নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামান্য ঘুরে বেড়াবার ব্যারাম আছে আমার। বেড়ার সময় সুযোগ মতো স্মৃতি ধরে রাখার জন্য কিছু ছবিও তুলে রাখি আমি। সেই সুবাদে ২০১৫ সালের মে মাসের শেষ দিকে গিয়েছিলাম কাশ্মীর ভ্রমণে। পেহেলগামের বেতাব ভ্যালিতে গিয়েছিলাম তখন। বেতাব ভ্যালির সৌন্দর্যে বিমহিত হয়ে কিছু ছবি তুলেছিলাম।
ছবি তোলার স্থান : বেতাব ভ্যালি, পেহেলগাম, কাশ্মীর, ভারত।
ছবি তোলার তারিখ : ২৭/০৫/২০১৫ইং
ছবি তোলার স্থান : বেতাব ভ্যালি, পেহেলগাম, কাশ্মীর, ভারত।
ছবি তোলার তারিখ : ২৭/০৫/২০১৫ইং
ছবি তোলার স্থান : বেতাব ভ্যালি, পেহেলগাম, কাশ্মীর, ভারত।
ছবি তোলার তারিখ : ২৭/০৫/২০১৫ইং
ছবি তোলার স্থান : বেতাব ভ্যালি, পেহেলগাম, কাশ্মীর, ভারত।
ছবি তোলার তারিখ : ২৭/০৫/২০১৫ইং
ছবি তোলার স্থান : বেতাব ভ্যালি, পেহেলগাম, কাশ্মীর, ভারত।
ছবি তোলার তারিখ : ২৭/০৫/২০১৫ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
ঐ দূর পাহাড়ের ধারে.... ০১, ঐ দূর পাহাড়ের ধারে.... ০২, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৩, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৪
ঐ দূর পাহাড়ের ধারে.... ০৫, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৬, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৭, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৮
ঐ দূর পাহাড়ের ধারে.... ০৯, ঐ দূর পাহাড়ের ধারে.... ১০, ঐ দূর পাহাড়ের ধারে.... ১১
১৭ ই জুলাই, ২০২১ রাত ১২:০৩
মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
২| ১৭ ই জুলাই, ২০২১ রাত ১২:১৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার প্রতিটি ছবি মনে হয়
ওয়াল পেপার !! এত দারুন
সুন্দর ছবি কি করে তুলেন !!
১৭ ই জুলাই, ২০২১ রাত ১২:৪৯
মরুভূমির জলদস্যু বলেছেন: এইটা স্থান আর ক্যামেরার গুণ হয়, আমার কোনো কেরামতি নাই।
৩| ১৭ ই জুলাই, ২০২১ রাত ১:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এটা্ আপনার বিনয় !!
আপনার ছবি দেখে
কবি গুরুর ভাষায় বলতে ইচ্ছে হয়
তুমি কেমন করে গান করো হে গুনী
থুক্কু!! তুমি কেমন করে ছবি তোল হে গুনী
আমি মুগ্ধ হয়ে চেয়ে থাকি !!
১৭ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৩৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে প্রশংসার জন্য প্রিয় নূর মোহাম্মদ নূরু।
৪| ১৭ ই জুলাই, ২০২১ রাত ১:০৩
মেহবুবা বলেছেন: প্রকৃতি ছবি তুলবে বলে এমনি করে সেজে আছে কত যুগ ধরে কাশ্মীরে! কোন্ ক্যামেরা দিয়ে তোলা? চমৎকার ।
১৭ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৩৫
মরুভূমির জলদস্যু বলেছেন: মেহবুবা বলেছেন: প্রকৃতি ছবি তুলবে বলে এমনি করে সেজে আছে কত যুগ ধরে কাশ্মীরে!
ঠিক বলেছেন। যতই বাঁধা থাকুক, ওর সৌন্দর্য যুগে যুগে মানুষকে আকৃষ্ট করেছে, আগামীতেও করবে।
ছবিগুলি ধারকরা Canon EOS 1100D ক্যামেরা দিয়ে তুলা ছিলো।
অশেষ ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
ভালো থাকবেন।
৫| ১৭ ই জুলাই, ২০২১ রাত ১:১১
রোকসানা লেইস বলেছেন: কাশ্মীরে ভ্রমন কি এখন নিরাপদ।
যখন ইণ্ডিয়ার অনেক প্রদেশে গেলাম । কাশ্মীরে যেতে পারলাম না। নিষেধ ছিল ভ্রমনকারীর উপর।
এখন এমন অনেক সৌন্দর্য দেখেছি যেমন সুইজারল্যান্ড । তবে প্রত্যেক জায়গার আলাদা সৌন্দর্য্ সেখানে গিয়েই দেখতে হয়।
সুন্দর ছবি।
ভ্রমণটা কেমন ছিল লিখলে ভালোলাগত।
১৭ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন: যতদূর জানি কাশ্মীর ভ্রমণে এখন কোনো বাঁধা নেই।
তবে প্রত্যেক জায়গার আলাদা সৌন্দর্য্ সেখানে গিয়েই দেখতে হয়।
শতভাগ খাঁটি কথা বলেছেন। আমি এক যায়গার সৌন্দর্য অন্য যায়গার সাথে কখনো তুলনা করতে রাজি নই।
কাশ্মীর ভ্রমণ অসাধারণ ছিলো।
সময় করে লিখবো হয়তো কখনো আল্লাহ চাহেতো।
অশেষ ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
ভালো থাকবেন।
৬| ১৭ ই জুলাই, ২০২১ সকাল ১০:৫০
মোস্তফা সোহেল বলেছেন: সত্যি অসাধারন!
১৭ ই জুলাই, ২০২১ বিকাল ৩:২৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
৭| ১৭ ই জুলাই, ২০২১ দুপুর ১:৪৪
হাবিব বলেছেন: মনোরম
১৭ ই জুলাই, ২০২১ বিকাল ৩:২৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
৮| ১৭ ই জুলাই, ২০২১ বিকাল ৪:১৩
মিরোরডডল বলেছেন:
ঐ দূর পাহাড়ের ধারে
এই শিরোনামে পাগলার সবগুলো পোস্টের সব ছবি সুন্দর ।
সবুজ পাহাড় আর আকাশের মিতালী ।
এর চাইতে সুন্দর আর কি আছে !
১৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪২
মরুভূমির জলদস্যু বলেছেন: পাহাড়, বন, সমূদ্র আর প্রকৃতির রূপ সবাইকেই মুগ্ধ করে।
আমার পোস্টকে মূল্যায়ন করায় অশেষ ধন্যবাদ জানাই।
৯| ১৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৪
অপু তানভীর বলেছেন: পাহাড় আমার সব সময় পছন্দ । পাহাড়ের দিকে একভাবে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকা যায় । যতবার গিয়েছি পাহাড়ে ততবার এমন হয়েছে নির্জনে বসে একভাবে তাকিয়ে রয়েছি সেদিকে । যত দেখি তবুও যেন মন ভরে না এমন একটা অবস্থা !
পোস্টে প্লাস !
১৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৮
মরুভূমির জলদস্যু বলেছেন: পাহাড় আমারও বেশ পছন্দ।
সাজেকে আমি মেঘমাচাং এর বারান্দায় ভোর রাত থেকো সকাল পর্যন্ত বসে ছিলাম একা একা শুধু পাহাড় আর মেঘের খেলা দেখতে।
©somewhere in net ltd.
১| ১৭ ই জুলাই, ২০২১ রাত ১২:০১
সেলিম আনোয়ার বলেছেন: ভূ-স্বর্গ কাশ্মিরের চমৎকার কিছু ছবিসম্বলিত পোস্টের সফল রূপায়ন।
সুন্দর।+