নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাঁদ নিয়ে বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনের খোঁজ করতে গিয়ে দেখতে পেলাম তাদের সংখ্যা নেহায়েত কম না।
এদের অনেকগুলি আবার একই রকম, একই অর্থ বহনকারী। শুধু এক বা একাধিক শব্দের ভিন্নতা আছে।
বাগধারা : কোন শব্দ বা শব্দ-সমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক দিয়ে যখন বৈশিষ্ট্যময় হয়ে ওঠে, তখন সে সকল শব্দ বা শব্দ-সমষ্টিকে বাগধারা বা বাক্যরীতি বলা হয় ।
প্রবাদ-প্রবচন : অনেকদিন ধরে লোকমুখে প্রচলিত জনপ্রিয় উক্তি যার মধ্যে সরলভাবে জীবনের কোনো গভীরতর সত্য প্রকাশ পায় সেগুলো প্রবাদ বা প্রবচন নামে অভিহিত হয়ে থাকে।
তাহলে দেখে নেই চাঁদ নিয়ে বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচন গুলি।
১ : চাঁদের কলঙ্ক
২ : চাঁদে কলঙ্ক আছে, গোলাপে কণ্টক।
৩ : কাঁটা বিনা কমল নাই, কলঙ্ক বিনা চাঁদ নাই।
৪ : চাঁদের কাছে জোনাকি পোকা, ঢাকের কাছে টেমটেমি।
৫ : এক চাঁদে জগৎ আলো।
৬ : বামন হয়ে চাঁদে হাত।
৭ : আকাশের চাঁদ হাতে পাওয়া।
৮ : আকাশে ফাঁদ পেতে চাঁদ ধরা।
৯ : ঈদের চাঁদ।
১০ : অমাবস্যার চাঁদ
১১ : এই যদি গোরাচাঁদ তবে কালাচাঁদ কেমন।
১২ : বড়র পিরিতি বালির বাঁধ, ক্ষণে হাতে দড়ি, ক্ষণে চাঁদ।
১৩ : বন্ধ্যা নারীর অন্ধ পুত্র চাঁদ দেখতে পায়।
১৪ : চাঁদ-কপালে দীর্ঘ ফোঁটা, মুখে তার সরষে-বাটা।
১৫ : চাঁদ চাঁদ চাঁদা, মিথ্যে কেনো কাঁদা।
১৬ : চাঁদ দেখে কুকুর চেঁচায়, চাঁদের তাতে কিবা আসে যায়।
১৭ : চাঁদ ধরা ছেলে
১৮ : চাঁদ চাওয়া ছেলে
১৯ : চাঁদ পাওয়া ছেলে
২০ : চাঁদেও গ্রহণ ধরে।
২১ : চাঁদের আশীব্বাদ, ক্ষয় বৃদ্ধি বাঁধা।
২২ : চাঁদের গায়ে ছেপ ফেললে আপন গায়ে লাগে।
২৩ : চাঁদের গায়ে কেউ কি থুথু দিতে পারে?
২৪ : চাঁদে বুধে যারে পায়। তার ধান-ঠেইলো ন যায়।
২৫ : চাঁদের দিন, বুধের দশা।
২৬ : চাঁদের হাট।
২৭ : চাঁদের সভার মধ্যে তারা। বর্ষে পানি মুষল ধারা।
২৮ : চন্দ্র সূর্য অস্ত গেল, জোনাকি ধরে বাতি; মোগল পাঠান হদ্দ হল, ফারসী পড়ে তাঁতী।
২৯ : চন্দ্র সূর্য অস্ত গেল, জোনাকি ধরে বাতি; ভীষ্ম দ্রোণ কর্ণ গেল, শল্য হল রথী।
৩০ : চন্দ্র সূর্য অস্ত গেল, জোনাকির পোঁদে বাতি; বাঘ পালালো, বেড়াল এলো ধরতে এবার হাতী।
৩১ : চন্দ্র সূর্য অস্ত গেল, জোনাকির পোঁদে বাতি; ময়ূর গেল, ছাতারে এল, ফুলিয়ে বুকের ছাতি।
৩২ : চন্দ্র সূর্য অস্ত গেল, জোনাকির পোঁদে বাতি; বিস্তর করলে পুত, কি করবে মোর নাতি।
৩৩ : কিসে আর কিসে, তামায় আর সীসে। চাঁদে আর মেনি-বাঁদরের পোঁদে।
৩৪ : চন্দ্র হৈতে বিষ বৃষ্টি।
৩৫ : চন্দ্রের জোৎস্নাদানে উঁচু নীচু বিচার নাই।
৩৬ : চন্দ্রের ভঙ্গিমা দেখে তেঁতুল হ’লেন বাঁকা।
আরো কিছু আপনার জানা থাকলে শেয়ার করতে পারেন।
=================================================================
আমার চন্দ্র বিলাস
চন্দ্রবিলাস - ০১
চাঁদের বুকে হেঁটে আসা চন্দ্র-মানবেরা
আজ পূর্ণ চন্দ্রগ্রহণ
পূর্ণগ্রাস চন্দগ্রহণ ২০১৮
পুষ্প পূর্ণিমা
বুদ্ধ পূর্ণিমা ও চন্দ্র পূর্ণিমা
আষাঢ়ী পূর্ণিমা
সুপার মুন ২০১৫
Blue Moon বা নীল চন্দ্র নীল নহে
হ্যালোইনের নীল চাঁদ
দ্বৈত নীল চন্দ্র
রবিবাবুর চন্দ্রকণা - ০১
রবিবাবুর চন্দ্রকণা - ০২
রবিবাবুর চন্দ্রকণা - ০৩
রবিবাবুর চন্দ্রকণা - ০৪
রবিবাবুর চন্দ্রকণা - ০৫
রবিবাবুর চন্দ্রকণা - ০৬
রবিবাবুর চন্দ্রকণা – ০৭
রবিবাবুর চন্দ্রকণা – ০৮
রবিবাবুর চন্দ্রকণা – ০৯
রবিবাবুর চন্দ্রকণা – ১০
রবিবাবুর চন্দ্রকণা – ১১
রবিবাবুর চন্দ্রকণা – ১২
রবিবাবুর চন্দ্রকণা – ১৩
রবিবাবুর চন্দ্রকণা – ১৪
রবিবাবুর চন্দ্রকণা – ১৫
রবিবাবুর চন্দ্রকণা – ১৬
২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৫:০১
মরুভূমির জলদস্যু বলেছেন: হে, এই কমন একটাই বাদ পরলো!!
ধন্যবাদ আপনাকে।
দেখি আরো কিছু আসুক
২| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৫:২৯
রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।
২৩ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩০
মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া
৩| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ
২৩ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে
৪| ২৩ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২৬
ওমেরা বলেছেন: সুন্দর হয়েছে । বাগধারা ও প্রবাদ বচন গুলোর মিনিং গুলো লিখে দিলে আরো ভালো লাগতো ।
২৩ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন: সেরেছে!!
সব কয়কটার অর্থতো আমিও জানি না, দুই একটার আবার একাধীক অর্থ জানি।
ঠিক আছে, অর্থ যোগ করে সেকেন্ড ভার্সন দিবো খন।
৫| ২৩ শে মার্চ, ২০২১ রাত ৮:৫৬
নেওয়াজ আলি বলেছেন: আয় আয় চাঁদ মামা। এখন দেখুন আকাশে চাঁদ আছে
২৩ শে মার্চ, ২০২১ রাত ৯:৫৯
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৬| ২৩ শে মার্চ, ২০২১ রাত ৯:২০
কল্পদ্রুম বলেছেন: অনেকগুলোই নতুন জানলাম।১৬ নম্বরে, চেঁজায়?
২৩ শে মার্চ, ২০২১ রাত ১০:০০
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে ভুলটি ধরিয়ে দেয়ার জন্য। শুধরে নিয়েছি।
৭| ২৩ শে মার্চ, ২০২১ রাত ১০:৩৬
নেয়ামুল নাহিদ বলেছেন: রীতিমত গবেষণা!
২৩ শে মার্চ, ২০২১ রাত ১০:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন: বেকারের অকেজো কাজ
৮| ২৩ শে মার্চ, ২০২১ রাত ১১:৫৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: কাউকে গলা ধাক্কা দিয়ে বের করে দিলে 'অর্ধচন্দ্র' বাগধারাটি ব্যবহার করা হয়।
২৪ শে মার্চ, ২০২১ দুপুর ১:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বী, এটি বাদ পড়েছে।
আপনাকে অনেক দিন পরে পেলাম।
৯| ২৪ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৪৭
সামিয়া বলেছেন: চাঁদ নিয়ে এত এত প্রবাদ!!!!!!!!
২৫ শে মার্চ, ২০২১ রাত ২:০০
মরুভূমির জলদস্যু বলেছেন: দুই একটা বাদ পড়েছে হয়তো।
১০| ২৪ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অল্প কয়েকটা কমন পড়েছে, বাকি সবই নতুন। মজা লাগলো।
শব্দ নিয়ে এসব পোস্ট আপনার অসাধারণ গবেষণা হিসাবেই গণ্য।
২৫ শে মার্চ, ২০২১ রাত ২:০২
মরুভূমির জলদস্যু বলেছেন: আমিওকি আর সব জানতাম!! খুঁজতে গিয়ে পেলাম এগুলি।
©somewhere in net ltd.
১| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৫৩
জুল ভার্ন বলেছেন: অর্ধচন্দ্র(গলা ধাক্কা) বাদ গেলো নাকি?