নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

সমূদ্র-সৈকতে - ০৫

১৭ ই জুন, ২০২১ দুপুর ১২:৪০

বেড়াবার সবচেয়ে আকর্ষণীয় যায়গাগুলির মধ্যে অন্যতম হচ্ছে সমূদ্র সৈকত। কখনো কখনো আমারও সুযোগ হয় বেড়াতে যাবার। যখনই সমূদ্রের ধারে বেড়াতে গেছি তখনই সৈকতের ছবি তুলেছি। সেই সমস্ত সমূদ্র-সৈকতের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। সমূদ্র-সৈকতের সেই সব ছবি থেকে ৫টি রইলো এখানে।



ছবি তোলার স্থান : কলাতলী সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং




একলা জেলে জাল টেনে নেয় মাছের খোঁজে

ছবি তোলার স্থান : ইনানী সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং



উত্তাল সমূদ্রের ঢেউকেও শাসন করে মানুষ

ছবি তোলার স্থান : টেকনাফ সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/১০/২০২০ ইং



নির্জন সৈকত

ছবি তোলার স্থান : টেকনাফ সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/১০/২০২০ ইং




প্রস্তুতি সাগরে যাবার

ছবি তোলার স্থান : টেকনাফ সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/১০/২০২০ ইং




=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
সমূদ্র-সৈকতে - ০১, সমূদ্র-সৈকতে - ০২, সমূদ্র-সৈকতে - ০৩, সমূদ্র-সৈকতে - ০৪, সমূদ্র-সৈকতে - ০৫
সমূদ্র-সৈকতে - ০৬, সমূদ্র-সৈকতে - ০৭, সমূদ্র-সৈকতে - ০৮, সমূদ্র-সৈকতে - ০৯
=================================================================

মন্তব্য ২২ টি রেটিং +৮/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০২১ দুপুর ১২:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



বিশ্বের নানান সমূদ্র সৈকত খুবই সুন্দর তারপরও বাংলাদেশের কক্সবাজার সমূদ্র সৈকত আমার কাছে সবচেয়ে প্রিয়। হয়তোবা নিজের দেশ বলেই এমন।

বরাবরের মতো আপনার ছবি তোলার প্রশংসা করতে হয়। ধন্যবাদ।

১৭ ই জুন, ২০২১ দুপুর ১২:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি দেশের বেশ কয়েকটি সৈকতাংশ দেখেছি, দেশের বাইরেও দুই-তিনটি দেখেছি। সেগুলি সুন্দর তাতে কোনো সন্দেহ নাই। আপনার মতো আমসিও বলি - কক্সবাজারের আকর্ষণই আলাদা।

২| ১৭ ই জুন, ২০২১ দুপুর ১:০৬

শেরজা তপন বলেছেন: ১ থেকে ৪ দারুন হইসে।

কিন্তু কলাতলীর পানি এত নীল হইল ক্যামনে?? B:-)

১৭ ই জুন, ২০২১ দুপুর ১:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ছবি তোলার আগে পানিতে এক কৌটা নীল গুলায়অ দিসিলাম। ;)
সামান্য এডিট করা আছে লাইটরুমে।

৩| ১৭ ই জুন, ২০২১ দুপুর ১:১৬

আরইউ বলেছেন:



দেশের সমুদ্র সৈকতের ছবি দেখে ভালোলাগলো। ধন্যবাদ।
এটা কোন এক দেশে আমি তুলেছিলাম। সাগর আর পাহাড়...

১৭ ই জুন, ২০২১ দুপুর ১:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: সাগর-পাহার-গাছ-মেঘ সব মিলিয়ে চমৎকার।

৪| ১৭ ই জুন, ২০২১ দুপুর ১:৩৯

আরইউ বলেছেন:




ধন্যবাদ। এটাও সাগরের ছবি, তবে আকাশ আর মেঘ মূল বিষয়বস্তু...

১৭ ই জুন, ২০২১ দুপুর ২:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: ছবি চমৎকার হয়েছে। আমিও একটি তুলেছিলাম

৫| ১৭ ই জুন, ২০২১ দুপুর ১:৫৩

আমি সাজিদ বলেছেন: ১, ২, ৪ চমৎকার।

১৭ ই জুন, ২০২১ দুপুর ২:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে প্রিয় আমি সাজিদ ভাই, মন্তব্য ও মূল্যায়নের জন্য।

৬| ১৭ ই জুন, ২০২১ দুপুর ২:১৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: চমৎকার

১৭ ই জুন, ২০২১ দুপুর ২:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৭| ১৭ ই জুন, ২০২১ দুপুর ২:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ছবি ব্লগ

১৭ ই জুন, ২০২১ দুপুর ২:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৮| ১৮ ই জুন, ২০২১ রাত ১২:২১

হাবিব বলেছেন: দারুণ সব ছবি।

১৮ ই জুন, ২০২১ রাত ১২:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৯| ২০ শে জুন, ২০২১ বিকাল ৫:৫১

সিগনেচার নসিব বলেছেন: বাহ ! চমৎকার.
ভালো লাগা একরাশ

২০ শে জুন, ২০২১ রাত ৮:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

১০| ২২ শে জুন, ২০২১ বিকাল ৫:০৩

মোঃমোজাম হক বলেছেন: চমৎকার, পোস্টে প্লাস

২২ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে

১১| ২৩ শে জুন, ২০২১ সকাল ১১:৪১

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাইজান, সাগর পাড়ের তথা সৈকতের সব গুলি ছবিই ব্যাপোক সৌন্দর্য হয়েছে তার জন্য আপনাকে একটা ধন্যবাদ দিয়ে দিলাম।

তয় ভাই একটা কথা জানবার মুনচায় ;) ছাতা মাথায় কে, (সে কি মোল্লা বাড়ীর বউ / দুই কন্যার মা জননী / আপনার অর্ধাংগীনি না আর B-)) কেউ)?


পোস্টে মুগ্ধতার পাশাপাশি +++।

২৩ শে জুন, ২০২১ দুপুর ১২:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।


মোহামমদ কামরুজজামান বলেছেন:
তয় ভাই একটা কথা জানবার মুনচায় ;) ছাতা মাথায় কে, (সে কি মোল্লা বাড়ীর বউ / দুই কন্যার মা জননী / আপনার অর্ধাংগীনি না আর B-)) কেউ)?


উনি মোল্লাবাড়ির বউ নন। তবে উনার নানা বাড়ি এবং নানা-শ্বশুর বাড়ির নাম মোল্লা বাড়ি। উনি মেম্বার বাড়ির বউ বটে।
বর্তমানে দুই কন্যার জননী এবং আমার স্ত্রী এ কথা সত্যি হইলেই ঐ ছবি তোলা কালিন সময়ে উনি আমার স্ত্রী এবং এক কন্যার জননী ছিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.