নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

চিরায়ত বাংলার চিত্র - ১২

১৪ ই জুন, ২০২১ রাত ১২:১১

বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর.....
বাংলার আসল রূপ দেখতে হলে যেতে হবে গ্রামের কোলে। সেখানেই ছড়িয়ে ছিটিয়ে আছে প্রকৃত বাংলার চিরায়ত চিত্র।


মহানন্দা নদীর ধীবর

ছবি তোলার স্থান : তেঁতুলিয়া, পঞ্চগড়, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৭/০৭/২০১৩ ইং




ধানের বীজ তলা

ছবি তোলার স্থান : ইছাপুরা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৭/১২/২০১২ ইং




একদিন খুঁজেছিনু যারে
বকের পাখার ভিড়ে বাদলের গোধূলি-আঁধারে,
মালতীলতার বনে,- কদমের তলে,
নিঝুম ঘুমের ঘাটে,-কেয়াফুল,- শেফালীর দলে!
যাহারে খুঁজিয়াছিনু মাঠে মাঠে শরতের ভোরে.....

----- জীবনানন্দ দাশ -----

ছবি তোলার স্থান : জয়দেবপুর, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/০৪/২০১৯ ইং




শস্যভূমি

ছবি তোলার স্থান : ইছাপুরা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৭/১২/২০১২ ইং




পুকুর পাড়

ছবি তোলার স্থান : রাজবাড়ী, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৯/১১/২০১৮ ইং



=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
চিরায়ত বাংলার চিত্র - ০১, চিরায়ত বাংলার চিত্র - ০২, চিরায়ত বাংলার চিত্র - ০৩, চিরায়ত বাংলার চিত্র - ০৪
চিরায়ত বাংলার চিত্র - ০৫, চিরায়ত বাংলার চিত্র - ০৬, চিরায়ত বাংলার চিত্র - ০৭, চিরায়ত বাংলার চিত্র - ০৮
চিরায়ত বাংলার চিত্র - ০৯, চিরায়ত বাংলার চিত্র - ১০, চিরায়ত বাংলার চিত্র - ১১, চিরায়ত বাংলার চিত্র - ১২
চিরায়ত বাংলার চিত্র - ১৩

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০২১ রাত ১২:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: ছবিগুলি সত্যিই চিরায়ত বাংলার সুন্দর রূপ।

১৪ ই জুন, ২০২১ রাত ১:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

২| ১৪ ই জুন, ২০২১ রাত ১২:৩৩

জটিল ভাই বলেছেন:
ভুট্টাক্ষেতটা পছন্দ হইছে।

১৪ ই জুন, ২০২১ রাত ১:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: সেই ছাত্রজীবনে যখন দিনাজপুরের স্বপ্নপুরীতে যাবার সময় এক ভূট্টা খেতে নেমেছিলাম ছবি তুলতে। তখন এজন কৃষক তাদের আঞ্চলিক ভাষায় যা বলেছিলো তার সরল অর্থ হচ্ছে- আমরা যেই যায়গায় হাগতে বসি তোমরা সেই যায়গায় ছবি তোলো।

৩| ১৪ ই জুন, ২০২১ রাত ১২:৪০

মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) বলেছেন: বাহ! চোখ জুড়িয়ে যায়।

১৪ ই জুন, ২০২১ রাত ১:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৪| ১৪ ই জুন, ২০২১ রাত ১:০২

ডঃ এম এ আলী বলেছেন:



ছবিগুলি খুব সুন্দর হয়েছে ।
ধানের বীজতলায় বীজ সুসমভাবে না ছড়ালে চাড়া গজায় ছেড়াবেরা ।
বীজতলায় বীজ বপন বেশ পারদর্শী একটি কাজ । আমাদের গ্রামে
ছিলেন একজন খুবই দক্ষ বীজ বপনকারী । কারো বীজতলা তৈরী
হলেই ডাক পড়ত তার । তিনি বীজ বপন করলে বীজতলার এক ইঞ্চি
জায়গাও পতিত থাকতনা , সব জায়গায় বীজ জন্মাত সুসমভাবে ।
বীজ তলা তৈরী করাও ছিল এক মঝার কাজ । ছোট বেলায় আমরা
লোটা, ঘটি ও আর বদনাতে করে বিল হতে পানি এনে বীজতলায় ডেলে
বীজতলা তৈরী করতে সহায্য করতাম । ভীজতলার জন্য পিতলের
বদনায় পানি আনার সময় পিছল খেয়ে পড়ে গিছে হাটুর নীচে কেটে
গিয়ে যে আঘাত পেয়েছিলাম তার চিহ্ন এখনো লেগে আছে পায়ে।
আপনার বীজতলার ছবি দেখে মনে পড়ে গেল সে সময়কার আনন্দ
বেদনার স্মৃতিকথা ।

সুন্দর পোষ্টটির জন্য ধন্যবাদ ।

শুভেচ্ছা রইল ।

১৪ ই জুন, ২০২১ রাত ১:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: বীজতলা তৈরিতে আমি হাত লাগিয়েছিলাম সেই ছোটো বেলায়।
শুধু বীজতলা নয়, বরং বীজ ধান ভিজিয়ে জাগ দেয়া। গেজানো ধান ছাড়ানো এবং বীজতলায় ছিটানো। ধানের চারা (আলি/হালি) উঠিয়ে খেতে রোপন। সবটাই দেখেছি সাথে থেকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.