নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ঝর্ণাধারা - ০১

২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৬


ছবি তোলার স্থান : গুলমার্গ, কাশ্মীর, ভারত।
ছবি তোলার তারিখ : ২৯/০৫/২০১৫ইং

বছর পনের আগেও ঝর্ণা বললতেই দেশের মানুষ চিনতো মাধবকুণ্ড ঝর্ণা, হিমছড়ির ঝর্ণা, বান্দরবানের শৈলপ্রপাত এই হাতে গোনা কয়েকটিই। কিন্তু এখন জানা যায় আমাদের দেশে প্রচুর ঝর্ণা আছে। আমি নিজে অল্প কয়েকটি ঝর্ণা দেখার সুযোগ পেয়েছি। ব্যাকপেইন আর বিশাল ভূড়ি নিয়ে ২০১৬ সালে সাহস করে গিয়েছিলাম মিরসরাই ঝর্ণা অভিযানে। ২ দিনে গোটা আট-নয় টা ঝর্ণা দেখেছিলাম।

২০১৫ সালে কাশ্মীম ভ্রমণের সময় সেখানেও কয়েকটি ঝর্ণা বা বলা ভালো পাহাড়ি ছড়া দেখার সুযোগ হয়েছে। সেই সব ঝর্ণার ৫টি ছবি রইলো।


বান্দরবানের থানচির ডিম পাথর এলাকায় এই ছোট্ট ছড়াটি

ছবি তোলার স্থান : থানচি, বান্দরবান, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৭/০২/২০২০ইং




জম্মু থেকে পেহেলগাম যাওয়ার সময় চলতি পথে চলন্ত গাড়ি থেকে তোলা এই ঝর্ণার ছবিটি

ছবি তোলার স্থান : কাশ্মীর, ভারত।
ছবি তোলার তারিখ : ২৬/০৫/২০১৫ইং



ঝিরিপথ

ছবি তোলার স্থান : মিরসরাই, চট্টগ্রাম, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৭/২০১৬ ইং


ঝর্ণা! ঝর্ণা! সুন্দরী ঝর্ণা!
তরলিত চন্দ্রিকা! চন্দন-বর্ণা!
অঞ্চল সিঞ্চিত গৈরিকে স্বর্ণে,
গিরি-মল্লিকা দোলে কুন্তলে কর্ণে,
তনু ভরি' যৌবন, তাপসী অপর্ণা!
ঝর্ণা!
পাষাণের স্নেহধারা! তুষারের বিন্দু!
ডাকে তোরে চিত-লোল উতরোল সিন্ধু|
মেঘ হানে জুঁইফুলী বৃষ্টি ও-অঙ্গে,
চুমা-চুমকীর হারে চাঁদ ঘেরে রঙ্গে,
ধূলা-ভরা দ্যায় ধরা তোর লাগি ধর্ণা!
ঝর্ণা!
এস তৃষার দেশে এস কলহাস্যে -
গিরি-দরী-বিহীরিনী হরিনীর লাস্যে,
ধূসরের ঊষরের কর তুমি অন্ত,
শ্যামলিয়া ও পরশে কর গো শ্রীমন্ত;
ভরা ঘট এস নিয়ে ভরসায় ভর্ণা;
ঝর্ণা!
শৈলের পৈঠৈয় এস তনুগত্রী!
পাহাড়ে বুক-চেরা এস প্রেমদাত্রী!
পান্নার অঞ্জলি দিতে দিতে আয় গো,
হরিচরণ-চ্যুতা গঙ্গার প্রায় গো,
স্বর্গের সুধা আনো মর্ত্যে সুপর্ণা!
ঝর্ণা!
মঞ্জুল ও-হাসির বেলোয়ারি আওয়াজে
ওলো চঞ্চলা ! তোর পথ হল ছাওয়া যে!
মোতিয়া মোতির কুঁড়ি মূরছে ও-অলকে;
মেখলায়, মরি মরি, রামধনু ঝলকে
তুমি স্বপ্নের সখী বিদ্যুত্পর্ণা
ঝর্ণা!
----- সত্যেন্দ্রনাথ দত্ত -----




হাজাছড়া ঝর্ণাটি

হাজাছড়া ঝর্ণা রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট এলাকায় অবস্থিত একটি প্রাকৃতিক পাহাড়ি ঝর্ণা। এতো চমৎকার একটা ঝর্ণাতে যেতে তুলনামূলক পাহাড়ি পথে হাঁটার কষ্ট নাই বললেই চলে। মূল রাস্তা হতে ১৫ মিনিট ঝিরিপথ ধরে হেঁটেই পৌঁছানো যায় ঝর্ণার পাদদেশে।

হাজাছড়া নামক এলাকা হতে ঝর্ণার উৎপত্তি বিধায় এর নাম হাজাছড়া ঝর্ণা। এটি শুকনাছড়া ঝর্ণা বা দশ নাম্বার ঝর্ণা নামেও পরিচিত। ঝর্ণাটির স্থানীয় পাহাড়িদের দেয়া নাম হল চিত জুরানি থাংঝাং ঝর্ণা ; যার অর্থ মন প্রশান্তি ঝর্ণা।

বর্ষার সময় ঝর্ণার ঝিরিপথে পানি তুলনামূলক বেড়ে যায় এবং পথটি কর্দমাক্ত থাকে। শীতকালে এর পানির প্রবাহ কমে যায়।

ছবি তোলার স্থান : বাঘাইহাট, বাঘাইছড়ি, রাঙামাটি, বাংলাদেশ।
GPS coordinates : 23°16'10.5"N 92°07'51.2"E
ছবি তোলার তারিখ : ১৩/১০/২০১৬ইং

মন্তব্য ২২ টি রেটিং +৮/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৪

শোভন শামস বলেছেন: সুন্দর ছবি,
করোনা এখন সব বেড়ানো বন্ধ করে দিয়েছে
অনেক দিন পর কবিতাটা পরলাম, ছন্দময়।

২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: গতবছর বাংলাদেশে করোনার প্রভাবের আগে আগে গিয়েছিলাম থানচি<রেমাক্রি<নাফাখুম। তারপর থেকে ঘরেই আছি।

২| ২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৪

মা.হাসান বলেছেন: অসাধারণ সব ছবি। অনেক ভাল লাগা। যেমন বলেছেন, বাংলাদেশে বর্ষা কালে ঝর্নার রূপ খুলে যায়। কাশ্মির সম্পর্কে ধারণা নেই, অনুমান করি গরমের বরফ গলা জলে এর প্রাণ ফিরে আসে।

২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: বর্ষায় বাংলার পাহাড়ি এলাকা অসাধারণ সবুজ হয়ে উঠে, যদিও সেই সময় ঐসমস্ত এলাকায় বেড়ানোটা বিপদজনক হয়ে উঠে।
কাশ্মিরের ঝর্ণাটি আসলে বরফগলা জল পাহাড়ের গা বেয়ে গড়িয়ে পরা ছাড়া আর কিছু না।

অশেষ ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

৩| ২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:১৪

রাজীব নুর বলেছেন: প্রথম ছবিটা সেই রকম হইছে। দশে দশ।

২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: ক্যামেরার সেটিং-সুটিং চেঞ্জ করে, ট্রাইপডে রেখে, টাইমার সেট করে নয়তো রিমট দিয়ে সেইরকম ভাব নিয়ে এই সব ছবি তুলতে হয়। আমার অতো কিছু নাই। হাতে রেখেই যতদূর পারছি চেষ্টা করছি।

৪| ২০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০৪

আখেনাটেন বলেছেন:
বাংলাদেশেও এখন মনে অনেক নতুন নতুন ঝর্ণা আবিষ্কার হয়েছে।

ছবিগুলো সুন্দর। হাজাছড়া ঝর্ণার আমার তোলা একটি ছবি।

২০ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: বিগত কয়েক বছরে মিরসরাই-সীতাকুণ্ড এবং বান্দরবানের গহীনে প্রচুর ঝর্ণার খবর ট্যুরিস্টার পেয়েছে।

ছবিটি সুন্দর তুলেছেন।

৫| ২০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

জিকোব্লগ বলেছেন:



সুন্দর সুন্দর ঝর্ণাধারার ছবি দেখে অনেক
মুগ্ধ হলাম। পোস্টে অনেক ভালো লাগা।

২০ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৬| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ৯:২৯

ভুয়া মফিজ বলেছেন: বেশী করে ছবি দিয়ে শুধুমাত্র বাংলাদেশের ঝর্ণার বিস্তারিত বর্ণনাসহ একটা পোষ্ট দেন।

২০ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আগামীতে প্রতিটা ঝর্ণা নিয়েই লিখবো, তখন একাধীক ছবিও থাকবে তার। ধন্যবাদ আপনাকে পরামর্শের জন্য।

৭| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ১০:১০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনাকে ধন্যবাদ। হাজারো ব্যস্ততার ফাঁকে আমাদেরকে সুন্দর সুন্দর মনোমুগ্ধকর স্পটের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। মাঝেমধ্যে আপনার থেকে প্রকাশিত ছবি ব্লগগুলো তাক লাগিয়ে দেয়ার মত কাজ ঘটায়।

ঝর্ণা আমার কাছে রূপসী কন্যার কেশের মত। যেখানে নিজেকে ভাসিয়ে দিতে পারায় মনে প্রশান্তি আসে। ঝর্ণা অনেক দেখেছি তবে এই যে বললেন না, ঝর্ণার নিকটে যেতে পাহাড়ি দুর্গম পথের কথা। সেরকম এক কঠিন দুর্গম পথ পারি দেয়ার লক্ষ্যে গিয়েছিলাম হামহামে। ভ্রমণটাই আমার কাছে অধিক সুন্দর লেগেছে৷

+++ প্লাস জানবেন

২১ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগত আপনাকে।
ঝর্ণা আমাকেও টানে খুব, তবে ঐযে বললাম ব্যাকপেইন আর বিশাল ভূড়ির কারণে চাইলেও ছুটে যেতে পারি না। গত বছর কোনো রকমে রেমাক্রি হয়ে নাফাখুম পর্যন্ত গিয়েছিলাম।
কত কিছুই দেখার বাকি রইলো!!!

অশেষ ধন্যবাদ রইলো আপনার সুন্দর মন্তব্যের জন্য।

৮| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৫৫

রাজীব নুর বলেছেন: আপনি ছবি ভালো তোলেন।
ফেসবুকে আমার একটা ফোটোগ্রাফী পেজ আছে। সেখানে ছবি পোষ্ট করলে আমি খুশি হবো।

এই যে লিংক।

২১ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি তেমন ভালো ছবি তুলি না বস। হঠাত হঠাত দুই-একটা ছবি একটু ভালো হয়ে যায়।
আপনার গ্রুপে কিছু ছবি দিয়েছিলাম, আবার কোন ফাঁকে যেনো বাদ পড়ে গেছে।

৯| ২১ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০১

ওমেরা বলেছেন: খুব সুন্দর ছবিগুলো দেখে আমি অভিভূত। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।

২১ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে, আর ধন্যবাদ মন্তব্যের জন্য।

১০| ২১ শে এপ্রিল, ২০২১ ভোর ৬:৫৬

জুল ভার্ন বলেছেন: অসাধারণ সুন্দর সব ছবি। অনেক ভাল লাগা।

২১ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য আপনাকে।

১১| ২১ শে এপ্রিল, ২০২১ রাত ১০:১১

ঢুকিচেপা বলেছেন: চমৎকার লাগলো সব ছবি।
প্রথম ছবিটা অসাধারণ।

২১ শে এপ্রিল, ২০২১ রাত ১১:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্য ও মতামতের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.