নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার – ৭ম খণ্ড : পর্ব - ০৬

০৫ ই জুলাই, ২০২১ দুপুর ১:২৩

বোটানিকাল চিত্রকর Sydenham Edwards ১৮১৫ সালে “The Botanical Register” নামে একটি সচিত্র উদ্যানতত্ত্ব ম্যাগাজিন (illustrated horticultural magazine) চালু করেন। ১৮১৯ সালে তার মৃত্যুর আগে পাঁচটি খণ্ড সম্পাদনা করে তিনি প্রকাশ করতে পেরেছিলেন।

এডওয়ার্ডসের মৃত্যুর পরে প্রকাশক James Ridgeway-এর সম্পাদনায় ১৮২০ সাল থেকে ১৮২৮ সাল পর্যন্ত পরবর্তী ৯টি খণ্ড (৬ষ্ঠ খণ্ড থেকে ১৪তম খণ্ড পর্যন্ত) বের হয়।

১৮২৯ সালে John Lindley সম্পাদক নিযুক্ত হন। তিনি এই সিরিজটিকে নাম করণ করেন “এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার” (Edwards's Botanical Register) নামে।

১৮৪৭ সালে এই ম্যাগাজিনটি বন্ধ হয়ে যাওয়ার আগে আরো ১৯টি খণ্ড বের হয়। সব মিলিয়ে ৩৩টি খণ্ড প্রকাশিত হয়

৭ম খণ্ড প্রকাশ হয় ১৮২২ সালে। ৫২১ থেকে ৬০৫ পর্যন্ত মোট ৮৫ টি ফুলের ছবি স্থান পেয়েছিলো সেখানে।
আমি ১০টি করে ছবি দিয়ে একটি করে পর্ব আকারে শেয়ার করবো। মোট ৩৩টি খণ্ডের সবগুলি ছবিই শেয়ার করার ইচ্ছে রইলো।

৫৭১

Scientific Name : Colchicum bulbocodium
Common Name : spring meadow saffron
বাংলা নাম : জানা নাই


৫৭২

Scientific Name : Eremophila glabra
Common Name : Tar bush
বাংলা নাম : জানা নাই


৫৭৩

Scientific Name : Eulophia speciosa
Common Name : Tar bush
বাংলা নাম : জানা নাই


৫৭৪

Scientific Name : Passiflora murucuja
Common Name : Virgin Islands passionflower
বাংলা নাম : লাল ঝুমকা লতা


৫৭৫

Scientific Name : Pentapetes phoenicea
Common Name : Midday Flower, Scarlet Mallow, Copper Cups, Florimpia, Noon Flower, Scarlet Pentapetes, Scarlet phoenician
বাংলা নাম : কটলতা বন্ধুলী, বন্ধুক, দুপুরমনি


৫৭৬

Scientific Name : Canna indica
Common Name : Indian shot, African arrowroot, edible canna, purple arrowroot, Sierra Leone arrowroot,
বাংলা নাম : সর্বজয়া, কলাবতী


৫৭৭

Scientific Name : Passiflora biflora
Common Name : Twoflowered passionflower
বাংলা নাম : ঝুমকা লতা


৫৭৮

Scientific Name : Eulophia speciosa
Common Name : জানা নাই
বাংলা নাম : জানা নাই


৫৭৯

Scientific Name : Crinum latifolium
Common Name : Milk and Wine Lily, pink-striped trumpet lily, wide-leaved pink-striped trumpet lily, wide-leaved crinum lily crinum lily
বাংলা নাম : সুখদর্শন


৫৮০

Scientific Name : Lilium michauxii
Common Name : Carolina lily
বাংলা নাম : জানা নাই

=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে : এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার -
১ম খণ্ড
: ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব
২য় খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব
৩য় খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব
৪র্থ খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব
৫ম খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব
৬ষ্ঠ খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব
৭ম খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০২১ দুপুর ১:২৯

ফড়িং-অনু বলেছেন: পড়লাম এবং অনেক অজানা জানা হলো।

০৫ ই জুলাই, ২০২১ দুপুর ১:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে পড়ে মন্তব্যের জন্য।

২| ০৫ ই জুলাই, ২০২১ দুপুর ১:৩৭

ফড়িং-অনু বলেছেন: আগের র্পব গুলো পড়তে দেন, ডিষ্টাব কইরে না। মনোযোগ নরে যাবে ভাই।

০৫ ই জুলাই, ২০২১ দুপুর ২:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: বেশতো, দেখেনেন ছবি গুলি।

৩| ০৫ ই জুলাই, ২০২১ বিকাল ৫:১০

জটিল ভাই বলেছেন:
৫৭৪ ভাল্লাগচ্ছে :)

০৫ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: এই ঝুমকা লতারযে কতো রকম ধরন আছে!!!

৪| ০৫ ই জুলাই, ২০২১ বিকাল ৫:১৩

জুন বলেছেন: অপুর্ব সবগুলো ফুলই।
+

০৫ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ফুলেরা সব সময়ই সুন্দর।

৫| ০৫ ই জুলাই, ২০২১ রাত ৮:২৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৫ ই জুলাই, ২০২১ রাত ১১:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.