নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাছ কাটা নিয়ে খুব লেখা-লেখি হচ্ছে, আর ঠিক তখন থেকেই অঞ্জন দত্তের একটি গান মনের কোনে বারবার উকি দিয়ে যাচ্ছিলো। আশা করছি টনক নড়বে, গাছ কাটা বন্ধ হবে
শেষ গাছটা কাটা হয়ে যাবে যখন
শেষ মাছটা যখন জালে পড়বে।
শেষ জন্তুটা জবাই হয়ে গেলে তারপর
কী দিয়ে তুমি পেট ভরবে।
শেষ জঙ্গল কাটার উদ্যোগে
শেষ ঝর্ণাটা হয়ে গেলে চোট
খাবার জন্য শুধু থাকবে তােমার কাছে
কড়কড়ে টাকার নােট
হায় হায় এ কী শুধু কড়কড়ে টাকার নােট
বলাে পেট ভরবে কি, দিয়ে কড়কড়ে টাকার নােট
শেষ যুদ্ধটা জেতা হয়ে যাবে যখন
শেষ পারমাণবিক সংকট
হয় খেতে হবে শুধু মরুভূমি
নয় কড়কড়ে টাকার নােট
কেউ খাবে এক টাকা দুই টাকা
কেউ খেতে পাবে শুধু পঞ্চাশ
যার আছে বেশি খাও পাঁচশ
যার আছে কম, খাও দশ
খেতে হবে টাকা, শুধুই টাকা
শুকনাে টাকা, শুধু টাকা
টাকার সাগর, টাকার মাছ
টাকার পাহাড়, টাকার গাছ
যদি দেখ হঠাৎ সেই টাকার মরুতে উকি মারছে
ছােট্ট হলদে ফুল
যেন সেটাই তােমার নিজের বিভ্রান্তী চোখের ভুল
----- অঞ্জন দত্ত -----
০৮ ই মে, ২০২১ রাত ৩:৪১
মরুভূমির জলদস্যু বলেছেন: ছোট বেলায় দেখতাম ধান কাটার সময় কামলারা কি প্রচুর পরিমানে খেতে পারতো।
সম্প্রতি একটি পুকুর কাটানোর সময় দেখেছি মাইঠালরা কি পারিমান খায়।
ওদের একজনের খাবারের পাত্রের খাবার আমরা ৩ জনে খেয়ে শেষ করতে পারি নাই।
২| ০৮ ই মে, ২০২১ রাত ১:২৮
রাজীব নুর বলেছেন: “এই খেদ আমার মনে মনে।
ভালবেসে মিটল না আঁশ- কুলাল না এ জীবনে।
হায়, জীবন এত ছোট কেনে?
এ ভুবনে?”
০৮ ই মে, ২০২১ রাত ৩:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন: শুধু ভাবি এতো চমৎকার একটা মস্তিষ্কের মালিকের আয়ূ এতো অল্প দেয়াটা অনুচিত হয়েছে!!
৩| ০৮ ই মে, ২০২১ রাত ২:৪০
নূর আলম হিরণ বলেছেন: মানুষ অত্যাচারী প্রাণী।
০৮ ই মে, ২০২১ রাত ৩:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন: এবং বুদ্ধীমান বোকাও বটে।
৪| ০৮ ই মে, ২০২১ রাত ৩:১৬
জটিল ভাই বলেছেন: নিশ্চই প্রত্যেকটি জিনিসের ব্যপারেই হিসাব দিতে হবে!
০৮ ই মে, ২০২১ রাত ৩:৪৪
মরুভূমির জলদস্যু বলেছেন: হিসাব দেয়ার আগেইতো সব শেষ করে দিচ্ছি আমরা।
৫| ০৮ ই মে, ২০২১ রাত ৯:৫৪
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অঞ্জন এর এই গান এএ কথা বোঝার মত মন কি আমলা আর প্রেজেন্ট রাজনীতিবিদ দের আছে?
০৮ ই মে, ২০২১ রাত ১০:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন: নাই। উনাদের মনোযোগ শুধু ক্ষমতা আর অর্থের দিকে।
৬| ০৮ ই মে, ২০২১ রাত ৯:৫৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কবিতায় সুন্দর প্রতিবাদ ফুটে উঠেছে।
প্রতিবাদ হোক অপ্রতিরোধ্য। সফলতা আসুক সত্যের। মানুষের জীবনের প্রয়োজনের।
০৮ ই মে, ২০২১ রাত ১১:০১
মরুভূমির জলদস্যু বলেছেন:
আমি চাই গাছ কাটা হলে শোক সভা হবে বিধানসভায়
আমি চাই প্রতিবাদ হবে রক্ত পলাশে রক্ত জবায়
৭| ০৯ ই মে, ২০২১ দুপুর ২:১৬
নির্জন অঙ্কন বলেছেন: দারুণ ছিলো
০৯ ই মে, ২০২১ বিকাল ৩:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০২১ রাত ১১:৫০
ডঃ এম এ আলী বলেছেন:
গানটি সুন্দর । শুনে ভাল লাগল ।
কুড়ালীগন খুব শক্তিশালী মানুষ ।
ছোটকালে আমাদের দেশের বাড়ীতে
দুই কুড়ালী কাঠ কাটত ইয়া বড়
কুড়াল দিয়ে । তাদের দুজনের জন্য
আড়াই কেজি চালের ভাত পাকাতে
হতো দুপুরের একবেলা খাবারের জন্য ।
২০০ শত গ্রাম চালের ভাত দুজনে
খেয়ে শেষ করতে পারিনা সেখানে
দুই কুড়ালী একাই ২৫০০ গ্রাম
চালের ভাত খেয়ে নিত, সাথে
তরিতরকারীতো ছিলই । মনে
বড় সাধ জাগে যদি কুড়ালিদের
মত হতে পারতাম , গায়ে গতরে
যদি তাদের শক্তি পেতাম তাহলে
সরোওয়ার্দী উদ্যানের গাছ খেকুদের
একহাত দেখিয়ে দিতাম ।
শুভেচ্ছা রইল