নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভিন্ন সময় বিভিন্ন যায়গায় গিয়ে বেশ কিছু ফুলের ছবি আমি তুলেছি আদিতে। সেই সমস্ত ফুলের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। ১০টি করে ফুলের ছবি নিয়ে একটি করে পর্ব আকবারে প্রকাশ করেছি। এখনো সেই ধারাবাহিকতা চলছে…..
১। ফুলের নাম : সরিষা
অন্যান্য ও আঞ্চলিক নাম : সরষে, কৌরা
Common Name : Mustard Flower
Scientific Name : Brassica campestris
ছবি তোলার স্থান : সিংগাইর, মানিকগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/১২/২০১২ ইং
২। ফুলের নাম : জানা নেই
অন্যান্য ও আঞ্চলিক নাম : জানা নেই
Common Name : জানা নেই
Scientific Name : জানা নেই
ছবি তোলার স্থান : বলধা গার্ডেন, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৬/০৫/২০১৮ ইং
৩। ফুলের নাম : জানা নেই
অন্যান্য ও আঞ্চলিক নাম : জানা নেই
Common Name : জানা নেই
Scientific Name : জানা নেই
ছবি তোলার স্থান : বলধা গার্ডেন, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৬/০৫/২০১৮ ইং
৪। ফুলের নাম : সোনালু
অন্যান্য ও আঞ্চলিক নাম : বাঁদর লাঠি, বান্দর লাঠি, বানরনড়ী, রাখালনড়ী, সোদাল, সোনাইল, আরগ্বধ, অমলতাস, আরোগ্যশিম্বী, কুণ্ডল, কৃতমালক, কর্ণিকার, কর্ণী, কলিঘাত, চতুরঙ্গুল, দীর্ঘফল, নৃপদ্রুম, প্রগ্রহ, ব্যাধিঘাত, রাজবৃক্ষ, শম্পাক, স্বর্ণাঙ্গ, হেমপুষ্প।।
Common Name : Golden shower, purging cassia, Indian laburnum, purging cassia.
Scientific Name : Cassia fistula
ছবি তোলার স্থান : কার্জন হল, ঢাকা বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/০৮/২০১৮ ইং
৫। ফুলের নাম : সন্ধ্যামালতী
অন্যান্য ও আঞ্চলিক নাম : সন্ধ্যামনি, কৃষ্ণকলি
Common Name : Marvel of Peru, Four o'clock Flower
Scientific Name : Mirabilis jalapa
ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/১০/২০১৯ ইং
৬। ফুলের নাম : ট্রাম্পেট ভাইন (গোলাপী)
অন্যান্য ও আঞ্চলিক নাম : গোলাপী ঘন্টি-ফুল লতা, গোলাপী ট্রাম্পেট ভাইন
Common Name : Rosa Trompetenwein, Port St Johns Creeper, Pink trumpet vine, Zimbabwe creeper
Scientific Name : Podranea ricasoliana
ছবি তোলার স্থান : পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ে, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/১০/২০১৮ ইং
৭। ফুলের নাম : দোপাটি
অন্যান্য ও আঞ্চলিক নাম :
Common Name : Balsam, Garden balsam, Rose balsam, Touch-me-not, Spotted snapweed
Scientific Name : Impatiens balsamina
ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৪/০৯/২০১৮ ইং
৮। ফুলের নাম : লিলি (সাদা)
অন্যান্য ও আঞ্চলিক নাম :
Common Name : White Crinum Lily, St. Christopher Lily
Scientific Name : Crinum jagus
ছবি তোলার স্থান : ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/০৪/২০১৮ ইং
৯। ফুলের নাম : ক্যালেন্ডুলা
অন্যান্য ও আঞ্চলিক নাম :
Common Name : Calendula
Scientific Name :
ছবি তোলার স্থান : রমনা পার্ক, ঢাকা বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৬/০২/২০২০ ইং
১০। ফুলের নাম : ঝুনঝুনি
অন্যান্য ও আঞ্চলিক নাম : বন অতসি, ঘণ্টাকর্ণ, জুনজুনিয়া, ঝুনঝুনা, জংলিশান, কুতকুতি, শণফুল
Common Name : Smooth Rattlepod, salts rattlebox, smooth crotalaria, streaked rattlepod, striped crotalaria
Scientific Name : Crotalaria pallida
ছবি তোলার স্থান : পূর্বাচল, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০২/১২/২০১৮ ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
১০টি ফুলের ছবি : পর্ব - ০১ , - , পর্ব - ০২ , - , পর্ব - ০২ , - , পর্ব - ০৪ , - , পর্ব - ০৫
১০টি ফুলের ছবি : পর্ব - ০৬ , - , পর্ব - ০৭ , - , পর্ব - ০৮ , - , পর্ব - ০৯ , - , পর্ব - ১০
১০টি ফুলের ছবি : পর্ব - ১১ , - , পর্ব - ১২ , - , পর্ব - ১৩ , - , পর্ব - ১৪ , - , পর্ব - ১৫
১০টি ফুলের ছবি : পর্ব - ১৬ , - , পর্ব - ১৭ , - , পর্ব - ১৮ , - , পর্ব - ১৯ , - , পর্ব - ২০
১০টি ফুলের ছবি : পর্ব - ২১ , - , পর্ব - ২২ , - , পর্ব - ২৩ , - , পর্ব - ২৪ , - , পর্ব - ২৫
১০টি ফুলের ছবি : পর্ব - ২৬ , - , পর্ব - ২৭ , - , পর্ব - ২৮ , - , পর্ব - ২৯ , - , পর্ব - ৩০
১০টি ফুলের ছবি : পর্ব - ৩১ , - , পর্ব - ৩২ , - , পর্ব - ৩৩ , - , পর্ব - ৩৪ , - , পর্ব - ৩৫
১০টি ফুলের ছবি : পর্ব - ৩৬
০৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৩৭
মরুভূমির জলদস্যু বলেছেন: বৃষ্টির পরে আকাশ সাদা মেঘে ঢাকা ছিলো।
ধন্যবাদে আপনাকে মতামতের জন্য।
২| ০৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সরিষা ক্ষেতের ছবিটা দারুণ। সরিষার ছবি ভালো লাগে খুব। কিন্তু দেশে কি এখন সরিষার চাষ হয়? আগে গ্রামে সরিষার চাষ প্রচুর হতো। শীতের মরসুমে সরিষার ক্ষেতগুলো এক অদ্ভুত সুন্দর দৃশ্যের জন্ম দিত। আজকাল তেমন হয় না।
০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১০:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন: দেশে এখনো সরিষা চাষ হয়।
সারা দেশেই সরিষার সময় অল্পবিস্ত চাষ হতো, এখনো হয়।
তবে বিশেষ বিশেষ এলায় বানিজ্যিক ভাবে চাষ হয়।
মানিকগঞ্জ, কাপাসিয়া ইত্যাদি এলাকায় হয়।
৩| ০৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:০৯
ওমেরা বলেছেন: সরিষা ক্ষেত আমি দেখেছি, খুব সুন্দর যতদুর চোখ যায় শুধু হলুদ আর হলুদ খুব ভালো লেগেছিল।
০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১০:২৭
মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও দেখেছি।
সরিষার চেএও সুন্দর হয় মৌরি ক্ষেত। মৌরির উচ্চতা হয় প্রায় বুক সমান।
সূর্যমুখি ক্ষেতও সুন্দর।
৪| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:০৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সরিষার ক্ষেত যখন ফুলে ফুলে ভরে যায় তখন সত্যি সুন্দর লাগে।আমাদের নিজেদেরই কয়েক বিঘা সরিষা আবাদ হতো।এমন কি ঢাকায় এসেও আমরা প্রথম দিকে বাজার থেকে সরিষা কিনে নিউ এলিফেন্ট রোডে একটা সরিষা ভাঙ্গানোর কলছিল,ওখান থেকে সরিষা ভাঙ্গিয়ে আনতাম।তিল ক্ষেতের ফুলও সুন্দর।
০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১০:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন: এখন এলাকায় (বাড্ডা, ঢাকা) দেখি একটা মেশিন নিয়ে ঘুরে বেরায়। চোখের সামনে সরিষা ভাঙ্গিয়ে তেল করে দেয়।
তিশির ক্ষেত দেখেছেন নিশ্চয়।
৫| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৪০
ওমেরা বলেছেন: এটা কি মৌরি?
এটার আমি ক্ষেত দেখিনি কখনো, তবে সামারে আমাদের এখানে এটা রাস্তার পাশে ঝোপের মত হয় ।
০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:০০
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি মাত্র একবারই এই ক্ষেত দেখেছি রাজবাড়িতে।
©somewhere in net ltd.
১| ০৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৩৫
রাজীব নুর বলেছেন: ৪ নং ছবিটা ভালো হয় নি। আকাশ জ্বলে গেছে।