নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বইয়ের নাম : ছায়াসঙ্গী
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : আদি ভৌতিক গল্প সংকলন
প্রথম প্রকাশ : জানুয়ারী ২০০৪
প্রকাশক : দিব্যপ্রকাশ
পৃষ্ঠা সংখ্যা : ১০৪ টি
সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট
কাহিনী সংক্ষেপ :
এটি একটি আদি ভৌতিক গল্প সংকলনের বই। বইটিতে মোট নয়টি ছোট ছোট আদি ভৌতিক গল্প রয়েছে।
১। ছায়াসঙ্গী
মন্তাজ নামের ছোট একটি ছেলে মারা যাওয়ার পরে কবর দেয়া হয়। কবর দেয়ার পরে তার বড় বোন বাড়ির লোকদের বলতে থাকে মন্তাজ এখনো জীবিত আছে। পরে গ্রামের মাওলানার অনুমতি নিয়ে কবর খোরা হলে দেখা যায় মন্তাজ আসলেই জীবিত। পরে মন্তাজ লেখককে জানায় কবরে তার সাথে একজন ছিল। সে তাকে অভয় দিয়েছিল বলে তার কোন ভয় করে নি।
২। শবযাত্রা
লেখক তার বন্ধুর সাথে আলাপ কালে তার বন্ধু লেখককে নিজের জীবনের একটি ভয়াবহ অভিজ্ঞতার কথা জানায়। লেখকের বন্ধু একটি নির্জন বাড়িতে এক বর্ষার রাতে একটি ভয়াবহ অতিপ্রাকৃতিক ঘটনা দেখেন। তার ধারনা সেই ঘটনার বাকি কিছু অংশ পরে তিনি আবার কখনো দেখতে পাবেন।
৩। ওইজা বোর্ড
নাসরিনের ভাই বিদেশ থেকে এসেছে আট বছর পরে, সাথে তার বিদেশিনী বউ। নাসরিনের ভাই তাকে একটা ওইজা বোর্ড দেন। এটা দিয়ে প্লানচেটের মত করে আত্মার সাথে যোগাযোগ করা যায়। ছেলেমানুষী একটা খেলনা। এই খেলনা নিয়ে খেলায় বসে নাসরিনের যোগাযোগ হয়ে যায় এক আত্মার সাথে।
৪। সে
একটি আধুনিক ক্লিনিকে খুবই প্রভাবশালী পরিবারের এক তরুণী ভর্তি হয়, সে প্রেগনেন্ট। তরুণী বধুটি তার ডাক্তারকে বলে সে স্বপ্ন দেখেছে তার ছেলে তাকে বলছে জন্মের পরেই সবাই মিলে তাকে মেরে ফেলবে। ডাক্তার তাকে আশ্বস্ত করে তেমন কিছুই সে হতে দিবে না। কিন্তু শিশুটি জন্মের পরে দেখা যায় বিদঘুটে একটি জীবের জন্ম হয়েছে, যাকে জীবিত রাখার কোন সুযোগ নেই।
৫। দ্বিতীয়জন
নতুন বিয়ের কদিন পরেই হঠাৎ করে রাতের বেলা পানি পিপাসা লাগায় মেয়েটি তার পাশে ঘুমন্ত স্বামীকে রেখে খাট থেকে নিচে নামে। তখনই পাশের ঘরে শব্দ শুনে উকি দিয়ে দেখে তারই স্বামী বসে বই পড়ছে। ভয় পেয়ে খাটে এসে ঘুমন্ত স্বামীর পাশে শুয়ে পরে। এভাবেই চলতে থাকে দিনের পর দিন। মেয়েটি জানতে পারে তার স্বামীর প্রথম স্ত্রী মাথা খারাপ হয়ে মারা যায়। সেও নাকি দুজন স্বামী দেখত, কে আসল কে নকল বুঝতে পারতো না।
৬। বেয়ারিং চিঠি
জমির সাহেবের কাছে হঠাৎ করেই বিয়ারিং চিঠি এলো। অপরিচিত সুস্মিতা নামের কেউ একজন তাকে বাসে চড়ে অফিসে যেতে নিষেধ করেছে। সুস্মিতা স্বপ্নে দেখেছে বাস থেকে পড়ে জমির সাহেবের পা ভেঙ্গেছে। আর পরদিন ঠিক তাই হলো। এভাবে বেশ কবার এই বিয়ারিং চিঠি তিনি পেলেন।
৭। বীনার অসুখ
বীণাকে বিয়ের জন্য একটি লোক দেখতে আসে। বীণাকে ছেলের খুবই পছন্দ হয়। অন্যদিকে বিনা বা তার মামার কারই ছেলেকে পছন্দ হয়না। বীণার মামা ছেলেদের মানা করে দেন। কিন্তু ছেলেটি চুপি চুপি বীণার পেছন পেছন প্রতিদিন বীণার কলেজ পর্যন্ত যেত। এদিকে বীণা ছেলেটিকে এতটাই অপছন্দ করে যে রাতে সে ছেলেটিকে নিয়ে দুঃস্বপ্ন দেখতে শুরু করে।
৮। কুকুর
একজন লোক হঠাৎ করেই দেখেন কয়েকটি ছেলে একটি ছোট্ট কুকুরের ছানাকে কেরশিনে ভিজিয়ে তার গলায় ঘুঙ্গুর বেধে আগুনে ফেলে দিচ্ছে। লোকটি চেষ্টা করে আগুনে ঝাপিয়ে পরে কুকুরের ছানাটিকে বাচাতে। কুকুর ছানাটি পুরে কয়লা হয়ে যায়, আর আগুনে ঝলসে যায় যুবকটিও। মরতে মরতে কোন রকমে প্রাণে বাঁচে সে। তারপর থেকে কিছু দিন পরপরই গভীর রাতে অসংখ্য কুকুর তার বাড়ির চারদিকে চুপটি করে বসে থাকে। সেই কুকুরের দলে মৃত সেই কুকুরছানাটিও থাকে।
৯। ভয়
লেখক পরীক্ষার কাজে গ্রামের এক কলেজে গেছেন। সেখানে রাতের বেলা তার সাথে আলাপ করেন কলেজের এক শিক্ষক। আলাপ শেষে তিনি যখন চলে যায় তখনই লেখক তীব্র ভয়ে আচ্ছন্ন হয়ে যায়। পরপর কয়েক রাতে এমন হওয়ার পরে লেখক জানতে পারে প্রিন্সিপালের এক পাগল ছেলে আছে। সেই ছেলের পাগল হওয়ার পিছনে এই ভয়ই কাজ করেছে বুঝতে পেরে সেদিন রাতেই লেখক সেখান থেকে চলে আসেন।
----- সমাপ্ত -----
=======================================================================
আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ
আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ
ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী
১৪ ই জুলাই, ২০২১ সকাল ১১:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে পরামর্শের জন্য।
হুমায়ুন আহমেদ আপনার প্রিয় লেখক জেনে ভালো লাগলো।
২| ১৪ ই জুলাই, ২০২১ সকাল ১১:৩৩
গফুর ভাই বলেছেন: হুমায়ুন আহমেদ এর ভৌতিক গল্প গুলা অন্যভাবে আমকে আকর্ষণ করে।এই গল্প গুলা অনেক আগেই পড়া হইছে।
১৪ ই জুলাই, ২০২১ সকাল ১১:৪৪
মরুভূমির জলদস্যু বলেছেন: রাতের বেলা পড়লে অন্য রকম লাগে।
আর যদি ঘরে একা থাকা যায় তাহলেতো কথাই নেই।
৩| ১৪ ই জুলাই, ২০২১ দুপুর ১২:২৫
আরোহী আশা বলেছেন: হুমায়ূন আহমেদের সবগুলো লেখাই অসাধারন। দারুণ লিখেছেন কাহিনী সংক্ষেপ
১৪ ই জুলাই, ২০২১ দুপুর ২:২৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ প্রশংসা জন্য।
৪| ১৪ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৩১
হাবিব বলেছেন: সুন্দর কাহিনী সংক্ষেপ.++
১৪ ই জুলাই, ২০২১ দুপুর ২:২৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ প্লাসের জন্য।
৫| ১৪ ই জুলাই, ২০২১ দুপুর ১:১২
সেলিম আনোয়ার বলেছেন: ছায়াসঙ্গী ব্যতিক্রমী। কবর দেয়ার পর বেচে থাকা বা উঠা ভাবলে গা শিউরে ওঠে।
কাহিনী সংক্ষেপ সুন্দর ।
১৪ ই জুলাই, ২০২১ দুপুর ২:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
ঠিক বলেছেন। বিশেষ করে রাতের বেলা পড়লে অন্য রকম লাগে।
আর যদি ঘরে একা থাকা যায় তাহলেতো কথাই নেই।
৬| ১৫ ই জুলাই, ২০২১ রাত ২:১৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বরাবরের মতো
পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ।
১৫ ই জুলাই, ২০২১ দুপুর ১২:১৯
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ১৪ ই জুলাই, ২০২১ সকাল ১১:১৬
কবিতা ক্থ্য বলেছেন: আরেকটু বিশদ লিখলে আমার জন্য ভালো হতো।
হুমায়ুন আহমেদ আমার সবচইতে প্রিয় লেখক। পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ।