নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা বিভাগের সর্বশেষ জেলা হচ্ছে কিশোরগঞ্জ। এটি ঢাকা বিভাগের দ্বিতীয় বৃহত্তম জেলা। হাওরের জন্য বিখ্যাত কিশোরগঞ্জের একটি প্রচলিত উক্তি হচ্ছে -
“উজান-ভাটির মিলিত ধারা
নদী-হাওর মাছে ভরা”।
কিশোরগঞ্জ জেলার ভৌগোলিক আয়তন প্রায় ২,৬৮৯ বর্গ কিলোমিটার। কিশোরগঞ্জ জেলায় ১৩টি উপজেলা, ১৩টি থানা, ৮টি পৌরসভা, ১০৮টি ইউনিয়ন, ৯৫০টি মৌজা, ১,৭৪৫টি গ্রাম ও ৬টি সংসদীয় আসন রয়েছে।
কিশোরগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন :
বধ্যভূমি রয়েছে ১১ (কিশোরগঞ্জ সদরে ৭টি, নিকলিতে ১টি, মিটামইনে ১টি, হোসেনপুরে ১টি, বাজিতপুরে ১টি)। ইটনাতে গণকবর রয়েছে ১টি। কিশোরগঞ্জ সদরো শহীদ স্মৃতিস্তম্ভ রয়েছে ১টি। হোসেনপুরে স্মৃতিফলক রয়েছে ১টি। ভৈরব বাসস্ট্যান্ডে ভাস্কর্য রয়েছে ১ টি আর রয়েছে ১টি স্মৃতিসৌধ ভৈরবে।
কিশোরগঞ্জ জেলার উপজেলা ১৩টি হচ্ছে : - ০১। অষ্টগ্রাম, ০২। ইটনা, ০৩। কটিয়াদী, ০৪। করিমগঞ্জ, ০৫। কিশোরগঞ্জ সদর, ০৬। কুলিয়ারচর, ০৭। তাড়াইল, ০৮। নিকলী,০৯। পাকুন্দিয়া, ১০। বাজিতপুর, ১১। ভৈরব, ১২। মিঠামইন, ১৩। হোসেনপুর।
(০১) অষ্টগ্রাম
১ । কুতুব শাহী মসজিদ, GPS coordinates : 24°16'44.4"N 91°06'39.4"E
২ । কুতুব শাহ্র মাজার, GPS coordinates : 24°16'44.1"N 91°06'38.4"E
৩ । অষ্টগ্রাম জমিদার বাড়ী / মোল্লা বাড়ি, GPS coordinates : 24°16'39.6"N 91°05'54.4"E
৪। অষ্টগ্রাম জমিদার বাড়ী মসজিদ / মোল্লা বাড়ি মসজিদ, GPS coordinates : 24°16'36.6"N 91°05'53.5"E
(০২) ইটনা
১ । ইটনা শাহী মসজিদ / গায়েবানা মসজিদ, GPS coordinates : 24°31'23.0"N 91°05'33.0"E
২ । বড়হাটি মসজিদ, GPS coordinates : 24°31'31.9"N 91°05'32.5"E
৩ । আনন্দ মোহন বসুর বাড়ী, GPS coordinates : জানা নেই
৪ । গুরুদয়াল সরকারের বাড়ী, GPS coordinates : জানা নেই
(০৩) কটিয়াদী
১ । সত্যজিৎ রায়ের পৈত্রিক বাড়ি, GPS coordinates : 24°16'45.2"N 90°44'35.1"E
২ । গোপীনাথ জিউর মন্দির, GPS coordinates : 24°16'32.5"N 90°47'22.9"E
৩ । হিন্দু মন্দির GPS coordinates : 24°16'35.1"N 90°47'21.6"E
৪ । শিবনাথ সাহা বাড়ি, GPS coordinates : 24°16'14.8"N 90°50'12.6"E
৫ । শিবনাথ সাহা মঠ, GPS coordinates : 24°16'07.4"N 90°50'18.9"E
৬ । জালালপুরের নীলকুঠি, GPS coordinates : জানা নেই
৭ । শীতলী মন্দির, GPS coordinates : জানা নেই
৮ । সিংহ দরজা, GPS coordinates : জানা নেই
(০৪) করিমগঞ্জ
১ । ঈশা খাঁ'র জঙ্গলবাড়ি দুর্গ, GPS coordinates : 24°27'01.3"N 90°50'31.6"E
২ । ঈশা খাঁ জঙ্গলবাড়ি মসজিদ, GPS coordinates : 24°27'02.5"N 90°50'31.5"E
৩ । নাগরদাস গোঁসাইর আখড়া, GPS coordinates : 24°30'28.2"N 90°52'51.3"E
৪ । চিতিশ পালের বাড়ি, GPS coordinates : জানা নেই
(০৫) কিশোরগঞ্জ সদর
১ । শোলাকিয়া সাহেব বাড়ি মসজিদ, GPS coordinates : 24°26'25.4"N 90°47'32.5"E
২ । জেলা পরিষদ ডাক বাংলো, GPS coordinates : 24°25'38.8"N 90°47'14.7"E
৩ । চন্দ্রাবতীর বাড়ি, GPS coordinates : 24°29'44.1"N 90°48'01.9"E
৪ । চন্দ্রাবতীর শিব মন্দির, GPS coordinates : 24°29'44.1"N 90°48'03.5"E
৫ । কবি দ্বিজ বংশী মঠ, GPS coordinates : 24°29'44.1"N 90°48'03.5"E
৬ । বৌলাই জমিদার বাড়ি, GPS coordinates : 24°26'07.4"N 90°48'56.8"E অনুমান
৭ । সিকদার বাড়ী, GPS coordinates : জানা নেই
(০৬) কুলিয়ারচর
১ । পূর্ব গোবরিয়া মসজিদ, GPS coordinates : 24°11'07.3"N 90°51'20.8"E
(০৭) তাড়াইল
১ । তালজঙ্গা জমিদার বাড়ি, GPS coordinates : 24°31'06.4"N 90°49'39.7"E
২ । তালজঙ্গা জমিদার বাড়ি মন্দির,Mondir GPS coordinates : 24°31'07.0"N 90°49'40.4"E
৩ । তালজঙ্গা জমিদার বাড়ি মঠ, GPS coordinates : 24°31'04.9"N 90°49'44.7"E
৪ । বাসাটি মসজিদ / তালজঙ্গা বাজার মসজিদ, GPS coordinates : 24°31'06.0"N 90°49'49.3"E
৫ । ধলা জমিদার বাড়ি, GPS coordinates : 24°35'11.4"N 90°54'33.5"E
৬ । কালনার আখড়া, GPS coordinates : 24°33'34.0"N 90°53'33.5"E (অনুমান)
৭ । সেকান্দর নগর জামে মসজিদ/ সাহেব বাড়ী মসজিদ, GPS coordinates : 24°34'04.7"N 90°53'47.1"E
৮ । তাড়াইল বড় মসজিদ, GPS coordinates : 24°32'50.2"N 90°53'28.5"E
৯ । শাহ সেকান্দার মাজার GPS coordinates : জানা নেই
১০ । দামিহা চৌধুরী বাড়ী, GPS coordinates : জানা নেই
১১ । তালুকদার বাড়ি, GPS coordinates : জানা নেই
(০৮) নিকলী
১ । চন্দ্রনাথ গোস্বামীর আখড়া, GPS coordinates : 24°20'03.6"N 90°56'10.0"E (আনুমানিক)
২ । নিকলী হাওর, GPS coordinates : বিস্তীর্ণ এলাকা
৩ । গুরই শাহী জামে মসজিদ, GPS coordinates : 24°16'17.8"N 90°56'08.7"E
৪ । নিকলী জমিদার বাড়ী / দয়াল কুটির, GPS coordinates : জানা নেই
৫ । ছেতরা আখড়া, GPS coordinates : 24°16'52.4"N 90°55'36.0"E
(০৯) পাকুন্দিয়া
১ । সাদী মসজিদ, GPS coordinates : 24°15'44.9"N 90°39'34.8"E
২ । শেখ মাহমুদ শাহ মসজিদ,Mosque GPS coordinates : 24°15'41.0"N 90°39'49.8"E
৩ । জোড়া মঠ, GPS coordinates : 24°15'34.1"N 90°39'54.1"E
৪ । এগারসিন্ধুর ঈশাখা দূর্গ, GPS coordinates : 24°15'39.0"N 90°39'39.1"E
৫ । হরশী শাহী মসজিদ, GPS coordinates : 24°21'46.3"N 90°41'11.5"E
(১০) বাজিতপুর
১ । দেওয়ান বাড়ি মসজিদ / ভাগলপুর দেওয়ান বাড়ি মসজিদ, GPS coordinates : 24°12'03.0"N 90°55'25.8"E
২ । বাজিতপুর মঠ, GPS coordinates : 24°12'41.4"N 90°56'38.1"E
৩ । গোলকচন্দ্র সাহা বাড়ি, GPS coordinates : 24°12'45.5"N 90°56'47.9"E
৪ । রামচন্দ্র সাহা বাড়ি, GPS coordinates : 24°12'41.7"N 90°54'02.0"E
৫ । রাম নারায়ণ সাহা ও দূর্গারাণী সাহা জোড়া মঠ, GPS coordinates : 24°13'15.3"N 90°54'02.2"E
৬ । পুড্ডা মঠ, GPS coordinates : 24°14'44.1"N 90°54'40.1"E
৭ । রামচন্দ্র সাহা জোড়া মঠ, GPS coordinates : 24°12'44.1"N 90°54'15.7"E
৮ । সতীশ চন্দ্র রায় চৌধুরী জমিদার বাড়ি, GPS coordinates : জানা নেই
৯ । বাজিতপুর হাজী বাড়ি, GPS coordinates : জানা নেই
১০ । তাহের কম্পানি বাড়ি, GPS coordinates : জানা নেই
১১ । পাগলা শংকর আখড়া, GPS coordinates : জানা নেই
১২ । মাইজচর জামে মসজিদ, GPS coordinates : 24°10'55.9"N 90°58'53.8"E
১৩ । দিলালপুর বাজার জামে মসজিদ, GPS coordinates : 24°11'19.1"N 90°58'22.5"E
(১১) ভৈরব
এই উপজেলার কোনো দর্শনীয় স্থানের কথা আমার জানা নাই।
(১২) মিঠামইন
১ । দিল্লির আখড়া জৈনমন্দির, GPS coordinates : 24°26'30.6"N 91°12'07.4"E
২ । মিঠামইন অষ্টগ্রাম সংযোগ সড়ক, GPS coordinates : বিস্তির্ণ এলাকা
(১৩) হোসেনপুর।
১ । গাংগাটিয়া জমিদার বাড়ী, GPS coordinates : 24°27'45.6"N 90°42'12.1"E
২ । গাংগাটিয়া জমিদার বাড়ীর গেট, GPS coordinates : 24°27'45.7"N 90°42'15.6"E
৩ । গাংগাটিয়া জমিদার বাড়ী মন্দির, GPS coordinates : 24°27'46.0"N 90°42'16.1"E
৪ । শিব মন্দির, GPS coordinates : 24°27'25.8"N 90°42'09.7"E (আনুমানিক)
৫ । প্রেসিডেন্ট রিসোট, GPS coordinates : 24°23'37.7"N 91°05'40.6"E
আমার দেয়া তালিকার বাইরে কোনো স্থান আপনাদের জানা থাকলে অবশ্যই আমাকে জানানোর অনুরোধ রইলো। তাতে করে তালিকাটি আরো সমৃদ্ধ হবে। আশাকরি সকলে সহযোগীতা করবেন।
ঘোষণা :
জেলার প্রাথমিক তথ্য উইকি বা অন্য কোনো সাইট থেকে সংগ্রহ করা হবে।
ছবি আমার তোলা হলে ছবিতে "@মরুভূমির জলদস্যু" লেখা থাকবে।
বাকি ছবিগুলি গুগল ম্যাপ থেকে সংগ্রহ করা হবে এবং ছবিতে শেয়ারকারীর নাম লিখে দেয়ার চেষ্টা করা হবে।
সবগুলি জেলার তালিকা এখানে
১৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন: মেলা ঝামেলা ও কষ্টের কাজ এটি।
তবে ভ্রমণে আগ্রহীদের জন্য খুবই কাজের জিনিস হবে GPS coordinates গুলি।
কপি করে গুগল ম্যাপে ফেললেই সঠিক লোকেশন পেয়ে যাবে। ভ্রমণ পরিকল্পনায় খুবই কাজে দেয়।
এতো থাকতে নিজের নামেই ভুল করলাম!!! :``<<
রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি মিঠামইন উপজেলায়, গিয়েছি সেখানে। দর্শনিয় স্থানের তালিকায় ফেলার মতো কিছু মনে হয়নি।
অশেষ ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
২| ১৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:১২
জুন বলেছেন:
ছবি দেখেন জলদস্যু
ডিংগাপোতা হাওর, তেতুলিয়া, মোহনগঞ্জ, নেত্রকোনা।
১৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:১৬
মরুভূমির জলদস্যু বলেছেন: নেত্রকোনা গিয়েছি, ডিংগাপোতা হাওর যাওয়া হয়নি।
ছবি আর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
৩| ১৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:১৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: হাজি বাড়ি, মোল্লা বাড়ি, শিকদার বাড়ি, তালুকদার বাড়িও দর্শনীয় স্থান। ভালো। তাহলে আমার জেলার দর্শনীয় স্থানের নাম লেখার সময় আমার বাড়ির নাম লিখতে ভুলবেন না। আমার বাড়ি ঝালকাঠি জেলায়। বাড়ির নাম 'খলিফা বাড়ি' জিপিএস দ্রাঘিমা আর অক্ষাংশ পরে দিতে পারবো।
কয়েকটা মশজিদও দর্শনীয় স্থান হিসাবে তালিকায় আসছে। আমার গ্রামের বাড়ির মসজিদের নাম 'হাটখোলা মসজিদ'। এইটাও দয়া করে তালিকায় তুলে দিয়েন। জিপিএস দ্রাঘিমা আর অক্ষাংশ দিয়ে দিব যথাসময়ে।
১৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:২৪
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি যেসব হাজি বাড়ি, মোল্লা বাড়ি, শিকদার বাড়ি, তালুকদার বাড়ি দর্শনীয় স্থানের তালিকায় তুলেছি তাদের প্রতিটি ইমারতের বয়স কম-বেশী ১০০ বছর। আপনার বাড়ি আর এলাকার মসজিদের ইমারত গুলি ১০০ বছরের পুরনো হলে সেগুলিও অবশ্যই আমার করা তালিকায় স্থান পাবে।
আমি প্রথম পোস্টেই বলেছিলাম আমার এই তালিকা মূলতো হ্যারিটেজ নির্ভর। আমি আমার করা তালিকায় হ্যারিটেজ স্থাপনাগুলির পাশাপাশি অন্যান্য দর্শনীয় স্থানগুলিকেও সংযুক্ত করার চেষ্টা করছি।
৪| ১৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৩৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার দাদার বাড়ির বয়সও প্রায় ১০০ বছরের কাছাকাছি। ৮০ বছরের পুরনো কাঠের দোতলা বাড়ি দেখার জন্য লোকের অভাব হওয়ার কথা না। আমার মত লোকের কারণেই তো আমার দাদার বাড়ি আর বাড়ির মসজিদ ঐতিহ্যের পর্যায়ে যাওয়ার কথা।
আপনার সংজ্ঞা থেকে বুঝলাম যে কোন কিছুর বয়স ১০০ বছর হলেই সেটা ঐতিহ্য। আমার গ্রামে ১০০ বছর বয়সের মানুষ আছে। ওনাকে কি ঐতিহ্যের মধ্যে ফেলে দর্শনীয় ব্যক্তির মর্যাদা দেয়া যেতে পারে?
১৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৪৬
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি যদি কখনো ১০০ বছর বয়সী দর্শনীয় ব্যক্তির তালিকা করেন তাহলে অবশ্যই তাদের নাম সেখানে রাখতে পারেন। ১০০ বছরের পুরনো স্থাপনার সাথে অবশ্যই সেখানকার ইতিহাস, সেই সময়ে সেই এলাকার ইমারত নির্মানের ধরন মানুষের সামাজির অবস্থা ইত্যাদি জড়িতো থাকে। দেশ বা জাতীর ঐতিহাসিক ঘটনা এই সব প্রতিটি বাড়ির সাথে জড়িত আছে তেমনটা নয়।
৮০ বছরের পুরনো কাঠের দোতলা বাড়ি দেখার আগ্রহ আছে আমার ১৬ আনাই। যদি সম্ভব হয় দুই-একটি ছবি দিলে খুশী হতাম।
৫| ১৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৩৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: হোসেনপুর প্রেসিডেন্ট রিসোর্টটা আবার কোন প্রেসিডেন্টের!!!
১৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৫০
মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক জানি না। হয়তো শুধু নামেই প্রেসিডেন্ট। বর্তমান প্রেসিডেন্টের এলাকায় বলে হয়তো এই নাম দিয়েছে। আবার প্রেসিডেন্টের নিজের বা নিজের লোকেরও হতে পারে। সঠিক জানা নাই।
এখনো আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়নি। সম্ভবতো মাসখানেকের মধ্যে উদ্বোধন হবে।
হাওরের মাঝে অবকাস যাপনের যায়গা। নিশ্চিত গলাকাটা খরুচে ব্যাপার হবে।
টিবিতে দেখে আমার পছন্দ হয়েছে।
৬| ১৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৫৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার সাথে মজা করলাম। দোতলা কাঠের বাড়ি বৃহত্তর বরিশাল জেলার গৃহ নির্মাণের একটি সাধারণ বৈশিষ্ট্য। এই অঞ্চলে গাছ বেশী। তাই কাঠ সহজলভ্য। আমার দাদার বাড়ির চেয়েও অনেক পুরনো দোতলা কাঠের বাড়ি আছে। ছবি আমি দেয়ার চেষ্টা করব। ভালো থাকবেন।
১৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:১০
মরুভূমির জলদস্যু বলেছেন: পিরোজপুর জেলারা মঠবাড়িয়ার উপজেলার বুড়িরচরের মমিন মসজিদের নাম শুনেছেন? ঐটি কাঠের তৈরি মসজিদ। মেলা দূর ঢাকা থেকে, আমি দেখে এসেছি।
আপনার বলা কাঠের বাড়ি সম্পর্কে আমি মোটামুটি সিরিয়াস ছিলাম।
যাইহোক, এভাবেই হয়তো অদেখা অজানা আরো কোনো স্থাপনার সন্ধান পাওয়া যাবে।
অশেষ ধন্যবাদ আপনাকে ভাইজান।
৭| ১৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:০৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: নির্মাণাধীন প্রেসিডেন্ট রিসোর্টকে তালিকায় নিয়েছেন। তারমানে শুধু ঐতিহ্য দেখে নেন নাই। যেখানে গেলে টাকা পয়সা খরচ হয় সেটাও দর্শনীয় স্থান।
১৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বী সঠিক বুঝেছেন, কিছুটা বেঠিকও।
ঢাকার রোজ গার্ডেন ঐতিহাসিক স্খাপনা, দেখার অনুমতি পাও টাফ।
লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল দেখতে পাওয়া সহজ। রমরা পার্ক গেলে টাকা লাগে না, সংসদ ভবনেও যাওয়া যায়। সীতাকুন্ডের মন্দির আবার সেখানকার ঝর্ণা, সবই আমার কাছে দর্শনিয়। কোনোটার সাথে ইতিহাস আছে, কোনোটার সাথে নাই। কোনোটায় টাকা খরচ করতে মেলা, কোনোটায় অল্পেই কাজ হয়ে যায়।
প্রেসিডেন্ট রিসোর্টে শুনতে পাচ্ছি এখনই প্রচুর টুরিষ্ট ঢু মারছে। আমরা হুজুগে অনেক কিছু করি তো!!
৮| ১৯ শে আগস্ট, ২০২১ রাত ১০:৪০
হাবিব বলেছেন: আপনি তো সব জেলা ঘুরে ফেলেছেন দেখছি। এবারের পর্ব ভালো হয়েছে।
১৯ শে আগস্ট, ২০২১ রাত ১১:৫৯
মরুভূমির জলদস্যু বলেছেন: না এখনো সব জেলা ঘুরা হয়নি। বেশ কয়েকটি বাকি রয়ে গেছে। আর কোনো কোনোটিতে গেছি নামকাওয়াস্তে মাত্র।
৯| ২০ শে আগস্ট, ২০২১ ভোর ৫:৫৫
মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম বলেছেন: আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে কিশোরগঞ্জকে তুলে ধরার জন্য। আমার বাড়ি কিশোরগঞ্জ জেলায়।
২০ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:১৯
মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতো আপনাকে।
আরো কিছু জানা থাকলে যোগ করতে পারেন আপনিও।
১০| ২০ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৫৯
রাজীব নুর বলেছেন: ছবি গুলো সুন্দর হয়েছে।
ধলা জমিদার বাড়ি নিয়ে একটা আলাদা পোষ্ট কি দিতে পারবেন?
২০ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:২১
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে রাজীব নুর ভাই আগ্রহ প্রকাশের জন্য।
ধলা জমিদার বাড়ি নিয়ে ছবিসর্বশো একটা আলাদা পোষ্ট পারবো দিতে। তবে সময় লাগবে। আপনি জানেন আমি অসল মানুষ।
©somewhere in net ltd.
১| ১৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:৫৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো ডেটাবেস তৈরি করছেন।
পোস্টের শেষে নিজের নাম ভুল করেছেন। দয়া করে ঠিক করে দিয়েন।
ভৈরব উপজেলায় আমাদের দেশের দুইজন রাষ্ট্রপতির বাড়ি অবস্থিত। রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এই বাড়ি দুটিও দর্শনীয় স্থান হতে পারে আওয়ামী সমর্থক মানুষের কাছে।