নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোটানিকাল চিত্রকর Sydenham Edwards ১৮১৫ সালে “The Botanical Register” নামে একটি সচিত্র উদ্যানতত্ত্ব ম্যাগাজিন (illustrated horticultural magazine) চালু করেন। ১৮১৯ সালে তার মৃত্যুর আগে পাঁচটি খণ্ড সম্পাদনা করে তিনি প্রকাশ করতে পেরেছিলেন।
এডওয়ার্ডসের মৃত্যুর পরে প্রকাশক James Ridgeway-এর সম্পাদনায় ১৮২০ সাল থেকে ১৮২৮ সাল পর্যন্ত পরবর্তী ৯টি খণ্ড (৬ষ্ঠ খণ্ড থেকে ১৪তম খণ্ড পর্যন্ত) বের হয়।
১৮২৯ সালে John Lindley সম্পাদক নিযুক্ত হন। তিনি এই সিরিজটিকে নাম করণ করেন “এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার” (Edwards's Botanical Register) নামে।
১৮৪৭ সালে এই ম্যাগাজিনটি বন্ধ হয়ে যাওয়ার আগে আরো ১৯টি খণ্ড বের হয়। সব মিলিয়ে ৩৩টি খণ্ড প্রকাশিত হয়।
৬ষ্ঠ খণ্ড প্রকাশ হয় ১৮২০ সালে। ৩৩৬ থেকে ৫২০ পর্যন্ত মোট ৮৫ টি ফুলের ছবি স্থান পেয়েছিলো সেখানে।
আমি ১০টি করে ছবি দিয়ে একটি করে পর্ব আকারে শেয়ার করবো। মোট ৩৩টি খণ্ডের সবগুলি ছবিই শেয়ার করার ইচ্ছে রইলো।
৪৮১
Scientific Name : Calycanthus floridus
Common Name : Carolina allspice, eastern sweetshrub, spice bush
বাংলা নাম : জানা নাই
৪৮২
Scientific Name : Siderasis fuscata
Common Name : brown spiderwort
বাংলা নাম : জানা নাই
৪৮৩
Scientific Name : Anchusa azurea
Common Name : brown spiderwort
বাংলা নাম : জানা নাই
৪৮৪
Scientific Name : Gompholobium grandiflorum
Common Name : Large Wedge-pea
বাংলা নাম : জানা নাই
৪৮৫
Scientific Name : Paeonia lactiflora
Common Name : Chinese peony, common garden peony
বাংলা নাম : জানা নাই
৪৮৬
Scientific Name : Disocactus speciosus
Common Name : Sun Cereus
বাংলা নাম : জানা নাই
৪৮৭
Scientific Name : Berberis sibirica
Common Name : জানা নাই
বাংলা নাম : জানা নাই
৪৮৮
Scientific Name : Passiflora caerulea
Common Name : blue passionflower, bluecrown passionflower, common passion flower
বাংলা নাম : জানা নাই
৪৮৯
Scientific Name : Pergularia suaveolens
Common Name : scented milk vine
বাংলা নাম : জানা নাই
৪৯০
Scientific Name : Felicia heterophylla
Common Name : true-blue daisy
বাংলা নাম : জানা নাই
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে : এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার -
১ম খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব।
২য় খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব।
৩য় খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব।
৪র্থ খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব।
৫ম খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব।
৬ষ্ঠ খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব
২৫ শে মে, ২০২১ দুপুর ১২:১১
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে স্যার সুন্দর মন্তব্যের জন্য।
সাদা ডেইজিটা আমি দেখেছি একবার কাশ্মীরের বেতাব ভ্যালিতে। ব্লু ডেইজিটা কখনো দেখিনি।
উপরের ১০টি ফোলের মধ্যে ৩টি গাছ আমি চিনি, যাদের ২টি ফুল আমি কেবল দেখেছি।
বাকিরা অচেনা।
২| ২৫ শে মে, ২০২১ ভোর ৬:২৮
কামাল১৮ বলেছেন: দুর্লভ কিছু ফুলের ছবি দেখলাম যা ইতিপুর্বে কখনো দেখা হয় নাই।
২৫ শে মে, ২০২১ দুপুর ১২:১৬
মরুভূমির জলদস্যু বলেছেন: এদের বেশীর ভাগই আমাদের এদিকের ফুল নয় বলে আমরা খুব কম চিনি বা দেখার সুযোগ পেয়েছি।
৩| ২৫ শে মে, ২০২১ দুপুর ২:৩৬
রাজীব নুর বলেছেন: আপনার এই পোষ্টের কল্যানে কিছু গাছগাছালি চিনতে পারছি।
২৫ শে মে, ২০২১ দুপুর ২:৫০
মরুভূমির জলদস্যু বলেছেন: কিন্তু বাস্তবে হয়তো এদের অনেকের দেখাই আমরা কখনো পাবো না।
©somewhere in net ltd.
১| ২৫ শে মে, ২০২১ ভোর ৫:৫৩
ডঃ এম এ আলী বলেছেন:
দুর্লভ অনেক ফুলের ছবি দেখে ভাল লাগল । দুর্লভ ফুলের প্রজাতির প্রতি আমার একটি আকর্ষন রয়েছে ।
পোষ্টে থাকা ৪৯০ নং ছবিতে প্রদর্শিত ফেলিচিয়া হিটারোফিল্লা তথা ব্লু-ডেইজি ফুলটি আমার বিশেষ দৃষ্টি কেড়েছে।
ফেলিচিয়া হিটারোফিল্লা তথা ব্লু-ডেইজি ফুলের মাথাগুলি তার কান্ডের ডগায় সুন্দরভাবে ফুটে থাকে এবং
ফুলকেন্দ্রের চারপাশে বেগুনি নীল রশ্মির ফুলগুলি দেখতে বেজায় সুন্দর। এটি এখন বলতে গেলে একটি
এন্ডিমিক স্পেসিস । যাহোক, আমার ঘরের ফুলদানীতে অন্যান্য ফুলের সাথে একটি ব্লু-ডেইজী ফুলের সমাহার রয়েছে ।
মাত্র গতকালই এটিকে শপি্ংমলে ফুলের দোকানে দেখতে পেয়ে কিনে নিয়ে এসেছি । আজকেই আপনার এই পোষ্টে
অন্যান্য অনেক দুর্লভ ফুলের সাথে এই ফুলটিকে দেখে বেশ পুলকিত হলাম । নীচে ফুলদানীতে রাখা অন্য ফুলের তোরার
সাথে ব্লু-ডেইজী ফুলের একটি ছবি দেখানো হল ।
অনেক অনেক শুভেচ্ছা রইল