নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

রেল লাইনের ধারে - ০৩

২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩৫

একটা সময় রেল লাইন ধরে অনেকদূর পর্যন্ত হেঁটে গেছি। তাই বেশ কিছু ছুবি তোলা আছে। হাঁটলে কতো কিছু যে দেখা যায়!! শহরের রেলপথ ধরে হাঁটলে এক আলাদা জগৎ দেখা যায়। আবার গ্রামের দিকে গেলে জগৎটা সম্পূর্ণ পালটে যায়।

কু ঝিকঝিক...

ছবি তোলার স্থান : মশাখালী, গফরগাঁও, ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং




এভাবেই জীবন বয়ে চলে....

ছবি তোলার স্থান : মশাখালী, গফরগাঁও, ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং





কী এক ইশারা যেন মনে রেখে একা একা শহরের পথ থেকে পথে
অনেক হেঁটেছি আমি; অনেক দেখেছি আমি ট্রাম-বাস সব ঠিক চলে;
তারপর পথ ছেড়ে শান্ত হয়ে চলে যায় তাহাদের ঘুমের জগতে:

----- জীবনানন্দ দাশ -----

ছবি তোলার স্থান : মশাখালী, গফরগাঁও, ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং





ইচ্ছেরা আজ উঠছে ফুড়ে
জীবন-স্বপ্নে কল্পনায়,
মন যে আমার বাধ মানে না
বদলাবে সব আলপনায়।

----- মাহবুবুর রহমান বকুল -----

ছবি তোলার স্থান : মশাখালী, গফরগাঁও, ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং





ইচ্ছেরা আজ উঠছে ফুড়ে
জীবন-স্বপ্নে কল্পনায়,
মন যে আমার বাধ মানে না
বদলাবে সব আলপনায়।

----- মাহবুবুর রহমান বকুল -----

ছবি তোলার স্থান : মশাখালী, গফরগাঁও, ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং




=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
রেল লাইনের ধারে - ০১
রেল লাইনের ধারে - ০২

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০২১ রাত ৯:৫২

আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,




২য় ছবিটিতে রেল লাইনের চেহারা দেখে আতঙ্কিত। বাকীগুলো আসলেই কু...ঝিকঝিক................

২৯ শে জুন, ২০২১ রাত ১২:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: শুনেছি নতুন করে ডবল লাইনের কাজ চলছে!!

২| ২৮ শে জুন, ২০২১ রাত ১০:০০

ঢুকিচেপা বলেছেন: ২য় ছবিতে আলোর রিফ্লেকশনের কারণে কি বাঁকা মনে হচ্ছে ?

২৯ শে জুন, ২০২১ রাত ১২:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: না, ঠিক তা না। কিছুটা আঁকাবাকাই ছিলো। ছবিতে একটু প্রকট মনে হচ্ছে ভিন্ন ভিউ অব এ্যাঙ্গেলের জন্য।

৩| ২৮ শে জুন, ২০২১ রাত ১০:০৫

হাবিব বলেছেন: ভাই আপনার বাসা কি গফরগাঁওয়ে?

২৯ শে জুন, ২০২১ রাত ১২:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বী সা।
আমি ঢাকার উত্তর বাড্ডার বাসিন্দা। আদি বাড়িও বাড্ডাতেই।

৪| ২৮ শে জুন, ২০২১ রাত ১০:৪৪

খায়রুল আহসান বলেছেন: ২য় ছবিটিতে রেল লাইনের অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, যে কোন সময়ে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যেতে পারে!

২৯ শে জুন, ২০২১ রাত ১২:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ঐ পথে দেখেছি রেল গাড়ি লে ঝিকঝিক তালে হেলেদুলে তাড়িহীন ভাবে। গুতি তোলেনা।

৫| ২৯ শে জুন, ২০২১ রাত ১:০৯

অপু তানভীর বলেছেন: একই সাথে আগের দুইটা ট্রেন লাইনের ধারে ব্লগ দেখে এলাম ।

পোস্টে প্লাস ! নিয়মিত ছবি ব্লগ পোস্ট করুন !

২৯ শে জুন, ২০২১ সকাল ৯:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে পুরনো পোস্ট দেখে মন্তব্যে জানানোর জন্য।
আমিতো ছবি ব্লগ পোস্ট নিয়োমিতো।

৬| ২৯ শে জুন, ২০২১ সকাল ১০:১৪

মোস্তফা সোহেল বলেছেন: রেললাইনের ধার ধরে হাটতে আমার খুব ভাল লাগে।ছবি গুলো অনেক সুন্দর।

২৯ শে জুন, ২০২১ দুপুর ১২:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: রেললাইনের ধার ধরে হাঁট বিপদজনকও বটে। সাবধান থাকতে হয়।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৭| ২৯ শে জুন, ২০২১ সকাল ১০:২২

হাবিব বলেছেন: সনেটীয় ভঙ্গিতে লেখা আমার পরিচয়

২৯ শে জুন, ২০২১ দুপুর ১২:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: বাহ!! চমৎকার লিখেছেনতো!!

৮| ২৯ শে জুন, ২০২১ সকাল ১০:৪৭

নিয়াজ সুমন বলেছেন: কু ঝিক ঝিক
ট্রেন চলেছে ট্রেন চলেছে
ট্রেনের বাড়ি কই.. :)

২৯ শে জুন, ২০২১ দুপুর ১২:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: একটু জিরোয়, ফের ছুটে যায়
মাঠ পেরুলেই বন।
পুলের ওপর বাজনা বাজে
ঝন ঝনাঝন ঝন।

৯| ২৯ শে জুন, ২০২১ সকাল ১১:৪৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ২য় ছবিটা সত্যি সত্যিই আতঙ্কজনক; এরকম অবস্থা হলে দূর্ঘটনা যেকোন সময় হতে পারে।

২৯ শে জুন, ২০২১ দুপুর ১২:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ট্রেন পথের যেমন বেহাল আবস্থা তেমনি বেশ কিছু ট্রেনেরও বেতাল অবস্থা। ভরসা একটাই - ট্রেনগুলি গতি তোলে না।

১০| ২৯ শে জুন, ২০২১ বিকাল ৪:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ছবিগুলো ফটো প্রতিযোগিতায়
দিলে পুরস্কার জেতার সম্ভাবনা
থাকতো!! আপনি সব সময় দারুন
ছবি তোলেন। পাক্কা ছবি হান্টার !!

২৯ শে জুন, ২০২১ বিকাল ৪:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিতো প্রতি নিয়োতই বি ব্লগ দিয়ে যাচ্ছি। আপনাদের মন্তব্য আমার পুরস্কার। প্রতিযোগিতায় জয়ী হওয়ার মত দক্ষতা ফটোগ্রাফীতে আমার নাই স্যার।
অশেষ ধধন্যবাদ আপনাকে প্রসংশার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.