নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বইয়ের নাম : জনম জনম
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : উপন্যাস
প্রথম প্রকাশ : জনুয়ারি ১৯৯৩
প্রকাশক : কাকলী প্রকাশনী
পৃষ্ঠা সংখ্যা : ৯২ টি
সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট
কাহিনী সংক্ষেপ :
তিথিদের খুবই দরিদ্র সংসার। কোন রকমে দিন কাটে যায়। তার বাবা বৃদ্ধ এবং অন্ধ, মা সংসার দেখা শোনা করে। বড় বোন অরুর বিয়ে হয়ে গেছে আর ছোট ভাই টুকু সেভেনে পড়ে। তিথির এক বছরের বড় এক ভাই আছে হীরু, কিছুটা টাউট টাইপের। কোন কাজ কর্ম করে না, ঘুরে-ফিরে খায়-দায়। নানা কথা বলে নানান ভাবে টাকা জোগাড় করে সে চলে। বাজার থেকে চাল আনার জন্য টাকা দিলে সে টাকা নিয়ে পালিয়ে যায়। পরে সংসার টানতে হয় তিথিকেই। তিথি আসলে একজন নিশিকন্যা। নাসিম ভাই নামে একজন লোক তিথিদের মত মেয়েদের জন্য গ্রাহক জোগার করে দেয়। তিথির এই কাজ না করে কোন উপায় নেই, সংসারের খরচ চালানোর জন্য বাধ্য হয়ে তাকে এই পথে নামতে হয়েছে।
একদিন তিথির পরিচয় হয় দবির সাহেবের সাথে। স্ত্রী অসুস্থ থাকায় তিনি এসেছেন তিথির কাছে, কিন্তু লাজুক আর কিছুটা ভিতুটাইপের দবির সাহেব তিথির সাথে কিছুক্ষণ গল্প করেই চলে যান। বদির সাহেব তার স্ত্রীর কাছে কিছুই লুকাননা বলে তিথির কথাটাও স্ত্রীকে বলে ফেলেন।
একদিন খেয়ালের বসে তিথি বদির সাহেবের বাসায় গিয়ে উঠে। বদির সাহেবের স্ত্রীও তিথির সাথে কথা বলেন। তিথি তার সাথে একটু মনখুন্ন হয়ে চলে আসে। পরে বদির সাহেবের স্ত্রী আবার বদির সাহেবকে তিথির বাড়িতে পাঠায় তিথিকে নিয়ে আসার জন্য। দবির সাহেবের স্ত্রী বুঝতে পারেন তার মৃত্যুর সময় এগিয়ে এসেছে। তিনি তার জমানো এগার হাজার টাকা তিথিকে দেয়ার জন্য দবিরকে বলেন। তাছাড়া তিথিকে বিয়ে করার জন্যও দবিরকে বলেন। বদির স্ত্রীর মৃত্যুর পরে সেই টাকা তিথিকে পৌছেদেন। তিনি তিথিকে চমৎকার একটি চিঠি লিখেন কিন্তু তিথি সেই চিঠির কোন জবাব দেয় না।
অন্যদিকে হীরু তার বড় বোনের স্বামীর কাছে বাবার চিকিৎসার কথা বলে অনেকগুলি টাকা ধার নিয়ে আসে যা বাড়ির কেউ জানে না। অনেকদিন পরে বড় বোনের স্বামী সেই টাকা ফেরত নিতে এলে হীরুর মার সাথে তার কথাকাটা কাটি হয়। সে বাড়িতে গিয়ে অরুর উপর অত্যাচার করতে শুরু করে। অত্যাচার সহ্য করতে না পেরে অরু একদিন স্বামী সন্তানকে ফেলে বাবার বাড়িতে চলে আসে। অরু চাকরি করতে চাইলে টুকু একটি এনজিওতে তার চাকরি জোগার করেদেয়। অরুর পোস্টিং হয় হালুয়াঘাট। সেখানে যাওয়ার পরেই অরুকে আর খুঁজে পাওয়া যায় না। শোনা যায় অরু তার বিদেশী বসের সাথে দেশের বাইরে চলে গেছে।
হীরু প্রেম করে এ্যানার সাথে। মেট্রিক পরীক্ষা দিতে যাওয়ার সময় এ্যানির সাথে হীরুর পরিচয় হয় ঘটনা চক্রে। পরে কথা কথায় ধীরে ধীরে আলাপ থেকে পরিচয় হয়, পরিচয় থেকে প্রেম। কিন্তু এ্যানার বিয়ে ঠিক হয়ে যায় এক ডাক্তার ছেলের সাথে। গায়ে হলুদের দিন এ্যানা হীরুর কাছে চলে আসে। রাতেই কাজী ডাকিয়ে তাদের বিয়ে হয়ে যায়। তিথি হীরুকে কিছু টাকাদেয় ব্যাবসা করার জন্য। হিরু একটি চায়ের রেস্টুরেন্ট দেয়। দেখতে দেখতে সেই রেস্টুরেন্ট বড় হয়ে উঠে। হীরু নিজের তিন তালা বাড়ী করে, গাড়ী কেনে। তিথিকে আর আগের জীবনে ফিরে যেতে হয় না।
----- সমাপ্ত -----
=======================================================================
আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ
আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ
ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী
৩০ শে জুলাই, ২০২১ রাত ১:২৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
২| ৩০ শে জুলাই, ২০২১ সকাল ১০:৩৭
হাবিব বলেছেন: হিরুকে সঠিক পথে ফিরতে দেখে ভালো লাগলো শেষটায়। দবীর সাহেবকে বিয়ে করতে পারতেন তিথী।
এমন কাহিনী সংক্ষেপ আমি খুবই পছন্দ করি।
৩০ শে জুলাই, ২০২১ দুপুর ১:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
৩| ৩০ শে জুলাই, ২০২১ দুপুর ১:২২
রাজীব নুর বলেছেন: এই বইটা আমার অসম্ভব প্রিয়। বহু বার পড়েছি।
টেলি ফ্লিম বানানো হয়েছিলো। একটুও ভালো হয়নি।
৩০ শে জুলাই, ২০২১ দুপুর ১:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন: একটি ছবি তৈরি হয়েছিলো জানি। শাবনুর নায়িকা ছিলো। শাবনুরের অভিনয় যাচ্ছেতাই ছিলো।
৪| ৩০ শে জুলাই, ২০২১ দুপুর ১:৪৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
হুমায়ূন আহমেদ সাহেব নিশিকন্যাদের নিয়ে প্রচুর লেখালেখি করেছেন। ভয়াবহ জীবন। সরকার চাইলেই হত দরিদ্র জীবনগুলো পাল্টে দেওয়া সম্ভব ছিলো।
এরা জীবনের ঘানি টেনে নিশিকন্যা! জীবন আনন্দে নয়!
৩০ শে জুলাই, ২০২১ দুপুর ২:২০
মরুভূমির জলদস্যু বলেছেন: এদের পুনরবাসন করতে অতি অল্প কিছু অর্থ আর সামান্য সদইচ্ছার দরকার সরকারের।
কিন্তু এসব নিয়ে ভাবার সময় কই?
©somewhere in net ltd.
১| ৩০ শে জুলাই, ২০২১ রাত ১:১৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভালো হয়েছে