নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ফুলের নামের শেষ নাই, কি বাংলায়, কি ইংরেজিতে, কি সংস্কৃতিতে। নামও সব বাহারি বাহারি। তেমনি তার আকার-রূপ আর রং এরও বাহারী মেলা।
ঝুমকো লতা ফুলের অনেকগুলি নামের মাঝে একটি নাম হচ্ছে - "শঙ্খচক্রগদাপদ্মধারী"। এই বিটকেলে নামটাই ঝুমকো লতা ফুলের সঠিক পরিচয় দিয়েছে।
ঝুমকো লতা ফুলের গর্ভাশয়ের আকৃতি শঙ্খের মতো। পাপড়িগুলো চারদিকে ছড়িয়ে একটা চক্র তৈরি করেছে। স্ত্রীকেশ তিনটির মাথা দেখতে গদার মতো আর বৃতিগুলো পদ্মফুলের পাপড়ির মতো মেলে ধরেছে নিজেদের।
ঝুমকো লতা ফুলের অন্যান্য নাম : ঝুমকো লতা, ঝুমকা লতা, রাধীকা নাচন, কৃষ্ণকমল, রাখী ফুল, কৌরভ পাণ্ডব পুস্প, পঞ্চপাণ্ডব পুষ্প, শঙ্খচক্রগদাপদ্মধারী।
Common Name : Maypop, Purple passionflower, Passionflower, Passionfruit flower, Passion-flower vine, Purple granadilla, Passiflorina, Flower of the Five Wounds, Water Lemon vine, Wild Apricot vine, Passionaria, Passionblume
ঝুমকো লতা ফুলের ইংরেজি নাম Passion Flower, আর Passion শব্দের অর্থ নাকি প্রেম বা ঘৃণা বা ক্রোধের তীব্র অনুভূতি। খ্রীষ্টান মিশনারিরা মনে করেন এই শব্দের মধ্যে লুকিয়ে আছে ক্রুশবিদ্ধ যিশুর যন্ত্রণাভোগ ও মৃত্যুর কষ্ট।
Frederick Goodall's এর আঁকা ছবি Passionate Encounter
অন্যদিকে হিন্দুধর্মাবলম্বীরা এ ফুলের সঙ্গে শ্রীকৃষ্ণ ও পঞ্চপাণ্ডবদের মিল খুঁজে পান। তাদের মতে নীলবর্ণ চতুর্ভূজা সত্যনারায়ণ শঙ্খচক্রগদাপদ্মধারী। তার চার হাতে শঙ্খ, চক্র, গদাও পদ্ম ধরা আছে।
সত্যনারায়ণ শঙ্খচক্রগদাপদ্মধারী রূপে
ঝুমকো লতা চিরসবুজ লতানো গাছ, অনেক বছর বাঁচে। কিছু কিছু গাছে সারা বছর অল্প বিস্তর ফুল ফুটলেও সাধারনত বর্ষাকালে ফুল বেশী ফোটে। ফুলে সুঘ্রাণ আছে।
কিছু প্রজাতির ঝোমকো লতায় ফল হয়। সেই ফলগুলি খাওয়ার যোগ্য। জল মিশিয়ে সুস্বাদু সরবত তৈরি করা যায়, যা ট্যাং নামে পরিচিতি।
ঝুমকোলতা মূলতো বুনো লতাই ছিলো আদিতে, এখনো আছে। কোনো যত্ন ছাড়াই আমাদের দেশেও কয়েক রকম বুনো ঝুমকোলতা হয়। বুনো ঝুমকোলতার ফুলের রং সাধারনত সাদা হয়। ফুল এবং ফল গুলি হয় ছোটো ছোটো। ফুলের সৌন্দর্য, আকার আর রং এর বাহারে আকৃষ্ট হয়ে মানুষ একে নিজেদের বাগানে স্থান দিয়েছে।
ঝুমকোলাতা ফুলের রূপে মুগ্ধ হয়ে আমাদের কবিরা বেশ কিছু কবিতা ও ছড়া লিখেছেন।
"হারিয়ে পাওয়া আলোটিরে
নাচায় ডালে ফিরে ফিরে
ঝুমকো ফুলের লতা।"
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
"ঝুমকোলতার বনে দোল দোল দখিনায়
গুন গুন ভ্রমরা যে ফুলেদের গান শোনায়
‘তুমি আমার, ওগো আমি তোমার।’'
----- পুলক বন্দ্যোপাধ্যায় -----
"খোলা জানালার ঐ আকাশে
আমার ফেলে আশা পলাশপুরে
লাজুক ঝুমকোলতা বুঝি ঘুমিয়ে পড়েছে
চোঁখে স্বপ্নীল সুখের ছোঁয়া আর একবুক যন্ত্রনা নিয়ে
আমি এক নগর বাউল জেগে আছি বড় একা।"
----- রুদ্র পলাশ -----
ছবি গুলি বিভিন্ন সময় বিভিন্ন স্থানে গিয়ে তুলেছি।
=================================================================
আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অলকানন্দা, আকন্দ, আমরুল,
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার
গাঁদা, গামারি, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া,
ঘোড়া চক্কর
জ্যাকারান্ডা,
ঝুমকোলতা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা,
পপী, পুন্নাগ
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বাদুড় ফুল, বাগানবিলাস, বেগুনী অলকানন্দা, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট
ভাট ফুল
মাধবীলতা, মধুমঞ্জরি
রঙ্গন, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধাচূড়া, রাণীচূড়া
লতা পারুল
শাপলা (সাদা), শিউলি, শিবজটা, সুলতান চাঁপা
জবা - ১, জবা - ২, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, গোলাপী জবা
=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩, রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩
অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অলকানন্দা (বেগুনী)-২, অলকানন্দা (বেগুনী)-৩,
কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কর্ণফ্লাওয়ার-২,
গাঁদা-২, গ্লুকাস ক্যাসিয়া-২,
ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪,
তারাঝরা- ২, দাদমর্দন-২, নাগলিঙ্গম-২,
পপী-২, পপী-৩, পপী-৪,
বাগানবিলাস-২, বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩,
রাধাচূড়া-২, রাধাচূড়া-৩, লতা পারুল-২
গামারির হলুদ বন্যা, আরো কিছু গামারি, ঝুমকোলতা, শিমুল গাছে আগুন, কদম ফুলের ১০টি ছবি, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভোমড়, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল
মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, চাঁপা নিয়ে চাপাবাজি, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি
=================================================================
বিভিন্ন দেশের জাতীয় ফুল
বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০১, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০২, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৩
বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৪, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৫, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৬
বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৭, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৮
=================================================================
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০১, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০২, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৩
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৪, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৫, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৬
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৭, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৮, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৯
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১০, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১১, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১২
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১৩, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১৪
=================================================================
১০টি ফুলের ছবি
১০টি ফুলের ছবি : পর্ব - ০১ , - , পর্ব - ০২ , - , পর্ব - ০২ , - , পর্ব - ০৪ , - , পর্ব - ০৫
১০টি ফুলের ছবি : পর্ব - ০৬ , - , পর্ব - ০৭ , - , পর্ব - ০৮ , - , পর্ব - ০৯ , - , পর্ব - ১০
১০টি ফুলের ছবি : পর্ব - ১১ , - , পর্ব - ১২ , - , পর্ব - ১৩ , - , পর্ব - ১৪ , - , পর্ব - ১৫
১০টি ফুলের ছবি : পর্ব - ১৬ , - , পর্ব - ১৭ , - , পর্ব - ১৮ , - , পর্ব - ১৯ , - , পর্ব - ২০
১০টি ফুলের ছবি : পর্ব - ২১ , - , পর্ব - ২২ , - , পর্ব - ২৩ , - , পর্ব - ২৪ , - , পর্ব - ২৫
১০টি ফুলের ছবি : পর্ব - ২৬ , - , পর্ব - ২৭ , - , পর্ব - ২৮ , - , পর্ব - ২৯ , - , পর্ব - ৩০
১০টি ফুলের ছবি : পর্ব - ৩১
=================================================================
গাছ-গাছালি; লতা-পাতা
গাছ-গাছালি; লতা-পাতা - ০১, গাছ-গাছালি; লতা-পাতা - ০২, গাছ-গাছালি; লতা-পাতা - ০৩, গাছ-গাছালি; লতা-পাতা - ০৪, গাছ-গাছালি; লতা-পাতা - ০৫, গাছ-গাছালি; লতা-পাতা - ০৬
=================================================================
২৬ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৪৪
মরুভূমির জলদস্যু বলেছেন: পরীমণি নিয়ে এমনিতে সামু ঘোলা হয়েছে মেলা। থুক্কু -
পরীমণি নিয়ে এমনিতে জল ঘোলা হয়েছে মেলা। তাই সেই দিকে আর হাঁটলাম না।
হিন্দু এবং খ্রীষ্টান দুই ধর্মেরই কিছু সম্পর্ক আছে এই ফুলের সাথে।
আমিতো পোস্ট করার সময় সময়ের দিকে লক্ষ্য রাখিনাই ভাইজান।
আসলে যখনই একটা পোস্ট তৈরি করতে পারি তখনই দিয়ে দেই।
তাছাড়া, আমি অসময়ে ফুলের ছবি দিতে বেশী পছন্দ করি। যেনো সময়ের কোকিলরা ভুলে না যায়।
অশেষ ধন্যবাদ আপনাকে প্রথম মন্তব্যের জন্য।
২| ২৬ শে আগস্ট, ২০২১ দুপুর ২:৪৪
মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই, প্রথম ছবিতে পাতগুলিকে অনেক মোটা দেখা যাওয়ার ফলে পাথরকুচি পাতা বলে ভ্রম/মনে হয়েছিল।তবে পরের ছবিগুলিতে ঠিক আছে। তবে আশে পাশে দেখেছি কিনা স্মরণ করতে পারছিনা আর তাই ঝুমকোলতার রুপে মুগ্ধ হওয়ারও সুযোগ হয়নি।
২৬ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
ঝুমকোলতা ফুল যেমন বিভিন্ন রং এর হয়, বিভিন্ন আকারের হয় তেমনি ভাবে এদের কয়েকটি প্রজাতির পাতা গুলিও ভিন্ন রকমের হয়। তবে পাথরকুচির মতো ভারি হয় না্। ওটি আমার ছবিতুলার ত্রুটির কারণে মনে হয়েছে।
আমার ছাদে ২ রকমের ঝুমকো লতা আছে। ফুল হয়।
৩| ২৬ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:০১
আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,
"শঙ্খচক্রগদাপদ্মধারী" শব্দটি আক্ষরিক অর্থেই শিরোনামের ছবিটিতে প্রকট।
দ্বিতীয় ( বেগুনী রঙা ) ছবির ফুলটি দেখে অতীতে ফিরে যেতে হলো। একসময় এটা প্রচুর ফুটতো বরিশাল লেডিজ পার্কের ( নামে লেডিজ হলেও ছেলেমেয়ের কমবেশী অবাধ যাতায়াত ছিলো) বসার বেঞ্চগুলোর মাথার উপরে দেয়া ফেন্সিঙয়ে। আপনার কথা মতো প্রেমের অনুভূতি বোঝাতেই হয়তো। মাদকময় ঘ্রান ছিলো তার। একটা "পান্জেন্ট" গন্ধ ভাসতো বাতাসে। কাপলেরা দেখেছি সে ফুল ছিঁড়ে প্রেমিকার খোপায় পড়িয়ে দিতো।
আপনার এ জাতীয় লেখাগুলো আসলেই প্রশংসার দাবী রাখে। প্রিয়তে রাখলুম অনেক লিংক দেয়া আছে বলে।
২৬ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২৪
মরুভূমির জলদস্যু বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
পোস্টটিতে + দিয়ে প্রিয়তে রাখার জন্যও আলাদা করে কৃতজ্ঞতা।
আমার শেয়ার করা লতা-পাতা-গাছ-গাছালি আর ফুলের পোস্টগুলির লিং জুড়ে দিয়েছি। যাতে আগ্রহীরা সহজেই দেখে নিতে পারে।
৪| ২৬ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:০৮
চাঁদগাজী বলেছেন:
ঝুমকোলতা কি আপনা থেকে হয়, নাকি বাগানে করা হয়?
২৬ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন: প্রাসঙ্গিক প্রশ্নের জন্য আন্তরিক ধন্যবাদ চাঁদগাজী সাহেব।
ঝুমকোলতা মূলতো বুনো লতাই ছিলো। এখনো আছে।
কোনো যত্ন ছাড়াই আমাদের দেশেও কয়েক রকম বুনো ঝুমকোলতা হয়।
বুনো ঝুমকোলতার ফুলের রং সাধারনত সাদা হয়। ফুল এবং ফল গুলি হয় ছোটো ছোটো।
ফুলের সৌন্দর্য, আকার আর রং এর বাহারে আকৃষ্ট হয়ে মানুষ একে নিজেদের বাগানে স্থান দিয়েছে।
৫| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ৮:০৩
পদাতিক চৌধুরি বলেছেন: ঝুমকোলতার নানান নাম ও তাদের ব্যুৎপত্তিগত অর্থ জেনে চমৎকৃত হলাম। সুন্দর পোস্ট।++ ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা জানবেন।
২৬ শে আগস্ট, ২০২১ রাত ৮:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ। সেই সাথে ধন্যভাদ পোস্টে + এর জন্য।
৬| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ৮:২৭
জুন বলেছেন: স্কুলে যাওয়ার পথে সে সময় এই নাম না জানা বেগুনী রঙের ফুলটি ক্ষনিকের তরে আমাকে থমকে দাড় করিয়ে দিত জলদস্যু ।
খুব ভালো লাগলো প্রিয় ফুলটি সম্পর্কে এতসব তথ্য জেনে ।
+
২৬ শে আগস্ট, ২০২১ রাত ৮:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ পোস্টে + এর জন্য।
৭| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ৯:১৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
গাছ ফুল ফল লতা পাতা চিনতে পারা বিশালাকার বিষয়। প্রতিটি গাছের ঔষধি গুনাগুন। ঠিক তেমনই ঝুমকোলতারও আছে। খুব ভালো লেগেছে নতুন করে ঝুমকোলতার সাথে পরিচিত হয়ে।
২৬ শে আগস্ট, ২০২১ রাত ৯:৩৫
মরুভূমির জলদস্যু বলেছেন: প্রায় প্রতিটি বৃক্ষেরই ঔষধী গুনাগুন রয়েছে। কোনটির কথা আমাদের জানা, কোনোটির কথা অজানা।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
৮| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ১০:১৭
রাজীব নুর বলেছেন: সুন্দর একটা পোষ্ট দিয়েছেন।
২৬ শে আগস্ট, ২০২১ রাত ১০:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মতামতের জন্য প্রিয় রাজীব ভাই।
©somewhere in net ltd.
১| ২৬ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৩১
সাড়ে চুয়াত্তর বলেছেন: প্যাশনের উদাহরণ দিতে গিয়ে যে ছবি দিয়েছেন তার চেয়ে ভালো ছবি হত যদি পরীমণি আর সাকলায়েনের কেক খাওয়ার ছবি দিতেন। কিছু অংশ ঝাপসা করে দিলে সমস্যা হতো না।
এই ফুলের সাথে হিন্দু পুরাণের অনেক সম্পর্ক আছে মনে হচ্ছে।
আপনি বর্ষাকাল অতিক্রম হওয়ার পরে কেন এই ফুলের পোস্ট দিলেন এটা আমার বোধগম্য হোল না।