নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেড়াবার সবচেয়ে আকর্ষণীয় যায়গাগুলির মধ্যে অন্যতম হচ্ছে সমূদ্র সৈকত। কখনো কখনো আমারও সুযোগ হয় বেড়াতে যাবার। যখনই সমূদ্রের ধারে বেড়াতে গেছি তখনই সৈকতের ছবি তুলেছি। সেই সমস্ত সমূদ্র-সৈকতের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। সমূদ্র-সৈকতের সেই সব ছবি থেকে ৫টি রইলো এখানে।
ছবি তোলার স্থান : কলাতলী সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং
একলা জেলে জাল টেনে নেয় মাছের খোঁজে
ছবি তোলার স্থান : ইনানী সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং
উত্তাল সমূদ্রের ঢেউকেও শাসন করে মানুষ
ছবি তোলার স্থান : টেকনাফ সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/১০/২০২০ ইং
নির্জন সৈকত
ছবি তোলার স্থান : টেকনাফ সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/১০/২০২০ ইং
প্রস্তুতি সাগরে যাবার
ছবি তোলার স্থান : টেকনাফ সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/১০/২০২০ ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
সমূদ্র-সৈকতে - ০১, সমূদ্র-সৈকতে - ০২, সমূদ্র-সৈকতে - ০৩, সমূদ্র-সৈকতে - ০৪, সমূদ্র-সৈকতে - ০৫
সমূদ্র-সৈকতে - ০৬, সমূদ্র-সৈকতে - ০৭, সমূদ্র-সৈকতে - ০৮, সমূদ্র-সৈকতে - ০৯
=================================================================
১৭ ই জুন, ২০২১ দুপুর ১২:৫৯
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি দেশের বেশ কয়েকটি সৈকতাংশ দেখেছি, দেশের বাইরেও দুই-তিনটি দেখেছি। সেগুলি সুন্দর তাতে কোনো সন্দেহ নাই। আপনার মতো আমসিও বলি - কক্সবাজারের আকর্ষণই আলাদা।
২| ১৭ ই জুন, ২০২১ দুপুর ১:০৬
শেরজা তপন বলেছেন: ১ থেকে ৪ দারুন হইসে।
কিন্তু কলাতলীর পানি এত নীল হইল ক্যামনে??
১৭ ই জুন, ২০২১ দুপুর ১:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ছবি তোলার আগে পানিতে এক কৌটা নীল গুলায়অ দিসিলাম।
সামান্য এডিট করা আছে লাইটরুমে।
৩| ১৭ ই জুন, ২০২১ দুপুর ১:১৬
আরইউ বলেছেন:
দেশের সমুদ্র সৈকতের ছবি দেখে ভালোলাগলো। ধন্যবাদ।
এটা কোন এক দেশে আমি তুলেছিলাম। সাগর আর পাহাড়...
১৭ ই জুন, ২০২১ দুপুর ১:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন: সাগর-পাহার-গাছ-মেঘ সব মিলিয়ে চমৎকার।
৪| ১৭ ই জুন, ২০২১ দুপুর ১:৩৯
আরইউ বলেছেন:
ধন্যবাদ। এটাও সাগরের ছবি, তবে আকাশ আর মেঘ মূল বিষয়বস্তু...
১৭ ই জুন, ২০২১ দুপুর ২:০০
মরুভূমির জলদস্যু বলেছেন: ছবি চমৎকার হয়েছে। আমিও একটি তুলেছিলাম
৫| ১৭ ই জুন, ২০২১ দুপুর ১:৫৩
আমি সাজিদ বলেছেন: ১, ২, ৪ চমৎকার।
১৭ ই জুন, ২০২১ দুপুর ২:০১
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে প্রিয় আমি সাজিদ ভাই, মন্তব্য ও মূল্যায়নের জন্য।
৬| ১৭ ই জুন, ২০২১ দুপুর ২:১৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: চমৎকার
১৭ ই জুন, ২০২১ দুপুর ২:৫৮
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
৭| ১৭ ই জুন, ২০২১ দুপুর ২:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ছবি ব্লগ
১৭ ই জুন, ২০২১ দুপুর ২:৫৮
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
৮| ১৮ ই জুন, ২০২১ রাত ১২:২১
হাবিব বলেছেন: দারুণ সব ছবি।
১৮ ই জুন, ২০২১ রাত ১২:৩০
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৯| ২০ শে জুন, ২০২১ বিকাল ৫:৫১
সিগনেচার নসিব বলেছেন: বাহ ! চমৎকার.
ভালো লাগা একরাশ
২০ শে জুন, ২০২১ রাত ৮:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
১০| ২২ শে জুন, ২০২১ বিকাল ৫:০৩
মোঃমোজাম হক বলেছেন: চমৎকার, পোস্টে প্লাস
২২ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে
১১| ২৩ শে জুন, ২০২১ সকাল ১১:৪১
মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাইজান, সাগর পাড়ের তথা সৈকতের সব গুলি ছবিই ব্যাপোক সৌন্দর্য হয়েছে তার জন্য আপনাকে একটা ধন্যবাদ দিয়ে দিলাম।
তয় ভাই একটা কথা জানবার মুনচায় ছাতা মাথায় কে, (সে কি মোল্লা বাড়ীর বউ / দুই কন্যার মা জননী / আপনার অর্ধাংগীনি না আর কেউ)?
পোস্টে মুগ্ধতার পাশাপাশি +++।
২৩ শে জুন, ২০২১ দুপুর ১২:৫২
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
মোহামমদ কামরুজজামান বলেছেন:
তয় ভাই একটা কথা জানবার মুনচায় ছাতা মাথায় কে, (সে কি মোল্লা বাড়ীর বউ / দুই কন্যার মা জননী / আপনার অর্ধাংগীনি না আর ) কেউ)?
উনি মোল্লাবাড়ির বউ নন। তবে উনার নানা বাড়ি এবং নানা-শ্বশুর বাড়ির নাম মোল্লা বাড়ি। উনি মেম্বার বাড়ির বউ বটে।
বর্তমানে দুই কন্যার জননী এবং আমার স্ত্রী এ কথা সত্যি হইলেই ঐ ছবি তোলা কালিন সময়ে উনি আমার স্ত্রী এবং এক কন্যার জননী ছিলেন।
©somewhere in net ltd.
১| ১৭ ই জুন, ২০২১ দুপুর ১২:৫৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
বিশ্বের নানান সমূদ্র সৈকত খুবই সুন্দর তারপরও বাংলাদেশের কক্সবাজার সমূদ্র সৈকত আমার কাছে সবচেয়ে প্রিয়। হয়তোবা নিজের দেশ বলেই এমন।
বরাবরের মতো আপনার ছবি তোলার প্রশংসা করতে হয়। ধন্যবাদ।