নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

আমার দেখা প্রাচীন মন্দির সমগ্র - ০১

০৬ ই জুলাই, ২০২১ রাত ১২:১৩

দেশের প্রাচীন স্থাপত্য নিদর্শন দেখার একটা শখ আমার আছে। আমাদের দেশের প্রাচীন স্থাপত্যের মধ্যে "মন্দির" গুলি বেশ আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ বটে। বেশ কিছু প্রাচীন মন্দির দেখার সুযোগ হয়েছে আমার। আমার দেখা প্রাচীন মন্দির গুলির ৫টি ছবি রইলো এখানে।

০০১ : গোপীনাথ মন্দির

ছবি তোলার স্থান : আচমিতা, ভোগবেতাল, কটিয়াদী, কিশোরগঞ্জ।
GPS coordinates : 24°16'32.7"N 90°47'23.0"E
ছবি তোলার তারিখ : ২৪/২/২০১৭ ইং



০০২ : রাধাগোবিন্দ মন্দির (লক্ষণ সাহা জমিদার বাড়ি)

ছবি তোলার স্থান : ডাংগা, পলাশ, নরসিংদী, বাংলাদেশ।
GPS coordinates : 23°53'56.2"N 90°35'41.8"E
ছবি তোলার তারিখ : ২৮/০৪/২০১৭ ইং





০০৩ : দুর্গা মন্দির (লক্ষণ সাহা জমিদার বাড়ি)

ছবি তোলার স্থান : ডাংগা, পলাশ, নরসিংদী, বাংলাদেশ
GPS coordinates : 23°53'56.2"N 90°35'41.8"E
ছবি তোলার তারিখ : ২৮/০৪/২০১৭ ইং





০০৪ : মন্দির (সুদন সাহার বাড়ি)

ছবি তোলার স্থান : ডাংগা, পলাশ, নরসিংদী, বাংলাদেশ।
GPS coordinates : 23°53'59.4"N 90°35'36.7"E
ছবি তোলার তারিখ : ২৮/০৪/২০১৭ ইং





০০৫ : গোসাই পন্ডিতের মন্দির

ছবি তোলার স্থান : ডাংগা, পলাশ, নরসিংদী, বাংলাদেশ।
GPS coordinates : 23°55'17.8"N 90°36'25.2"E
ছবি তোলার তারিখ : ২৮/০৪/২০১৭ ইং


বি.দ্র. : প্রাচীন বলতে এখানে প্রচীন যুগকে বুঝানো হয়নি। প্রচীন বলতে এখানে বুঝানো হয়েছে -
অতীত, অতীতকালীন, আগেকার, কালজীর্ণ, জীর্ণ, দীর্ঘকাল ধরে বর্তমান, পুরাতন, পুরান, পুরানো, পূর্বকালীন, প্রত্ন, প্রাক্তন, বয়স্ক, বয়োবৃদ্ধ, বর্ষীয়ান, বহুকালের, বহুকেলে, বহুযুগ আগেকার, বার্ধক্যগ্রস্ত, বিগতকালের, মান্ধাতার আমলের, সাবেক, সাবেকী, সেকেলে, স্মরণাতীত, স্মরণাতীত কালের, ‌ইত্যাদি।



=================================================================
আরো দেখুন -
হেরিটেজ ট্যুর ২৫ : আড়াইহাজার - সোনারগাঁও
হেরিটেজ ট্যুর ২৬ : মানিকগঞ্জ - নাগরপুর
হেরিটেজ ট্যুর ২৮ : চাঁদপুর
হেরিটেজ ট্যুর ২৯ : নরসিংদী - কিশোরগঞ্জ
হেরিটেজ ট্যুর ৩১ : নরসিংদী - গাজীপুর
হেরিটেজ ট্যুর ৬৫ : নারায়ণগঞ্জ - মুন্সিগঞ্জ

=================================================================

মসজিদ দর্শন : ০১ : মহজমপুর শাহী মসজিদ
মসজিদ দর্শন : ০২ : ষাট গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৩ : বিবি বেগনী মসজিদ
মসজিদ দর্শন : ০৪ : চুনাখোলা মসজিদ
মসজিদ দর্শন : ০৫ : নয় গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৬ : জিন্দা পীর মসজিদ
মসজিদ দর্শন : ০৭ : সিঙ্গাইর মসজিদ
মসজিদ দর্শন : ০৮ : গোয়ালদি মসজিদ
মসজিদ দর্শন : ০৯ : আবদুল হামিদ মসজিদ
মসজিদ দর্শন : ১০ : পুরান বাজার জামে মসজিদ
মসজিদ দর্শন : ১১ : হাজীগঞ্জ বড় মসজিদ


আমার দেখা প্রচীন মসজিদ – ১ম পর্ব
আমার দেখা প্রচীন মসজিদ – ২য় পর্ব
আমার দেখা প্রচীন মসজিদ – ৩য় পর্ব


বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০১
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০২
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৩
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৪
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৫
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৬
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৭

আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০১
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০২
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০৩


বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০১
বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০২


=================================================================

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০২১ রাত ১২:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

চমৎকার সব ছবির সমাহার
আসলে চমৎকার করে ছবি
তোলার কারণে বস্তু নান্দনিক
ভাবে ক্যামেরায় ধরা দেয়।
ধন্যবাদ ছবিয়াল ভাইকে।

০৬ ই জুলাই, ২০২১ রাত ১:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: সহী বলেছেন।
বিশেষ করে প্রকৃতি-ফুল-প্রাণী ইত্যাদির ক্ষেত্রে বাস্তবের চেয়ে ছবিতে বেশী আকর্ষণীয় করে তোলা যায়।

২| ০৬ ই জুলাই, ২০২১ রাত ১:২৩

ফড়িং-অনু বলেছেন: অনেক গুলো মন্দির দেখা হলো জীবনের প্রথম আজ।

০৬ ই জুলাই, ২০২১ রাত ১:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথমটি ছাড়া বাকি ৪টি অখ্যাত, সাধারণের নজরের বাইরের।
তাই অনেকেই হয়তে দেখে থাকবেন না।

৩| ০৬ ই জুলাই, ২০২১ রাত ১:৩৩

কামাল১৮ বলেছেন: যদি দেশ ভাগ না হতো তবে মন্দির গুলোর এই দশা হতো না।

০৬ ই জুলাই, ২০২১ সকাল ১১:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: হে, এই কথা অনেকটাই সত্য।

০৬ ই জুলাই, ২০২১ বিকাল ৫:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার উদ্দেশ্যে ৮ নং মন্তব্য এসেছে।

৪| ০৬ ই জুলাই, ২০২১ রাত ১:৫৯

অপু তানভীর বলেছেন: এই পোস্টের সাথে সাথে পোস্টে যুক্ত সব লিংকের ছবি গুলো দেখে এলাম ।
চমৎকার সময় কাটলো !

০৬ ই জুলাই, ২০২১ সকাল ১১:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: খেয়ে দেয়ে কাজ নাই তাই একেরপর এক সিরিজ তৈরি করে গেছে।
সিরিজ তৈরি করার মতো মেটারিয়ালও আছে পর্যাপ্ত আমার কাছে।
সময় করে ঐগুলি দেখার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ।

৫| ০৬ ই জুলাই, ২০২১ সকাল ১১:৩২

জুন বলেছেন: খুব সুন্দর এসেছে ছবিগুলো জলদস্যু । প্রাচীন যুগের না হলেও প্রাচীনতার ছাপ লক্ষ্যনীয় ।
+

০৬ ই জুলাই, ২০২১ সকাল ১১:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
সাধরনতো আমরা প্রাচীন বলতে প্রাচীন যুগকে বুঝাই না। তবুও কেউ কেউ বিষয়টি গুলিয়ে ফেলতে পারে বলেই উল্লেখ করে দিয়েছি।

৬| ০৬ ই জুলাই, ২০২১ সকাল ১১:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ছবি

০৬ ই জুলাই, ২০২১ দুপুর ১২:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

৭| ০৬ ই জুলাই, ২০২১ দুপুর ১২:০৭

মনিরা সুলতানা বলেছেন: আমার সবসময়ের প্রিয় এই ধরনের ছবি।
অনেক অনেক সুন্দর তুলেছেন।

০৬ ই জুলাই, ২০২১ দুপুর ১২:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার প্রিয় বিষয় সম্পর্কে জানতে পেরে ভালো লাগলো।
আমিও এইসব পুরনো স্থাপনা ঘুরে দেখতে পছন্দ করি খুব।
মাসের শেষ শুক্রবার নিয়ম করে আমার একটা গ্রুপ এগুলি দেখতে বের হতাম।
করনার কারণে সব বন্ধ হয়ে আছে।

৮| ০৬ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৩৫

জগতারন বলেছেন:
কামাল১৮ বলেছেন: যদি দেশ ভাগ না হতো তবে মন্দির গুলোর এই দশা হতো না।

এ মন্তব্য পড়েঃ

কামাল১৮-কে উদ্দেশ্য করে আমার আগের করা মন্তব্য ঠেকে নীচের অংশটুক দেওয়া হলোঃ

পূর্ব বাংলার মুসলমানদের পশ্চিম বাংলার হিন্দুরা বলতো "বাঙ্গাল" অর্থাৎ
মূর্খতারূপ ও অশিক্ষিত। অর্থাৎ এ অঞ্চলের মুসলমানরা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, এমনই বহুবিদভাবে নিষ্পষিত।
তাদের উন্নয়নমুখি উদ্যোগ রূপে ১৯০০ সালের প্রথম দিকে যখন এ, কে ফজলুল হক
দেশ ভাগের উদ্যোগী হলেন
তখন রবীন্দ্রনাথ ঠাকুর বাধা দিলেন এবং
গগন হরকরা'র গানের সুর নকল করে

"আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি"

গান রচনা করলেন আর সেই গানই এখন বাংলাদেশের জাতীয় সংগীত (!)

০৬ ই জুলাই, ২০২১ রাত ১১:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: কামাল১৮ বলেছেন: বাঙ্গাল বলা ভুল ছিল না।যেই জনপদের নাম ছিল বঙ্গ সেই জন পদ ছিল ঢাকা,ফরিদ পুর ও বরিশাল নিয়ে গঠিত।এদেরকে বাঙ্গাল বলা হতো।বাংলার অন্যান্য জনপদের নাম বঙ্গ ছিল না।আর তাদের কে বাঙ্গাল বলা হতো না, অঞ্চলগুলো ছিল মোটামুটি,পুন্ড্র,বরান্দ্র,গৌড়,সমতট,রাঢ়,হরিকল ইত্যাদি।

৯| ০৬ ই জুলাই, ২০২১ রাত ১০:৫৫

কামাল১৮ বলেছেন: বাঙ্গাল বলা ভুল ছিল না।যেই জনপদের নাম ছিল বঙ্গ সেই জন পদ ছিল ঢাকা,ফরিদ পুর ও বরিশাল নিয়ে গঠিত।এদেরকে বাঙ্গাল বলা হতো।বাংলার অন্যান্য জনপদের নাম বঙ্গ ছিল না।আর তাদের কে বাঙ্গাল বলা হতো না, অঞ্চলগুলো ছিল মোটামুটি,পুন্ড্র,বরান্দ্র,গৌড়,সমতট,রাঢ়,হরিকল ইত্যাদি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.