নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবুজের মাঝে
ছবি তোলার স্থান : ময়মনসিংহ বোটানিক্যাল গার্ডেন, ময়মনসিহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/০৯/২০১৪ ইং
আমাদের দেখা হোক মহামারী শেষে,
আমাদের দেখা হোক জিতে ফিরে এসে।
আমাদের দেখা হোক জীবণু ঘুমালে,
আমাদের দেখা হোক সবুজ সকালে।
আমাদের দেখা হোক কান্নার ওপারে,
আমাদের দেখা হোক সুখের শহরে।
আমাদের দেখা হোক হাতের তালুতে,
আমাদের দেখা হোক ভোরের আলোতে।
আমাদের দেখা হোক বিজ্ঞান জিতলে,
আমাদের দেখা হোক মৃত্যু হেরে গেলে।
আমাদের দেখা হোক আগের মত করে।
আমাদের দেখা হোক সুস্থ শহরে...
----- সায়ন দাশ -----
ছবি তোলার স্থান : শ্রীমঙ্গল, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৮/০১/২০২০ ইং
চলো এখনো সময় আছে বেড়িয়ে পড়ি
ফেলে রেখে সব পিছু টান
ঝাড়া হাত পা নিয়ে চলো যাই পেরিয়ে
সব বাঁধা সব বেবধান...
শুধু চলার জন্য চলা যাক না
ভুলে গিয়ে গন্তব্য.
আমি আমার পথের গান গাইছি তুমি
তোমার গানটা ধরতো
এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হতো তুমি বলতো
----- অঞ্জন দত্ত -----
ছবি তোলার স্থান : ডিম পাথর, থানচি, বান্দরবান, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৭/০২/২০২০ ইং
অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্তে গো।
পথ ছিল গো চলার, যদি দু’দিন আগে আস্তে গো।।
আজিকে মহাসাগর–স্রোতে, চলেছি দূর পারের পথে
ঝরা–পাতা হারায় যথা, সেই আঁধারে ভাস্তে গো।।
----- কাজী নজরুল ইসলাম -----
ছবি তোলার স্থান : পেঁচার দ্বীপ, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং
রেজুখাল ব্রিজ
ছবি তোলার স্থান : রেজুখাল, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
এই পথ যদি না শেষ হয়..... ০১
এই পথ যদি না শেষ হয়..... ০২
এই পথ যদি না শেষ হয়..... ০৩
এই পথ যদি না শেষ হয়..... ০৪
এই পথ যদি না শেষ হয়..... ০৫
এই পথ যদি না শেষ হয়..... ০৬
=================================================================
২৯ শে জুন, ২০২১ দুপুর ১:৪২
মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া
২| ২৯ শে জুন, ২০২১ দুপুর ১:৪১
হাবিব বলেছেন: শুধু সুন্দর নয় নয়নাভিরাম। আপনি চমৎকার ছবি তুলেন। প্রথম কবিতাটি পড়তে পড়তে ভাবছিলাম হয়তো আপনি লিখেছেন। যাই হোক এইবারের ছবি ব্লগও দারুণ হয়েছে। ++
২৯ শে জুন, ২০২১ দুপুর ১:৪৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে প্রিয় হাবিব স্যার মন্তব্য ও মতামতের জন্য।
আমি কবিতা লিখতে পারি না, কবিতা খুব একটা পড়িও না। তবে কিছু কিছু কবিতা পড়ার পরে মনচায় কবিতা লিখি। কিন্তু জীবনেও সাহজ করে এক ছত্র লিখার চেষ্টা করি নাই। করবোও না, কারণ কবিতা লেখার যোগ্যতা আমার নাই।
৩| ২৯ শে জুন, ২০২১ দুপুর ১:৫৪
মোঃমোজাম হক বলেছেন: সুন্দর
২৯ শে জুন, ২০২১ দুপুর ২:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া
৪| ২৯ শে জুন, ২০২১ দুপুর ২:২৪
নিয়াজ সুমন বলেছেন: ১৭-০৯-২০১৫
সালের দিকে বোটানিক্যাল গার্ডেন ময়মনসিংহ দেখার সুযোগ হয়েছিলো।
পেচার দ্বীপ ও ডীমপাহাড়ের ছবি দুটি পছন্দ হয়েছে।
২৯ শে জুন, ২০২১ বিকাল ৩:০৯
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি ১৪তে গিয়েছি প্রথম, পরে আরো কয়েকবার গিয়েছি গছপালাফুলের ছবি তুলতে।
ডীমপাহাড় না ভাই, ডিম পাথর।
৫| ২৯ শে জুন, ২০২১ দুপুর ২:৪৩
মিরোরডডল বলেছেন:
থানচি আর পেঁচার দ্বীপ এই ছবিগুলো খুব সুন্দর ।
দ্বীপটার নামটা অদ্ভুত ।
২৯ শে জুন, ২০২১ বিকাল ৩:১৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
পেঁচার দ্বীপ নামটার সাথে দ্বীপ শব্দটা যুক্ত হলেও ওটি আসলে কোনো দ্বীপ নয়।
৬| ২৯ শে জুন, ২০২১ বিকাল ৩:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৯ শে জুন, ২০২১ বিকাল ৩:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে + এর জন্য।
৭| ২৯ শে জুন, ২০২১ বিকাল ৫:৫৬
মোহামমদ কামরুজজামান বলেছেন: আহা ! !!!!! জীবন বড়ই সৌন্দর্য যদি সঠিক জিনিষ সঠিক স্থানে থাকে ।
পোস্টে ভাইজান মন খারাপ হলেও দিয়ে দিলাম +++।
আর সাথে সাথে দীর্ঘশ্বাসের সাথে ভাবনা - আসলেই, যদি এ পথ যদি না শেষ হত ----------------------------
২৯ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন: মন খারাপ কেন ভাইজান!!!
নেন আপনার জন্য একটা গান রইলো
২৯ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৬
মরুভূমির জলদস্যু বলেছেন: সরি বস, কেনো যেনো ইউটিউবের লিংকটা আসছে না।
https://youtu.be/BIU07BsNzUo?t=312
৮| ২৯ শে জুন, ২০২১ রাত ৯:৪৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: ময়মনসিংহেও বোটানিক্যাল গার্ডেন আছে এটা জানা ছিল না।
২৯ শে জুন, ২০২১ রাত ৯:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন: কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে এর অবস্থান।
৯| ৩০ শে জুন, ২০২১ দুপুর ১২:৫১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার ছবি।
৩০ শে জুন, ২০২১ দুপুর ১২:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১| ২৯ শে জুন, ২০২১ দুপুর ১:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ছবি