছিলাম অফলাইনে। ভালো থাকবেন ।

০২ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার লেখা কাহিনী সংক্ষেপ গুলো আপনার ভালো লাগছে জেনে আনন্দিত হলাম।
মন্তব্যে ভালো লাগা জানানোর জন্য অশেষ ধন্যবাদ সৌরভ ভাই।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ২:২৩

দেয়ালিকা বিপাশা বলেছেন: যদিও বইটি পড়ি নি। কিন্তু পড়ার আগ্রহ রইল।

০২ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: সময় সুযোগ হলে পড়ে নিতে পারেন।
আমি একাধিকবার পড়েছি।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ৭:৪৮

শেরজা তপন বলেছেন: বইটা পড়েছিলাম- ভাল লেগেছিল, তবে হুমায়ুন আহমেদের লেখার মান তখন থেকে নিন্মমুখী হচ্ছিল।
রিভিউ ভাল হয়েছে

০২ রা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: হুমায়ুন আহমেদের লেখার মধ্যে একটা স্বাভাবিক গতিছিলো। সেই গতির সাথে তাল মিলিয়ে পাঠন একটানা তার লেখা পড়ে ফেলতে পারতো। আমার কাছে সবসময় তেমনটাই মনে হয়েছে।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৫৮

চাঁদগাজী বলেছেন:



এই বইয়ের প্লটটাতে বাংলাদেশের সমাজের ছবি আছে।

০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: গল্পতো গল্পই, গল্পে কিছু কিছু জিনিস বেশী বেশী থাকে, কিছু কিছু জিনিস কম কম থাকে।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:০৯

হাবিব বলেছেন: বইটি পড়া ছিলো না , আপনার থেকে জেনে নিলাম। ভালো লেগেছে।

০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: সময় সুযোগ হলে পড়ে নিতে পারেন।
আমি একাধিকবার পড়েছি।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩৪

নয়ন বিন বাহার বলেছেন: এই বইটা দিয়ে হুমায়ুন পড়া শুরু। আহা তখন কী দিন ছিল........

০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি প্রথম কোনটা পড়েছি মনে নেই একেবারেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.