নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চড়াই বা চড়ুই বা গৃহস্থালির চড়াই
Common Name : Sparrow, Old World sparrows, true sparrows
একটি সুপরিচিত পাখি। এরা জনবসতির মধ্যে থাকতে ভালোবাসে তাই এদের ইংরাজি নাম হাউস স্প্যারো অর্থাৎ "গৃহস্থালির চড়াই"। পৃথিবীতে মোট ৪৮ প্রজাতির চড়ুই দেখতে পাওয়া যায়।
পুরুষ-স্ত্রী চড়ুই দেখতে আলাদা। পুরুষ পাখিটি দেখতে বেশি সুন্দর এবং সে বেশি গান গায়।
এরা ৪ থেকে ৬ টি ডিম পাড়ে। ছানা ফুটতে সময় লাগে প্রায় ১৩ দিন। ছানারা উড়তে শিখলে বড়দের সঙ্গে মাঠে খাবার খেতে যায়। মাটি থেকে পোকামাকড় শস্য খুঁটে খায়।
প্রজনন মৌসুমে পাতি চড়ুই খড়কুটো, কাঠি, শুকনো ঘাস, পালক দিয়ে মানুষের ঘরে বাসা বানায়। বাসা তৈরি হলে পুরুষটি সুরেলা কণ্ঠে গান গায়। বাচ্চা ফুটলে দু’জনেই তাদের লালন-পালন করে।
প্রতিবছর ২০ মার্চ পৃথিবীব্যাপী পালিত হয় বিশ্ব চড়ুই পাখি দিবস।
সূত্র : উইকি পিডিয়া
ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০২/১২/২০১৬ ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
পাক-পাখালি - ০১
পাক-পাখালি - ০২
পাক-পাখালি - ০৩
পাক-পাখালি - ০৪
পাক-পাখালি - ০৫ : পায়রা
পাক-পাখালি - ০৬
পাক-পাখালি - ০৭ : চড়াই
পাক-পাখালি - ০৮ : ফিঙ্গে
পাক-পাখালি - ০৯ : সবুজ বাঁশপাতি
পাক-পাখালি - ১০ : চড়াই
পাক-পাখালি - ১১ : বন বাটান
পাক-পাখালি - ১২
পাক-পাখালি - ১৩
পাক-পাখালি - ১৪
পাক-পাখালি - ১৫ : পায়রা
পাক-পাখালি - ১৬ : চড়াই
পাক-পাখালি - ১৭ : গাংচিল
পাক-পাখালি - ১৮ : সাদা ময়ূর
পাক-পাখালি - ১৯
পাক-পাখালি - ২০ : কাক
পাক-পাখালি - ২১
=================================================================
১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪৪
মরুভূমির জলদস্যু বলেছেন: আমার বাবার লাগানো একটা আম গাছে, পরে একটি মেহেগুনি গাছে এরা রাতযাপন করতো। এখন আর তেমন একটা দেখা যায় না।
তারও আগে আমার পাশের বাসার বন্ধুর বাড়িতে এরা থাকতো। সেখানে এখন ৮ তলা বাড়ি হচ্ছে। আমার গাছগুলিও মরে গেছে। ওরা এখন কোথায় থাকে কে জানে।
গত বছর মার্চের প্রথম সপ্তাহে বান্দরবান থেকে ফিরছি। রাতের খাবাররের জন্য বাস থামলো একটি হাইওয়ে রেস্টুরেন্টে। খাওয়া শেষে ছোটে একটি গাছের নিচে দাঁড়িয়ে উপরে তাকিয়ে দেখি সারা গাছে চড়াই পাখিগুলি ফুল ফোটার মতো করে বসে আছে। কয়েকটা ছবি তুলেছিলাম।
২| ১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৯
রাজীব নুর বলেছেন: ১।
২।
আমি বেশ কিছু চড়ুই পাখির ছবি তুলেছি।
১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম ছবিটি চমৎকার হয়েছি। দুটই বাচ্চা চড়াই।
৩| ১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:০০
রাজীব নুর বলেছেন: আমার ছাদে ড্রামে তিনটা বড় গাছ আছে। আম, পেয়ারা আর লেবু। বিশ্বাস করুন এই তিনটা গাছে প্রচুর চড়ুই পাখি আসে।
১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:০৮
মরুভূমির জলদস্যু বলেছেন: আমার ছাদে অল্প কয়েকটা গাছ আছে।
একটি ছফেদা ও পেয়ারা গাছে ফল হয়। এই বছর হঠাত করেই একদল বুলবুলিতে খবর পেয়ে গেছে। দাওয়াত ছাড়াই পাঁকার আগেই সাবার করে দেয়। আমি কিছু মনে করি না।
আর চড়াই আসে বারান্দায়, পোষাপাখির খাবারে ভাগ বসাতে।
৪| ১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৬
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: চড়ুই খুবই চঞ্চল প্রজাতির পাখি।আমাদের বাড়িতে চড়ুই,বুলবুলি,টুনটুনি,দোয়েল আছে। কবুতরদের খাবার দেয়ার সময় এরা উঠোনে নেমে আসে।খাবার খেয়ে আবার চলে যায়। এরা মূলত আমাদের বাড়ির বড় গাছগুলোতে থাকে, বিশেষ করে কৃষ্ণচূড়া আর আমগাছে।
চমৎকার ছবি সবগুলো।
১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:২২
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
আমাদের এলাকা থেকে এইসব পাখিরা উধাও হয়ে গেছে বলা চলে।
৫| ১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৩
নেওয়াজ আলি বলেছেন: ছবি এড়িড় করলে প্রকৃত ছবি থাকে না
১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি প্রকৃত ছবি কখনোই দেই না।
৬| ১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:১৯
সামিয়া বলেছেন: সুন্দর পোস্ট, চড়ুইয়ে মুগ্ধতা।
১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
৭| ১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৭
ইসিয়াক বলেছেন: আমাদের বাড়িতে প্রচুর চড়ুই পাখির বাস। খুব দুষ্টু। শুধু ডাকাডাকি করে। তবে কোন কারণে ডাকাডাকি কমে গেলে খোঁজ নিয়ে দেখি কি হলো।
১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪২
মরুভূমির জলদস্যু বলেছেন: আমার বারান্দায় আসে ওরা পোষা পাখির খাবারে ভাগ বসাতে।
৮| ১১ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৫৩
ওমেরা বলেছেন: আমার ছোট বেলায় আমাদের বাসার ভেন্টিলেটরে চড়ই বাসা বানিয়ে ছিল, আমার মনে আছে এখনো।
১২ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১৭
মরুভূমির জলদস্যু বলেছেন: আমার বাসায় কখনো চড়াই বাসা করেনি।
৯| ১১ ই এপ্রিল, ২০২১ রাত ১০:২২
মা.হাসান বলেছেন: আসলেই, এদের থাকার যায়গা নেই হয়ে যাচ্ছে। ভবিষ্যতে এদের দেখতেও চিড়িয়াখানায় যেতে হবে।
২ নম্বর ছবিটার চড়ুই অসম্ভব কালারফুল। এরকম কালারফুল চড়ুই আগে দেখি নি। এটাও উত্তর বাড্ডায় তোলা?
১২ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১৯
মরুভূমির জলদস্যু বলেছেন: চড়াই শহরে বেশ কিছুটা কমে গেলেও এখনো সংকার কারণ নেই।
২নাম্বার চড়াইটা কালারফুল নয়।
সবগুলি ছবিই উত্তর বাড্ডায় তোলা।
১০| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৪৮
রাজীব নুর বলেছেন: আমার দুটা মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
১২ ই এপ্রিল, ২০২১ রাত ১:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে।
১১| ১২ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৪
রাজীব নুর বলেছেন: লকডাউন এর প্রস্তুতি শেষ করেছেন?
১২ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৫
মরুভূমির জলদস্যু বলেছেন: না, প্রস্তুতির কিছু নেই।
আমি একবার বাজার করলে দেড় মাসের কাছাকাছি চলে যায়। বাজার শেষ হলে আবার যাই বাজারে।
৫০ কেজি চালের বস্তা কিনি, আড়াই মাস চলে যায় প্রায়।
সবজি এক কেজি, আধা কেজি করে ৩/৪টা কিনলে ৪/৫ দিন চলে যায়।
আমার সারা বছর এভাবেই চলে, অনেক বছর ধরে।
আলাদা কোনো প্রস্তুতি কখনোই নেয়া হয় না।
রমজানেওর জন্যও না।
©somewhere in net ltd.
১| ১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩৭
চাঁদগাজী বলেছেন:
নিউইয়র্খ শহরে এরা জনতার শত্রুতে পরিণত হয়েছে, গাছের নীচে রাতে গাড়ী রাখলে, সকালে উহার রং বদলে যায়।