নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

মুখচ্ছবি - ০৪ : মশালের আলোয় কবি

১৮ ই মে, ২০২১ রাত ১:৫৫



কবি সৈয়দ তারিক ভাই আমার এলাকাতেই থাকেন। আমার সাথে বেশ ভালো সম্পর্ক। তারিক ভাই আর আমি একটি ফেসবুক গ্রুপের সাথে বাংলাদেশের পুরনো স্থাপনা গুলি দেখ বেরাই প্রতি মাসের শেষ শুক্রবারে। আমার নিমন্ত্রণে আমাদের আশ্রমে উনি গিয়েছিলেন হাঁস খেতে এক বিকেলে। রাত পর্যন্ত আমার ছিলাম সেখানে। বেশ কয়েকটি মশাল জ্বালাই আমরা আশ্রমে রাত হলে। সেই মশালের আলোয় কবি মানুষ একটু কাব্যিক হয়ে ছবি তুলতে চাইবেনই। আমি আমার মোবাইলে তারিক ভাইয়ের কয়েকটি ছবি তুলে ছিলাম।





মধ্যরাতের জমাট আঁধার
চন্দ্রিকা আজ করল রদ
এগিয়ে দিল সপ্রতিভ
বোতলভরা চুমুর মদ।
একচুমুকে দশটি চুমু
একচুমুতে বোতল শেষ,
'এইটুকু প্রেম আমার কেবল।'
বলেই হলো নিরুদ্দেশ।
----- সৈয়দ তারিক -----








আমি ছিলাম মগ্ন আঁধারের বস্তুপিণ্ড;
তুমি আমাকে তুলে আনলে আলােয়
আর সঞ্চার করলে প্রাণ :
প্রভু, তােমাকে প্রণাম।
আমি ছিলাম আমাতে লিপ্ত অহর্নিশ
অথচ আমার ছিলাম না আমি;
আমাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছ তুমি :
প্রভু, তােমাকে প্রণাম।
চিরকাল আকুলতা ছিল প্রেমের জন্য
অথচ কেটেছে দিন নিষ্করুণ অপ্রেমে;
প্রণয়ের যৌবরাজ্যে আজ আমার অভিষেক :
প্রভু, তােমাকে প্রণাম।
----- সৈয়দ তারিক -----






ছবি তোলার স্থান : নাগরি, কালিগঞ্জ, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২১/০২/২০২০ ইং

নোট :
আশ্রম : আমাদের মনের কোনের ছোট ছোট স্বপ্নগুলিকে আশ্রয় দিতেই এই আশ্রম, স্বপ্নের আশ্রম।
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
মুখচ্ছবি - ০১
মুখচ্ছবি - ০২
মুখচ্ছবি - ০৩

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২১ রাত ২:০২

জটিল ভাই বলেছেন: সত্যিই আপনার ছবির হাত অসাধারণ!!! একদিনের জন্য আপনার আশ্রমের অতিথি করুন :)

১৮ ই মে, ২০২১ দুপুর ১:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ওখানে থাকার মতো সুযোগ সুবিধা এখনো যুক্ত করতে পারি নি। কষ্টেশিষ্টে থাকা যায়। বিদ্যুৎ নেই।
তবে আমরা প্রায় প্রতিনিয়তোই যাই। বিকেল-সন্ধ্যা কাটিয়ে রাতে ফিরে আসি।
নানান সময় নানান আয়োজন করি।
বর্ষা এলেই আবার দুটি আয়োজন হবে, তখন জাবার নিমন্ত্রণ রইলো।

২| ১৮ ই মে, ২০২১ রাত ২:০৬

চাঁদগাজী বলেছেন:



আপনি হাঁসের কথাটা না বললেও চলতো!

১৮ ই মে, ২০২১ দুপুর ১:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: কেনো? হাঁস কি দোষ করলো বস!!!!

৩| ১৮ ই মে, ২০২১ রাত ২:৩২

রাজীব নুর বলেছেন: রাতের বেলা ছবি তোলা। খুব কষ্টের কাজ।
নাইট ফটোগ্রাফিতে আমি একদম কাঁচা।

১৮ ই মে, ২০২১ দুপুর ১:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও কাঁচা।
তবে মোবাইলে তুলতে কাঁচা-পাঁকার ব্যাপার নাই।

৪| ১৮ ই মে, ২০২১ ভোর ৪:৪৩

কামাল১৮ বলেছেন: এই আশ্রমে কি হয়।গাজীপুরে কিছু আশ্রম আছে যেখানে কালী সাধন হয়।

১৮ ই মে, ২০২১ দুপুর ১:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: এই আশ্রমে কিছু্‌ই হয়না, আগামীতে হাঁস পালার ইচ্ছা আছে। আশ্রমটা কেনো সেটার ব্যাখ্যা বলা আছে।
গাজীপুরে কিছু আশ্রম আছে যেখানে কালী সাধন হয়। ঠিকানা দেন দেখি কয়েকটার।

৫| ১৮ ই মে, ২০২১ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমিও কাঁচা।
তবে মোবাইলে তুলতে কাঁচা-পাঁকার ব্যাপার নাই।

চিকিৎসা আর খাদ্য দ্রব্যের চিন্তা না থাকলে সারাদিন ক্যামেরা নিয়ে পড়ে থাকতাম।

১৮ ই মে, ২০২১ দুপুর ২:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আরো একটা জিনিসের কথা ভুলে গেছেন বস। শিক্ষা। দুই রাজকন্যার শিক্ষার বিষয়টাও মাথায় রাখতে হবে।
আমি গ্রামে চলে যেতাম যদি দুই কন্যার শিক্ষার বিষয়টা না থাকতো।
খাদ্যের ব্যবস্থা হয়ে যেতো, চিকিৎসা প্রতিনিয়তো লাগে না।

৬| ১৯ শে মে, ২০২১ দুপুর ১:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: কবি সৈয়দ তারিক এর লেখা, আপনার তোলা ছবি সবই খুব ভাল লাগলো। উনি কি এখনো সাইকেল চালান?

আমাকেও সাথে নিয়েন, আপনাদের সাথে ঘুরতে চাই!

১৯ শে মে, ২০২১ দুপুর ১:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: কিছুদিনতো খুব সাইকেল চালিয়েছেন।
উনার আম্মা করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার যত্নে মনযোগী হতে হয়তো সাইকেল এখন মনযোগ হারিয়েছে।
তবে উনার ভ্রমণ এখনো চলছে.... চলবে.....
করোনা নিয়ন্ত্রণে এলে আমরা আবার মাসের শেষ শুক্রবারে হ্যারিটাস ভ্রমণে বের হবো, যাবেন আমাদের সাথে।

৭| ১৯ শে মে, ২০২১ রাত ১০:২২

ঢুকিচেপা বলেছেন: কবিতা এবং ছবি ভালো লাগলো।

১৯ শে মে, ২০২১ রাত ১০:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য প্রিয় ঢুকিচেপা।

৮| ২৪ শে মে, ২০২১ সকাল ১০:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ। কৃতজ্ঞ থাকবো। ০১৭১৬৮৫৫৫৫৬।

২৪ শে মে, ২০২১ দুপুর ১২:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বী মনে থাকবে আমার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.