নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

সামুতে বড় আকারে ছবি পোস্ট করার কৈশল

০৪ ঠা জুলাই, ২০২১ রাত ৯:৫০

বেশ কয়েকদিন যাবত বেশ কয়েকজন সহ-ব্লগার আমার কাছে জানতে চেয়েছেন কি করে আমার পোস্টের ছবিগুলি এতো বড় আকারে দেখা যায়!!

আমি তাদের পরিষ্কার ভাবে বুঝিয়ে বলার চেষ্টা করেছিলাম কি কৈশলে সেই ছবি গুলি আমি পোস্টে জুড়ে দেই।



সমুতে বড় আকারের ছবি পোস্ট করার কৈশল নিয়ে এর আগেও কে যেনো একটি পোস্ট করে ছিলেন।
অনেক খুঁজেও সেটি না পেয়ে আজ আমি আরেকি পোস্ট দিচ্ছি।

ছবিতে পরিষ্কার ভাবে বুঝানোর চেষ্টা করেছি। তারপেরও যদি কোথাও কোনো অস্পষ্টতা থাকে আমাকে প্রশ্ন করলে আমি তা বুঝি বলার চেষ্টা করবো।

তাহলে শুরু করা যাক -
প্রথমেই imgur তে একটি একাউন্ট খুলেনিনি ফ্রীতে। তারপর নিচের ছবি দেখে দেখে এগিয়ে জান।





































১০



১১



১২



১৩



১৪



১৫



১৫



১৬


অগ্রীম অভিনন্দন রইল আপনার জন্য।

মন্তব্য ৩৩ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১০:৩৫

হাবিব বলেছেন: গ্রেট ++

০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১০:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

২| ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১০:৪৬

অপু তানভীর বলেছেন: আমাকে আপনার আগে একজন বলেছিলো । সেদিন অবশ্য বুঝতে পারি নি । আপনি সেদিন বলার পরে ভাল ভাবে বুঝতে পেরেছিলাম ! আজকে তো আরও সহজ হয়ে গেল !
এবার সবার জন্য সহজ হয়ে যাবে আশা করি ।

০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১০:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌আমি চেষ্টা করেছি এ টু জেট সব কিছু ছবিতে দেখিয়ে দিতে।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৩| ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১০:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

দারুন...........
তার পরেও এত ঝামেলায়
যেতে চাইনা। কৌশল জানা রইলো
প্রয়োজন হলে ট্রাই করবো।
আপনাকে ধন্যবাদ দাদা।

অ/ট. লেখায় লিংক ( যেখানে বাংলা ইংরেজী মিশ্রণ আছে) যোগ করার কৌশল যদি জানেন তা হলে জানাবেন।

০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১১:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: সেইটাই, বড় ছবি দেয়ার চক্করটা একটু ঝামেলার অবশ্যই। তবে বড় ছবি দেখতে বেশ ভালোই লাগে। যাইহোক কারো ইচ্ছে হলে এখান থেকে দেখে নিতে পারবে কৈশলটা।

লেখায় লিংক যুক্ত করা খুব সহজ।
মন্তব্য বা নতুন পোস্ট লেখার সময় দেখবেন ক্যামেরা সাইনের পাশেই একটা ছিকলের সাইন আছে। সেটাতে ক্লিক করলে একটা বক্স আসবে। সেখানে উপরে টাইটেল: এর ঘরে শিরনাম লিখবেন। নিচের ইউআরএল: এর ঘরে লিংক দিবেন।
শেষে ডান দিকের কোনায় লিংক যুক্ত করুন অপশনে ক্লিক করে দিলেই হবে।

এর পরেও যদি বুঝতে সমস্যা হয় তাহলে জানাবেন। ছবি দিয়ে দেখিয়ে দিবখন তখন।
ভালো থাকবেন।

৪| ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১১:৪০

কামাল১৮ বলেছেন: সাধারন ছবিই দিতে পারিনা আবার বড় আকারে।তিনটা স্তর পর্যন্ত মনে রাখতে পারি তার বেশি হয়ে গেলে গুলিয়ে যায়।

০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১১:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: একবার প্রেক্টিস করলেই কাজ হয়ে যাবে। আলাদা করে মনে রাখতে হবে না।

৫| ০৫ ই জুলাই, ২০২১ রাত ১২:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেনঃ উপরে টাইটেল: এর ঘরে শিরনাম লিখবেন। নিচের ইউআরএল: এর ঘরে লিংক দিবেন।

এটাতো দাদা শুধু ইংরেজী ই্উ্আরএলের বেলায়। তবে
যদি ইংরজী বাংলা মিশ্রিত ইউআরএলের বেলায় কি হবে?

০৫ ই জুলাই, ২০২১ রাত ১২:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: দাদা টাইটেল এর ঘরে আপনি বাংলা ইংলিশ আবরি হিন্দী হিব্রু গ্রিক যেকোনো ভাষায় বা সব অক্ষর মিলিয়ে যাখুখি তা লিখতে পারেন। আমি ইংরেজিতে imgur লিখেছিলাম, তাই ইংরেজিএ দেখা যাচ্ছে। আপনি যা লিখবেন তাই দেখা যাবে।
আর
ইউআরএল এর ঘরে কোনো কেরামতি চলবে না। যে লিংকে যেতে চান সেটি সরাসরি কপি করে ঐখানে পেস্ট করে দিবেন। সেখানে অক্ষর-সংখ্যা-স্টার-হ্যাস-% ইত্যাদি কি আছে সেটা দেখার দরকার নাই।
লিংকে বাংলা লেখা থাকলে সেটি দেখতে নিচের মতো হবে।

https://bn.bdebooks.com/books/অনিল-বাগচীর-একদিন-হুমায়/

৬| ০৫ ই জুলাই, ২০২১ রাত ১:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আমি উইকিপিডিয়া থেকে এই টপিকসটার লিংক
দিতে চাই
https://bn.wikipedia.org/wiki/শেখ_মুজিবুর_রহমানের_হত্যাকাণ্ড

আপনি করে দেখান প্লিজ!
আমি করাতে এমন হয়
শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড

০৫ ই জুলাই, ২০২১ রাত ১:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: এইখানে যে লিংক দিয়েছেন বা আমি দিয়েছি সেগুলি এইভাবে সরাসরি দিলে নষ্ট হয়ে যায়। তবে লিংক হিসেবে দিলে কাজ করে। আমি একটি দিচ্ছি দেখেন।
আল-আকসা মসজিদ

০৫ ই জুলাই, ২০২১ রাত ১:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: সেকি!! কাজ হয়না দেখি!!!!

৭| ০৫ ই জুলাই, ২০২১ রাত ১:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

জ্বি কাজ হবেনা তা আমি জানি
কিন্তু আপনি জানতেন না।
এবার লেগে পরুন এর সমাধানে!!

০৫ ই জুলাই, ২০২১ দুপুর ২:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: দেখা যাক

০৫ ই জুলাই, ২০২১ রাত ১১:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: দাদা ১১ নাম্বা মন্তব্য দেখেন। সেখানে সমাধান পেয়ে যাবেন।

৮| ০৫ ই জুলাই, ২০২১ দুপুর ২:০৯

আমি সাজিদ বলেছেন: ধন্যবাদ। সরাসরি প্রিয়তে।

০৫ ই জুলাই, ২০২১ বিকাল ৩:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া প্রিয়তে নেয়ার জন্য।

৯| ০৫ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

নীল বরফ বলেছেন: ভাইয়া, পোস্টটি আমার অনেক কাজে দিবে। আন্তরিকভাবে ধন্যবাদ আর ভালো থাকবেন।

০৫ ই জুলাই, ২০২১ রাত ১১:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: শুভকামনা রইলো আপনার জন্য।

১০| ০৫ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৭

ব্লগার_প্রান্ত বলেছেন: +++++++

০৫ ই জুলাই, ২০২১ রাত ১১:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

১১| ০৫ ই জুলাই, ২০২১ রাত ১১:০৫

অপু তানভীর বলেছেন: কমেন্ট পড়ে মনে হল আপনাকে জানাই । উকিপিডিয়া সহ যে কোন সাইটের বাংলা ইউএলআর যোগ করা একটু কঠিন । সেটা অনেক ক্ষেত্রে কাজ করে না । তাই লিংকটি ছোট করে নিতে পারেন কিছু নির্দিষ্ট ওয়েব সাইট থেকে । এমন একটা ওয়েব সাইট হচ্ছে bitly.com । এখানে লিংকটি ছোট করে নিয়ে লিংক পোস্ট করলে আর সেটা নষ্ট হওয়ার ভয় নেই ।

০৫ ই জুলাই, ২০২১ রাত ১১:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: হে, এইটা একটা চমৎকার সমাধান।
অশেষ ধন্যবাদ আপনাকে ভাই।

১২| ০৫ ই জুলাই, ২০২১ রাত ১১:০৭

অপু তানভীর বলেছেন: *টাইপোঃ ইউএলআর এর স্থানে ইউআরএল হবে !

১৩| ০৬ ই জুলাই, ২০২১ রাত ১২:১৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: খুবই মজা পেলাম শিখলাম,
আমি ও এই সমস্যায় ভুগছিলাম ।

.............................................................
আপনাকে অশেষ ধন্যবাদ ।

০৬ ই জুলাই, ২০২১ রাত ১২:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাতম আপনাকে।

১৪| ১৩ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৩১

নীল আকাশ বলেছেন: ভালো পোস্ট।
ধন্যবাদ।

১৩ ই জুলাই, ২০২১ রাত ১১:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে।

১৫| ২৭ শে জুলাই, ২০২১ রাত ১:৫০

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার।

২৭ শে জুলাই, ২০২১ দুপুর ১২:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

১৬| ২৭ শে জুলাই, ২০২১ রাত ২:৩৩

আমারে স্যার ডাকবা বলেছেন: খুবই উপকারী লেখা। ভালো লাগা দিলাম :)

(১১ নং) অপু তানভীরের মন্তব্যের প্রেক্ষিতে বলতে চাই, নিজ অভিজ্ঞতা থেকে বলছি bit.ly সাইটটি এবং এর দ্বারা ছোট করা ইউআরএল বাংলাদেশের অনেক আইএসপি থেকেই ব্লক করে রাখা। সেক্ষেত্রে shorturl.at ব্যবহার করতে পারেন।

২৭ শে জুলাই, ২০২১ দুপুর ১২:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্য ও আলোচনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.