নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

কুহুরানী – হুমায়ূন আহমেদ (কাহিনী সংক্ষেপ)

৩০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৫১

বইয়ের নাম : কুহুরানী
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : উপন্যাস
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০০০
প্রকাশক : অনন্যা
পৃষ্ঠা সংখ্যা : ৯৫ টি



সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট


কাহিনী সংক্ষেপ :
খায়রুননেসা আদর্শ বিদ্যালয়ের হেড মাস্টার মোফাজ্জল করিম সাহেবের বয়স ৬১ বছর। আড়ালে ছাত্ররা তাকে তিতা টমেটু বা গর্জন স্যার নামে ডাকে। তিনি একা মানুষ, বিয়ে করেছিলেন। তার স্ত্রীর গায়ের রঙ শ্যমলা ছিলো বলে তার শ্বশুর মেয়ের নাম রেছেছিলেন জোছনা। মোফাজ্জল সাহেব জোছনাকে খুবই ভালোবাসতে। তার একমাত্র ছেলেকে জন্ম দিতে গিয়ে জোছনা মারা যায়। মায়ের মৃত্যুর পরপরই ছেলেটিও মারা যায়। তারপর থেকেই মোফাজ্জল সাহেব একা।

গ্রামে একটা সার্কাসের দল এসেছে। সার্কাসের ম্যানেজার ইয়াকুব। তিনিই আসলে সার্কাসের মালিক। ইয়াকুব খুবই চালাক মানুষ। সার্কাসের দল গ্রামে তাবু ফেলতেই ইয়াকুব গ্রামের মানিগুণি ব্যক্তিদের তালিকা করে সবার কাছে নিজে গিয়ে ফ্রী পাশ দিয়ে এসেছে। সাধারণত স্কুল আর মসজিদ মাদ্রাসার কমিটি সার্কাসের বিরোধী থাকে। তাই ইয়াকুব স্কুলে গিয়ে সব শিক্ষকদের ফ্রী পাশ দিয়ে এসেছে। স্কুলের হেড মাস্টার আর মাওলানাকে ইয়াকুব তার ভদ্র ব্যবহার আর কথার মায়ায় কাবু করে ফেলে। মোফাজ্জল সাহেব ইয়াকুবকে কথাদেন রাতে সার্কাস দেখতে যাবেন। রাতে সার্কাসে গিয়ে তিনি কালো একটি মেয়েকে দেখেন দড়ির উপরে খেলা দেখাচ্ছে। মেয়েটিকে দেখে তিনি অবাক হয়ে যান, কারণ কুহুরানী নামের ঐ কালো মেয়েটি দেখতে অনেকটাই মোফাজ্জল সাহেবের মৃতা স্ত্রী জোছনার মত।

কুহুরানী ছোট বেলায় তার বাবার সাথে ট্রেনে ট্রেনে ভিক্ষা করতো। ট্রেনেই একদিন পরিচয় হয় জয়নাল চাচার সাথে। জয়নাল চাচা খেলা দেখাতো। জয়নাল চাচার কাছেই কুহুরানী খেলা শিখে। কুহুরানীর বাবা মারা গেলে সে জয়নাল চাচার সাথেই থাকতে শুরু করে। কিছুদিন পরে কুহুরানীর শরীরে বয়সের বিশেষ লক্ষণ দেখা দেয়ার পরে জয়নাল চাচা কুহুরানীকে বিয়ে করতে চায়। কুহুরানী জয়নাল চাচাকে ছেড়ে চলে আসে এই সার্কাসে। রোগে শোকে জয়নাল মারা যায়। কুহুরানীর আর কোন যায়গা থাকে না যাবার। সার্কাসের অন্যসব মেয়েদের মতোই জোয়ারে ভেসে যায় তার সব কিছু।

কুহুরানী মাঝে মাঝেই সার্কাস দল থেকে পালানোর চেষ্টা করেছে। কিন্তু পারেনি, হয় সে নিজেই আবার ফিরে এসেছে বা তাকে ধরে আনা হয়েছে। এবারও একদিন পরেই সে পালালো। প্রচন্ড জ্বর নিয়ে রাতের আধারে পালালো কুহুরানী। এক সময় কুহুরানী গিয়ে আশ্রয় নিলো মোফাজ্জল সাহেবের বাড়িতে। মোফাজ্জল সাহেব অসুস্থ মেয়েটির মাঝে নিজের মৃত স্ত্রীর ছায়া দেখতে পেলেন। তিনি কাউকে কিছু না জানিয়ে মেয়েটিকে নিজের বাড়িতে আশ্রয় দিলেন।

অন্যদিকে গ্রামের ক্ষমতাধর ধনী ব্যক্তি খন্দকার সাহেব কুহুরানীকে পছন্দ করে ফেলেছে। সার্কাসের মালিক ইয়াকুব তার চমৎকার কৌশলে খন্দকার সাহেবকে হাত করে ফেলে। খন্দকার সাহেবের প্রভাবে থানার অফিসার আর মাদ্রাসার মাওলানা সহ সবাই বশ হয়ে যায়। কুহুরানী ফিরে আসে সার্কাসে, এক মাস সফলতার সাথে সার্কাস শেষে চলে যাওয়ার দিন কুহুরানী মোফাজ্জল সাহেবের কাছে দোয়া নিতে আসে।

----- সমাপ্ত -----


=======================================================================

আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ

আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ: আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়


তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ

ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বইটি আমার আগে পড়া ছিলনা। ভালো লাগল আপনার কাহিনী সংক্ষেপ।

৩০ শে জুন, ২০২১ রাত ১১:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যে ভালো লাগার কথা জানানোর জন্য ধন্যবাদ।

২| ৩০ শে জুন, ২০২১ রাত ৮:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমি নিজেেকে ভাগ্যবান মনে করছি
কুহুরানীর কাহিনী সংক্ষেপ পড়তে পারার
জন্য।

৩০ শে জুন, ২০২১ রাত ১১:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যে ভালো লাগার কথা জানানোর জন্য ধন্যবাদ।

৩| ৩০ শে জুন, ২০২১ রাত ৮:১১

জুন বলেছেন: বইটি পড়া হয় নি তবে নুরু ভাই এর মত আপনার লেখায় পড়ে নিলাম :)

৩০ শে জুন, ২০২১ রাত ১১:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যে ভালো লাগার কথা জানানোর জন্য ধন্যবাদ।

৪| ০১ লা জুলাই, ২০২১ সকাল ৭:১৩

ডঃ এম এ আলী বলেছেন:

সংক্ষেপে সুন্দর করে তুলে ধরেছেন
নামি লেখকের একটি উপন্যাসকে।
পাঠে ভাল লাগল ।

০১ লা জুলাই, ২০২১ দুপুর ১২:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ স্যার মন্তব্যে ভালো লাগা জানানোর জন্য।

৫| ০১ লা জুলাই, ২০২১ দুপুর ১২:৩৯

হাবিব বলেছেন: হুমায়ূন আহমেদের অনেক লেখাই আমার পড়া হয়নি। আপনার পেস্ট দেখে কাহিনী সারাংশ জানা গেল। ধন্যবাদ ভাই।

০১ লা জুলাই, ২০২১ দুপুর ১২:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
আমি হুমায়ূন আহমেদের প্রায় সব বই পড়েছি, এবং সেই সব বইয়ের কাহিনী সংক্ষেপ লিখে রেখেছি। সেগুলিই এখন শেয়ার করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.