নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ছেলেটা – হুমায়ূন আহমেদ (কাহিনী সংক্ষেপ)

২১ শে জুলাই, ২০২১ রাত ৮:৫৭

বইয়ের নাম : ছেলেটা
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : উপন্যাস
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০০৫
প্রকাশক : সময় প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা : ৮৬ টি



সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট


কাহিনী সংক্ষেপ :
রনির বয়স নয় বছর। সে থাকে তার সৎ বাবা মার সাথে। রনি এক বিশাল ধনী পরিবারের ছেলে। তার জন্মের পরে তার মা মারা গেলে তার বাবা আবার বিয়ে করেন। রনির বয়স যখন দুই তখন তার বাবাও মারা যায়, তখন তার সৎ মা আবার বিয়ে করেন। তাই রনি এখন থাকে তার সৎ বাবা মার সাথে। রনির বাবা মারা যাওয়ার আগে সমস্ত সম্পত্তি রনির নামে লিখে দিয়ে যায়।

রনির দাদা চান রনির কাস্টাডি যেন তার দাদার কাছে থাকে, অন্যদিকে আদালতে ফয়সালা হয় রনি থাকবে তার সৎ বাবা মার সাথে। সেখানে থেকেই রনি স্কুলে পরাশুনা করে। একদিন মহাব্বত আলী নামের একজন এলো রনির আর্ট শিক্ষকের চাকরি নিতে। রনির মা তাকে অপছন্দ করে চাকরি না দিলেও রনির তাকে খুবই পছন্দ হয়।

একদিন স্কুল হঠাৎ করেই সময়ে আগে ছুটি হয়ে গেলে রনি মহাব্বত আলীর সাথে রিকসায় অনেকক্ষণ ঘুরে বেড়ালো। বাসায় ফেরার পরে সবাই তাকে জেরা করতে থাকলো। রনি সত্যি কথা বললো, শুধু মহাব্বত আলীর নাম বললো না। আরেক দিন রনি টিফিনের সময় মহাব্বত আলীর সাথে বেরিয়ে এলো। রনি মহাব্বত আলীর মাঝে তার মৃত বাবার অনেক মিল দেখতে পেয়ে আরো বেশী আকৃষ্ট হয়ে গেলো। সবাই খুব সতর্ক হয়ে গেলো, রনিকে পাহারা দিয়ে রাখা শুরু হলো।

শেষে আরেকদিন স্কুল ছুটির পরে রনিকে আর কোথাও খুঁজে পাওয়া গেলো না। সবদিকে খোঁজা হলো, টিবিতে ছবি সহ নিখোঁজ সংবাদের ঘোষণা হলো। তখন রনির ক্লাসমেট লুতপাইন সেই ঘোষণা দেখে খুব কান্না শুরু করলো। লুতপাইন রনিকে খুবই ভালোবাসতো। রনির পাশের সিটেই সব সময় বসতো। কিন্তু রনি তাখে ভালোবাসতো না।

এদিকে রনি তখন স্কুল ছুটির পরে পিছনের গাছ বেয়ে স্কুলের ছাদে উঠে লুকিয়ে ছিলো। সন্ধ্যার পরে যখন সে ছাদ থেকে নামতে চেষ্টা করে তখন আর নামতে পারে না। চারধার অন্ধকার হয়ে যায়, রনি ভয় পেতে শুরু করে। তখনই রনি দেখতে পায় টর্চ নিয়ে মহাব্বত আলী এসেছে। মহাব্বত আলী রনিকে সেখান থেকে নামিয়ে নিয়ে যায় লুতপাইনের বাড়িতে। আর বলে লুতপাইনকে কষ্টা না দিতে।

এই দিনের পরে রনি আর মহাব্বত আলীকে দেখতে পায় না। বিশ বছর পরে রনি আর লুতপাইনের বিয়ের দিন রনি আবার মহাব্বত আলীকে দেখতে পায়। এভাবেই শেষ হয় ছেলেটির গল্প।

----- সমাপ্ত -----


=======================================================================

আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ

আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়


তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ

ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০২১ রাত ৯:১৬

বিজন রয় বলেছেন: হুমায়ূন আহমেদের অবদানকে স্মরণ করছি।

আর আপনাকে ধন্যবাদ এই পোস্টের জন্য।

২১ শে জুলাই, ২০২১ রাত ৯:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকেও দাদা।

২| ২১ শে জুলাই, ২০২১ রাত ৯:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
'আধা ভৌতিক !!
ভালো লাগলে কহিনী সংক্ষেপ!
আগের মতাই ধন্যবাদ জানাই।

২১ শে জুলাই, ২০২১ রাত ১০:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনাকেও ধন্যবাদ জানাই মন্তব্যের জন্য।

৩| ২২ শে জুলাই, ২০২১ রাত ৩:১৪

ডঃ এম এ আলী বলেছেন:

২২ শে জুলাই, ২০২১ সকাল ৯:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: ঈদ মোবারক

৪| ২২ শে জুলাই, ২০২১ রাত ৯:০৮

নিয়াজ মোর্শেদ বলেছেন: Good post.

২৩ শে জুলাই, ২০২১ রাত ৩:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

৫| ২৩ শে জুলাই, ২০২১ রাত ১:১৭

সাহাদাত উদরাজী বলেছেন: গল্পের ভিন্নতা আছে।

২৩ শে জুলাই, ২০২১ রাত ৩:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.