নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিন্দুদের ধর্মগ্রন্থ মহাভারতের কথা আমরা সকলেই জানি। আমি এটিকে পড়ছি একটি কল্পকাহিনীর সাহিত্য হিসেবে। পড়তে গিয়ে দেখলাম কিছু গাছের কথা উল্লেখ আছে এই অতি-প্রাচীন বইটিতে। সেখান থেকে কোনো গাছ চিনতে পারলে আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে রইলো।
মহাভারতে উল্লেখিত গাছ - ০০১ : আকন্দ
অন্যান্য ও আঞ্চলিক নাম : রক্ত আকন্দ, লাল আকন্দ, অর্ক, সুর্য্যাহবয়, ক্ষীরী, সদাপুষ্প, বিকীরণ, মন্দার, বসুক,অলর্ক, রাজাহব, দিব্যপুম্পিক, হ্রাসভাগনি, অর্কনাম, অর্কপর্শ, বিকীরণ, রক্তপুষ্প, শুরুফল, আস্ফোত।
Common Name : Crown flower, bowstring hemp, crownplant, giant calotrope, Giant Indian Milkweed, Giant Milk Weed, swallow-wort
Scientific Name : Calotropis gigantea
সেই সময় আয়োদ ধৌম্য নামে এক ঋষি ছিলেন।
উপমন্যু, আরুণি ও বেদ নামে তাঁর তিন জন শিষ্য ছিলো।
তিনি তাঁর শিষ্য উপমন্যুকে আদেশ দিলেন - তুমি আমার গো রক্ষা কর।
উপমন্যু সারাদিন গরু চরিয়ে সন্ধ্যায় গুরুকে প্রণাম করতে লাগলেন।
একদিন গুরু জিজ্ঞাসা করলেন ,বৎস, তুমি কি খাও? তোমায় বেশ স্থূল দেখছি ।
উপমন্যু বললেন ,আমি ভিক্ষা করে জীবিকা নিবার্হ করি।
গুরু বললেন , আমাকে নিবেদন না ক'রে ভিক্ষান্ন ভোজন করা উচিৎ নয়।
তারপর থেকে উপমন্যু ভিক্ষাদ্রব্য এনে গুরুকে দিতেন।
তথাপি তাঁকে পুষ্ট দেখে গুরু বললেন, তুমি যা ভিক্ষা পাও সবই তো আমি নিই, তুমি এখন কি খাও?
উপমন্যু বললেন, প্রথমবার ভিক্ষা করে আপনাকে দিই, তারপর আবার ভিক্ষা করি, তাতেই আমার জীবিকা র্নিবাহ হয়।
গুরু বললেন, এ তোমর অন্যায়, এতে অন্য ভিক্ষাজীবিদের ক্ষতি হয়, তুমি লোভী হয়ে পড়ছো।
তারপর উপমন্যু একবার মাত্র ভিক্ষা করে গুরুকে দিতে লাগলেন।
গুরু আবার তাকে প্রশ্ন করলেন, বৎস , তোমাকে তো অতিশয় স্থূল দেখছি, এখন কি খাও?
উপমন্যু বললেন, আমি এই সব গরুর দুধ পান করি।
গুরু বললেন, আমার অনুমতি বিনা গরুর দুধ পান করা অন্যায়।
উপমন্যু গরুর দুধ পান করা বন্ধ করলেন।
উপমন্যু তারপরেও স্থূলকায় রয়েছেন দেখে, গুরু বললেন, এখন কি খাও?
উপমন্যু বললেন, স্তন্যপানের পর বাছুররা যে ফেন উদগার করে তাই খাই।
গুরু বললেন, এই বাছুররা দয়া করে তোমার জন্য প্রচুর ফেন উদগার করে, তাতে এদের পুষ্টির ব্যাঘাত হয়; ফেন খাওয়া ও তোমার উচিৎ নয় ।
গুরুর সকল উপদেশ মেনে নিয়ে উপমন্যু গরু চরাতে লাগলেন। একদিন তিনি ক্ষুধার্ত হয়ে আকন্দ পাতা খেলেন। সেই ক্ষার তিক্ত, রুক্ষ, তীক্ষ্ম বস্তু খেয়ে তিনি অন্ধ হলেন এবং চলতে চলতে কূপের মধ্যে পড়ে গেলেন। সূর্যাস্তের পর উপমন্যু ফিরে এলেন না দেখে আয়োদ ধৌম্য বললেন, আমি তার সকল প্রকার খাদ্যই নিষিধ করেছি, সে নিশ্চয় রাগ করেছে, তাঁকে খোঁজা উচিৎ। এই বলে তিনি শিষ্যদের সঙ্গে বনে গিয়ে ডাকলেন , বৎস , উপমন্যু কোথায় আছ, এস ।
উপমন্যু কূপের ভেতর থেকে উত্তর দিলেন , আমি আকন্দ পাতা ভক্ষণের ফলে অন্ধ হয়ে এখানে পড়ে গেছি। ধৌম বললেন, তুমি দেববৈদ্য অশ্বিনীকুমারদ্বয়ের স্তব কর , তাঁরা তোমাকে চক্ষুষ্মান করবেন।
০৮ ই জুলাই, ২০২১ দুপুর ২:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও অল্প কিছু ছবি তুলেছিলাম আকন্দের।
বাংলাদেশে ৩ ধরনের আকন্দ আছে। দুটির ছবি এই পোস্টে দিয়েছি।
আরেকটি আছে ছোট আকন্দ নামের। সেটির দেখা এখনো পাইনি আমি।
২| ০৮ ই জুলাই, ২০২১ দুপুর ২:৩৯
মোহামমদ কামরুজজামান বলেছেন: আকন্দ গাছের পাতা খুব সম্ভবতঃ শরীরের বাত-ব্যাথার জায়গায় গরমকরে সেকা দিলে উপশম হয় (আয়ুর্বেদ মতে ,যদিও সঠিক না আমি)।আর এর পাতা-ফুল-কস আসলেই বিষাক্ত।যদিও এর ফুল দেখতে অনেক ভাল লাগে।
০৮ ই জুলাই, ২০২১ দুপুর ২:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন: সঠিক বলেছেন আপনি।
আকন্দ গাছের পাতা বা ডাল ভাঙ্গলে দুধের মত সাদা কষ (তরুক্ষীর) বের হয়। এই কষ খুবই বিষাক্ত। চোখে লাগলে চোখ নষ্ট হয়ে যেতে পারে।
আকন্দের ছাল ,পাতা, ফুল ও কষ ঔষধি হিসেবে ব্যবহার হয়। এটি বায়ুনাশক, উদ্দিপক, পাচক, পাকস্থলীর ব্যথা নিবারক, বিষনাশক, ফোলা নিবারক। প্লীহা, দাদ, শোথ, অর্শ, ক্রিমি ও শ্বাসকষ্টে উপকারী।
৩| ০৮ ই জুলাই, ২০২১ বিকাল ৩:১২
হাবিব বলেছেন: গ্রট ফটোগ্রাফার। গ্রেট ফটোগ্রাফ!
০৮ ই জুলাই, ২০২১ বিকাল ৩:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৪| ০৮ ই জুলাই, ২০২১ বিকাল ৩:২৮
মনিরা সুলতানা বলেছেন: ভালো লাগলো আপনার শেয়ার, মহাভারতের কাহিনী।
আশা করছি পরবর্তী লেখায় ও সাথে থাকতে পারব।
০৮ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
আশা করি সাথেই থাকেন।
পরবর্তী পোস্ট হবে বর্ষার জলে অবগাহন চিত্র।
আর মহাভারত নিয়ে ভাবছি খুব ছোট ছোট করে কাহিনী গুলি শেয়ার করবো। আর গাছের কথা পেলে আলাদা পোস্ট হবে।
দেখা যাক কি হয়।
শুভকামনা রইলো।
৫| ০৮ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:২৭
জটিল ভাই বলেছেন:
অনেককিছুই জানলাম। ধন্যবাদ।
০৮ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে
৬| ০৮ ই জুলাই, ২০২১ রাত ৮:০৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০৮ ই জুলাই, ২০২১ রাত ৯:১২
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
৭| ০৮ ই জুলাই, ২০২১ রাত ৮:১৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসাধারণ ছবি ও বর্ণনা !!
০৮ ই জুলাই, ২০২১ রাত ৯:১২
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ০৮ ই জুলাই, ২০২১ দুপুর ২:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আকন্দ ফুলের ছবি অনেক আছে জমা হার্ডড্রাইভে। সুন্দর লাগলো পোস্ট