নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকৃতির প্রতি আলাদা একটা টান রয়েছে আমার। ভিন্ন সময় বিভিন্ন যায়গায় বেড়াতে গিয়ে নানান হাবিজাবি ছবি আমি তুলি। তাদের মধ্যে থেকে ৫টি গাছ-গাছালি লতা-পাতার ছবি রইলো এখানে।
পিটুলি
অন্যান্য ও আঞ্চলিক নাম : মেড্ডা, লাটিম, লাড্ডু, মেড়াগোটা, মেড়া, গোটাগামার, পিটালি।
Common Name : False White Teak
Scientific Name : Trewia nudiflora
ছবি তোলার স্থান : নাগরি, কালীগঞ্জ, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/০৫/২০১৭ ইং
ডুমুর
অন্যান্য ও আঞ্চলিক নাম : জগডুমুর বা যজ্ঞডুমুর।
Common Name : Cluster fig, red river fig, gular
Scientific Name : Ficus racemosa
ছবি তোলার স্থান : মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/০৫/২০১৭ ইং
ভেন্না
আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও,
রহিমন্দীর ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।
বাড়ি তো নয় পাখির বাসা-ভেন্না পাতার ছানি,
একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি।
----- জসীম উদ্দীন -----
অন্যান্য ও আঞ্চলিক নাম : ভেরেণ্ডা, রেড়ি, রেড়ী।
সংস্কৃত নাম : এরণ্ড, দীর্ঘদণ্ড, তরুণ, বৰ্দ্ধমানক,চিত্র, পঞ্চাঙ্গুল, ব্যাঘ্রপুচ্ছ, গন্ধৰ্ব্বহস্তক।
Common Name : Castor bean, Castor oil plant
Scientific Name : Ricinus communis
ছবি তোলার স্থান : বাজিতপুর, কিশোরগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৪/০২/২০১৭ ইং
পানের বরজ
অন্যান্য ও আঞ্চলিক নাম : তাম্বুলা, তাম্বুল, তানবুল, নাগাভাল্লী।
ছবি তোলার স্থান : মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/০৫/২০১৭ ইং
শিমুল গাছের কাঁটা
ছবি তোলার স্থান : রাজবাড়ি, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৯/১১/২০১৮ ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
গাছ-গাছালি; লতা-পাতা - ০১, গাছ-গাছালি; লতা-পাতা - ০২, গাছ-গাছালি; লতা-পাতা - ০৩, গাছ-গাছালি; লতা-পাতা - ০৪
গাছ-গাছালি; লতা-পাতা - ০৫, গাছ-গাছালি; লতা-পাতা - ০৬, গাছ-গাছালি; লতা-পাতা - ০৭, গাছ-গাছালি; লতা-পাতা - ০৮
গাছ-গাছালি; লতা-পাতা - ০৯, গাছ-গাছালি; লতা-পাতা - ১০
=================================================================
২৭ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ওখানে সংস্কৃত, আরবি ও হিন্দি নাম রয়েছে।
২| ২৭ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৪২
সাড়ে চুয়াত্তর বলেছেন: দুর্লভ সংগ্রহ আপনার। ডুমুরের ফুল কি আসলে হয়। জানেন না কি? এই নামে একটা সিনেমা ছোট বেলায় দেখেছিলাম। সিনেমাটা অনেক ভালো ছিল।
২৭ শে জুলাই, ২০২১ দুপুর ১:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বী স্যার ডুমুরের ফুল হয়।
এবং অন্য সকলের ন্যায় আপনিও সেই ফুল দেখেছেন।
আমরা ডাকে ডুমুর ফল বলি আসলে সেটিই ডুমুরের ফুলের উপরের আবরন। ওটি ফল নয়।
ডুমুরের পুষ্পবিন্যাসটি আবরণে ঢাকা থাকে তাই এর গঠন কাঠামোটা ফলের ন্যয় দেখা যায়। এ ধরনের পুষ্পবিন্যাসকে উদ্ভিদ বিজ্ঞানে সাইমোস পুষ্পবিন্যাস বলে। এর ভেতরটি পুরোটাই ফাঁপা থাকে। উপরের দিকে পুংপুষ্প এবং নিচের দিকে স্ত্রীপুষ্প থাকে। অর্থাৎ উভয় লিঙ্গ উদ্ভিদ। এ ধরনের ফুল যে শুধু ডুমুরে হয় তা নয়, বট, পাকুরসহ আরো অনেক উদ্ভিদেই বিদ্যমান।
৩| ২৭ শে জুলাই, ২০২১ দুপুর ২:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন পোস্ট মরু ভাইয়া
কখনো প্রয়োজন হলে আমি আপনার কাছ থেকে কিছু ফুলের নাম জেনে নেবো ইনশাআল্লাহ্ ফেসবুকের ম্যাসেঞ্জারে।
২৭ শে জুলাই, ২০২১ দুপুর ২:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন: সর্বদাই সুস্বাগতম, যখন প্রয়োজন নক করবেন। আমার স্বল্প জ্ঞানের মধ্যে যদি সেই ফুল পরিচিতো হয় তাহলে অবশ্যই নাম জানাবো।
৪| ২৭ শে জুলাই, ২০২১ দুপুর ২:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ সোহেন ভাইয়া
ভালো থাকুন
২৭ শে জুলাই, ২০২১ দুপুর ২:৫০
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার জন্যও শুভকামনা রইলো ছবি আপু।
৫| ২৭ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৪৫
চাঁদগাজী বলেছেন:
তরুণরা পান খায়?
২৭ শে জুলাই, ২০২১ বিকাল ৪:১৬
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি তরুণ বয়সে পান খেতেন?
৬| ২৭ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৫০
চাঁদগাজী বলেছেন:
না, আমি পান, সিগারেট কখনো খাইনি।
২৭ শে জুলাই, ২০২১ রাত ৯:৪২
মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও খাইনি কখনো।
এখনকার তরুনরাও খুব একটা খায় না বলেই মনে হয়।
৭| ২৭ শে জুলাই, ২০২১ রাত ১০:১৬
অপু তানভীর বলেছেন: পানের বরজটা বেশ চমৎকার । আমাদের এখানে পানের বরজের ভেতরে আরও বেশি অন্ধকার থাকে । ভেতরে ঢুকলে মনে হয় যেন অন্য জগতে চলে এসেছে ।
শিমুলের কাটা দেখে মনে হচ্ছে যেন অনেক গুলো ছোট ছোট পাহাড় একসাথে রয়েছে । বাসায় এসে বেশি বেশি ডিসকভারি চ্যানেল দেখছি তো তাই এমন মনে হচ্ছে।
২৭ শে জুলাই, ২০২১ রাত ১০:৪৮
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
পানের বরজের ভিতরাটা কিন্তু বেশ ঠান্ডাও হয়।
৮| ২৭ শে জুলাই, ২০২১ রাত ১০:৪৯
কামাল১৮ বলেছেন: উপরের ফলটি দিয়ে ছোট বেলায় লাটিম বানিয়ে ঘুরাতাম।আমাদের পাশের গ্রামে পানের বরজ ছিল।কুসংস্কারের কারনে নতুন করে কেউ পানের বরজ করতো না।সুন্দর পোষ্ট
২৭ শে জুলাই, ২০২১ রাত ১১:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
ছোট বেলায় আমিও ঐ ফল দিয়ে লাটিম বানিয়েছি।
পানের বরজর না করার কুসংস্কারটির বিষয়ে একটু বললে আগ্রহ মিটতো।
৯| ২৮ শে জুলাই, ২০২১ রাত ১২:১১
কামাল১৮ বলেছেন: যারা নতুন করে পানের বরজ করবে তাদের একটা কিছু অমঙ্গল হবে।আমার মনে হয় এই কথাটা পানের করজের মালিকরাই কৌশলে ছড়িয়েছে, ব্যবসায় একচেটিয়া থাকার জন্য।
২৮ শে জুলাই, ২০২১ রাত ১২:২৭
মরুভূমির জলদস্যু বলেছেন: হুম, এমন নানান ধরনের কুসংস্কার এখনো টিকে আছে আমাদের বাংলাজুড়ে।
পানের বরজে সাধারনত কোনো যুবতী মেয়েকে ঢুকতে দেয় না।
১০| ২৮ শে জুলাই, ২০২১ রাত ২:০৭
স্প্যানকড বলেছেন: পিটুলি, ডুমুর কি সবজির মতন ব্যবহার হয় ? আসলে জানি না। সুন্দর হইছে তবে কাঁটা দেইখা ভয় পাইছি। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
২৮ শে জুলাই, ২০২১ সকাল ১১:৩৯
মরুভূমির জলদস্যু বলেছেন: পিটুল খাওয়অর অযোগ্য যতদূর জানি।
ডুমুরের অনেক প্রজাতি আছে। কিছু কিছু কাঁচা ডুমুর রান্না করে খাওয়া চলে। কিছু কিছু ভর্তা বা চাটনি তৈরি করে খাওয়া হয়। আবার কিছু ডুমুর আছে যেগুলি পাঁকলে ভিতরের বীজ ও শাশালো অংশ খাওয়া হয়। খেতে হালকা মৃষ্টি।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
শুভকামনা রইলো, আপনিও ভালো থাকুন।
১১| ২৮ শে জুলাই, ২০২১ সকাল ৭:১৩
ডঃ এম এ আলী বলেছেন:
পোষ্টে থাকা গাছ গাছালি লতাপাতার ছবি সুন্দর হয়েছে ।
মেরাগুটা জলাসয়ের কাছাকাছি থাকা উদ্ভিত , এই
গাছ যেখানে থাকবে তার গড়া পর্যন্ত বর্ষাকালে
জোয়ারের পানি উঠবেই । এটা পরিক্ষিত ।
নীচে দেখানো টিপাটিপি ফলের চাড়া কোথায় পাওয়া যাবে
তার সন্ধান জানা থাকলে দিলে খুশী হবো ভাই। এর বিচি লাগিয়ে দেখেছি , চাড়া গজায়না ।
নার্সারীতেও এর সন্ধান মিলে নাই ।ঢাকার রাজপথের ফল বিক্রেতারাও এর সন্ধান জানেনা ।
অপনি নিশ্চয়ই জানেন যে টিপাটিপি ফল এক ধরনের টক মিষ্টি অপ্রচলিত ফল। এর অন্যান্য
নামগুলো হলো- টিপফল, টিপটিপানি, টিপাটিপি, লুকলুকি, পেলাগোটা, প্যালা, পায়েলা, ঝিটকি,
পলাগোটা, টরফই, পানিয়ালা, পানি আমলা, পাইন্না, পাইন্যাগুলা, বেহুই ইত্যাদি। এর ইংরেজি
নাম Indian plum বা coffee plum ।
শুভেচ্ছা রইল
২৮ শে জুলাই, ২০২১ সকাল ১১:৫৩
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে স্যার।
মেরা গোটা গাছ জলের ধারেই বেশী হয়, বিশেষ করে বর্ষার জল যেখানে আসে। পরিপক্ক ফল জলে ভেসে গিয়ে অন্যত্র বংশবিস্তার করে। জলে ছেলেদের খেলার উপকরণ হয়। জলের ধারের একটি ছবি আগামিতে এই সিরিজে দিবো আমি।
আপনি যে ফলটির ছবি দিয়েছেন আমাদের এলাকায় সেটির নাম পেলাগোটা। খুবই সুস্বাদু একটি দেশী ফল। বুনো ফলও বলা চলে। গাছে বড় বড় কাঁটা হয়।
আমার ছাদে একটি গাছ আছে প্রায় ৫ বছর বয়স। এখনো ফল হয়নি। কারণ সম্ভবতো গাছটিতে রোদ পরে না। মাস খানেক আগে হঠাত করে দেখেছি ফুল এসেছে।
আমি গাছটি কিনেছিলাম বনশ্রীর একটি নার্সারি থেকে। নার্সারিতে খুব একটা পাওয়া যায় না এই গাছ। গ্রামের দিকে খোঁজ করলে পাওয়া যেতে পারে। আমি কোনো খোঁজ পেলে অবশ্য আপনাকে জানাবো।
আপনার জন্য শুভকামনা রইলো।
১২| ২৮ শে জুলাই, ২০২১ সকাল ১০:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ দারুন সব গাছ গাছালি লতা পাতার ছবি..
কত স্মৃতি মনে করিয়ে দেয়
+++
২৮ শে জুলাই, ২০২১ সকাল ১১:৫৪
মরুভূমির জলদস্যু বলেছেন: আসলেই অনেক স্মৃতি মনে করিয়ে দেয়।
বিশেষ করে পিটুলি আমার ছোটবেলার স্মৃতিতে জড়িত।
১৩| ২৮ শে জুলাই, ২০২১ দুপুর ১২:১৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ছবি যেন কথা বলে।
২৮ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫২
মরুভূমির জলদস্যু বলেছেন: কিছু ছবি খুঁচিয়ে খুঁচিয়ে স্মৃতিকে সামনে এনে দেয়।
১৪| ২৮ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৪৭
রাজীব নুর বলেছেন: পিটুঁলি আর ভেন্না জীবনে প্রথম দেখলাম।
২৮ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫৩
মরুভূমির জলদস্যু বলেছেন: গ্রামের জিনিস শহরের মানুষ না চেনারই কথা।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: পানের নামগুলি বেশ। আগে শুনিনি ।