নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বইয়ের নাম : জীবনকৃষ্ণ মেমোরিয়াল হাইস্কুল
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : উপন্যাস
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০০৫
প্রকাশক : অনন্যা
পৃষ্ঠা সংখ্যা : ৮০ টি
সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট
কাহিনী সংক্ষেপ :
জীবনকৃষ্ণ বাবু তার জীবনের সমস্ত উপাহর্জন জনহিতকর কাজে ব্যয় করেছেন। তার মধ্যে একটি হচ্ছে জীবনকৃষ্ণ মেমোরিয়াল হাই স্কুল। সেই আদি কাল থেকে স্কুলটি চলে আসছে। বর্তমানে নানান সমস্যায় জর্জরিত স্কুলটি কোন রকমে টিকে আছে। স্কুলের বর্তমান হেডমাস্টার সাহেব অনেক দিন ধরেই স্কুলের সাথে আছেন। তার চিন্তা চেতনায় স্কুল ছাড়া আর কিছু নেই। স্কুলের প্রতিটি ছাত্রের নাম তিনি জানেন, কে কেমন ছাত্র তাও তিনি জানেন।
একবার ঢাকায় গিয়ে তার এক পুরনো ছাত্রের সাথে দেখা হয়। সেই ছাত্র পরে ৭ লাখ টাকার একটি সরকারী অনুদানের ব্যবস্থা করে দেয়। সেই সরকারি চিঠি পেয়ে হেডমাস্টার সাহেব নানা পরিকল্পনা করেন স্কুল নিয়ে। এর মাঝে এলাকার মন্ত্রী তার নিজের মায়ের নামে আরেকটি স্কুল তৈরি করে। একই গ্রামে দুটি স্কুল হয়। নতুন স্কুলে নানা সুযোগে-সুবিধার কারণে বেশীরভাগ ছাত্র নতুন স্কুলে চলে যায়। এমনকি অনেক পুরনো শিক্ষকও চাকরি ছেড়ে দিয়ে নতুন স্কুলে জয়েন করেন।
এরমাঝে সরকারি চিঠি আসে, স্কুলে ছাত্রা কম থাকায় অনুদানটি বাতিল করা হয়েছে। হেডমাস্টার সাহেব এবং আরো কয়েকজন শিক্ষক মিলে সেই বছর এস.এস.সি. পরীক্ষার্থীদের বিশেষ কোচিং এর ব্যবস্থা করেন। প্রতিটি ছাত্রকেই সারাদিন স্কুলে থেকে বিভিন্ন শিক্ষক পালাক্রমে পড়ান।
পরীক্ষার ফলাফল যখন বের হয় তখন দেখা যায় জীবনকৃষ্ণ মেমোরিয়াল হাই স্কুলের একজন ছাত্র সারাদেশে সেক্নড স্টেন্ড করেছে। আশা করা যায় এবার স্কুলের নাম ছড়াবে, আবার ছাত্র ছাত্রী আসবে।
----- সমাপ্ত -----
=======================================================================
আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ
আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ
ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী
২৬ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৫২
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনাকে কে বলেছে ভালো শিক্ষক নেই!!
আপনি হয়তো দেখেন নি। আমি ভালো শিক্ষক দেখেছি।
সংখ্যায় কম হলেও ভালো শিক্ষক আছেন।
২| ২৬ শে জুলাই, ২০২১ রাত ১০:০৮
সেলিম আনোয়ার বলেছেন: ভালো শিক্ষকের খুব অভাব। শিক্ষকদের বিনয়ের অভাব। সামাজিক দায়বদ্ধতার অভাব। অর্থের লোভও অনেক বেশি। মানে শিক্ষকতা যে সম্মানজনক পেশা সে বিষযে কেউ কারু খেয়াল থাকে না। তারা সোচ্চার টাকা পয়সা দূর্ণীতি নিয়ে্ ।একজন লোভী দূর্ণীতি পরায়ণ শিক্ষক জাতিকে কতটুকু নৈতিক শিক্ষা দেবে। হুমায়ূন আহমেদ স্যার তার গল্পগুলোতে শিক্ষকদের সবসময় একটা আদর্শের জায়গায় রেখেছেন। আর এখনকার বাস্তবতা সম্পূর্ণ আলাদা। উপসংহারে তবু এতটুকু বলতে পারি মা বাবার পরে শিক্ষকদেরই বেশি সম্মান করি।
২৬ শে জুলাই, ২০২১ রাত ১০:১২
মরুভূমির জলদস্যু বলেছেন: খুব ভালো বলেছেন।
অল্প কিছু ভালো শিক্ষকই আছেন এখনো।
আমিও শিক্ষকদের সম্মান করি, আগামীতেও সব সময় করবো।
৩| ২৭ শে জুলাই, ২০২১ রাত ১:৪১
আমারে স্যার ডাকবা বলেছেন: ভাই কি বর্তমান ইস্যুর কারনে এই রিভিউ লিখলেন?
ভিকারুননিসার অধ্যক্ষ কা.না. মুকুল ম্যাডামের মতো যদি ফজলুল করিম স্যার ব্যাগে পিস্তল নিয়ে ঘুরতেন, বালিশের নিচে পিস্তল রেখে ঘুমাতেন তবে তার এতো ঝামেলায় যেতে হইতো না
২৭ শে জুলাই, ২০২১ দুপুর ১২:০৯
মরুভূমির জলদস্যু বলেছেন: না স্যার আমি বর্তমানের খবর রাখি না।
সংবাদপত্র পড়ি না, সংবাদ দেখি না, টকশো দেখি না। তাই বর্তমানের খবরও পাই না।
হুমায়ূন আহমেদের বইগুলি নিয়োমিত কাহিনী সংক্ষেপ লিখে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় এই পোস্ট।
৪| ২৭ শে জুলাই, ২০২১ দুপুর ১:৩১
রাজীব নুর বলেছেন: বইটা অনেক আগে পড়েছি। হাতের কাছে থাকলে আরেকবার পড়ে নিতাম।
২৭ শে জুলাই, ২০২১ দুপুর ১:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি একন সব পিডিএফ ফাইলে পড়ি এ্যামাজন টেবে।
©somewhere in net ltd.
১| ২৬ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৪৮
চাঁদগাজী বলেছেন:
যাক, উনি কিছু ভালো শিক্ষক দেখে গেছেন; এখন ভালো শিক্ষক নেই।