নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি বিলাস

২৫ শে মে, ২০২১ দুপুর ২:৪৮



ভয় দেখাচ্ছে "ইয়াস"
যার বাংলা অর্থ "হতাশা"
হতাশাকে সাথে নিয়েই যাচ্ছি আমরা আশ্রমে

আমাদের আশ্রম বিচ্ছিন্ন একটা দ্বীপের মত জায়গায়।
যে দ্বীপের বাসিন্দা আমরা ছাড়া মাত্র দুই জন মানুষ এবং অনেকগুলা পশু-পাখি।
বর্ষাকালে যাতায়াতের একমাত্র মন্দিরের রাস্তাটা যখন ডুবে যায় তখন নৌকা ছাড়া কোন উপায় থাকেনা।
রাতের বেলা চিতাখোলা, মন্দির, জঙ্গল, গাছপালা, পশুপাখি সবটাই আমাদের আশ্রম।
এক কথায় পুরো দ্বীপটাই আমাদের।
আশ্রমের তিন দিকে তিনটা গ্রাম মাঝখানে একটা খাল আর চারিদিকেই খোলা প্রান্তর, যাকে বলে তেপান্তরের মাঠ।(শুধু মাত্র শুকনো মৌসুমে)

আশ্রমের জন্য জায়গা কেনা হইছে প্রায় ৬ বছর হতে চলছে।
বিগত ছয় বছরে অনেকগুলো দিন-রাত আমরা আশ্রমে থেকেছি কিন্তু কখনোই ঝুম বৃষ্টিতে থাকা বা যাওয়া হয়নি।
ঝুম বৃষ্টিতে আশ্রমে আশ্রয় নেয়ার মতন ঘর ছিলো না।
এখন বিশাল বড় একটা টিনের ঘর আছে।

খোলা প্রান্তরে যখন ঝুম বৃষ্টি হয় (ইংলিশে যাকে বলে cats & dogs)
তখন চারপাশের পরিবেশ হয় দেখার মত আর টিনের ঘর হলে তো কথাই নেই!

রাতের বেলা একটানা ২/৩ ঘন্টা বৃষ্টির পর যখন মেঘের আড়াল থেমে চাঁদ মামা উঁকি দেয় তখন অদ্ভুত, রহস্যময় লাগে............... চিতাখোলা, মন্দির, আশ্রম ...... অদ্ভুত, সত্যিই রহস্যময় !!!

("গল্প কিন্তু গল্প না" শেষ অংশ আজকে রাত ১২টার পর চিতাখোলায় বসে পোষ্ট করা হবে)

===========================================================

ঘোষণা : উপরের লেখাটুকু বন্ধু হীরা লিখেছে ওর ফেসবুক ওয়ালে।
“গল্প কিন্তু গল্প না” এর শেষ অংশ হীরা আজ রাতে পোস্ট করবে ওর ফেসবুক ওয়ালে। আমি বাড়ি ফিরে পরদিন সামুতে তা শেয়ার করবো।
আশ্রম : আমাদের মনের কোনের ছোট ছোট স্বপ্নগুলিকে আশ্রয় দিতেই এই আশ্রম, স্বপ্নের আশ্রম।


দুর্যোগের বাইরে থাকলে আনন্দে থাকা যায়। ইয়াসের তান্ডবের বাইরে থাকুক আমাদের বাংলাদেশ এই প্রার্থনা।



শেষে শুধু অঞ্জন ও নীল দত্তের একটি গানের কথা জুড়ে দিলাম আমি।

হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে হঠাৎ
হয়তো নামবে এসিড বৃষ্টি অসময়
হয়তো সূর্য্যের রঙ হয়ে যাবে ঘোলাটে
হয়তো গলে যাবে হিমালয়

তবু আসবো আমি তোমার পাড়ায়
ফিরে আসবো আমি তোমার পাড়ায়
তুমি থাকো দাঁড়িয়ে তোমার বারান্দায়
আমি আসবো, ফিরে আসবো তোমার পাড়ায়।

হয়তো সূর্য্যের তাপে ছারখার হয়ে যাবে হেলসিনকি
হয়তো বরফ পরবে কোলকাতায়
হয়তো ধূসর হয়ে যাবে দুনিয়ার রঙ
হয়তো চলবে না গাড়ি রাস্তায়

তবু আসবো আমি তোমার পাড়ায়
ফিরে আসবো আমি তোমার পাড়ায়
তুমি থাকো দাঁড়িয়ে তোমার বারান্দায়
আমি আসবো, ফিরে আসবো তোমার পাড়ায়।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২১ বিকাল ৩:১৫

আমি সাজিদ বলেছেন: কোন জায়গায় তোলা এইটা?

২৫ শে মে, ২০২১ বিকাল ৩:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: নাগরির পরেই, করান বাজারের কাছে।
পূবাইলের কাছে।

২| ২৫ শে মে, ২০২১ বিকাল ৩:২৯

সভ্য বলেছেন: সুন্দর আয়োজন, এগিয়ে যান। শুভেচ্ছা ও শুভ কামনা সবসময়।

২৫ শে মে, ২০২১ বিকাল ৩:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: আয়োজন তেমন কিছু না।
আমরা ৪ বন্ধু যাবো, ৫ জনও হতে পারে।
রাতে বৃষ্টির মধ্যে খিচুরি আর গাড়লের গোস্ত।
মুরগী বারবিকিউ আর পানিয়ো।
সকালে পরটা আর ডিম ভাজি।
সব নিজেরাই করবো।

৩| ২৫ শে মে, ২০২১ বিকাল ৩:৩৮

আমি সাজিদ বলেছেন: গাড়লের গোস্ত কি জিনিস দস্যু ভাই?

২৫ শে মে, ২০২১ বিকাল ৪:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: গাড়ল হচ্ছে ভেড়া সাদৃশ্য একটি গৃহপালিত প্রাণী।

৪| ২৫ শে মে, ২০২১ বিকাল ৪:১৮

রাজীব নুর বলেছেন: গাড়ল এর গোস্ত খাওয়ার দাওয়াত কি আমি পেতে পারি না?

২৬ শে মে, ২০২১ বিকাল ৪:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: দেড়ি হয়ে গেছে বস।
আগামীতে আবার কখনো করলে দাওয়াত রইলো অগ্রীম।

৫| ২৫ শে মে, ২০২১ বিকাল ৪:৩৫

সোনালী ঈগল২৭৪ বলেছেন: এই আশ্রমে মূলত কি করা হয়

২৬ শে মে, ২০২১ বিকাল ৪:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আপাততো ঐখানে গিয়ে আড্ডা মারা হয় নিরিবিলিতে।

৬| ২৫ শে মে, ২০২১ বিকাল ৫:২২

চাঁদগাজী বলেছেন:



আশপাশের গ্রামগুলোতে ভালো চাষবাস হয়? ঘন বসতির গ্রাম? কাছে বাজার আছে, স্কুল আছে?

২৬ শে মে, ২০২১ বিকাল ৪:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: নাগরী বাংলাদেশের খৃষ্টান ধর্মালম্বিদের একটি পরিচিত বৃহৎ এলাকা।
আশপাশের গ্রামগুলোতে ভালো চাষবাস হয়। তবে প্রায় সব জিনিসের দাম ঢাকার দামের সমান বা বেশী।
গ্রামগুলি গুচ্ছ গুচ্ছ ভাবে অবস্থিতো, এবং বেশ ঘন বসতিপূর্ণ।
বাজার হাঁটা পথে ১০ মিনিটের পথ, স্কুল, ছাত্রাবাস সবই আছে আশেপাশে।

৭| ২৫ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৩৩

মিরোরডডল বলেছেন: Pagla, tomorrow full moon will be the special one.
It will be blood red supermoon.
Are you going to watch?
You can have the best view from Pubail or Nagori.

২৬ শে মে, ২০২১ বিকাল ৪:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আমরা চাঁদ দেখতে যাইনি, গিয়েছিলাম বৃষ্টি দেখতে।
চন্দ্রগ্রহণ শুরু হয়েছিলো দুপুর ২টার পরে, ফলে সেটা দেখতে পাওয়ার কোনো সুযোগ ছিলো না।
তাছাড়া ইয়াস এর প্রভাবে আকাশে মেঘ ছিলো, ফলে রাতে চাঁদ মামার দেখাও মেলেনি।
ইয়াস আমাদের হতাশ হরেছে। রাতের ১২টার পরে সামান্য ঝিরিঝিরি বৃষ্টি ছাড়া আর বৃষ্টির দেখা মেলেনি। দিনেও বৃষ্টি আসেনি বলে আমরা ফিরে এসেছি।

৮| ২৫ শে মে, ২০২১ রাত ১০:২৯

কামাল১৮ বলেছেন: উপভোগ্য হোক আপনাদের রাত্রি যাপন।জমি নিয়ে সমস্যা থাকলে মানুষ ভূত থেকে সাবধান থাকবেন।

২৬ শে মে, ২০২১ বিকাল ৪:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ।
তেমন কোনো সমস্যা নেই।
বৃষ্টি বিলাস ব্যর্থ হয়েছে, বৃষ্টি আসি আসি করে এলো না!!

৯| ২৬ শে মে, ২০২১ রাত ১২:৫৫

রাজীব নুর বলেছেন: কোথায় আপনি?

২৬ শে মে, ২০২১ বিকাল ৪:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: বৃষ্টি বিলাস ব্যর্থ হয়েছে, বৃষ্টি আসি আসি করে এলো না!!
ইয়াস আমাদের হতাশ হরেছে। রাতের ১২টার পরে সামান্য ঝিরিঝিরি বৃষ্টি ছাড়া আর বৃষ্টির দেখা মেলেনি। দিনেও বৃষ্টি আসেনি বলে আমরা ফিরে এসেছি। ঘন্টা দেড়েক আগে বাসায় পৌছেছি।

১০| ২৬ শে মে, ২০২১ রাত ১:০৬

নেওয়াজ আলি বলেছেন: আল্লাহ সবাইকে হেফাজত করো

২৬ শে মে, ২০২১ বিকাল ৪:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ, আল্লাহর রহমতে বাসা পৌছেগেছি।

১১| ২৬ শে মে, ২০২১ বিকাল ৫:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




বৃষ্টির সময় মজা হচ্ছে ভুতের গল্প আর গুড় মুড়ি। বৃষ্টিতে কখনো মাছ ধরেছেন কিনা জানিনা। আমি এক সময় প্রচুর মাছ ধরেছি বৃষ্টি শুরু হলেই কুনি জাল, ধর্মজাল নিয়ে বেড়িয়ে পড়তাম।

২৬ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: বৃষ্টির রাতে ভূতের গল্পের আবহই হয় আলাদা রকম। আর যদি সেই গল্প বলা হয় নিজের বা পরিচিত কারো বাস্তব অভিজ্ঞতা বলে, তাহলেতো কথাই নেই।
বৃষ্টিতে মাছ ধরতে নামিনি কখনো। একবার শুধু বৃষ্টিতে পাশের ডোবা থেকে উঠে আশা কৈ মাছ ধরেছিলো ছোটো বেলায়।
বৃষ্টিতে পুকুরের জলে ঢুব দিয়েছেন কখনো?

১২| ২৬ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




বৃষ্টিতে পুকুরের জলে ঢুব দিয়েছেন কখনো?
আমার পাসপোর্টের আয়তন দেখলে আপনি হাসবেন। ভাই তারপরও আমি বলি আমি গ্রামের মানুষ, আমি অন্ধগ্রামের মানুষ। যে গ্রামে বিদ্যুত ছিলো না। কুপি হারিকেনে পড়ালেখা করেছি। সেই গ্রামের মায়া আজও ছাড়তে পারিনি। বৃষ্টিতে পুকুরে নদীতে অথৈ সাগরেও ডুব দিয়েছি। বৃষ্টিতে প্রচুর মাছ ধরেছি যা রূপকথার গল্পকেও হার মানাবে।


২৬ শে মে, ২০২১ রাত ৮:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: বৃষ্টিতে পুকুরের জলে ডুব দিলে মনে হয় উপরে নুপু পায়ে অনেকে একই তালে নেচে যাচ্ছে।
এই অভিজ্ঞতার সুযোগ আমার খুব বেশীবার হয়নি। কিন্তু মনের ভিতরে লটকে আছে। সাগরেও ঢুব দিয়েছিলাম বুষ্টিতে। তবে পুকুরই ভালো, আমার মতে।

আমি নামে মাত্র গ্রামের লোক। উত্তর বাড্ডা কাগজে-কলমে কিছুদিন আগেও গ্রাম ছিলো। তবে শহরের সব সুবিধাই এখানে বিধ্যমান ছিলো আরো অনেক আগে থেকেই। আমার বাড়ি থেকে মিনিট ১৫ হেঁটে গেলে গ্রামের আবহ পেতাম ছোট বেলায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.