নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গালিব
মসজিদে বসে আমাকে মদ খেতে দাও;
নইলে বলো, খোদা কোথায় নাই?
*
ইকবাল
মসজিদ খোদার ঘর, এটা পানশালা নয়;
কাফেরের অন্তরে গিয়ে দেখ, ওখানে খোদা নাই।
*
আহমেদ ফারাজ
কাফেরের অন্তর ঘুরে এসেছি আমি, দেখলাম :
খোদা ওই হৃদয়েও আছেন, শুধু সে তা জানে না।
*
ওয়াসি
খোদা দুনিয়ার সব জায়গাতেই আছেন,
বেহেশতে চলে যাও, ওখানে পান করায় মানা নাই।
*
সাকি
দুনিয়ার দুঃখ ভোলার জন্য আমি মদ খাই,
বেহেশতে কোনো দুঃখ নাই, তাই ওখানে মদ খেয়ে কোনো মজা নাই।
*
মির
আমরা মদ খাই ফুর্তি করার জন্য, খামাখা দুঃখের বদনাম;
পুরা বোতল খেয়ে দেখ, দুনিয়া কি বেহেশতের চেয়ে কম?
সূত্র:
কবি সৈয়দ তারিক ভাইয়ের ফেসবুক টাইমলাইন থেকে কপি-পেস্ট করলাম।
ছবি
০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
২| ০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০২
রোকনুজ্জামান খান বলেছেন: যারা মদ খায় তারা কষ্ট আসলেও খায়, সুখ আসলেও খায়।
০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন: সহী বলেছেন।
৩| ০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০৫
মিরোরডডল বলেছেন:
এগুলো পড়ে আমি আবারও আমাদের প্রিয় ব্লগার শায়রীকে মিস করছি ।
শায়রীটা যে কোথায় উধাও হয়ে গেলো !
শরাব আর সাকি যেখানে, প্রিয় গজলটা থাকবে সেখানে ।
০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ মন্তব্য আর গজলের জন্য।
৪| ০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০৭
স্থিতধী বলেছেন: গালিবের একটা কালেকশন ছিলো আমার কাছে বাংলা অনুবাদে। মদ ই যেনো তাঁর প্রেমিকা; এমন একটা আবহ তৈরি করে রাখতেন তিনি।
০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০১
মরুভূমির জলদস্যু বলেছেন: কথাতো সত্যিই।
৫| ০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১৩
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লেখা
০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০২
মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া
৬| ০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫১
সুখী এলিয়েন বলেছেন: নেশা ভাল নয়, তবে মদ নিয়ে লিরিক গুলো অনেক সুন্দর।
০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০২
মরুভূমির জলদস্যু বলেছেন: সহী বলেছেন।
৭| ০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৫
মোহামমদ কামরুজজামান বলেছেন:
লেখা (মাতাল শায়েরী) সেইরকম হয়েছে। পোস্টে +++।
খোদা সবজায়গায় ই আছেন তবে তাকে পাওয়া নির্ভর করে মানুষের মানষিকতার উপর।
০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০৩
মরুভূমির জলদস্যু বলেছেন: লেখা টুকু আমার নয়।
৮| ০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৭
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: যারা মদ খায় তারা সুখেও খায় দুঃখেও খায়, এটা তাদের নেশা।
০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন: সহী বলেছেন।
৯| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ৮:২২
বিদ্রোহী সিপাহী বলেছেন: লিরিকের ধারাবাহিকতা অনন্য
০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৫৭
মরুভূমির জলদস্যু বলেছেন: এই কৃতিত্ব কবি সৈয়দ তারিক ভাইয়ের।
১০| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১০:২৪
নেয়ামুল নাহিদ বলেছেন: পুরো সংগ্রহটা আমার কাছে অন্যরকম ভালো লেগেছে।
০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৫৭
মরুভূমির জলদস্যু বলেছেন: আমার কাছেও অন্যন্য মনে হয়েছে বলেই এখানে কপি-পেস্ট করলাম।
১১| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১১:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কালেকশন, চমৎকার শেয়ার।
০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৫৮
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
১২| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১১:১৬
রাজীব নুর বলেছেন: মদ খেতে চাই গলা পর্যন্ত। তারপর দূর্নীতিবাজদের কুৎসিত গালাগালি করতে চাই।
০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৫৯
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনাকে বলেছিলাম গালিবের মদ সংক্রান্ত শায়েরি গুলি নিয়ে লিখতে।
১৩| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১:২১
সিগনেচার নসিব বলেছেন: চমৎকার কালেকশন।
০৭ ই এপ্রিল, ২০২১ রাত ২:২০
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
১৪| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ৩:৪৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনাকে বলেছিলাম গালিবের মদ সংক্রান্ত শায়েরি গুলি নিয়ে লিখতে।
হ্যা বলেছেন। হাজী মোহাম্মদ মহসিনকে নিয়েও লিখতে বলেছেন। তার জন্য পড়তে হয়। পড়ার সময় পাচ্ছি না।
০৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:২১
মরুভূমির জলদস্যু বলেছেন: সহী বলেছেন।
একবার একজন আমাকে পিরামিড নিয়ে লিখতে বলেছিলো। তথ্যটত্য জোগাড় করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আলসেমির কারণে আর লেখা হয়ে উঠেনি।
১৫| ০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩১
রাজীব নুর বলেছেন: আলসেমি করবেন না। লিখুন। দরকার আছে।
০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩৮
মরুভূমির জলদস্যু বলেছেন: ওটা আর হয়ে উঠবে না।
অনেকদিন ধরে ভাবছি বাংলাদেশের পুরনো স্থাপত্য ও দর্শনিয়া স্থান নিয়েলিখবো। মানে যেগুলি আমি দেখেছি সেগুলি নিয়ে লিখবো। প্রতিটির সম্ভাব্য সব রকম ছবি থাকবে। প্রতি সপ্তাহে যদি একটি করে লিখি তাতেও কয়েক বছর লেগে যাবে। কিন্তু হয়ে উঠে না।
১৬| ০৭ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
শিকওয়া আর জবাবে শিকওয়া দারুন জমেছে
কাল আর সময়ের উর্ধে ওঠে ভাবনারা বাঙময় হয়ে উঠেছে চিরন্তনীতে।
+++++++
০৭ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১৯
মরুভূমির জলদস্যু বলেছেন: খুব ভালো বলেছেন, সঠিক বলেছেন, যথাযথ বলেছেন।
১৭| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:০৮
কল্পদ্রুম বলেছেন: অফলাইনে আপনার এই লেখাটি পড়েছিলাম।
মির্জা গালিব আম খেতেও খুব পছন্দ করতেন।সেটি নিয়েও অনেক মজার ঘটনা আছে শুনেছি।
০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:২৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০১
শোভন শামস বলেছেন: কাব্যময় প্রকাশ, সুন্দর