নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

বিদায় বেলায় - ২০

০৮ ই জুলাই, ২০২১ রাত ১২:১৫

ওই মেঘ করে বুঝি গগনে।
আঁধার ছাইল, রজনী আইল,
ঘরে ফিরে যাব কেমনে!
চরণ অবশ হায়, শ্রান্ত ক্লান্ত কায়
সারা দিবস বন ভ্রমণে।
ঘরে ফিরে যব কেমনে!
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----


ছবি তোলার স্থান : নাগরি, কালীগঞ্জ, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৬/১১/২০১৮ ইং




ক্ষান্ত হও, ধীরে কও কথা। ওরে মন,
নত করো শির। দিবা হল সমাপন,
সন্ধ্যা আসে শান্তিময়ী।
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----


ছবি তোলার স্থান : মৈনট ঘাট, দোহার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২১/১১/২০১৮ ইং




গ্রামের সূর্যাস্ত

ছবি তোলার স্থান : নাগরি, কালীগঞ্জ, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৬/১১/২০১৮ ইং




চক্রবাকের নিদ্রানীরব বিজন পদ্মাতীরে
এই সে সন্ধ্যা ছুঁইয়ে গেল আমার নতশিরে
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----


ছবি তোলার স্থান : নাগরি, কালীগঞ্জ, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৩/১০/২০১৮ ইং




সূর্য ডোবার সময় হল যেই...
নদীর জলে পরলো তার সোনালী আভা


ছবি তোলার স্থান : মৈনট ঘাট, দোহার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২১/১১/২০১৮ ইং



=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
বিদায় বেলায় - ০১, বিদায় বেলায় - ০২, বিদায় বেলায় - ০৩, বিদায় বেলায় - ০৪, বিদায় বেলায় - ০৫
বিদায় বেলায় - ০৬, বিদায় বেলায় - ০৭, বিদায় বেলায় - ০৮, বিদায় বেলায় - ০৯, বিদায় বেলায় - ১০
বিদায় বেলায় - ১১, বিদায় বেলায় - ১২, বিদায় বেলায় - ১৩, বিদায় বেলায় - ১৪, বিদায় বেলায় - ১৫
বিদায় বেলায় - ১৬, বিদায় বেলায় - ১৭, বিদায় বেলায় - ১৮, বিদায় বেলায় - ১৯, বিদায় বেলায় - ২০
বিদায় বেলায় - ২১, বিদায় বেলায় - ২২, বিদায় বেলায় - ২৩
=================================================================

মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০২১ রাত ১২:২৩

জহিরুল সরকার বলেছেন: অসম্ভব সুন্দর ছবিগুলো। রবি ঠাকুরের কবিতাএকেবারে ছবিগুলোকে জীবন্ত করে দিয়েছে। গাজীপুর অসম্ভব সুন্দর।

০৮ ই জুলাই, ২০২১ রাত ১২:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

২| ০৮ ই জুলাই, ২০২১ রাত ১২:২৪

জহিরুল সরকার বলেছেন: পোস্টে প্লাস।

০৮ ই জুলাই, ২০২১ রাত ১২:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: পোস্টে প্লাসের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

৩| ০৮ ই জুলাই, ২০২১ রাত ১২:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ও ছবিতে সুন্দর ।

০৮ ই জুলাই, ২০২১ রাত ১২:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৪| ০৮ ই জুলাই, ২০২১ রাত ১২:৫৪

মেহবুবা বলেছেন: গুনী আলোকচিত্রী!
সাথে কয়েক ছত্র কবিতার ধার !


তবে মরুভূমির জলদস্যু ছবিতে না থাকলে বেশ হোত।

০৮ ই জুলাই, ২০২১ রাত ১২:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্য আর মতামতের জন্য।
ছবিতে ঐটুকু নাহয় নিজের চিহ্ন রইলোই।

৫| ০৮ ই জুলাই, ২০২১ রাত ১:০৯

স্প্যানকড বলেছেন: আসলে দেশটা কত সুন্দর ! শুধু মন আর চোখ থাকা দরকার। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

০৮ ই জুলাই, ২০২১ রাত ১:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: সত্যি বলেছেন।
আমাদের দেশটা আসলেই সুন্দের।
কতো সৌন্দর্যযে লুকিয়ে আছে আমাদের চারপাশে!
আপনার জন্যও শুভকামনা রইলো। ভালো থাকবেন।

৬| ০৮ ই জুলাই, ২০২১ রাত ১:১৫

আমি সাজিদ বলেছেন: নাগরিতে তোলা ছবিটা বেশ ভালো লেগেছে।

০৮ ই জুলাই, ২০২১ রাত ১:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।
নাগরির ৩টি ছবি আছে পোস্টে।

৭| ০৮ ই জুলাই, ২০২১ রাত ১:২৮

কামাল১৮ বলেছেন: সুন্দর সব ছবি সেই সাথে মিলিয়ে কবিতা।এমন করে মেলাতে প্রতিভার দরকার।

০৮ ই জুলাই, ২০২১ রাত ১:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
কবিতা মেলানোটা তেমন কঠিন কিছু না। ইচ্ছা আর সামান্য চেষ্টা থাকলেই হয়।
প্রযুক্তি অনেক কিছুই সহজ করে দিয়েছে আমাদের কাছে।

৮| ০৮ ই জুলাই, ২০২১ সকাল ৮:৩৩

রাসেল বলেছেন: Nice all

০৮ ই জুলাই, ২০২১ সকাল ১১:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৯| ০৮ ই জুলাই, ২০২১ সকাল ৮:৩৬

রাসেল বলেছেন: সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো
গোধূলির রঙে হবে এ ধরণী স্বপ্নের দেশ তো
বেশ তো, বেশ তো

০৮ ই জুলাই, ২০২১ সকাল ১১:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন:



তারপরে পৃথিবীতে আঁধারের ধূপছায়া নামবেই
মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জনও থামবেই
সে আঁধার নামুক না, গুঞ্জন থামুক না
কানে তবু রবে তার রেশ তো

১০| ০৮ ই জুলাই, ২০২১ সকাল ৯:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবগুলোই দারুণ। প্রথম ছবিটা বেশি মনকাড়া।

০৮ ই জুলাই, ২০২১ সকাল ১১:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্য আর মূল্যায়নের জন্য।

১১| ০৮ ই জুলাই, ২০২১ সকাল ১০:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ছবিগুলো

০৮ ই জুলাই, ২০২১ সকাল ১১:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

১২| ০৮ ই জুলাই, ২০২১ দুপুর ২:৩০

হাবিব বলেছেন: দারুণ সব ছবি। শেষটা বেশি সুন্দর

০৮ ই জুলাই, ২০২১ দুপুর ২:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্য আর মূল্যায়নের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.