নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনে তাল

০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৭


বাবুল আমার বাড়ির হ্যাল্পিং হ্যান্ড। স্বাস্থে সে তালতাপার সেপাই। তালকানা স্বভাবের সাথে আছে তিলকে তাল করার ক্ষমতা, যদিও ওর কথার সাথে কেউ তাল দেয় না, কারণ অল্পতেই ও তালগোল পাকিয়ে ফেলে। দিন কয় আগে তাল পাঁকা গরমে ঘামতে ঘামতে আমার আছে এসে বললো, তালই মস্ত এক তাল নিয়া আসছে। তালকানা বাবুল তাল পায়নি ওটা তাল নয় তরমুজ।

দিন কয়েক আগে তাল সম্পর্কে কিছু তথ্য খুঁছতে গিয়ে দেখলাম তাল নিয়ে বেশ কিছু বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচন আছে। এদের সংখ্যা নেহায়েত কম নয়। এদের অনেকগুলি আবার একই রকম, একই অর্থ বহনকারী। শুধু এক বা একাধিক শব্দের ভিন্নতা আছে।

বাগধারা : কোন শব্দ বা শব্দ-সমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক দিয়ে যখন বৈশিষ্ট্যময় হয়ে ওঠে, তখন সে সকল শব্দ বা শব্দ-সমষ্টিকে বাগধারা বা বাক্যরীতি বলা হয় ।

প্রবাদ-প্রবচন : অনেকদিন ধরে লোকমুখে প্রচলিত জনপ্রিয় উক্তি যার মধ্যে সরলভাবে জীবনের কোনো গভীরতর সত্য প্রকাশ পায় সেগুলো প্রবাদ বা প্রবচন নামে অভিহিত হয়ে থাকে।

তাহলে দেখে নেই তাল নিয়ে বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচন গুলি।

১। তালগাছে বাবুইয়ের বাসা, নেড়া মাগীর দেখ তামাসা।

২। তালগাছে বাবুইয়ের বাসা, ভাতার মারি দেখ তামাসা।

৩। তালগাছের আড়াই হাত।

৪। তাল ঘষলে গন্ধ, নেবু ঘষলে হয় তিতা।

৫। তালতলা দিয়েও কি পথ চলনি?

৬। তাল ডিঙিয়ে কাল করা।

৭। তাল তেঁতুল কুল, তিনে বাস্তু নির্মুল।

৮। তাল তেঁতুল দই, বৈদ্য বলে ওষুধ কই।

৯। তাল তেঁতুল বাবলা, কি করবে দুধুমুখী একলা।

১০। তাল তেঁতুল মাদার, তিনে দেখায় আঁধার।

১১। তাল পাকলেই শাল।

১২। তালের ঘা যেন শালের ঘা।

১৩। তালপাতার কুঁড়ে, ঝড়ে গেল উড়ে।

১৪। তালপাতার ছায়া।

১৫। তালপাতার সেপাই।

১৬। তাল প্রমাণ বাড়ে দুঃখ, তিল প্রমাণ কমে।

১৭। তাল বাড়ে ঝোপে, খেঁজুর বাড়ে কোপে।

১৮। তাল বাবলা ছুঁচো বোঁচা, এই চার নিয়ে মুড়োগাছা।

১৯। তাল যদি হল কাত, বার বছরে দেখে এক রাত।

২০। তালের চটা, বাঁশের গোটা।

২১। তিল থেকে তাল।

২২। ভাদ্র মাসের তাল।

২৩। তাল হারিয়ে লাউয়ে চাপড়।

২৪। এখন কি আছে সে সব কাল, এখন লাউতে চাপড় হারিয়ে তাল।


আরো কিছু আপনার জানা থাকলে শেয়ার করতে পারেন।

=================================================================
আরো দেখতে পারেন -
বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনে চাঁদ

মন্তব্য ৩১ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৬

ওমেরা বলেছেন: আপনার তাল বচন নিয়ে লিখা দেখে খুব কষ্টকর একটা স্মৃতি মনে পড়ল !
খুব খারাপ লাগছে।

০৯ ই এপ্রিল, ২০২১ রাত ৮:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আহা, সরি।

২| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ৮:০৯

চাঁদগাজী বলেছেন:



ভাদ্রমাসে ঢাকায় ১টা পাকা তালের দাম কেমন?

০৯ ই এপ্রিল, ২০২১ রাত ৮:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আকার ভেদে ৪০ থেকে ১০০ টাকা সম্ভবতো।
গ্রামে ৫ থেকে ২০ টাকা।

৩| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০৪

চাঁদগাজী বলেছেন:



মুল্যার দিক থেকে সস্তা, ইহা অনেক অনেক পুষ্টিকর ফল।

১০ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: শুধু ফল পুষ্টিকর তাই নয়, বরং গোটা গাছটিই নানান ভাবে ব্যবহার উপযোগী।
একটি লেখা তৌরি করেছি তাল গাছ নিয়ে। দুই-এক দিনের মধ্যে পোস্ট করবো।

৪| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৫২

বিদ্রোহী সিপাহী বলেছেন: সুন্দর হইছে

১০ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৫| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১০:১৪

স্থিতধী বলেছেন: ২৪ নম্বরের বাগধারার ভাবার্থ কি ভাই?

১০ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: লাউ চিনতে চাপড় না বরং চিমটি দিতে হয়। এখনকার যুগের লোকের সেই বাস্তব জ্ঞান নেই।

৬| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৩৭

নেওয়াজ আলি বলেছেন: গাজী সাহেব তাল পাকার দিনে দেশে আসবেন তাহলে তালের পিঠা খাওয়াতে পারবো। আমাদের গাছ আছে আমার মা রস নিয়ে ফ্রীজে রেখে দেয় আমাদের জন্য।

১০ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার একটা তাল গাছ আছে। তবে সেটি পুরুষ তাল গাছ, তাল ধরে না।

৭| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০২

রাজীব নুর বলেছেন: তাল সস্তা। তালের পিঠা বানানো খুবই যন্ত্রনার। অনেক দিকদারি। বিভূতিভূষন এর একটা উপন্যাস আছে। একটা ছেলে ঝড়ের মধ্যে তাল কুড়াতে যায়। সেই তাল বিক্রি করা হবে। উপন্যাসটার নাম এই মুহুর্তে মনে করতে পারছি না। উপন্যাস নিয়ে সিনেমাও হয়েছে। খুবই চমৎকার সিনেমা। চোখে ভিজে আসে।

১০ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ঝড়ের মধ্যে তাল কুড়াতে যাওয়া খুবই বিপদজ জনক কাজ। এমনি তাল পাঁকার সময় তাল গাছের নিচে থাকাও বিপদজনক।
তালের পিঠার মধ্যে অন্যতমো হচ্ছে তালক্ষীর।

তালগোলা নারিকেল, গুড় ও দুধ দিয়ে জ্বাল দিয়ে তৈরি করা হয় তালক্ষীর।

৮| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৩৪

স্থিতধী বলেছেন: লাউ চিনতে চাপড় না বরং চিমটি দিতে হয়। এখনকার যুগের লোকের সেই বাস্তব জ্ঞান নেই।

ঊরে বাবা! ভালো একটা জিনিস শিখলাম তো। আমাদের বাংলা বাগধারা গুলো বেশীরভাগ ই মারাত্মক হয়।

১০ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমাদের বাংলা বাগধারা গুলো বেশীরভাগ ই মারাত্মক হয়।

ঠিক বলেছেন।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৯| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ১:৩৩

ঢুকিচেপা বলেছেন: আপনার তাল সমাচার দেখে তালকানা হয়ে তালতলায় বসে পড়েছি।

১০ ই এপ্রিল, ২০২১ রাত ১:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: তাল পাঁকার সময় হয়ে এলে তালতলা থেকে তালপিতলা গুটিয়ে সরে যায়েন, নইলে মাথায় পাঁকা তাল পরলে অবস্থা বেতাল হয়ে যাবে।

১০| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ৩:৪৯

মা.হাসান বলেছেন: দু ডজন প্রবাদ/বাগধারার মাঝে ২/৩টা শুনেছি। বাকি গুলো সম্পূর্ণ নতুন।
পোস্টটির জন্য অনেক ধন্যবাদ।

১০ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আমওতো ৩/৪টাই জানতাম আগে।

১১| ১০ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৮

খায়রুল আহসান বলেছেন: ভাল লাগলো বেশ তালকাব্য। বেশিরভাগই কমন পড়ে নাই। পরীক্ষা দিতে হলে নির্ঘাত ফেল করতাম।
"তাল গাছের আড়াই হাত" - মানে কী?

১০ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: আমারও খুব একটা জানা ছিলো না, আমিও ফেল মারতাম।

"তাল গাছের আড়াই হাত" - মানে
কোন কাজের শেষ ও সবচেয়ে কঠিন অংশ।
বহুকষ্টে শীর্ষে পৌঁছানো।
প্রায় অসম্ভব।
ইত্যাদি।

১০ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: - প্রথমটা ভালোয় ভালোয় উতরে গেলেও, এখনো তাল গাছের আড়াই হাত বাকি।

১২| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ১১:১৪

খায়রুল আহসান বলেছেন: বঝলাম, ধন্যবাদ।
আগেরবার বলতে ভুলে গিয়েছিলাম, শিরোনামের ছবিটা বড় সুন্দর!

১০ ই এপ্রিল, ২০২১ রাত ১১:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ।
বেশ কয়েক বছর আগে ছবিটি আমি তুলেছিলাম ইছাপুরা নামের একটি গ্রামে।

১৩| ১১ ই এপ্রিল, ২০২১ রাত ২:৩৮

মা.হাসান বলেছেন: আর কয়েকটা মনে পড়ে গেলো- তাল কানা, তাল পাকা গরম, তাল ঠোকা, পিঠে তাল পড়া ।

১১ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: তালকানা আর তালপাকা গরম লেখার প্রথম অংশে ব্যবহার করেছি আমি।
তালঠোকা টা কি জিনিস?

অশেষ ধন্যবাদ আপনাকে তথ্যুলি শেয়ার করার জন্য।

১৪| ১১ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০১

মা.হাসান বলেছেন: প্রথমবার পড়ার সময়ে উপরের অংশ দেখেছিলাম, আবার এসে ২য়বার পড়ার সময়ে আর ঐ দু ডজন ছাড়া বাকিঅংশে চোখ বুলাইনি বলে এই ভুল হয়েছে।

তাল ঠোকা দুই অর্থে ব্যবহার হতে দেখেছি। এক, গানে সঙ্গত করা, দুই - সাথ ধরা বা সহমত ভাই হওয়া। আর পিঠে তাল পড়া আমাদের এলাকায় পিটুনি খাওয়াকে বলে।
অনেক শুভকামনা।

১২ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আচ্ছা!!
তাল ঠোকা মানে তাল দেয়া। তাইতো।
অশেষ ধন্যবাদ।

১৫| ১৪ ই এপ্রিল, ২০২১ রাত ৩:৩১

মেরুভাল্লুক বলেছেন: তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে
উকি মারে আকাশে

১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: সব গাছ ছাড়িয়ে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.